আয়াতুল কুরসি শেখার সহজ উপায়

আয়াতুল কুরসি শেখার সহজ উপায় অথবা কিভাবে খুব অল্প সময়ে আয়াতুল কুরসি মুখস্থ করবেন এ বিষয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে। (How to Learn Ayatul Kursi in Bangla?)

আয়াতুল কুরসি শেখার সহজ উপায়
আয়াতুল কুরসি শেখার সহজ উপায় জেনে রাখুন।

আমরা জানি, আয়াতুল কুরসি হলো কুরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং এই আয়াতটি ইসলামিক বিশ্বে ব্যাপকভাবে মুখস্ত করা হয়। সূরা বাকারার এই আয়াতটির রয়েছে অনেক ফজিলত। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আয়াতুল কুরসি জানি না অথবা আয়াতুল কুরসি এখনো মুখস্থ করিনি।

যারা আয়াতুল কুরসি এখনো জানেন না কিংবা মূখস্থ করেননি তাদের জন্যই আজকের আর্টিকেলটি তৈরি করা হয়েছে। আয়াতুল কুরসি শেখার সহজ উপায় বা কিভাবে সহজে আয়াতুল কুরসি শিখবো এ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Ayatul Kursi Bangla বাংলা উচ্চারণ অর্থ এবং ফজিলত সম্পর্কে আমাদের ওয়েবসাইটে আগেই একটি আর্টিকেল তৈরি করা হয়েছে। এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা আয়াতুল কুরসি আরবি, আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থ এবং আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে সহজেই জানতে পারবেন।

আয়াতুল কুরসি শেখার সহজ উপায়

আয়াতুল কুরসী (আরবি: آية الكرسي) হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা আল বাকারার ২৫৫ তম আয়াত। এটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামিক বিশ্বে এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয়। এই আয়াতটি সমগ্র মহাবিশ্বের উপর মহান আল্লাহ তায়ালার জোরালো ক্ষমতার কথা বর্ণনা করে।

হযরত মুহাম্মদ (সা.) বলেছেন,

যে ব্যক্তি প্রত্যেহ পাঁচ ওযাক্ত নামাজের পর সঙ্গে সঙ্গে আয়তুল কুরসি পাঠ করবেন তার আর জান্নাতের মাঝে ব্যবধান থাকল মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই তিনি জান্নাতে যাবেন।

হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত: রাসুল (সা.) বলেছেন,

সুরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, যে ঘরে আয়াতুল কুরসী পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। (মুসতাদরাকে হাকিম – ২১০৩)

আয়াতুল কুরসি আরবিতে:

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ [٢:٢٥٥]

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ:

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াশ ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।

আয়াতুল কুরসির বাংলা অর্থ / অনুবাদ:

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫]

আয়াতুল কুরসি শেখার সহজ উপায়: অল্প সময়ে মুখস্থ করে নিন আয়াতুল কুরসি

উপরে আয়াতুল কুরসি আরবিতে এবং Ayatul Kursi Bangla Uccharon ও অর্থসহ উল্লেখ করা হয়েছে। তার সাথে আয়াতুল কুরসির সংক্ষিপ্ত কিছু ফজিলত বর্ণনা করা হয়েছে।

এখন আয়াতুল কুরসি শেখার সহজ উপায় সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

দেখুন, আরবিতে আয়াতুল কুরসি দেখে পড়া এবং আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ দেখে পড়ার মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

সবচেয়ে ভালো হয় আরবি দেখে শুদ্ধভাবে আয়াতুল কুরসি পড়া এবং মুখস্থ করা। কিন্তু আপনি যদি আরবি পড়তে না জানেন তাহলে আপনাকে আয়াতুল কুরসির যে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে সেটি দেখেই মুখস্থ করতে হবে।

তবে আপনি যদি সঠিক এবং শুদ্ধভাবে আয়াতুল কুরসি মুখস্থ করতে চান বা জানতে চান, তাহলে আপনি ইউটিউব থেকে এই বিষয়ে ভিডিও দেখে ভালোভাবে আয়াতুল কুরসি শিখে নিতে পারবেন।

তাই নিচে আমি আয়াতুল কুরসি শেখার সহজ উপায় সম্পর্কে একটি ইউটিউব ভিডিও embed করে দিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে খুব সহজেই এবং অল্প সময়ে আয়াতুল কুরসি ভালোভাবে মুখস্থ করে নিতে পারবেন।

খুব সহজেই আয়াতুল কুরসি শিখুন – (Learn Ayatul Kursi in Bangla):

তাহলে বন্ধুরা, আয়াতুল কুরসি শেখার সহজ উপায় সম্পর্কে লেখা আজকের আর্টিকেলটি এখানেই শেষ হলো। আশা করি আর্টিকেলটি পড়ে কিভাবে সহজে আয়াতুল কুরসি শেখা যায় এ বিষয়ে আপনারা জানতে পেরেছেন।

আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।

অবশ্যই পড়ুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *