আইটি জানো ( ITJANO ) কি ? এটা কি ধরনের সাইট

আইটি জানো কি ? এটা কোন ধরনের ওয়েবসাইট ? এই সাইটের লক্ষ্য এবং উদ্দেশ্য কি ? ITJANO কেন তৈরি করা হয়েছে এবং কে তৈরি করেছে এসব বিষয়ে আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করব।

আইটি জানো ( ITJANO ) কি

আইটি জানো (ITJANO) কি ?

বন্ধুরা, বর্তমানে দিন দিন দ্রুত প্রযুক্তির (technology) প্রসার ঘটছে। এখন প্রযুক্তি সবসময় আমাদের হাতের নাগালে রয়েছে। টেকনোলজি ছাড়া আমরা একটা সুন্দর দিন কাটানোর কল্পনা করতে পারি না।

ইন্টারনেট প্রযুক্তির ফলে গোটা বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয় রয়েছে। ইন্টারনেট ব্যবহারের কারণে সবাই এতটা কাছাকাছি চলে এসেছে যে, মানুষ এখন এটা ভাবতে শুরু করেছে, তারা একটি বৈশ্বিক গ্রামে বসবাস করছে।

পুরো ইন্টারনেট জুড়ে যেসকল ওয়েবসাইটের সবচেয়ে বেশি বিস্তৃতি রয়েছে সেগুলো হলো সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট।

মানুষ যেকোন বিষয়ে তথ্য জানার জন্য সার্চ ইঞ্জিন ওয়েবসাইট যেমন Google, Bing, Yahoo এসব সাইটে গিয়ে সার্ছ করছে। আর সামাজিক যোগাযোগের জন্য লোকেরা বিভিন্ন social network গুলো বিপুল পরিমাণে ব্যবহার করছে। যেমন, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি।

এর পাশাপাশি ইন্টারনেটে বিপুল পরিমাণে ব্লগ ওয়েবসাইট রয়েছে। যে ওয়েবসাইট গুলোতে বিভিন্ন বিষয়ে আর্টিকেল (article) পাবলিশ করা হয়ে থাকে যেগুলো মানুষের দরকার হয়।

এরকম একটি ব্লগ হলো আইটিজানো (ITJANO)।

আইটি জানো ব্লগ কেন তৈরি করা হয়েছে ?

আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, ইন্টারনেটে ইংরেজি ভাষাতে প্রচুর ব্লগ রয়েছে। এর মানে হলো, আপনি যদি যেকোন একটি টপিকেত উপরে জানার জন্য যেকোন সার্চ ইঞ্জিনে ইংরেজিতে সার্চ করেন তাহলে সেই বিষয়ের উপরে অনেক ভালো মানের ইংরেজি আর্টিকেল আপনি পেয়ে যাবেন।

এর কারণ হলো, ইন্টারনেটে ইংরেজি ভাষা খুবই সমৃদ্ধ এবং যেকোন বিষয়ের উপর প্রচুর ইংরেজি ব্লগ রয়েছে এবং সেই ব্লগ গুলোতে প্রচুর ভালো ভালো আর্টিকেল রয়েছে।

কিন্তু আপনি যদি বাংলা ভাষার বেলায় চিন্তা করে দেখেন, তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে, বাংলা ভাষাতে লেখা তেমন ভালো মানের ব্লগ এখনো ইন্টারনেটে উপলব্ধ নেই।

বাংলা ভাষাতে ভালো ব্লগ নেই বললে ভুল হবে, তবে এর পরিমাণ খুবই কম।

অর্থাৎ বাংলায় ভালো মানের কনটেন্টের অভাব রয়েছে।

আমি দেখেছি, বাংলাদেশের এমন অনেক ব্লগার আছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের ব্লগে ১০০-২০০ শব্দের low value কনটেন্ট পাবলিশ করে যাচ্ছেন।

তাই আমি এই দিকটি চিন্তা করে ভালো ভালো আর্টিকেল পাবলিশ করার লক্ষ্যে আইটি জানো ব্লগটি তৈরি করেছি।

আমার এই ব্লগের আসল উদেশ্য হলো বাংলা ভাষাতে আপনাদের ভালো কিছু কনটেন্টস উপহার দেওয়া।

আশা করি আমাদের কনটেন্ট গুলো আপনাদের ভালো লাগবে।

শুধু তাই নয়, এই ব্লগটি তৈরি করার পেছনে আরও কারণ রয়েছে। সেটি হলো, ছোটকাল থেকেই আমার অনলাইন এবং ইন্টারনেট এর প্রতি আলাদা একটা আকর্ষণ রয়েছে।

আমি ছোটখাট অনেক বিষয় নিয়ে গুগলে সার্চ করতে গিয়ে ব্লগের বিষয়ে ধারণা পেয়েছি। আর সেই থেকে আমার স্বপ্ন, বাংলা ভাষায় একটি successful blog দাড় করাবো।

তো গল্প এখানেই শেষ নয়, পড়তে থাকুন শেষ পর্যন্ত। আজকে আমার এবং আমার ব্লগের বিষয়ে সবকিছু এই আর্টিকেলে উল্লেখ করব।

আইটিজানো (ITJANO) ব্লগটি কে তৈরি করেছে ? আইটি জানো এর সিইও কে ?

বন্ধুরা, আমার নাম হয়তো আপনারা জেনে থাকবেন। আমার নাম মোহাম্মদ আবু সফিক। বর্তমানে আমি দশম শ্রেণিতে অধ্যয়নরত আছি।

আমি আইটি জানো ব্লগটি ২০২১ সালের জুন মাসে তৈরি করেছি।

ব্লগের পুরো ইউআরএল (URL): https://itjano.xyz

এর আগেও আমার বেশ কিছু ওয়েবসাইট ছিল। কিন্তু সেগুলো এখন আর নেই। বলতে গেলে, আমার অনলাইনে বিভিন্ন কাজ শেখার সময় সেগুলো নিজে নিজে তৈরি করেছি আর কিছুদিন pactice করেছি।

আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, তখন প্রথম ওয়েবসাইটের ধারণা আমার মাথায় আসে। এরপর অস্টম শ্রেণিতে ওঠার পর করোনা ভাইরাসের কারণে লকডাউনে আমি অনেক কাজ শিখে ফেলি। অস্টম শ্রেণীতে পড়ার সময়েই আমি ৩-৪ টি ওয়েবসাইট তৈরি করেছিলাম।

যাহোক, ITJANO এর লক্ষ্য ও উদ্দেশ্য কি এ বিষয়ে এখন নিচে জেনে নিন।

আইটি জানো (ITJANO) এর লক্ষ্য ও উদ্দেশ্য

এ বিষয়ে আমাদের সম্পর্কে পেজে গেলেই আপনারা জানতে পারবেন যে, এই ব্লগে কি কি বিষয়ে আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে।

এই ব্লগটি এখনো নতুন রয়েছে। আমি এটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধিক প্রচেষ্টা চালাচ্ছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন।

আইটি জানো কিভাবে আয় করে ?

আমার ব্লগটিকে গুগল এডসেন্স এর দ্বারা মনিটাইজ করানো হয়েছে। আপনারা আর্টিকেলের ভেতরে যে বিজ্ঞাপন গুলো দেখতে পারছেন, এগুলো হলো গুগল এডসেন্স এর advertisements.

অর্থাৎ আমার ব্লগে যেসকল রিডার রয়েছেন, তাদের মাধ্যমে আমি গুগল এডসেন্স থেকে কিছু পরিমাণ অর্থ প্রতিদিন আয় করে থাকি।

আমার শেষ কথা

তাহলে আশা করি আপনারা আইটি জানো কি (ITJANO কি) এবং এটা কী ধরনের ওয়েবসাইট এ বিষয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত জানতে পেরেছেন।

এছাড়াও আমার বিষয়ে কিছু তথ্য আমি আর্টিকেলে উল্লেখ করেছি।

আসলে আমি অনেক ছোট মানুষ। আশা করি আপনারা আমার ব্লগকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।

আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

2 Comments

  1. মূল্যবান মতামত কমেন্ট করে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *