ইউটিউব মনিটাইজেশন কি ? চ্যানেল মনিটাইজেশনের নিয়ম

বন্ধুরা, আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা জানবো ইউটিউব মনিটাইজেশন কি? কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এর মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায়?

ইউটিউব মনিটাইজেশন কি
ইউটিউব মনিটাইজেশন কি?

বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার উপায় অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে।

বর্তমানে বহু সংখ্যক মানুষ ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে টাকা ইনকাম করছেন।

তাই আপনিও যদি তাদের মত ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে আপনাকে ইউটিউব মনিটাইজেশন এর বিষয়ে জেনে রাখা অবশ্যই প্রয়োজন।

কেননা একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো মনিটাইজ করার মাধ্যমেই কন্টেন্ট ক্রিয়েটররা (YouTube Creator) ইউটিউব থেকে টাকা আয় করে থাকেন।

এখন আপনি যদি জানতে চাচ্ছেন যে, ইউটিউব মনিটাইজেশন কি এবং কিভাবে করতে হয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তাহলে এই আর্টিকেলে আমি আপনাদের বিষয়গুলো ভালভাবে বুঝিয়ে দেবো

এছাড়া ইউটিউব ইউটিউব মনিটাইজেশন এর মাধ্যমে আয় করতে হলে আপনাকে ইউটিউব এর তরফ থেকে দেওয়া কিছু নিয়ম-কানুন ও শর্তাবলী মেনে কাজ করতে হবে।

কেননা এসব নিয়মের বাইরে কাজ করলে আপনি হয়তো আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ নাও করাতে পারেন।

তবে এখন কোন চিন্তা করবেন না, কেননা আমি নিচে এসব বিষয়ে আপনাকে পরিষ্কারভাবে বলে দিব।

ইউটিউব মনিটাইজেশন কি? (What is YouTube Monetization in Bangla)

ইউটিউব মনিটাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে এবং এই বিজ্ঞাপন দেখানোর বিনিময় কনটেন্ট ক্রিয়েটররা ইনকাম করে থাকেন।

বন্ধুরা প্রতিটি ইউটিউব চ্যানেল আই একটি বিশেষ ফিচার রয়েছে যার নাম হলো মনিটাইজেশন (Monetization)

যখন আপনার চ্যানেলে এটি চালু থাকবে তখন আপনার চ্যানেলে ভিডিওগুলোতে গুগল এডসেন্স (Google AdSense) এর দ্বারা কিছু বিজ্ঞাপন দেখানো হবে।

আর এই বিজ্ঞাপন দেখানোর বিনিময় আপনার গুগল এডসেন্স (Google AdSense) একাউন্টে ডলার যোগ হতে থাকবে।

যখন আপনার গুগল এডসেন্স একাউন্টে (100$) ডলার জমা হয়ে যাবে তখন আপনি সেটি ব্যাংক একাউন্টের (Bank account) মাধ্যমে তুলতে পারবেন।

সোজা ভাবে বলতে গেলে, ইউটিউব মনিটাইজেশন হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও মনিটাইজ করা হয় এবং ভিডিও গুলোতে advertisements দেখানো হয়।

তাহলে আশাক ইউটিউব মনিটাইজেশন কি (What is YouTube Channel Monetization in Bangla) ? এ বিষয়ে বুঝতে পেরেছেন। এখন কথা আসে যে, কেন ইউটিউব আমাদের টাকা দেয়?

ইউটিউব কেন আমাদের টাকা দেয়?

আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে, ইউটিউব কেন আমাদের টাকা দেয় এবং এর পিছনে কি কারণ রয়েছে? তাহলে এখন আমি আপনাদের এই বিষয়ে বলবো।

Google Ads হঅলো Google এর একটি সার্ভিস, যার মাধ্যমে Advertiser রা তাদের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের প্রোমোশন করতে পারে Advertisements করানোর মাধ্যমে।

এক্ষেত্রে advertiser রা তাদের প্রোডাক্ট, কোম্পানি, ওয়েবসাইট বা সার্ভিসের প্রোমোশন করানোর জন্য গুগলকে টাকা পে করে থাকে। এরপর যখন ইউটিউব ভিডিওতে সেই advertisements সমূহ দেখানো হয় তখন Google সেই টাকার ৫৫ শতাংশ publisher দের দিয়ে থাকে অর্থাৎ আমারা যাদের কন্টেন্ট ক্রিয়েটর বলি।

আসলে কিন্তু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে থাকে বলেই কেবল তারা ভিডিও তৈরি করে এবং ইউটিউব প্লাটফর্মে তাদের ভিডিও আপলোড করে।

অর্থাৎ ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকে৷ আর কথা হলো, যদি ইউটিউব আমাদের কোন টাকা না দিত তাহলে আমরা কষ্ট করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে কখনোই চাইতাম না৷

আর একটি কথা ভেবে দেখুন, যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড না করতাম তাহলে গুগল তাদের advertisement দেখাতে পারত না এবং গুগলের ইনকাম হত না।

তাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের নিয়ম

বন্ধুরা একটি ইউটিউব চ্যানেল এ মনিটাইজেশন চালু করতে হলে সেই চ্যানেলটিকে কিছু শর্ত পূরণ করতে হবে৷ কিছুদিন আগেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাওয়াটা অনেক সহজ ছিলো। কিন্তু এখন ইউটিউবে প্রচুর কম্পিটিশন রয়েছে। তাই এখন মনিটাইজেশন পেতে হলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে।

সেই শর্তগুলো হলো,

  • আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকা লাগবে।
  • এক বছরের মধ্যে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম gain করতে হবে।
  • ইউটিউবের কিছু পলিসি বা গাইডলাইন রয়েছে সেগুলো মেনে কাজ করতে হবে।
  • চ্যানেলে কোন কপি করা ভিডিও আপলোড করা যাবে না, যে ভিডিও গুলো ইউটিউবে আগে থেকেই আপলোড করা হয়েছে।

আপনার সম্পূর্ণ নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে হবে।

ইউটিউব মনিটাইজেশনের জন্য কিভাবে এপ্লাই (aply) করবেন?

আপনার চ্যানেলে যদি ইউটিউবের দেওয়া শর্তগুলো পূরণ হয়ে থাকে যেগুলো সম্পর্কে আমি উপরে বলেছি। তাহলে আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন।

কিভাবে এপ্লাই করবেন এ বিষয়ে আমি একটি আর্টিকেল লিখবো। আপনি চাইলে এ বিষয়ে ইউটিউবে অথবা গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন।

আমাদের শেষ কথা

তো বন্ধুরা, আশা করি ইউটিউব মনিটাইজেশন কি? ইউটিউব মনিটাইজেশনের নিয়ম এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায় এসব বিষয়ে আমার এই আর্টিকেলটি ভালোভাবে বুঝতে পেরেছেন।

আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে দিন। কেননা বর্তমানে অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করার সবচেয়ে সহজ এবং লাভজনক উপায় হলো ইউটিউব। আপনি যদি কাজের বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ইউটিউব থেকে আয় করতে পারবেন।

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *