Skip to content

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম – (সেরা অ্যাপস)

বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম বা কিভাবে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করতে হয়৷

ইংরেজি থকে বাংলা অনুবাদ apps download এর বিষয়েও এই আর্টিকেলে আমি কথা বলবো এবং ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার জন্য সেরা ৫টি এন্ড্রয়েড এপ্স সম্পর্কে আমি কথা বলবো৷ (ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এর জন্য সেরা ৫ টি এন্ড্রোয়েড এপ্স/সফটওয়্যার।

ইংরেজি থেকে বাংলা অনুবাদ

কিভাবে ইংরেজি থেকে বাংলা‌ অনুবাদ করতে হয়?

আমরা প্রায়ই গুগল (Google) সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার উপায় কি?

আসলে আমাদের প্রায় সময়েই যে কোন একটি sentence কে বাংলায় অনুবাদ করার দরকার হয়ে থাকে৷ এটা আমাদের প্রত্যেকেরই অনেক সময় করার প্রোয়োজন পড়ে৷

কেননা আমরা অনেক ক্ষেত্রে এমন কিছু ইংরেজি বাক্যের মুখোমুখি হই যার বাংলা অর্থ বা বাংলা অনুবাদ আমাদের জানা থাকে না এবং সেটা জেনে নেওয়া খুবই জরুরি হয়ে থাকে৷

তাই আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সবচেয়ে সহজ উপায়গুলো খুজে থাকি৷

বিশেষ করে যারা স্টুডেন্ট (student) তাদের প্রায় ক্ষেত্রেই এই কাজটি করার দরাকার হয়৷

কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা (international language)। আমাদের সকলেরই এই ভাষাটি আন্তর্জাতিক ভাষা হিসেবে শিখা উচিত৷ কে

আপনি যখনেই অন্য কোন দেশের মানুষের সাথে যোগাযোগ বা কন্টাক্ট (communicate) করতে চাইবেন তখন আপনি মাতৃভাষা বাংলায় তার সাথে ভাব বিনিময় করতে পারবেন না।

এক্ষেত্রে আপনার ইংরেজি ভাষা অবশ্যই জানা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারতে হবে৷ তখনই আপনি একজন অন্য দেশের মানুষের সাথে সহজেই কথা বলতে পারবেন৷

তাছাড়া বর্তমান ইন্টারনেটের যুগ৷ এই যুগে আমাদের সকলেরই মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে থাকি৷

কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট সব জায়গায় আপনার ইংরেজিতে দক্ষতা থাকা লাগবে৷ তাছাড়া আপনার ডিজিটাল যুগের তাল মিলিয়ে চলা অনেক কস্টকর হয়ে দাড়াবে৷

তাই যেহেতু স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট লাইফে পড়ালেখা করে জ্ঞান অর্জন করে থাকে৷ তখন থেকেই তাদের ইংরেজি ভাষাকে ভালোভাবে শেখার প্রোয়োজন হয়৷

তাই আপনি যদি ইংরেজি ভালোভাবে শিখার জন্য ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার ভালো এপ্স বা সফটওয়্যার খুজছেন তাহলে নিচে আমি এই বিষয়ে আপনাদের অবশ্যই বলে দিবো৷

ইংরেজি থেকে বাংলা অনুবাদ বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ যদি আপনি বেশি বেশি অনুশীলন করেন তাহলে আপনি ইংরেজিতে ভালো জ্ঞান অর্জন করতে থাকবেন৷

বর্তমানে আপনারা ফ্রিল্যান্সিং কথাটির সাথে অবশ্যই পরিচিত৷

কেননা ফ্রিল্যান্সিং করে ফ্রিলান্সাররা ঘরে বসে টাকা ইনকাম করছেন৷

তাই আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা করতে চান তাহলেও আপনার ইংরেজি ভাষার উপর ভালো দক্ষতা থাকা লাগবে৷

কেননা এখানে যারা কাজ দিয়ে থাকেন তারা অন্যান্য দেশ থেকে কাজ দিয়ে থাকেন এবং তাদের কন্টাক্ট করতে অবশ্যই ইংরেজি ব্যবহার করতে হবে৷

তাই নিচে আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ apps download বা সেরা ৫টি এন্ড্র‍য়েড এপ্সের বিষয়ে আপনাদের বলবো৷

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম

আপনি যদি মোবাইলের মাধ্যমে ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করতে চান তাহলে আপনি দুইটি নিয়মে ইংরেজি বাক্যকে বাংলা বাক্যকে পরিনত করে নিতে পারেন৷

এর একটি হলো এন্ড্রয়েড এপসের মাধমে অনুবাদ এবং আরেকটি হলো গুগলের দ্বারা অনুবাদ৷

নিচে আমি সেরা ৫টি এন্ড্রয়েড এপস এর বিষয়ে বলবো যেগুলো ইংরেজি থেকে বাংলা sentence translation করার জন্য সেরা এপ্লিকেশন বলে বিবেচিত৷

তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই এপ্লিকেশনগুলোর বিষয়ে৷

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার সেরা ৫টি এন্ড্রয়েড এপস/সফটওয়্যার

আমি যে এপ্সগুলোর বিষয়ে আপনাদের বলবো সেগুলো হলো,

  • Google Translate
  • Microsoft Translator
  • Yandex Translator
  • iTranslate

১. Google Translate – (সেরা Sentence Translation Android App)

বন্ধুরা ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার সবচেয়ে সেরা এন্ড্রয়েড এপ্লিকেশন হলো গুগল ট্রান্সলেট৷ এটি গুগলের একটি এন্ড্রয়েড এপ্স যার মাধ্যমে আমরা এক ভাষাকে অন্য যেকোন ভাষায় ট্রান্সলেট করে নিতে পারি৷

এই গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি অনেক সহজেই ইংরেজি থেকে বাংলায় বা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে অনুবাদ করে নিতে পারবেন৷

শুধু ইংরেজি এবং বাংলাই নয়, গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি যেকোন ভাষাকে অন্য ভাষায় সহজেই রুপান্তর করে নিতে পারবেন৷

এছাড়াও গুগল ট্রান্সলেট এর কিছু অনেক ভালো ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি অনকে ভালো সুবিধা পাবেন৷

যেমন,

  • এখানে অফলাইন ট্রান্সলেট করার সুবিধা রয়েছে৷
  • ক্যামেরার মাধ্যমে ছবি তুলে ট্রান্সলেট করতে পারবেন৷ (ক্যামেরা ট্রান্সলেশন ফিচার)
  • একসাথে অনেক বড় টেক্সট বা প্যারাগ্রাফ ট্রান্সলেট করতে পারবেন৷
  • পছন্দ মত যেকোন ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন৷

এককথায় গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনি অনেক সহজেই ইংরেজি বাক্যকে বাংলা বাক্যকে অনুবাদ করে নিতে পারবেন৷

Google Translate এপ্সটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন৷ সেখান থেকে এপ্সটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে রেখে দিতে পারেন এবং প্রোয়োজনের সময় ব্যবহার করতে পারবেন৷

২. Yandex Translator

আপনি হয়তো জানেন যে ইয়ান্ডেক্স একটি অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন৷ এটি রাশিয়ার একটি সার্চ ইঞ্জিন এবং Yandex Translator নামে একটি এন্ড্রয়েড এপ্স রয়েছে যেটা গুগল ট্রান্সলেটের মতোই কাজ করে থাকে৷

আপনি এই এপ্সটির মাধ্যমে সহজেই ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেত পারবেন৷

তবে ইয়ান্ডেক্স ট্রান্সলেট এর মাধ্যমে ট্রান্সলেশন করার সময় একটি অসুবিধা লক্ষ করা যায় সেটি হলো আপনি যখন অনেক বড় টেক্সট কে ট্রান্সলেট করবেন তাহলে একটু অসুবিধা হতে পারে৷ তবে আশা করা এই সমস্যা টি খুব তাড়াতাড়ি তারা সমাধান করে নিবে৷

1 thought on “ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম – (সেরা অ্যাপস)”

Leave a Reply

Your email address will not be published.