মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার সেরা ৫ টি উপায়
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড

আজ ইন্টারনেটের এই যুগে এমন কোন জিনিস নেই যেটি আমরা ভিডিও হিসেবে পাই না। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হলো Youtube. ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও রয়েছে, যেগুলো আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারের সাহায্যে যেকোন সময় ইউটিউবে গিয়ে দেখে নিতে পারি।
সকল ক্যাটাগরির উপরে হাজার হাজার ভিডিও ইউটিউবে আপলোড করা রয়েছে। এগুলোর মধ্যে শিক্ষামূলক ভিডিও (educational video), টিউটোরিয়াল ভিডিও (tutorial video), মিউজিক ভিডিও (music video), সিনেমা (movie), মোটিভেশন ভিডিও (motivation video), পার্সোনাল ভিডিও (personal video) ইত্যাদি সহ আরও অন্যান্য ভিডিও প্রচুর পরিমাণে রয়েছে।
আমরা এসকল ভিডিও শুধু ইউটিউবে প্রবেশ করে সেখানেই দেখে নিতে পারি। কিন্তু আমাদের যখন কোন ভিডিও অধিক পছন্দ হয়ে যায় তখন সেটি আমাদের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন পড়ে।
অনেকেই রয়েছেন যাদের ইউটিউবে প্রবেশ করে সম্পূর্ণ ভিডিও দেখার সময় থাকে না এবং তারা দরকারি ভিডিও গুলো ইউটিউবে খুজে নিয়ে সেগুলো মেমোরিতে ডাউনলোড করে রেখে দেন, পরবর্তীতে অফলাইনে সময়মত দেখার জন্য।
তাছাড়া বিশেষ করে যারা YouTube content creator রয়েছেন, তাদের বিভিন্ন ভিডিও বানানোর জন্য অনেক video clip এবং audio ডাউনলোড করার সবচেয়ে বেশি দরকার হয়ে থাকে।
কিন্তু আমরা এটা মোটামুটি সকলেই জানি যে, ইউটিউব অফিশিয়াল ভাবে কোন ভিডিও সরাসরি ডাউনলোড করার সুযোগ বা সুবিধা দিয়ে থাকে না। তাই আমরা ইউটিউব থেকে কোন ভিডিও সরাসরি আমাদের কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করতে পারি না।
এর আসল কারণ হলো, Youtube platform থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সরাসরি কোন option বা download button ইউটিউব আমাদের প্রদান করেনি। আর আমাদের মনে হয় যে, এরকম ভিডিও ডাউনলোডের কোন অপশন ইউটিউব নিজে থেকে আমাদের কোনদিন প্রদান করবে না।
কিন্তু আপনি কি ভাবছেন যে, দরকারি কোন video আপনি download করতে পারবেন না? চিন্তার কোন কারণ নেই। ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা না গেলেও ইন্টারনেটে এমন অনেক গুলো উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইউটিউব থেকে আমাদের ভালো লাগার যেকোন ভিডিও নিজের মোবাইল ফোনে ডাউনলোড করে নিতে পারি।
শুধু ইউটিউব থেকেই নয়, এর মতো আরও অনেক সোশ্যাল মিডিয়া যেমন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সাইট থেকেও কত গুলো উপায়ে অথবা বিভিন্ন ভিডিও ডাউনলোডার সফটওয়্যার এর মাধ্যমে দরকারি যেকোন ভিডিও download করতে পারি।
তাই আজকের আর্টিকেলে আমি আলোচনা করব, কিভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়, পিসিতে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার / অ্যাপস এসবের বিষয়ে।
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায় সেরা ৫ টি সহজ উপায়
আপনি যদি কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করব এ বিষয়ে ভালোভাবে জানতে চান, তাহলে নিচের স্টেপ গুলো follow করুন। নিচে আমি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সহজ ৫টি উপায় এর বিষয়ে সবকিছু আলোচনা করেছি।
আপনি যদি মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করছেন, তাহলে তো অবশ্যই ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন, কেননা আমি এই আর্টিকেলটি মোবাইলের উপরেই লিখেছি।
কিন্তু যদি আপনি যদি কম্পিউটার / পিসি বা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলেও নিচের উপায় গুলোর মাধ্যমে ভিডিও download করতে পারবেন।
তাছাড়া আরেকটি কথা, যেহেতু Youtube video download করাটা গুগল এবং ইউটিউবের শর্তাবলির বাইরে, তাই এর জন্য আপনাকে যে android app গুলো ব্যবহার করতে হবে এগুলো Google play store এ পাবেন না।
এগুলো কিছু নির্দিষ্ট জায়গা বা সাইট থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে।
তবে আমি নিয়ম সহ সবগুলো link নিচে আপনাদের দিয়ে দিব, যেগুলোতে ক্লিক করে সরাসরি প্রয়োজনীয় এপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।
অবশ্যই পড়ুন –
- ফেসবুক ভিডিও ডাউনলোডার সফটওয়্যার
- ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায়
- মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার / অ্যাপস
- কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করা যায়
১. Vidmate দিয়ে YouTube ভিডিও ডাউনলোড করুন
মোবাইল ফোন থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ভিটমেট হলো একটি জনপ্রিয় এবং সেরা এন্ড্রয়েড অ্যাপ।
এটি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে খুবই জনপ্রিয়, এর কারণ হলো এটি user friendly এবং সম্পূর্ণ ফ্রি একটি এপ্লিকেশন।
ভিডমেট এর সাহায্যে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট গুলো থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এখানে উপরের দিকে একটি সার্চ বক্স রয়েছে, যেখানে সার্চ করার মাধ্যমে আপনি পছন্দমত যেকোন ভিডিও খুজে পেতে পারবেন।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মিউজিক, মুভি, টিভি শো এসব কিছু ডাউনলোড করতে পারবেন। তো এজন্য প্রথমে আপনাকে স্মার্টফোনে ভিটমেট অ্যাপ install করতে হবে। এটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না।
কিভাবে অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে হয় এ বিষয়ে আমি আগেই একটি আর্টিকেল লিখেছি, এটি আপনারা দেখতে পারেন।
অথবা নিচের লিংকে ক্লিক করে আসল ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
২. Snaptube এর মাধ্যমে মোবাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন
আমি উপরে ভিটমেট এর বিষয়ে আপনাদের যে বিষয় গুলো বললাম, snaptube ও সেরকমই একটি এন্ড্রয়েড এপ্লিকেশন।
এই অ্যাপটি ভালো এবং উন্নত ফিচার গুলোর জন্য সকলেই মধ্যে কিছুদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
প্রত্যেক এন্ড্রয়েড ইউজার তাদের মোবাইলে ইউটিউব সহ যেকোন সাইট থেকে ভিডিও ডাউনলোডের জন্য snaptube application ব্যবহার করে থাকেন।
এই অ্যাপটি আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।
এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করার সময় আপনি কিছু options দেখতে পারবেন। যেমন, 360p, 720p, 1080p এসব video quality সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন।
এর মাধ্যমে শুধু ভিডিওই নয়, আপনার যদি কোন ভিডিও অডিও হিসেবে convert করে নেওয়ার দরকার পড়ে তাহলে আপনি যেকোন ভিডিওকে অডিওতে convert করে নিয়ে ডাউনলোড করতে পারবেন।
এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করা এতটাই সহজ যে, যেকোন একটি ভিডিওর নিচে সরাসরি download button পেয়ে যাবেন, সেই বাটনে ক্লিক করলে আপনি ভিডিওর কোয়ালিটি বাছাই করার জন্য কতগুলো অপশন পাবেন, এখানে ইচ্ছামত যেকোন একটি select করলে আপনার সিলেক্ট করা ভিডিও download হতে শুরু করবে।
এই অ্যাপটিও আপনি গুগল প্লে স্টোরে পাবেন না।
এটি আপনাকে snaptube এর official website থেকে ডাউনলোড করে নিতে হবে।
নিচের লিংকে ক্লিক করে snaptune এপ্লিকেশন সহজে ডাউনলোড করে নিন।
Snaptube App Download Latest Version
৩. Youtube Go এর মাধ্যমে ইউটিউবের ভিডিও ডাউনলোড করার নিয়ম
Youtube Go গুগলের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। এটি কিছু কিছু স্মার্টফোনে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে।
এটি ইউটিউবেরই একটি application, যারা মাধ্যমে ইউটিউব officailly যেকোন ভিডিও আমাদের মোবাইলে ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে। আর এই উপায়ে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ।
তবে এর একটি অসুবিধা রয়েছে, যার কারণে অনেকেই এটি ব্যবহার করতে তেমন পছন্দ করেন না।
এর কারণ হলো, আপনি উপরের দুইটি app যেমন, vidmate এবং snaptube এর মাধ্যমে ইউটিউব থেকে মেমরিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
তবে, যখন আপনি Youtube Go এর সাহায্যে ভিডিও ডাউনলোড করবেন, তখন সেই ভিডিও কেবল এই এপের ভিতরেই দেখতে পারবেন এবং কোন ভিডিও আপনার মেমরিতে সেভ হবে না।
এই এপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন।
বন্ধুরা, উপরে আমি যে ৩টি আলোচনা করেছি এগুলোর মাধ্যমে মোবাইল দিয়ে আপনি Youtube থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
কিন্তু এই নিয়ম গুলোর সাহায্যে আপনি কম্পিউটার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন না।
তবে, নিচে আমি যে দুইটি নিয়ম বা উপায়ের বিষয়ে বলব, এগুলোর মাধ্যমে পিসি বা ল্যাপটপ ব্যবহার করে অনেক সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আর এই দুই নিয়মে মোবাইল দিয়েও অধিক সহজে ডাউনলোড করা যাবে, তবে এজন্য যেকোন একটি ওয়েব ব্রাউজার যেমন, গুগল ক্রোম অথবা অপেরা মিনি browser ব্যবহার করতে হবে।
৪. ইউটিউব ভিডিও ডাউনলোডার এর মাধ্যমে মোবাইলে অথবা পিসিতে video download করুন
এই উপায়ে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড অথবা পিসিতে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ মাধ্যম হলো এটি। এই মাধ্যমটি হলো ইউটিউব ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট।
Youtube video downloader ওয়েবসাইটের সাহায্যে খুব সহজে ইউটিউবের ভিডিও download করার জন্য নিচের স্টেপ গুলো follow করুন।
প্রথমে onlinevideoconverter.pro এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপর যে ওয়েবপেজটি ওপেন হবে সেখানে উপরে YOUTUBE VIDEO DOWNLOADER এরকম একটি headline দেখতে পারবেন। এর নিচে paste link here নামে একটি বক্স দেখতে পারবেন।
এখানে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংক paste করে দিতে হবে।
ভিডিওর লিংক পাওয়ার জন্য প্রথমে ইউটিউবে প্রবেশ করুন। এরপর আপনার পছন্দের ভিডিও চালু করুন। ভিডিওর নিচে share button এ ক্লিক করে copy link অপশন থেকে video link কপি করে নিন।
এরপর এটি এখানে পেস্ট করে নিচে start বাটনে ক্লিক করলে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এই ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার সাইটের মাধ্যমে আপনারা যেকোন ভিডিও audio format এ ডাউনলোড করতে পারবেন।
এর জন্য start বাটনের উপরে format অপশন থেকে mp3 সিলেক্ট করে নিতে হবে। তাহলে বুঝলেন তো, ইউটিউব ডাউনলোডার কিভাবে ব্যবহার করতে হয় মোবাইল এবং পিসিতে।
৫. Video URL এড্রেসে ss যোগ করুন
স্টেপ ১
প্রথমে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজার চালু করে নিন। এরপর www.youtube.com এ প্রবেশ করুন।
স্টেপ ২
ইউটিউবে প্রবেশ করার পর আপনি অনেক গুলো ভিডিও দেখতে পারবেন। সেখানে search করে যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেটি play করুন।
স্টেপ ৩
ভিডিও প্লে হলে ব্রাউজারের এড্রেস বারের মধ্যে URL address দেখতে পারবেন। এখানে www. এর পরেই আপনাকে ss লিখে দিতে হবে। এছাড়া বাকি সবকিছু ঠিকঠাক থাকবে।
যেমন, https://www.ssyoutube.com এরকম ভাবে youtube লেখাটির আগে শুধু ss যোগ করে দিন। এরপরে enter বা go তে চাপ দিন।
স্টেপ ৪
URL টি ব্রাউজ হওয়ার পর নতুন একটি ওয়েবপেজ চলে আসবে। এই ওয়েবপেজের মধ্যে সেই ভিডিওটি দেখানো হবে, যেটির url address এ আপনি ss লাগিয়ে দিয়েছিলেন।
তো এরপরে ভিডিওটির পাশে download এর একটি button দেখতে পারবেন। এখানে click করলে আপনার ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে।
তবে, download বাটনের পাশে video quality সহ সিলেক্ট করে দিতে পারবেন, ভিডিও ডাউনলোড করার আগে।
তো, আশা করি ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সহজ উপায় ভালো করেই জানতে পেরেছেন।
আমার শেষ কথা
তাহলে বন্ধুরা, ইউটিউব আমাদের ভিডিও ডাউনলোডের সরাসরি কোন অপশন বা বাটন দিয়ে থাকে না, এটা আমরা সবাই জানি।
আমরা শুধু ইউটিউবে যেকোন ভিডিও save করে রাখতে পারি, আর সেটা পরবর্তীতে দেখতে হলেও data connection এর মাধ্যমে অনলাইনে থাকা অবস্থাতে দেখতে হয়।
কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা ইউটিউবের সব রকমের ভিডিও download করে দেখতে পারি।
মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার সহজ উপায় এর বিষয়ে আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।
আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না।
অবশ্যই পড়ুন –