আরবি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
আরবি থেকে বাংলা অনুবাদ/ট্রান্সলেশন
বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আরবি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম সম্পর্কে জানবো।

আমরা অনেক সময় আরবিকে বাংলায় ট্রান্সলেট (translate) করার নিয়ম খুজে থাকি। যদিও আরবি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম অনেক সহজ।
কিন্তু আপনি যদি কিভাবে আরবি থেকে বাংলা অনুবাদ করতে হয় এ বিষয়ে জেনে নিতে চাইছেন তাহলে এই আর্টিকেলে আমি আপনাদের আরবি থেকে বাংলায় ট্রান্সলেট করার উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে বলে দিবো।
আমরা সাধারণত আরবি থেকে বাংলা বা বাংলা থেকে আরবি অনুবাদ খুব কম ক্ষেত্রে বা খুব কমই করে থাকি।
আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিংবা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট খুব বেশি করে থাকি। কেননা আমাদের মাতৃভাষা বাংলা।
তাই যেহেতু আমরা ইংরেজিতে দ্বিতীয় ভাষা হিসেবে শিখতে চাই তাই আমরা সাধারণত ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট বা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন খুব বেশি পরিমাণে করে থাকি।
কিন্তু আপনি যদি আরবি থেকে বাংলা অনুবাদ করার উপায় খুজছেন তাহলে আপনাকে তো অবশ্যই কিবোর্ডে আরবি টাইপ (arabic typing) করতে হবে।
কেননা আরবি লিখে তার অনুবাদ করতে হলে তো আরবি অক্ষর বা বাক্য টাইপ করতে হবেই।
আরবি টাইপিং করার জন্য বা আরবি লেখার জন্য আপনাকে আরবি লেখার একটি আরবি কিবোর্ড (arabic keyboard) এপ্স বা সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে। তাছাড়া আপনি আরবি টাইপ করতে বা লিখতে পারবেন না।
আপনি যদি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন তাহলে আরবি লেখার জন্য মোবাইলের Settings থেকে Language and Input এ গিয়ে সেখানে English এবং Bangla ভাষার পাশাপাশি Arabic language টা add করে নিতে পারেন।
এতে আপনার Gboard কিবোর্ডে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আরবি ভাষাও টাইপ করতে পারবেন।
তো এখন চলুন জেনে নেওয়া যাক আরবি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম সম্পর্কে।
আমি আরবি থেকে বাংলায় ট্রান্সলেট করার সেরা ৪ টি উপায় আপনাদের বলবো।
তার মধ্যে first তিনটি উপায় হলো এন্ড্রয়েড এপ্স এর মাধ্যমে।
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে প্রথম তিনটি উপায়ের মধ্যে যেকোন একটি করতে পারেন।
আর আপনি যদি পিসি বা কম্পিউটার ব্যবহার করে অনুবাদ / ট্রান্সলেশন করতে চান তাহলে আপনি চতুর্থ উপায়টি ফলো করতে পারেন।
এন্ড্রয়েড ব্যবহারকারীরা ৪ টি উপায়েই ট্রান্সলেট করতে পারবেন।
তো চলুন আরবি থেকে বাংলা ট্রান্সলেট করার উপায়গুলোর বিষয়ে এক এক করে জেনে নেওয়া যাক।
4 Best Arabic to Bengali Translator
Google Translate – আরবি থেকে বাংলা ট্রান্সলেশন apk
যেকোন ভাষা থেকে যেকোন ভাষায় ট্রান্সলেট বা অনুবাদ করার জন্য Google Translate এন্ড্রয়েড এপ্লিকেশনটি সেরা।
শুধু আরবি থেকে বাংলা অনুবাদ বা বাংলা থেকে আরবি অনুবাদই নয় আরো অন্যান্য যেকোন ভাষা ট্রান্সলেট করার ক্ষেত্রে Google Translate সেরা হিসেবে প্রমাণিত।
আমি আরবি থেকে বাংলা অনুবাদ করার যতগুলো এপ্স বা সফটওয়্যার দেখেছি সেগুলোর মধ্যে আমার হিসেবে গুগল ট্রান্সলেট সবচেয়ে ভালো।
গুগল ট্রান্সলেট ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে গুগল ট্রান্সলেট এন্ড্রয়েড এপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
আরপর আপনাকে গুগল ট্রান্সলেট ওপেন করতে হবে। এরপর উপরের দিকে ভাষা সিলেক্ট করার অপশন পাবেন।
বামদিকে এবং ডানদিকে দুইটি মেনু দেখতে পাবেন ভাষা সিলেক্ট করে দেওয়ার জন্য।
এখানে আপনি যে ভাষাকে ট্রান্সলেট করবেন সেটি বাম দিকের মেনুতে সিলেক্কট করতে হবে। আর যে ভাষাতে ট্রান্সলেট করবেন তা ডানদিকের মেনুতে সিলেক্ট করতে হবে।
তাই যেহেতু আপনি আরবি থেকে বাংলায় অনুবাদ করতে চান তাই আরবি ও বাংলা এভাবে সিলেক্ট করে দিবেন।
এরপর নিচের ফাকা বক্সে আপনাকে আরবি শব্দ বা বাক্য লিখতে হবে যার বাংলা অনুবাদ আপনি করতে চান।
আর আরবি কিভাবে লিখবেন এ বিষয়ে তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি। এখানে লিখলেই নিচে আপনার বাংলা অনুবাদ হয়ে যাবে।
Note: Google Translate এর একটি বড় সুবিধা হলো এখানে যেকোন ভাষা ক্যামেরা ট্রান্সলেশন পদ্ধতিতে ট্রান্সলেট বা অনুবাদ করা যায়।
Bing Translator
arabic থেকে বাংলায় অনুবাদ করার জন্য Bing Translator ও একটি অন্যতম এন্ড্রয়েড এপ্লিকেশন।
আপনি এই এপ্লিকেশনটির মাধ্যমে arabic থেকে Bengali তে অনেক সহজেই অনুবাদ করতে পারবেন। এছাড়াও এখানে আরো অনেক ভাষাকে ট্রান্সলেশন করা যায়।
Arabic Bangla Translation
আপনারা এই এপসটির নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কেমন হবে। আসলে আমি এই এপসটি কখোন ব্যবহার করে দেখিনি।
তাই আমি আপনাদের এর ব্যপারে তেমন বেশি কিছু বলতে পারবো না। কিন্তু আমি গুগল প্লে স্টোরে এর রিভিউ এবং রেটিং দেখে এই এপ্সটির বিষয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি।
এটি খুবই ভালো একটি এপ্লিকেশন যার মাধ্যমে আপনি সহজেই আরবি থেকে বাংলা অনুবাদ বা বাংলা থেকে আরবি অনুবাদ করতে পারবেন।
প্রথমে আপনাকে এপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর আপনাকে ভাষা ঠিক করে নিতে হবে।
তারপর বক্সে আরবি বাক্য লিখে Translate এ ক্লিক করলে বাংলায় অনুবাদ হয়ে যাবে।
Google translate এর ওয়েব ভার্শন ব্যবহার করুন
বন্ধুরা আমি প্রথমে আপনাদের গুগল ট্রান্সলেট এপসের বিষয়ে বলেছি। কিন্তু সেটি হলো একটি এন্ড্রয়েড এপ্লিকেশন। যদি আপনি পিসি বা কম্পিউটার দিয়ে ট্রান্সলেশন করতে চান তাহলে আপনাকে গুগল ট্রান্সলেট এর ওয়েবসাইটে যেতে হবে।
প্রথমে Google translate এর ওয়েবসাইটে এ যান। এরপর ভাষা সিলেক্ট করে দিয়ে ট্রান্সলেট করতে পারবেন।
আমার শেষ কথা,,
আশা করি আরবি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম বা আরবি থেকে বাংলা ট্রান্সলেশন করার উপায়গুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন।
এমনিতে আমি যেকোন ট্রান্সলেশন করার কথা আসলে গুগল ট্রান্সলেট কে বেশি প্রাধান্য দিয়ে থাকি।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
অবশ্যই পড়ুন –
- কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখবো কিভাবে ?
- জন্ম নিবন্ধন যাচাই করুন bdris ওয়েবসাইটের মাধ্যমে
- ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার সেরা ১০ টি উপায়