ওয়েবক্যাম কি ? (What is Webcam in Bengali)

ওয়েবক্যাম কি ? (What is Webcam in Bengali):

ওয়েবক্যাম কি
ওয়েবক্যাম কাকে বলে ?

ওয়েবক্যাম কি ? (What is Webcam in Bangla)

ওয়েবক্যাম (Webcam) বা ওয়েব ক্যামেরা (Web Camera) ডিজিটাল ক্যামেরারই (Digital Camera) একটি বিশেষ রূপ।

এটি হার্ডওয়্যার (hardware) হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সাধারণত ল্যাপটপ কম্পিউটারে (laptop computer) ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে।

তাহলে ওয়েবক্যাম কি বা ওয়েবক্যাম কাকে বলে এ বিষয়ে আশা করি আপনারা জানতে পেরেছেন।

ওয়েবক্যাম এর কাজ কি ?

ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়।

ওয়েব ক্যামেরা ব্যবহার করে নেটওয়ার্কের (network) মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে।

সামাজিক ওয়েবসাইট গুলোতে পারস্পরিক আলাপচারিতায় ওয়েব ক্যাম ব্যবহৃত হয়।

ভিডিও কনফারেন্স (video conference) বা ভিডিও ফোনে ওয়েব ক্যামের ব্যবহার সর্বাধিক।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে  (World Wide Web) এই ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণেই এর নাম হয়েছে ওয়েব ক্যাম।

ওয়েবক্যাম এর ব্যবহার

ওয়েব ক্যাম বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজেও ব্যবহার করা হচ্ছে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান, বাসা – বাড়িতে নিরাপত্তার প্রয়োজনে এ ক্যামেরা ব্যবহার করা হয়।

এ ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটারের সংযোগ থাকে। ফলে এ ক্যামেরা সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটারে প্রেরণ করে এবং তা কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়।

পরবর্তীতে সে ভিডিওচিত্র দেখে অপরাধী শনাক্ত করা সম্ভব হয়। আমাদের দেশেও অপরাধ দমনে এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *