ইউটিউব থেকে টাকা তোলার উপায় (টাকা তুলবো কিভাবে)

বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, ইউটিউব থেকে টাকা তোলার উপায় বা ইউটিউব (YouTube) থেকে টাকা তুলবো কিভাবে?

ইউটিউব থেকে টাকা তোলার উপায়
ইউটিউব থেকে টাকা তোলার নিয়ম

বর্তমানে ইউটিউব একটি সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। এখন ইউটিউবে চ্যানেল টাকা ইনকাম করা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং দিন দিন এর জনপ্রিয়তা আরো বাড়ছে।

বর্তমানে ইউটিউবে যেকেউ একটি চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারে।

কিন্তু চাইলেই যেকেউ একটি চ্যানেল খুলে সেখানে কেবল ভিডিও আপলোড করলেই টাকা ইনকাম হয়ে যাবে না।

কারণ যে ভিডিওগুলো মানুষ দেখতে পছন্দ করেন এবং যে ভিডিওগুলো মানুষের দেখার চাহিদা রয়েছে সেই ধরনের ভিডিও আপনাকে বানাতে হবে।

আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে একটি চ্যানেল খুলে ভিডিও বানিয়ে সেখানে ভিডিও আপলোড করা শুরু করে দিতে পারেন।

আর অনেক নতুন ইউটিউবার রয়েছেন যারা প্রথম ইউটিউবে চ্যানেল খুলেছেন বা একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে টাকা আয় করতে চাইছেন তারা সাধারণত ইউটিউব থেকে টাকা তোলার নিয়ম বা কিভাবে ইউটিউব থেকে টাকা তুলতে হয় এ বিষয়ে জানতে চান।

তাই এই আর্টিকেলে আমি ইউটিউব চ্যানেল থেকে ইনকামের টাকা কিভাবে তুলতে হয় এ বিষয়ে ভালোভাবে আপনাদের বলে দিবো।

ইউটিউব থেকে টাকা তোলার পদ্ধতি সম্পর্কে জানার আগে আপনাকে ইউটিউবের কিছু বিষয় সম্পর্কে আগে জেনে নেওয়া দরকার।

ইউটিউব কিভাবে আমাদের টাকা দেয়?

ইউটিউবের নির্দিষ্ট কতগুলো নিয়ম কানুন ও পলিসি রয়েছে যেগুলোর উপরে ডিপেন্ড করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে থাকে। (কন্টেন্ট ক্রিয়েটর বলতে যারা ইউটিউবে ভিডিও বানায়)।

আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় সম্পর্কে সামান্য ধারণা থাকে তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশন (YouTube Monetization) সম্পর্কে অবশ্যই শুনেছেন।

ইউটিউব মনিটাইজেশন হলো ইউটিউবের এমন একটি সিস্টেম যার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওগুলো মনিটাইজ করানোর মাধ্যমে অর্থাৎ ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে টাকা ইনকাম করে থাকে।

আপনি ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারেন।

বন্ধুরা যখন একটি চ্যানেল মনিটাইজ হয়ে যায় তখন ইউটিউবের দ্বারা সেই চ্যানেলের ভিডিওগুলোতে কিছু বিজ্ঞাপন (advertisements) দেখানো হয়। যার বিনিময়ে সেই চ্যানেলের মালিক টাকা ইনকাম করে থাকে।

যখন একটি চ্যানেল মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে আবেদন করা হয় তখন চ্যানেলের owner কে একটি গুগল এডসেন্স (Google AdSense) একাউন্ট খুলে নিতে হয় এবং সেই এডসেন্স একাউন্ট তার চ্যানেলে কানেক্ট হয়ে যায়।

যদি চ্যানেল মনিটাইজেশনের জন্য এপ্রুভ হয়ে যায় তাহলে তার গুগল এডসেন্স একাউন্ট আক্টিভ হয়ে যায় এবং ভিডিওতে বিজ্ঞাপন শো করাতে পারেন।

অর্থাৎ ইউটিউব ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেগুলো গুগল এডসেন্সের (Google AdSense) দ্বারা দেখানো হয়ে থাকে। সুতরাং ইউটিউব শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করার সুবিধা দিয়ে থাকে।

আর বিজ্ঞাপন দেখানোর কাজ করে থাকে গুগল এডসেন্স।

গুগল এডসেন্স থেকে আপনার আয় নির্ভর করে গুগল এডসেন্স একাউন্টের CPC, CTR RPM ইত্যাদির উপর।

আপনার একাউন্টে যদি সিপিসি ০.১০ $ থাকে তাহলে আপনি প্রতি এড ভিউ বা এড ক্লিকে ০.১০ $ পাবেন। এটা আপনার গুগল এডসেন্স একাউন্টে জমা হয়ে যাবে।

এখন আসি গুগল এডসেন্স কেন কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে থাকে।

ইউটিউব কেন আমাদের টাকা দেয়?

গুগল এডসেন্স থেকে দুইটি উপায়ে আয় করা যায়। যেমন, ওয়েবসাইট বা ব্লগ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে।

ইউটিউব কেন আমাদের টাকা দেয়? এই বিষয়ে আপনার অনেকে জানতে চান।

কিন্তু আমি আপনাদের উপরে বলে দিয়েছি যে সরাসরি ইউটিউব আমাদের টাকা দেয় না, এটা গুগল এডসেন্স এর দ্বারা দেওয়া হয়ে থাকে।

তাহলে কেন গুগল এডসেন্স ইউটিউবার এবং ব্লগার দের টাকা দেয়।

গুগল এডসেন্স হলো গুগলের একটি advertising programme.

এটির দ্বারা advertising করার মাধ্যমে মানুষ তাদের কোম্পানি বা ব্যবসার প্রচার অর্থাৎ মার্কেটিং করে থাকে।

মনে করুন, একটি কোম্পনি তাদের মার্কেটিং এর জন্য গুগল কে টাকা দিলো এবং গুগল সেই কোম্পানি advertisements বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটে মানুষকে দেখিয়ে দিলো।

এতে গুগল সেই কোম্পানির থেকে যে টাকা নেয় তার ৪৫ শতাংশ গুগল নিজে রেখে ৫৫ শতাংশ এড পাবলিশারদের বা ইউটিউব চ্যানলের মালিকদের দিয়ে থাকে।

তাহলে বুজলেন তো, ইউটিউব কেন কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেয়।

আর একটি কথা ভাবুন, গুগল যদি ইউটিউবারদের টাকা না দিত তাহলে ইউটিউবাররা এত কস্ট করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে চাইতো না। আর এর ফলে গুগলও তাদের advertisements দেখানো পারতো না। যার ফলে গুগল কিভাবে আয় করতো।

ইউটিউব থেকে টাকা তোলার উপায় (ইউটিউব থেকে টাকা তুলবো কিভাবে?

বন্ধুরা আমি আগেই বলেছি ইউটিউবের টাকা দেওয়ার পদ্ধতি নিয়ন্ত্রিত হয় গুগল এডসেন্স একাউন্ট এর মাধ্যমে।

ইউটিউব থেকে টাকা তোলার নিয়ম-

  • আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার পর যখন গুগল এডসেন্স একাউন্টে ১০$ জমা হয়ে যাবে। তখন গুগল আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিবে।
  • সেখানে আপনার এডসেন্স একাউন্ট এড্রেস ভেরিফাই করার জন্য একটি পিন কোদ দেওয়া থাকবে। এটি দিয়ে এডসেন্স একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
  • এর পর আপনি এডসেন্সে ব্যাংক একাউন্ট কানেক্ট করতে পারবেন।
  • যখন আপনার এডসেন্স একাউন্টে ১০০$ জমা হয়ে যাবে তখন গুগল আপনাকে অটোমেটিক্যালি আপনার ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।

এই হলো গুগল এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি।

আমার শেষ কথা

বন্ধুরা আশা করি ইউটিউব (YouTube) থেকে টাকা তুলবো কিভাবে বা ইউটিউব থেকে টাকা তোলার উপায় সম্পর্কে আমার এই আর্টিকেলটি ভালো লেগেছে।

ইউটিউব থেকে টাকা তোলার এই পদ্ধতি প্রত্যেক ইউটিউবার এবং ব্লগার ব্যবহার করে থাকেন। আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *