আলট্রাসনোগ্রাফি কি | আলট্রাসনোগ্রাফি কাকে বলে

আলট্রাসনোগ্রাফি কি ? (What is Ultrasonography in Bengali) এই বিষয়ে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো।

আলট্রাসনোগ্রাফি কি
আলট্রাসনোগ্রাফি বলতে কী বোঝায় ?

আলট্রাসনোগ্রাফি কি ? (What is Ultrasonography)

আলট্রাসনোগ্রাফি কাকে বলে? শরীরের অভ্যন্তরের নরম টিস্যুর অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয় বা তাতে কোনো সমস্যা হলে আল্ট্রাসনোগ্রাফি করে তা শনাক্ত করা যায়।

সাধারণত হৃদপিন্ডে অথবা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ নরম অঙ্গ যেমন মস্তিষ্ক, যকৃৎ, পিত্তথলি, প্রধান রক্তনালিসমূহ প্রভৃতিতে আলট্রাসনোগ্রাফি করা হয়।

বর্তমানে ভ্রূণের বৃদ্ধি, বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, পিত্তথলি ও মূত্রথলির পাথর সনাক্তকরণ ও স্ত্রী প্রজনন তন্ত্রের টিউমার সনাক্তকারণেও আলট্রাসনোগ্রাফি ব্যবহৃত হয়।

আলট্রাসনোগ্রাফির কার্যপ্রণালি

এখানে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়। এর মূলনীতি অনেকটা যেভাবে শব্দ তরঙ্গের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় অনেকটা সেরকম।

আলট্রাসনোগ্রাফিতে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ (যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০ Hz এর বেশি) ব্যবহৃত হয়ে থাকে।

এখানে বৈদ্যুতিকভাবে রূপান্তরিত একটি সরু তরঙ্গের রশ্মি নিক্ষেপ করা হয়। এই শব্দ তরঙ্গের কিছু অংশ কোথাও বাধা পেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে আর বাকি অংশ বাধা না পেয়ে চলে যায়।

কতটুকু ফিরে আসল এবং আসতে কতক্ষণ সময় নিল এর উপর ভিত্তি করে কম্পিউটারে একটি নিখুত ছবি আঁকা হয়। এই ছবি দেখেই রোগ শনাক্ত করা হয়।

আলট্রাসনোগ্রাফির ঝুঁকি

আলট্রা সাউন্ড বা শ্রবণোত্তর শব্দ তরঙ্গ এর একটি বড় সীমাবদ্ধতা হলো এটি কঠিন অস্থি ভেদ করতে পারে না। এতে অস্থির পেছনের অংশ পূর্ণাঙ্গভাবে সর্বদা ধরা পড়ে না।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে আলট্রাসনোগ্রাফি ক্ষতিকর নয় তবে তারা পরামর্শ দিয়েছেন গর্ভবতী অবস্থায় যতটা সম্ভব কম আলট্রা সাউন্ড ব্যবহার করা উত্তম।

আলট্রাসনোগ্রাফির ঝুঁকি এড়াবার উপায়

আলট্রাসনোগ্রাফির মাধ্যমে শরীরের অভ্যন্তরের একটি সঠিক ছবি পাওয়া অনেকাংশে নির্ভর করে যিনি যন্ত্রটি নিয়ন্ত্রণ করবেন তার দক্ষতার ওপর।

একজন দক্ষ অপারেটরের মাধ্যমে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে আলট্রাসনোগ্রাফি করা উচিৎ।

তাহলে আলট্রাসনোগ্রাফি কি অথবা আলট্রাসনোগ্রাফি কাকে বলে (What is Ultrasonography in Bengali) এ বিষয়ে আশা করি এই আর্টিকেলটিতে জানতে পেরেছেন।

আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।

আরও পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *