কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করবো
কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করবো এ বিষয়ে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নিবো৷ (কিভাবে ইউটিউব থেকে mp3 গান ডাউনলোড করবেন?)

বর্তমান সময়ে ইউটিউব সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং সাইট৷ এখানে যেকোন ধরনের ভিডিও আমরা খুজে পেতে পারি সেগুলো দেখতের পারি৷
অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও বানিয়ে আপলোড করছেন৷ আর প্রচুর পরিমাণে ভিউয়ার্সরা তাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখছেন৷
আমরাও ইউটিউবে বিভিন্ন ভিডিও প্রতিদিন দেখে থাকি৷ আমাদের পছন্দের গান ইউটিউবে গিয়ে শুনে থাকি৷ এমন কোন মানুষকে খুজে পাওয়া যাবে না যে প্রতিদিন ইউটিউবে প্রবেশ করে থাকে না৷ আমরা প্রায় দিনের অনেক সময় ইউটিউব ব্রাউজ করে থাকি এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি৷
তাই আপনিও আপনার পছন্দের ভিডিও গান ইউটিউবে দেখে থাকেন এবং সেই গানগুলো ডাউনলোড করে নিতে চান তাহলে আপনি চাইলেই ইউটিউব থেকে অডিও গান সহজে ডাউনলোড করতে পারবেন না৷
কেননা ইউটিউবে সবগুলোই ভিডিও রয়েছে৷ তাই আপনি যদি ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করতে চাইছেন তাহলে আপনাকে সেই ভিডিও গানটি অডিওতে কনভার্ট করে নিয়ে ডাউনলোড করতে হবে৷ তাই এই আর্টিকেলে আমি আপনাদের বলে দিবো কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করবেন?
কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করবো? (সেরা ৩টি উপায়)
ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করার সেরা 3টি উপায় সম্পর্কে নিচে আমি আপনাদের বলে দিবো৷
ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করথম যে দুইটি উপায় আমি আলোচনা করবো এগুলো হলো এন্ড্রয়েড এপসের মাধ্যমে ইউটিউব থেকে গান ডাউনলোড৷
আর সবশেষে কোন সফটওয়্যার না এপ্স ছাড়া কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করা যায় এ বিষয়ে আলোচনা করবো৷
তো চলুন জেনে নেওয়া যাক ইউটিউব থেকে যেকোন গান অডিও আকারে কিভাবে ডাউনলোড করবেন৷
Snaptube এপসের মাধ্যমে ইউটিউব থেকে গান ডাউনলোড
আপনি যদি ইউটিউব থেকে আপনার পছন্দের গান অডিও আকারে ডাউনলোড করে নিতেএ চাইছেন কিংবা যেকোন ধরনের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে চাইছেন তাহলে আপনার জন্য একটি সেরা উপায় হলো Snaptube এন্ড্রয়েড এপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করা৷
snaptube এমন একটি এন্ড্রয়েড এপ্লিকেশন যার মাধ্যমে শুধু গান নয়, ইউটিউবের যেকোন ধরনের ভিডিও আপনি আপনি এই এপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন৷
Snaptube দিয়ে যখন আপনি ইউটিউবের কোন ভিডিও ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে চাপ দিবেন তখন আপনি ভিডিওটির ফাইল ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন৷
যেমন, ইউটিউবের যেকোন ভিডিও আপনি চাইলে ভিডিও ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন আবার অডিও ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন৷
তাই আপনাকে প্রথমে Snaptbe এন্ড্রয়েড এপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল করে নিতে হবে৷ এই এপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে খুযে পাবেন না৷
এটি আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে৷ এটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন৷
এরপর Snaptube app download লিখে সার্চ করবেন৷ সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করলে আপনি Snaptube এপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন৷
এরপর আপনাকে এই এপসটি ইন্সটল করতে হবে৷ মনে রাখবেন, এই এপসটি আয়াপনার ফোনে কোন ধরনের খারাপ প্রভাব ফেলবে না৷
এপসটি ইন্সটল করার পর ওপেন করুন৷ এরপর আপনি এপসের হোমপেজটি দেখতে পারবেন৷ সেখানে উপরের দিকে ইউটিউবের একটি icon দেখতে পারবেন৷
সেই ইউটিউবের আইকনটিতে ক্লিক করুন৷ এরপর আপনাকে ইউটিউবে নিয়ে যাওয়া হবে৷ এখানে আপনি ভিডিও সার্চ করে খুজতে পারবেন সার্চ অপশন থেকে৷
এখন আপনার পছন্দের গান সার্চ করে খুজে নিন৷ এরপর যে গানটি আপনি অডিও আকায়ারে ডাউব্লোড করে নিতে চান সেই ভিডিও গানটির উপরে ক্লিক করুন৷
এখন গানটি আপনি শুনতে পারবেন৷ অর্থাৎ ইউটিউবে যেভাবে কোন ভিডিও প্লে হয় ঠিকি একইভাবে এখানে আপনার গানটি প্লে হবে৷
এরপর ভিডিওটির নিচের দিকে তাকালে আপনি একটি ডাউনলোড বাটন দেখতে পারবেন৷
যেহেতু গানটি আপনি ডাউনলোদ করেতে চান তাই সেই ডাউনলোড বাটনটিতে ক্লিক করুন৷ এরপর অনেক গুলো অপশন আপনি দেখতে পারবেন৷
এখানে আপনাকে ফাইলের ফরম্যাট সিলেক্ট করতে হবে৷ এখানে দুইটি ফরম্যাট রয়েছে ভিডিও এবং অডিও৷ অডিও ফরম্যাটে যেকোন একটি পিক্সেল সিলেক্ট করে দিন৷
এখানে আপনি যদি 270 সিলেক্ট করেন তাহলে আপনার ডাউনলোড করা অডিও গানটির সাইজ খুব কম এমবি হবে৷
এখান থেকে যেকোন একটি অপশন সিলেক্ট করার পর আপনার সেই গানটি ডাউনলোড হতে শুরু হবে৷
Vidmate এপস দিয়ে ইউটিউব থেকে mp3 গান ডাউনলোড করুন
বন্ধুরা আমি উপরে আপনাদের যে এন্ড্রয়েড এপ্লিকেশনটির বিষয়ে বললাম এই এপ্লিকেশনটিও অনেকটা সেটির মতোই৷ এই এপসের মাধ্যমেও আপনি উপরের মতো করে ইউটিউব থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন৷
এই এপ্লিকেশনটিও আপনি গুগল প্লে স্টোরে পেয়ে পাবন না৷ এটি ডাউনলোদ করার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে vidmate epp download লিখে৷ তাহলে সেখান থেকে আপনি এপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন৷
সফটওয়্যার/এপস ছাড়া ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড
আমি এখন যে উপায়টি নিয়ে আলোচনা করবো এখানে আপনাকে মোবাইলে কোন ধরনের এপস ডাউনলোড বা ইন্সটল করতে হবে না৷
এটি ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করার অত্যন্ত সহজ একটি পদ্ধতি৷ এই সহজ নিয়মে আপনি ইউটিউবের যেকোন ভিডিও গানকে অডিও গানে কনভার্ট করে ডানলোড করতে পারবেন বা ইউটিউবের যেকোন ভিডিওকে অডিওতে কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন৷
এজন্য আপনাকে একটু কাজ করতে হবে৷ আপনাকে আগে ভিডিওটির লিংক কই করে নিতে হবে যে ভিডিওটি আপনি অডিওতে কনভার্ট করে ডাউনলোড করে নিতে চান৷
ভিডিওটির লিংক কপি করার জন্য আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে৷
এরপর আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটিকে সার্চ করে খুজে বের করুন৷ এরপর ভিডিওটি চালু করুন৷
তারপর নিচের দিকে Share বাটনে ক্লিক করে আপনকে ভিডিওটির লিংক কপি করে নিতে হবে৷
ইউটিউব থেকে mp3 গান ডাউনলোড করুন
লিংক কপি করার আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে৷ এটি ইউটিউব ভিডিও কনভার্টার নামে পরিচিত৷ ওয়েবসাইটটির নাম হলো ytmp3.cc
ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি নিচের মত একটি বক্স দেখতে পারবেন৷
এখানে আপনাকে কপি করা লিংক টি পেস্ট করে দিতে হবে৷
এরপর ডানদিক থেকে convert এ ক্লিক করতে হবে৷ convert এ ক্লিক করার আগে আপনাকে mp3 সিলেক্ট করে দিতে হবে৷
এরপর Download এ ক্লিক করতে হবে।
এরপর কয়েক সেকেন্ড analizing দেখাবে৷ তারপর আপনার ভিডিও গানটি অডিওতে কনভার্ট হয়ে ডাউনলোড হওয়া শুরু হবে৷
এই নিয়মে শুধু মোবাইল দিয়েই নয় আপনি যই পিসি বা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে কম্পিউটার ব্যবহার করেও এই উপায়ে আপনি ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করতে পারবেন৷
শেষ কথা
বন্ধুরা আশা করি কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করবো এর উত্তর আপনি পেয়ে গেছেন৷
আমি ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করার সেরা তিনটি উপায় সম্পর্কে আপনাদের বিস্তারিত বলে দিয়েছি৷
আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবে৷ আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন৷ ধন্যবাদ৷
- নগদ একাউন্ট দেখার নিয়ম, কোড ও ব্যালেন্স দেখার নিয়ম
- নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড – (Nagod account code)
- জন্ম নিবন্ধন যাচাই করুন bdris ওয়েবসাইটের মাধ্যমে
- কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লিখবো কিভাবে ?