ইংরেজি শেখার সহজ উপায় | কিভাবে ইংরেজি শিখবো
বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ইংরেজি শেখার সহজ উপায় গুলোর বিষয়ে জানবো।

বর্তমানে সহজে ইংরেজি শেখার উপায় গুলো বা কিভাবে ইংরেজি শিখবো এ বিষয়ে প্রায় প্রত্যেকেই জেনে নিতে চাইছেন।
কেননা বর্তমানে ক্যারিয়ার গঠনে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অধিক রয়েছে। আজকাল প্রায় সব জায়গাতেই ইংরেজি ভাষার প্রয়োজন হয়ে থাকে।
স্কুল, কলেজ এবং চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে প্রায় সকল সকল জায়গাতেই আমাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকার প্রয়োজন হয়ে থাকে।
কেননা এসব জায়গাতে যখন আপনাকে কোন ইংরেজিতে প্রশ্ন করা হবে তখন আপনার যদি ইংরেজিতে ভালো জ্ঞান না থাকে অথবা আপনি ইংরেজিতে কথা বলার দক্ষতা না রাখেন তাহলে আপনাকে পিছিয়ে পরতে হতে পারে।
তাই আমাদের কমবেশি প্রত্যেকেরই ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারা জরুরি।
শুধু তাই নয়, ইংরেজি শেখার প্রয়োজনীয়তা আরো অনেক রয়েছে।
এই আর্টিকেলে আমি সহজে ইংরেজি শেখার উপায় গুলো সম্পর্কে আলোচনা করবো৷
তার আগে চলুন ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক৷
ইংরেজি শেখার গুরুত্ব: Importance Of Learning English
বর্তমান যুগে প্রায় সকল ক্ষেত্রে বাংলার পাশাপাশি অধিক পরিমাণে ইংরেজির ব্যবহার হয়ে থাকে৷
যেমন, আধুনিক যুগ হলো কম্পিউটার এবং ইন্টারনেটের যুগ৷ তাই আপনি যদি সঠিকভাবে কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার করতে চান তাহলে আপনাকে ইংরেজি অবশ্যই জানতে হবে৷
তাছাড়া higher education এর জন্য ইংরেজি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷
একটি ভালো জব বা চাকরি পেতে হলে ইংরেজি ভাষায় ভালো জ্ঞান থাক দরকার৷
এছাড়াও একটি সহজ উদাহরণের কথা যদি বলা যায়, আমাদের সকলেরই ছোট খাট কোন না কোন রোগ প্রায়ই হয়ে থাকে৷
এই রোগের treatment করানোর জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হয় এবং ডাক্তার আমাদের ঔষধ prescribe করে থাকেন৷ এক্ষত্রে সঠিকভাবে ঔষধ সেবন করার জন্য আপনার ইংরেজি জানার দরকার হয়ে থাকে৷
এক কথায় বাংলার পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে আমাদের শিখতে হবে৷
ইংরেজি শেখার সহজ উপায় | কিভাবে ইংরেজি শিখবো
আপনি যদি ইংরেজি শিখতে চাইছেন তাহলে সহজে ইংরেজি শেখার প্রচুর উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারেন৷
তবে একটি কথা মনে রাখবেন যেকোন একটি নতুন জিনিস শিখতে এবং সেটিকে আয়ত্ব করতে সময় এবং চেষ্টার প্রয়োজন অবশ্যই রয়েছে৷
ঠিক একইভাবে ইংরেজিকে ভালোভাবে শিখতে হলে আপনাকে এর পিছনে সময় অবশ্যই দিতে হবে এবং নিজের সাধ্যমত চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে৷
আপনি চাইলেই কেবল একদিনেই বা একমাসেই ইংরেজিকে ভালোভাবে শিখতে পারবেন না৷
এমনিতে আমাদের সকলেরই বেসিক ইংরেজি শব্দ বা বাক্যগুলো সবার জানা থাকে আগে থেকেই৷
কেননা আমরা সকলেই স্কুল বা কিন্ডার গার্টেন এ লেখাপড়া করে আসছি ছোটকাল থেকেই৷ কিন্তু আমরা চাইলেই প্রাচিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি ইংরেজি ভালোভাবে শিখতে পারতাম এমনকি ইংরেজিতে কথাও বলতে পারতাম৷
কিন্তু আমারেই কারোরই ইংরেজিটাকে সেভাবে শেখার সুযোগ হয়ে ওঠে না৷ কেননা আমরা লেখাপড়াই করে আসছি কেবল পরীক্ষায় GPA 5 পাওয়ার জন্য৷ এজন্য সেভাবে আমারা ইংরেজিকে আয়ত্ব করে পারিনা৷
যাহোক আপনার বেসিক কিছু ইংরেজি সম্পর্কে ধারণা রয়েছে তাহলে আপনি সহজেই ইংরেজি শিখতে পারেন৷
তো চলুন জেনে নেওয়া যাক ইংলিশ শেখার সহজ উপায় গুলোর বিষয়গুলোর বিষয়ে৷
আমি ইংরেজি শিখতে চাই । সহজে ইংরেজি শেখার উপায় গুলো কি কি?
নিচে আমি ইংরেজি শেখার কিংবা ইংরেজিতে কথা বলতে পারার জন্য যে উপায়গুলো আপনাকে অনুসরণ করতে হবে সেগুলোর তালিকা দিয়ে দিয়েছি৷
সহজভাবে ইংলিশ শেখার জন্য এই উপায়গুলো আপনাদের অনেক কাজে আসবে৷
- ইংরেজি শেখার উদ্দেশ্য এবং একটি লক্ষ স্থির করুন৷
- কিছুটা কম চ্যালেঞ্জিং ইংরেজি রিসোর্স ব্যবহার করুন৷
- একটি ভালো ইংলিশ ডিকশনারি কিনে নিন৷
- স্মার্টফোনে ইংলিশ ডিকশনারি সর্বদা সাথে রাখুন৷
- প্রতিদিন নতুন নতুন ইংরেজি শব্দ এবং বাক্য শিখুন৷
- ইংরেজি গান শোনা৷
- ইংরেজি মুভি দেখা এবং বক্তৃতা শোনা৷
- ইংরেজি পত্রিকা বা ম্যাগাজিন পড়া৷
- ইংরেজি বাক্যের অর্থ বোঝা৷
- ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখুন৷
- YouTube দেখে ইংরেজি শিখুন৷
- গুগল ট্রান্সলেট এর ব্যবহার করুন৷
- ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা৷
- নিজের সাথে ইংরেজি বলার চেষ্টা করুন৷
- ইংরেজি শেখার অ্যাপস ব্যবহার করুন৷
- ইংরেজিতে কথা বলা লোকদের সাথে থাকুন এবং ইংরেজি বলতে কোন লজ্জা করবেন না৷
- স্পোকেন ইংলিশ ক্লাস।
এসব বিষয়ে আমি নিচে আপনাদের এক এক করে বিস্তারিত বলে দিবো৷
তবে ইংরেজি শেখার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছুটা জেনে নিন৷
প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজি শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ
আপনি যেভাবেই ইংরেজি শিখতে চান না কেন যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজিকে ভালোভাবে আয়ত্ব না করতে পারেন তাহলে এটি শেখা আপনার জন্য কঠিন হয়ে অবশ্যই দাঁড়াবে৷
কেননা বিশেষ করে স্টুডেন্ট বয়সে আমাদের ইংরেজি শেখার যথেষ্ঠ সুযোগ থাকে৷ এ সময় স্টুডেন্টদের ইংলিশ সাবজেক্ট অনুশীলন করার পাশাপাশি চাইলে ইংরেজি ভাষাঅ অনুশীলন করতে পারেন৷
এসসময় যেহেতু ইংরেজি গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাই ইংরেজি বলার জন্য অনুশীলন করার ক্ষেত্রে তেমন কোন অসুবিধায় পরতে হয় না৷
বন্ধুদের সাথে আলোচনা করে কিংবা তাদের ইংরেজি বলা অনুশীলন করে সহজেই নিজের ভুল বুঝতে পারা যায় এবং সেগুলো সংসোধন করে নেওয়া সম্ভব৷
সোজা ভাবে বলতে গেলে ছাত্রজীবনেই হলো উপযুক্ত সময় ইংরেজি ভালোভাবে শেখার৷
তাছাড়াও আপনার ইংরেজি সম্পর্কে এবং ইংরেজি গ্রামার সম্পর্কে কিছুটা ধারণা থাকলে আপনি নিচের উপায়গুলোর মাধ্যমে ইংরেজিতে বলা শিখে যেতে পারেন৷
তো চলুন ইংরেজি শেখার সহজ উপায় গুলো কি কি সেগুলো সম্পর্কে এক এক করে জেনে নেওয়া যাক।
১. ইংরেজি শেখার উদ্দেশ্য এবং একটি লক্ষ স্থির করুন
প্রথমেই ঠিক করুন আপনার উদ্দেশ্য এবং লক্ষ৷ এর মানে হলো আপনি কেন ইংরেজিটা শিখতে চান৷ এর আসল কারণ কি?
যেমন হতে পারে আপনি আপনার ব্যবসার জন্য ইংরেজি শিখতে চাচ্ছেন বা স্টুডেন্ট হিসেবে ইংরেজিতে ভালোভাবে কথা বলার দক্ষতা অর্জন করতে চাইছেন৷ আপনি যে কাজের জন্য ইংরেজি শিখতে চান আপনাকে ইংরেজিটা সেভাবেই শিখতে হবে৷
তাছাড়া বর্তমানে অনেকেই ইংরেজি শিখতে চাচ্ছেন ইন্টারনেট সিঠিকভাবে ব্যবহার করার জন্য৷ কেননা বর্তমানে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশার প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেড়ে যাচ্ছে৷
আর এই profession এ বিদেশী ক্লায়েন্টদের সাথে কথপকথন করতে হয় ইংরেজির মাধ্যমে৷ তাই এই পেশায় যারা নতুন করে যুক্ত হতে চাইছেন তারা সকলেই সহজেই ইংলিশ শেখার উপায়গুলো সম্পর্কে জেনে নিতে চাইছেন৷
২. কিছুটা কম চ্যালেঞ্জিং ইংরেজি রিসোর্স ব্যবহার করুন
আপনি যেহেতু ইংরেজিতে এখন এক্সপার্ট না, তাই আপনাকে এটি শেখার জন্য কম চ্যালেঞ্জিং ইংরেজি রিসোর্স এর ব্যবহার অবশ্যই করতে হবে৷
সোজা ভাবে বলতে গেলে আপনি যদি এমন রিসোর্স ব্যবহার করে থাকেন যেখানে সব কঠিন কঠিন ইংরেজি শব্দ এবং বাক্য ব্যবহার করা হয়েছে তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না এটা স্বাভাবিক ব্যপার৷
উদাহরণস্বরূপ,
Newyork Times যদি আপনি পড়তে চান সেখানে অনেক কঠিন কঠিন শব্দের ব্যবহার করা হয়ে থাকে যা আপনার জন্য প্রথম অবস্থায় বোঝা কষ্টকর হতে পারে৷ তাই সহজ রিসোর্স খুজুন৷
৩. একটি ভালো ইংলিশ ডিকশনারি কিনে নিন
আপনি যেহেতু ইংরেজি ভাষা শিখতে চাইছেন তাহলে আপনার জন্য একটি ইংলিশ ডিকশনারি কেনা অত্যন্ত আবশ্যক৷
কেননা ডিকশনারি হলো শব্দ ভান্ডার যা আপনাকে নতুন নতুন অনেক শব্দ শিখতে সাহায্য করবে৷ এর মাধ্যমে আপনি যেকোন ইংরেজি শব্দের বাংলা অর্থ জেনে নিতে পারবেন৷
তাই এক্ষেত্রে একটি ভালো English Dictionary কেনা খুবই গুরুত্বপূর্ন৷
৪. স্মার্টফোনে ইংলিশ ডিকশনারি সাথে রাখুন
ডিকশনারি বইয়ের পাশাপাশি স্মার্টফোনে সবসময় একটি ইংলিশ ডিকশনারি সাথে রাখুন৷ এটি যেকোন সময়ে যেকোন শব্দের অর্থ জানার ক্ষেত্রে আপনাকে অনেক কাজে দিবে৷
ধরুন আপনি এক জায়গায় গিয়েছেন, সেখানেও আপনি অবসর সয়ে ইংরেজি অনেক শব্দ শিখতে পারেন যা আপনার জন্য অনেক কাজের৷
আপনি স্মার্টফোনে English Bangla Dictionary এর পাশাপাশি একটি Antonym Synonym ডিকশনারি রাখতে পারেন যা আপনাকে যেকোন ইংরেজি শব্দের সমার্থক কিংবা বিপরীত শব্দ জানতে সাহায্য করবে৷
৫. প্রতিদিন নতুন নতুন ইংরেজি শব্দ এবং বাক্য শিখুন৷
আপনার প্রয়োজন প্রতিদিন নতুন নতুন কিছু সহজ ইংরেজি শব্দ এবং বাক্য শেখা৷ আপনাকে এ কাজটি প্রতিদিন এ কাজটি করে যেতে হবে এবং যে শব্দ এবং বাক্যগুলো আপনি শিখবেন তা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন৷
তাছাড়া সেগুলো ইংরেজিতে কথা বলার সময় প্রয়োগ বা ব্যবহার করতে পারবেন না৷
তাই প্রতিনিয়ত চেষ্টা করুন নতুন কিছু শব্দ এবং বাক্য শেখার। প্রথমে আপনি সহজ সহজ এবং common যে সকল ইংরেজি বাক্য রয়েছে যেগুলো সচরাচর ব্যবহার করা হয় সেগুলো আগে শিখে নিতে পারেন।
আপনি গুগলে অথবা ইউটিউবে Most common English words অথবা Most common English sentences লিখে সার্চ করলে অনেকগুলো words এবং sentence পেয়ে যাবেন।
৬. ইংরেজি গান শোনা
আমরা সকলেই গান শুনতে পছন্দ করে থাকি। কিন্তু আমরা যদি ইংরেজি গান শুনি তাহলে আমাদের একদিকে গান শোনাও হচ্ছে আবার সাথে সাথে ইংরেজির চর্চাও হচ্ছে।
কেননা ইংরেজি গান শুনলে আমরা ইংরেজি ভাষার বাক্যগুলো শুনে বুঝতে পারি।
ফলে আমাদের ইংরেজি অনুশীলন করা হতে থাকে।
তাই যথাসম্ভব ইংরেজি গান শোনার চেষ্টা করুন, বুঝুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন।
৭. ইংরেজি মুভি দেখা এবং বক্তৃতা শোনা
ইংরেজি গান শুনলে যেমন আমাদের ইংরেজি প্রাক্টিস হয়ে থাকে ঠিক তেমনি আপনি যদি একটি ইংলিশ মুভি বা সিনেমা দেখেন তাহলে আপনার ইংরেজি চর্চা হতে থাকছে।
ইংরেজি মুভি দেখলে আপনি এই ভাষা শেখার ক্ষেত্রে অনেক উপকার পাবেন। কেননা সেখানকার কথপকথনগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে এটি আপনাকে ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক কাজে দিবে।
এর পাশাপাশি ইংরেজিতে বক্তব্য বা বক্তৃতাগুলো শোনার চেষ্টা করবেন। এতে আপনার জ্ঞান আরো বাড়তে থাকবে।
৮. ইংরেজি পত্রিকা বা magazine পড়া
ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে পত্রিকা বা ম্যাগাজিন খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
কেননা এখানে যে শব্দ বা বাক্যগুলো ব্যবহার করা হয় এগুলো অনেক সহজ এবং আপনি সহজেই এগুলো বুঝতে পারেন।
প্রতিদিন ইংলিশ পত্রিকা পড়ুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন যা আপনার অভিজ্ঞতা আরো বাড়িয়ে তুলবে।
৯. ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখুন
আপনাকে ইংরেজি এবং বাংলা যেকোন বাক্য থেকে যেকোন বাক্যে অনুবাদ করা অবশ্যই শিখতে হবে।
কারণ আপনি যদি বিশেষ করে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে অনুবাদ করা শিখতে পারেন তাহলে আপনার জন্য ইংরেজিতে কথা বলা অনেক সহজ হয়ে দাঁড়াবে।
কেননা আমরা সাধারণত ইংরেজিতে যেকোন একটি বাক্য বলতে গেলে প্রথমে বাংলা বাক্যটি ভেবে নেই এবং তারপর এর ইংরেজি অনুবাদ করে বাক্যটি বলে থাকি।
তাই আপনি অনুবাদ শেখার জন্য গুগল কিংবা ইউটিউবে সার্চ করলে প্রচুর sentence translation পেয়ে যাবেন যেগুলো অনুশীলন করতে পারেন।
১০. YouTube দেখে ইংরেজি শিখুন
আপনি যদি ইংরেজি শেখার সহজ উপায় গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে ইউটিউব আপনার জন্য সেরা সলুশন (solution) হিসেবে প্রমাণিত হতে পারে।
কারণ ইউটিউবে বাংলাতে এমন প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আপনি দেখার মাধ্যমে ইংরেজি শিখে যেতে পারেন।
অনেক শিক্ষক রয়েছেন যারা নিয়মিত ক্লাস পাবলিশ করছেন।
ইউটিউবে অনেক ফ্রিতে speaking English course বা Learning English Course রয়েছে যেগুলো অনেক কাজের এবং এগুলো করার মাধ্যমে আপনি মোটামুটি ভালোভাবে ইংরেজি শিখে যেতে পারেন।
আমার বলা সবগুলো উপায়ের মধ্যে এটিকে একটু বেশি জোর দিবো।
কারণ ইংরেজি শেখার ক্ষেত্রে ইউটিউব সবচেয়ে সহজ মাধ্যম। ইউটিউবে সার্চ করে আপনি যেকোন বিষয়ে শিখে নিতে পারেন।
১১. গুগল ট্রান্সলেট এর ব্যবহার করুন
বন্ধুরা গুগল ট্রান্সলেট হলো এমন একটি এন্ড্রয়েড এপ্লিকেশন যার দ্বারা যেকোন ভাষা থেকে যেকোন ভাষায় ট্রান্সলেশন বা অনুবাদ করা সম্ভব।
তাই এটির ব্যবহার আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে।
এখানে আপনি সহজেই যেকোন বাংলা বাক্য লিখে সেটাকা ইংরেজিতে রূপান্তর করতে পারবেন এবং ইংরেজি বাক্য লিখে তাকে বাংলাতে রূপান্তর করতে পারবেন।
এর একটি সুবিধা হলো, একসাথে অনেকগুলো বাক্যকে আপনি অনুবাদ করতে পারবেন।
আপনি গুগল ট্রান্সলেট এর এন্ড্রোয়েড অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ওয়েবসাইটে গিয়েও ট্রান্সলেট করতে পারেন।
১২. ইংরেজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা
ইংরেজি ভাষায় কথা বলা শিখতে গেলে English Grammer সম্পর্কে খুবই জরুরি।
কেননা বলতে গেলে আপনি যদি ইংলিশ গ্রামার সম্পর্কে না জানেন তাহলে ইংলিশ শেখা বা ইংলিশে কথা বলা আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে।
যেমন ইংলিশ গ্রামার এর কতগুলো বিষয় রয়েছে যেমন, sentence, parts of speech, tense ইত্যাদি।
এই সকল বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে ইংরেজি বুঝতে পাড়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।
উদাহরণস্বরুপে,
মনে করুন আপনি sentence কিংবা parts of speech সম্পর্কে জানেন না, তাহলে একটি ইংলিশ বাক্য কিভাবে গঠিত হবে সেটাও আপনি বলতে পারবেন না। সুতরাং english grammer জানা খুবই জরুরি।
বিশেষ করে Tense এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।
কেননা একটি ইংরেজি বাক্য তৈরি করতে গেলে tense অনুযায়ী বাক্যটিকে সাজিয়ে লিখতে হবে।
Present Tense
- Present Indefinite Tense
- Present Continuous Tense
- Present Parfect Tense
- Present Parfect Continuous Tense
Past Tense
- Past Indefinite
- Past Continuous
- Past Parfect
- Past Parfect Continuous
Future Tense
- Future Indefinite
- Future Continuous
- Future Parfect
- Future Parfect Continuous
সহজে ইংরেজি শেখার ক্ষেত্রে ইংরেজি গ্রামার খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
১৩. নিজের সাথে ইংরেজি বলার চেষ্টা করুন
আপনি যখন ইংরেজিতে কথা বলা প্রাক্টিস করতে চাইবেন তখন নিজের সাথে ইংরেজিতে কথা বলুন।
যেকোন বিষয় নিয়ে নিজে নিজেই কথা বলার চেষ্টা করুন। এক্ষেত্রে কোন ভুল ভ্রান্তির সৃষ্টি হলে তা শুধরে নেওয়ার চেষ্টা করুন।
আপনি নিজেকেই নিজের বন্ধু বানিয়ে নিন। এবং যেকোন বিষয়ে ইংরেজিতে কথপোকথন শুরু করে দিন। নিজে নিজে কথা বলতে থাকলে নতুন নতুন বাক্যগুলো সহজেই শিখে যেতে পারবেন।
১৪. ইংরেজি শেখার apps ব্যবহার করুন।
ইন্টারনেটে যেকোন বিষয়েই অনেক তথ্য রয়েছে এবং যেকন সমস্যার সমাধান আমরা ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি।
যখন কথা আসে ইংরেজি শিখার, তখন ইন্টারনেটে কিছু ইংরেজি শেখার এপস অবশ্যই রয়েছে।
এই এপসগুলো সম্পূর্ণ ফ্রি এবং এখানে ইংরেজিতে কথা বলার পুরো টিউটোরিয়াল দেওয়া রয়েছে।
আপনি এই এপসগুলো ডাউনলোড করে অনুশীলন করতে পারেন।
যেমন,
- ৭ দিনে ইংরেজি
- স্পোকেন ইংলিশ বই
- ৩০ দিনে ইংরেজি শিক্ষা
১৫. ইংরেজিতে কথা বলা লোকদের সাথে থাকুন এবং ইংরেজিতে কথা বলতে কোন লজ্জা করবেন না
যখন আপনি নিজে নিজে ইংরেজি বলা অনুশীলন করতে করতে হালকা ভাবে কথা বলতে পারবেন তখন শিক্ষিত ব্যক্তিদের সাথে কিংবা আপনাদের বন্ধুদের সাথে ছোট খাটো ইংরেজিতে কথা বলা শুরু করবেন।
এতে আপনার বলায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে শিক্ষিত ব্যক্তরা তা আপনাকে ধরিয়ে দিবেন এবং সেই সমস্যাগুলো আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করবেন।
অন্যদের সাথে কথা বলার অভ্যাস আপনাকে দ্রুত ইংরেজিতে জরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
আর এতে কোন লজ্জা করা উচিত নয়। কারণ লজ্জা করলে আপনি ইংলিশকে ভালোভাবে আয়ত্ব করতে পারবেন না।
১৬. স্পোকেন ইংলিশ ক্লাস
আপনি যদি উপরের উল্লেখিত উপায়গুলোর দ্বারা সহজে ইংরেজি শিখতে পারছেন না তাহলে আপনাকে স্পোকেন ইংলিশ ক্লাসের খোজ করতে হবে। যেখানে কিছু টাকার বিনিময়ে আপনাকে ক্লাস করানো হবে এবং আপনাকে ইংরেজিতে কথা বলে শেখানো হবে।
আপনাকে কোজ নিতে হবে যে কোথায় স্পোকেন ইংলিশ ক্লাস নেওয়া হয় কোর্স করানো হয়।
এভাবে আপনি ইংরেজি শিখতে পারবেন।
আজকে আমরা কি জানলাম
এই আর্টিকেলে আমি আপনাদের ইংরেজি শেখার সহজ উপায় গুলোর বিষয়ে বিস্তারিতভাবে বলে দিয়েছি।
এগুলো অনুসরণ করে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন।
আর এজন্য নিজের প্রতি আত্মবিশ্বাস অবশ্যই রাখতে হবে। জেনে নিন আত্মবিশ্বাস কি।
আপনি যদি দ্রুত ইংরেজি শেখার উপায় খুজছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক কাজের প্রমাণিত হতে পারে।
আশা করি কিভাবে ইংরেজি শিখবো এ বিষয়ে আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
খুব সুন্দর গাইডলাইন। ধন্যবাদ আপনাকে।
মূল্যবান মতামত কমেন্ট করে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
Very helpful
Thanks for your comment.