আমাজন জঙ্গল: ইতিহাস, জীববৈচিত্র্য, নদনদী ও অজানা তথ্য
পৃথিবীর বৃহত্তম Rainforest হলো আমাজন জঙ্গল। পৃথিবী জুড়ে যেসব রেইনফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্যে। প্রচণ্ড গরমে বাষ্পীভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। তাই একে রেইনফরেস্ট বলা হয়।
আমরা যতই চাঁদ, মহাকাশ জয় করি না কেন? পৃথিবী অনেক কিছুই এখনো অজানা। তেমনই আমাজন জঙ্গলেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা এখনো জানা যায়নি। সাইনটিস্টরা এখনো এর উপর রিসার্চ করতেছে এবং নতুন নতুন তথ্য আমাদের সাথে শেয়ার করছে।
আমাজন জঙ্গল (Amazon Rainforest)
বিশ্বের সবচেয়ে ভয়ংকর ও বড় জঙ্গল হলো আমাজন জঙ্গল। এই জঙ্গল আজ থেকে প্রায় ৫০ মিলিয়ন থেকে ৩৪ মিলিয়ন বছর পূর্বে জন্ম হয়েছিল। এর আয়তন ৫৫ বর্গকিলোমিটার। ৯ টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত।
আমাজন অরণ্য ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে ১০% কলম্বিয়ায় এবং বাকি অংশ রয়েছে ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা। আমাজনে ৮৫ লাখ প্রজাতির পোকামাকড়, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরীসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে।
- BTS কি ? বিটিএস এর পরিচয় এবং সম্পূর্ণ তথ্য
- ইলুমিনাতি কি ?
- নাসা কি ? (What is NASA in Bengali)
- ন্যাটো (NATO) কি ? ন্যাটো কি ধরনের জোট
১. গ্রিন আ্যনাকোন্ডা
এই আ্যনাকোন্ডা শুধু মাত্র আমাজনেই পাওয়া যায়।পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো এই গ্রিন আ্যনাকোন্ডা। এদের দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজিরও বেশি।
২. ব্ল্যাক কেমান
আমাজনে এক ধরনের বিশালদেহী কুমির দেখতে পাওয়া যায়, যার নাম ব্ল্যাক কেমান। এদের আমাজন নদীর রাজা বলা হয়। এই প্রাণিটি প্রায় ২০ ফুটের মতো লম্বা হয়ে থাকে।
৩. Poison Dark Frog
এ জঙ্গলে নানা জাতের ব্যাঙ রয়েছে। Poison dark frog এই ব্যাঙ এর চামড়ায় বিষ থাকে। দুই ইঞ্চির বেশি লম্বা হয় না। এই ব্যাঙের গায়ে ছোয়া লাগলে মৃত্যু অনিবার্য। ১০ জন মানুষ কে মারার বিষ থাকে এদের চামড়ায়।
৪. Bullet Ant
পিঁপড়ে প্রজাতির সবচেয়ে বড় প্রজাতি হলো Bullet Ant। এটি এক থেকে দেড় ইঞ্চির হয়ে থাকে।গায়ে গুলি লাগলে যেমন যন্ত্রনা হয় এই পিঁপড়ে কামরালে তেমন যন্ত্রনা হয়। এই প্রাণী কোন সুস্থ মানুষ কে কামরালে মৃত্যু পযন্ত হতে পারে।
৫. Harpy eagle
এই ঈগল অনেক দূর থেকে পরিস্কার দেখতে পায় (ডানা ৬ফুট,লম্বা ৪০ ইঞ্চি)।এই Harpy Eagle তার শক্তিশালী পা ও নখের সাহায্যে পাখি, বাদর, সাপ শিকার করে থাকে।
৬. Juguar
বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী Juguar এর নিবাস হচ্ছে আমাজনে।৫৬ থেকে কেজি ওজন।এর উচ্চতা ৬৩ থেকে ৭৬সে.মি.।
৭. Red Bellied Piranhas
এই মাছ আমাজন নদিতে থাকে। এরা ১০ সে.মি. লম্বা।
৮. আমাজন নদী :
আমাজন জঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আমাজন নদী যা অ্যান্ডিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এবং যা লম্বাতে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি আমাজন জঙ্গলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে।এই নদীর সঙ্গে ১০০ টিরও বেশি শাখা নদী যুক্ত রয়েছে। এই আমাজন নদী পানি ধরে রাখার অন্যতম নদী।
৯. ফুটন্ত নদী
আমাজনের আরেক রহস্যময় বিষয় হলো বয়ে যাওয়া ফুটন্ত নদী। নদীটির পানি অত্যন্ত গরম হওয়ার কারনে একে ফুটন্ত নদী বলা হয়। এর সর্বোচ্চ তাপমাত্রা ৯৩° সেলসিয়াস। সাইন্টিস্টরা এখনো আবিষ্কার করতে পারেনি যে এই নদির পানি কেন এতো উষ্ণ।
১০. আদিবাসী
আমাজন জঙ্গলে দলবদ্ধভাবে বাস করে আদিবাসী। যারা আমাদের আধুনিক জগতের চেয়ে বহু দূরে। সেখানে এখনো আধুনিকতার ছোঁয়া পড়েনি। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী আজও আমাজনের গভীর জঙ্গলে ৫০টি গোত্রের প্রায় ২১ মিলিয়ন মানুষ বাস করে। এরা বেশিরভাগই ব্রাজিলের, এদের নিজস্ব ভাষা রয়েছে।আমাজন জঙ্গলের মতই এরা বিপদজনক। এরা অপরিচিত মানুষ দেখলে আক্রমণ করে।
You may also like: