ওয়েব পেজ কাকে বলে ? ওয়েব পেজ তৈরি করার নিয়ম
বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ওয়েব পেজ কাকে বলে, ওয়েব পেজ কি, ওয়েব পেজ ডিজাইন কি এবং ওয়েব পেজ তৈরি করার নিয়ম এর বিষয়ে সবকিছু জানবো৷

আজকাল আমাদের প্রত্যেকেরই ইন্টারনেট সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রয়েছে৷
কেননা বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ৷ বর্তমানে প্রায় সকল কাজের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে৷
আমাদের সকলের হাতে হাতে এখন একটি করে স্মার্টফোন রয়েছে৷ আর যাদের মোবাইল ফোন রয়েছে তাদের মধ্যে কেউ গুগল সম্পর্কে জানেন না এমন মানুষ এখন খুব কম ও পাওয়া যাবে না৷
কেননা আমরা এখন যেকোন সমস্যায় পড়লে তা সমাধানের জন্য কিংবা কোন প্রশ্নের উত্তর জানার জন্য গুগলে সার্চ করে থাকি৷
তারপর গুগল আমাদের সে বিষয়ে ফলাফল প্রদার্শন করে থাকে৷ গুগল তার সার্চ রেজাল্টে কতগুলো ওয়েবসাইট কে দেখিয়ে থাকে৷ যেগুলোতে প্রবেশ করার মাধ্যমে আমরা আমাদের সার্চ করা প্রশ্নের সঠিক উত্তর পেতে পারি৷
তাই আপনার যদি ইন্টারনেট সম্পর্কে জ্ঞান রয়েছে এবং আপনি ওয়েব পেজ সম্পর্কে ভালো জানেন না এটা কিন্তু ভালো কোন কথা নয়৷
কেননা ইন্টারনেটে বিদ্যমান প্রত্যেকটি পেজকেই ওয়েব পেজ বলা হয়ে থাকে৷
তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আলোচনা করবো ওয়েব পেজ কাকে বলে বা ওয়েব পেজ কি, লোকাল ওয়েব পেজ কি, হোমপেজ কাকে বলে এসব বিষয়ে৷
সেই সাথে একটি ওয়েব পেজ কিভাবে তৈরি করতে হয় কিংবা একটি ওয়েব পেজ তৈরি করার নিয়ম সম্পর্কে আমি নিচে আলোচনা করবো।
তো চলুন জেনে নেওয়া যাক webpage কাকে বলে?
ওয়েব পেজ কাকে বলে ?
ওয়েব পেজ হলো এক ধরনের এইচটিএমএল ডকুমেন্ট (HTML Document). এটি HTML প্রোগ্রামিং language এর মাধ্যমে তৈরি করা হয়ে থাকে৷ একটি ওয়েব পেজকে ওয়েব ব্রাউজার এর মাধ্যমে access করা যায়৷
ইন্টারনেটে যতগুলো পেজ আমরা ভিজিট করে থাকি সেগুলো প্রত্যেকটি হলো একটি ওয়েব পেজ৷
অনেকগুলো ওয়েব পেজের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি হয়ে থাকে৷
প্রতিটি ওয়েব পেজের একটি নির্দিষ্ট address থেকে যার মাধ্যমে সেই ওয়েব পেজে প্রবেশ করা যায়৷
একটি ওয়েব পেজ তৈরি করার পর সেটিতে আমাদের চাহিদামতো বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এইচটিএমএল এর যুক্ত করতে হয়৷ এরপর সেই ওয়েবপেজ টিকে ইউজারদের কাছে দেখানোর জন্য বা ওয়েবপেজ টিকে ব্রাউজারের মাধ্যমে access করার জন্য সেটিকে সার্ভারের সাথে কানেক্ট বা সংযুক্ত করতে হয়৷
ফলে সেই ওয়েবপেজে বিদ্যমান ডাটাগুলো নির্দিষ্ট ওয়েব সার্ভারে জমা হয়ে থাকে৷
সোজা ভাবে,
ওয়েবপেজ কি ?
সহজ ভাবে বলতে গেলে ওয়েব পেজ হলো HTML এর সাহায্যে তৈরি করা এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা একটি ওয়েবসাইটের সাথে যুক্ত থাকে এবং সেখানে প্রয়োজনীয় information গুলো লিখা হয়৷
ইন্টারনেটে আমরা তথ্য খোজার জন্য আমাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে পেজগুলো ভিজিট করে থাকি এগুলোর সবগুলোই হলো এক একটি ওয়েবপেজ৷
প্রতিটি ওয়েব পেজের আলাদা আলাদা এড্রেস বা ঠিকানা থাকে যার সাহায্যে আমরা সেই ওয়েব পেজটিতে প্রবেশ করতে পারি৷
আরেকটু সহজভাবে বলতে গেলে আমরা যখন কলম দিয়ে কোন কিছু লিখি তখন আমাদের অবশ্যই খাতার প্রয়োজন হয় লিখার জন্য৷ ঠিক একইভাবে কোন কিছু তথ্য লিখার জন্য কিংবা ছবি বা ভিডিও রাখার জন্য যে পেজের দরকার হয় তা হলো ওয়েব পেজ৷
আশা করি “Web Page কি” এ বিষয়ে জেনে নিতে পেরেছেন।
ওয়েব পেজের উদাহরণ – (Examples of webpages)

বন্ধুরা আমি উপরে আপনাদের বলেছি ইন্টারনেটে বিদ্যমান প্রতিটি পেজই হলো এক একটি ওয়েবপেজ৷ সুতরাং ওয়েব পেজ কি বা ওয়েব পেজ কাকে বলে এ বিষয়ে আশা করি ভালোভাবে বুঝে গেছেন৷
তাই আপনি যে এখন আমার এই আর্টিকেলটি পড়তেছেন এই পেজটিও হলো একটি ওয়েবপেজ যা আমার এই ওয়েবসাইট https://itjano.xyz এর অধিনে রয়েছে৷ আমার ওয়েবসাইটের অধীনে এই ওয়েবপেজটির একটি এড্র্বেস রয়েছে৷ এই ওয়েবপেজটির এড্রেস হলো https://itjano.xyz/ওয়েবপেজ-কাকে-বলে/
এই এড্রেসটি ব্যবহার করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমার এই ওয়েব পেজটি ভিজিট করা যাবে৷
চলুন ওয়েব পেইজের উদাহরণ সম্পর্কে আপনাদের নিচে আরেকটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি৷
আপনি যদি ওয়েব পেইজ বা ইন্টারনেট সম্পর্কে একেবারেই নতুন তাহলে আপনার ওয়েবপেইজ কাকে বলে এ বিষয়ে ভালোভাবে বুঝতে অবশ্যই কিছু সময় লাগবে৷
তাই নিচের উদাহরণটি দেখুন,
আপনি তো সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক ফেসবুক অবশ্যই ব্যবহার করছেন বা করেন৷
আপনি যখন ব্রাউজার দিয়ে ফেসবুক ব্রাউজ করে থাকেন তখন আপনি ফেসবুকে ঢুকলেই যে হোমপেজটি দেখতে পান সেটি হলো একটি ওয়েবপেজ৷
একইভাবে ইন্টারনেটে যতগুলো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোর অধীনে একাধিক ওয়েব পেজ রয়েছে৷
ওয়েবপেজের এড্রেসকে কি বলে ?

ওয়েবপেজের এড্রেসকে URL বলা হয়ে থাকে৷
যেহেতু ইন্টারনেটে যা কিছু রয়েছে সেগুলো সবগুলোই এক একটি ওয়েব পেজ। আর এই ওয়েব পেজে প্রবেশ করার জন্য একটি এড্রেস থাকে। যাকে URL বলা হয়।
ইন্টারনেটে অসংখ্য ওয়েব পেজ রয়েছে এবনভ দিন দিন অসংখ্য নতুন নতুন ওয়েবপেজ ইন্টারনেটে সংযুক্ত হতেই আছে।
তাই প্রত্যেকটি ওয়েবপেজের এড্রেস বা URL আলাদা আলাদা। অর্থাৎ একটি ওয়েবপেজের Url একদম অনন্য বা ইউনিক হয়ে থাকে এবং একটি ওয়েবপেজের এড্রেসের সাথে আরেকটি ওয়েবপেজের এড্রেসের কোন ধরনের মিল থাকে না।
ওয়েবপেজ Url কে লিংক link ও বলা হয়ে থাকে।
আমি উপরে আপনাদের ওয়েবপেজের এড্রেস এর ধারণা দিয়েছি এবং একটি ওয়েব এড্রেস কেমন হবে সেটাও আমার ওয়েবসাইটের এই ওয়েবপেইজ এর এড্রেসের মাধ্যনে দেখিয়ে দিয়েছি।
এখন এই web address বা Url সম্পর্কে আর একটু বিস্তারিত ভাবে নিচে বলে দিচ্ছি।
আপনারা জানেন যে, একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়।
আর একটি ওয়েবসাইট তৈরির জন্য সর্বপ্রথমে একটি ডোমেইন নামের প্রয়োজন হয়ে থাকে। যেটি সেই ওয়েবসাইটের এড্রেস বা ঠিকানা হিসেবে বিবেচিত। এবং পরবর্তীতে সেই ওয়েবসাইটের অধীনে যতগুলো ওয়েবপেজ তৈরি করা হবে তার সবগুলো পেজের Url এর মধ্যেই ডোমেইন নাম থাকবে।
অর্থাৎ একটি ওয়েবায়াইটের ডোমেইন নামের ভিত্তিতে সেই ওয়েবসাইটের যেকোন ওয়েবপেজের Url বা address হয়ে থাকে।
উউদাহরণস্বরূপ,
আমার এই ওয়েবসাইটের ডোমেইন নেম হলো itjano.xyz
তাই আমার এই ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে তার সবগুলো পেজের address এর শুরুতে https://itjano.xyz/ রয়েছে।
যেমনটা হলো আমার এই ওয়েবপেজের URL (https://itjano.xyz/ওয়েব-পেজ-কাকে-বলে/)
এখন আমি আমার এই ওয়েবসাইটের অসংখ্য ওয়েব পেজ তৈরি করতে পারবো এবং সকল পেজের এড্রেসে আমার ডোমেইন নেম উল্লেখ থাকবে।
যেমন, আপনি ফেসবুক কিংবা অন্যান্য ওয়েবসাইটগুলোতে দেখে থাকে।
- ঘরে বসে টাকা আয় করতে চাই এক্ষেত্রে সেরা অনলাইন ইনকাম পদ্ধতি গুলো কি কি
- অ্যাপ তৈরি করে কিভাবে আয় করা যায়
ওয়েবসাইট ও ওয়েব পেজের মধ্যে পার্থক্য কি ?
ওয়েবসাইট এবং ওয়েব পেজের পাথক্য খুবই স্বাভাবিক এটা আপনারা এতক্ষণে বুঝে গেছেন। কেননা একটি ওয়েবসাইটের কেবল একটি পেজ বা পাতাকে বলা হচ্ছে একটি ওয়েব পেজ বা ওয়েব পৃষ্ঠা।
আর এক বা একাধিক ওয়েব পেইজ এর সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়ে থাকে।
অর্থাৎ এক্ষেত্রে বলা যায় যে, ওয়েব পেজ হলো ওয়েবসাইটের একটি অংশ।
আশা করি আমার উপরের সকল আলোচনা ভালোভাবে বুঝে আসছেন।
এখন নিচে আমি আলোচনা করবো কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করতে হয় এবং ওয়েবপেজ ডিজাইন কি এসব বিষয়ে।
তাই আমার সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়তে থাকুন।
ওয়েব পেজ তৈরি করার নিয়ম
আপনি যদি ওয়েবপেজ তৈরি করতে চান এবং ডিজাইন করতে চান তাহলে আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে।
এরপর আপনি ওয়েবসাইটে নিজের প্রয়োজন অনুসারে বিভিন্ন ওয়েব পেজ বানাতে পারবেন।
একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে কিছু টাকা খরচ অবশ্যই করতে হবে।
কেননা ওয়েবসাইট বানানোর জন্য ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আপনি স্বল্পমূল্যে ভালো মানের হোস্টিং সেবা নিতে পারবেন আমার হোস্টার থেকে।
এছাড়াও আপনি যদি কোন খরচ করা ছাড়া ফ্রীতে ওয়েবসাইট তৈরি করতে চান তাহলেও বানাতে পারবেন।
কিভাবে ফ্রী ওয়েবসাইট বানানো যায় এ বিষয়ে আমি আগেই একটি আর্টিকেল লিখে রেখেছি আমার ওয়েবসাইটে।
এক্ষেত্রে আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তবুও আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
ফ্রীতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম জেনে নিন এই আর্টিকেলের মাধ্যমে।
একটি ওয়েবসাইট বানানোর পর আপনি সেখানে নতুন নতুন ওয়েব পেজ সংযুক্ত করতে পারবেন।
একটি ওয়েবপেজে কি কি থাকে ?
একটি ওয়েবপেজের মধ্যে সবকিছুই থাকতে পারে। কেননা, আমরা ইন্টারনেটের মাধ্যমে যা কিছুই দেখি তার সবই আমরা কোন কোন ওয়েবপেজে গিয়ে দেখে থাকি।
যেমন,
- টেক্সট কনটেন্ট (text content)
- অডিও কনটেন্ট (audio content)
- ভিডিও কনটেন্ট (video content)
- ছবি বা ফটো (pictures)
ওয়েব পেজ ডিজাইন কি ?
একটি ওয়েবপেজ কে আকর্ষণীয় করে তোলার জন্য সেটিকে ডিজাইন করা হয়ে থাকে।
একটি ওয়েবপেজ ডিজাইন করতে হলে আপনার প্রোগ্রামিং এর দক্ষতা থাকা অবশ্যই লাগবে।
কেননা প্রোগ্রামিং ছাড়া ওয়েব পেজ ডিজাইন করা সম্ভব নয়।
আপনি যদি ওয়েব পেইজ ডিজাইন করা শিখতে চান তাহলে আপনি গুগলে কিংবা ইউটিউবে সার্চ করলে প্রচুর টিউটোরিয়াল এবং ওয়েব ডিজাইন সম্পর্কিত গাইডলাইন পেয়ে যাবেন।
হোমপেজ কাকে বলে ?
বন্ধুরা আমি আগেই আপনাদের ডোমেইন সম্পর্কে বলেছি।
হোমপেজ বলতে একটি ওয়েবসাইটের মূল পেজটিকে বোঝায়।
অর্থাৎ অন্যভাবে বলা যায়, যেকোন একটি ওয়েবসাইটের সরাসরি ডোমেইন নেম ওয়েব ব্রাউজারে লিখে ব্রাউজ করলে যে ওয়েবপজটিতে নিয়ে যায় সেটি হলো সেই ওয়েবসাটের হোমপেজ। যেমন আমার এই ওয়েবসাইটের হোমপেজের এড্রেস হলো https://itjano.xyz
আমার শেষ কথা,,
বন্ধুরা আশা করি ওয়েব পেজ কি বা ওয়েব পেজ কাকে বলে এবং ওয়েবপেজ তৈরি করার নিয়ম সম্পর্কে আমার এই আর্টিকেলটি ভালোভাবে বুঝতে পেরেছেন।
বর্তমানে ওয়েব ডিজাইন কিংবা ওয়েবসাইট ডিজাইন করে আয় করা সম্ভব এটা আপনারা অবশ্যই জানেন।
কিন্তু আপনি একটি ব্লগ ওয়েবসাইট বানিয়েও সেখান থেকে টাকা আয় করতে পারেন। জানুন ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার উপায়
কেননা অনলাইন ব্লগ থেকে টাকা আয় করাটা অনেক সহজ এবং লাভজনক।
এ বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।