অনলাইন ক্লাস কি ? (What Is Online Class In Bengali)
অনলাইন ক্লাস কি ? (What Is Online Class In Bengali)

অনলাইন ক্লাস বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও বহির্বিশ্বে এ পদ্ধতিটি বেশ আগে থেকেই প্রচলিত, কিন্তু আমাদের দেশে এটি এখন বেশ গুরুত্ববহ।
বিশেষত, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশের কাছে শিক্ষাগ্রহণের অন্যতম একটি মাধ্যম এটি।
বর্তমান যুগে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শিক্ষাব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। আধুনিক শিক্ষাব্যবস্থায় অনলাইন ক্লাস একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ মাধ্যম।
করোনা ভাইরাসের প্রকোপে যখন থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, তখন শিক্ষার্থীদের কাছে পাঠ পৌঁছানোর অন্যতম মাধ্যম এই অনলাইন ক্লাস (Online Class)।
করোনা মহামারি শুরু হওয়ার পরপরই স্কুল – কলেজ, সরকারি – বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়।
অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা
অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘরে বসেই শিক্ষকের তত্ত্বাবধানে পঠনপাঠন সম্ভব।
তবে উপকরণের স্বল্পতা, নির্দিষ্ট নীতিমালা ও শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই এই কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের রয়েছে বিস্তর অভিযোগ।
বিশেষ করে ডিভাইস ও মানসম্মত ইন্টারনেট সুবিধা না পাওয়ায় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস নিয়ে নানা সমস্যায় পড়ছে। কারণ হিসেবে শিক্ষার্থীদের স্মার্টফোন না থাকা, ইন্টারনেটের ধীরগতি, আর্থিক অসচ্ছলতা প্রভৃতি মুখ্য হয়ে উঠেছে।
মূলত ইন্টারনেটের চড়া মূল্য ও নেটওয়ার্কের দুর্বলতা অনলাইন ক্লাসের প্রধান প্রতিবন্ধকতা।
কারণ বেশির ভাগ শিক্ষার্থীরই ওয়াই-ফাই (Wi-Fi) সুবিধা নেই, তারা মোবাইলে ডাটা প্যাকেজ (Mobile Data) ব্যবহার করে অনলাইন ক্লাসে অংশ নেয়।
এ ছাড়া করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষার্থীদের পরিবারের আর্থিক সংকট অনলাইন ক্লাস করা বেশির ভাগ শিক্ষার্থীর জন্য অনেকটাই কঠিন।
তবে কিছু সীমাবদ্ধতা থাকলেও সংকটকালীন পরিস্থিতিতে অনলাইন ক্লাস শিক্ষার্থীর পড়ালেখার ধারাবাহিকতাকে গতিশীল রাখতে সহায়ক এবং ঝরে পড়া রোধ করতে অনেকাংশেই সক্ষম।
তাই অনলাইন ক্লাসকে আরও জনপ্রিয় ও যুগোপযোগী করতে দেশব্যাপী মোবাইল ফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক সেবা শক্তিশালী করার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
তবে আশা করা যায়, শিগগিরই করোনা মহামারী থেকে মুক্তি মিলবে, শিক্ষার্থীদের আগমনে শ্রেণিকক্ষ আবারও মুখর হবে।
তাহলে অনলাইন ক্লাস কি বা অনলাইন ক্লাস কাকে বলে এর বিষয়ে আশা করি আপনারা এই আর্টিকেলে জানতে পেরেছেন।
Online Class কি অথবা অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা (Advantages and Disadvantages of Online Class) নিয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন।
আপনি যদি একজন শিক্ষক হিসেবে অনলাইন ক্লাস করাতে চান তাহলে অনলাইন ক্লাস কিভাবে করাবো এই আর্টিকেলটি পড়তে পারেন।