কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
আজকের আর্টিকেলে আমরা জানবো কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc সম্পর্কে।
নিচে physics এর ৪র্থ অধ্যায়ের কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc পরীক্ষার্থীদের জন্য দেওয়া হলো।
পাঠ্যবইয়ের সৃজনশীল প্রশ্ন কাজ ক্ষমতা ও শক্ত
প্রশ্ন ১. একটি 5 kg ভরের বস্তুর উপর 10 N বল প্রযুক্ত করে 2 m সরণ ঘটনো হয়।
ক. কাজ কী?
খ. বলের দ্বারা কাজ বলতে কী বোঝ? উদাহরণ দাও।
গ. চিত্রে বস্তুটির ওপর কী পরিমাণ কাজ করা হচ্ছে নির্ণয় কর।
ঘ. সরণের পরিমাণ একই রেখে যদি বল দ্বিগুণ করা হয় তবে পূর্বের তুলনায় কত বেশি কাজ করা হবে? এ থেকে দেখাও যে, সরণ ধ্রুব হলে কাজ বলের সমানুপাতিক।
১ নং প্রশ্নের উত্তর
ক) কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ হয় তবে বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফলকেকাজ বলে।
খ) বল প্রয়োগে যদি কোনো বস্তুর বলের দিকে সরণ ঘটে তবে যে কাজ হয় তাকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে।
উদাহরণ : একটি কলমকে টেবিল থেকে মেঝেতে ফেলে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে। এক্ষেত্রে কলমের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল তথা ওজনের দিক পৃথিবীর কেন্দ্রের দিকে এবং কলমটির সরণের দিকও হয় পৃথিবীর কেন্দ্রের দিকে। অর্থাৎ অভিকর্ষ বলের দিক সরণের দিক হয়। তাই এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বলের দ্বারা কাজ হয়।
গ) উদ্দীপক হতে পাই,
বস্তুর ভর m = 5kg
বস্তুর সরণ S = 2 m
এবং বস্তুর উপর প্রযুক্ত বল F = 10 N
কাজ W =?
আমরা জানি, কাজ W = FS
= (10 × 2) J
= 20 J
Answer : 20 J
ঘ) যদি সরণের পরিমাণ একই রেখে বল দ্বিগুণ করা হয় তবে প্রযুক্ত বল, F′ = 2F
= 2× 10 N
= 20 N
এবং সরণ S = 2 m
এক্ষেত্রে কাজ W′ হলে W′ = F′S
= 20 N × 2 m
= 40 J
= 2× (20 J)
= 2× W
= 2W
অতএব W′ = 2W
অর্থাৎ সরণ একই রেখে বল দ্বিগুণ করলে যে কাজ হয়(W′) তার পূর্বের কাজের(W) দ্বিগুন হয়।
সুতরাং সরণ ধ্রুব রেখে বল তিন গুন করলে যদি কাজ W′′ হয় তবে
W′′ = 3 FS
= 3W
কাজেই সরণ S ধ্রুব হলে আমরা পাই,
W = FS
অতএব W ∝ F [ S = ধ্রুবক ]
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-১.শামীম 10 kg ভরের একটি বস্তুকে 20 m উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800J কাজ করায় তা 8 cm সংকুচিত হলো। কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ঐ উচ্চতায় নিতে পারল না। তখন শামীম স্প্রিংটিকে আরো সংকুচিত করল যেন বস্তুটিকে ঐ উচ্চতায় নিক্ষেপ করতে পারে
ক. শক্তির নিত্যতা সূত্রটি লিখ।
খ. ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ।
গ. স্প্রিংটির উপর কৃতকাজ যদি বস্তুর উপর করা হয় তৰে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো । [বস্তুর উপর প্রযুক্ত বল 20N]
ঘ. স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে উচ্চতায় নিক্ষেপ করতে পারবে? গাণিতিক বিশ্লেষণ দাও।
সৃজনশীল প্রশ্ন- ২.500 gm ভরের একটি আম 10 m উচ্চতায় একটি আম গাছে ঝুলছে। আমটি বৃন্তচ্যুত হয়ে 3m অতিক্রম করার পর কোনো স্থানে আটকে গেল।
ক. ক্ষমতা কাকে বলে?
খ. বায়োগ্যাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো।
গ. আটকে পড়া অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করো।
ঘ. আমটি বৃন্তচ্যুত হয়ে মুক্তভাবে ভূ-পৃষ্ঠে পড়লে শক্তির সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে কিনা? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন-৩.একটি তড়িৎ মোটর 20 m গভীর থেকে 2 মিনিটে 1500 লিটার পানি তুলতে পারে। তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60℅ ।
ক. এক জুল কাকে বলে?
খ. নিউক্লিয় শিকল বিক্রিয়া চিত্র এঁকে ব্যাখ্যা করো।
গ. তড়িৎ মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করো।
ঘ. তড়িৎ মোটরের কর্মদক্ষতা 15% বৃদ্ধি করলে । 5 মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন-৪.30m উঁচু একটি দালানের ছাদের উপর বসে থাকা অবস্থায় হঠাৎ রিফাতের হাত থেকে একটি বল নিচে পড়ে গেল। একই সময় ভূমি থেকে সাদিক 10 m/s বেগে একটি 0.2gm ভরের পাথর,বল বরাবর উপরের দিকে ছুঁড়ে দিল।
ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়- ব্যাখ্যা করো।
গ. সর্বোচ্চ উচ্চতায় পাথরটির বিভবশক্তি কত নির্ণয় করো।
ঘ. ভূমি স্পর্শ করার পূর্বে পাথর ও বলের মধ্যে কোনো সংঘর্ষ হবে কিনা— গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন-৫.একজন ব্যাটসম্যান 250 gm ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 40.5 j শক্তি লাভ করে খাড়া উপরের দিকে উঠে গেল। ঐ মুহূর্তে একজন ফিল্ডার 40 m দূর থেকে 10 m/s বেগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করল ।
ক. ঘূর্ণন গতি কাকে বলে?
খ. দোলনা একপ্রান্তে টেনে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তির রূপান্তর ব্যাখ্যা করো।
গ. উপরের দিকে উঠার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো ।
ঘ. ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-৬.1 kW ক্ষমতা ও 70% কর্মদক্ষতাবিশিষ্ট একটি মোটর 30m উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অপর দিকে 2 kW ক্ষমতাবিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000 kg ভরের পানি 10m উচ্চতায় উঠাতে সক্ষম।
ক. গতিশক্তি কাকে বলে?
খ. একটি বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 MW কী বোঝায়? ব্যাখ্যা করো। বলতে
গ. প্রথম মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারে ?
ঘ. পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে?- তোমার মতামত দাও। (সি. বো. 2021)
সৃজনশীল প্রশ্ন-৭.সুমন 10 kg ভরের একটি বস্তুকে 20m উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 j কাজ করায় 8 cm সংকুচিত হলো, কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ঐ উচ্চতায় নিতে পারলো না। তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করল যেন বস্তুটিকে ঐ উচ্চতায় নিক্ষেপ করতে পারে।
ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. স্প্রিংটির উপর কৃতকাজ যদি বস্তুর উপর করা হয় তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। [বস্তুর উপর প্রযুক্ত বল 20 N]
ঘ, স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে সুমন বস্তুটিকে ঐ উচ্চতায় নিক্ষেপ করতে পারবে? গাণিতিক বিশ্লেষণ দাও। (ব.বা. 2021)
সৃজনশীল প্রশ্ন-৮.একজন বালক 2 kg ভরের একটি বস্তুকে 9.8m/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তুটি ভূ- পৃষ্ঠে পতিত হয় ।
ক. গড় দ্রুতি কাকে বলে?
খ. “সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
ঘ. ঐ বস্তুটিকে উদ্দীপকের অর্ধেক আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে শক্তির নিত্যতার সূত্রের আলোকে উদ্দীপকের ঘটমাটি ব্যাখ্যা কর।(ব. বো. 2021)
সৃজনশীল প্রশ্ন-৯.দৃশ্য-১: একটি যন্ত্রের সাহায্যে 500 kg পানি 5 মিনিটে 50m উচ্চতায় উঠানো হলো। যন্ত্রটির কর্মদক্ষতা 45%।
দৃশ্য-২: 4 kg ভরের একটি বস্তুকে 40 ms বেগে খাড়া উপরে নিক্ষেপকরা হলো। [g = 98m/s ^2]
ক. সুষম ত্বরণ কাকে বলে?
খ. বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা করো। ২গ. দৃশ্য-২ থেকে কত উচ্চতায় বস্তুটির বিভবশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে?
ঘ. দৃশ্য-১ থেকে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কী পরিমাণ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। (চা.ৰো 2020)
সৃজনশীল প্রশ্ন-১০.500 gm ভরের একটি বস্তু A-কে 196 m উচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে 200 gm ভরের অপর একটি B-কে 30 ms বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
ক. সরণ কাকে বলে?
খ. গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না- ব্যাখ্যা করো।
গ. ভূমি থেকে কত উচ্চতায় A বস্তুর গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে?
ঘ. ‘B’ বস্তুর ক্ষেত্রে “নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 secc পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে”- গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো। (দি.বো, ২০২০)
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-১১.দৃশ্যকল্প-১: 588 W ক্ষমতার একজন লোক 300g ভরের | একটি ক্রিকেট বলকে 40 m/s বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। দৃশ্যকল্প-২: 2 kW ক্ষমতার একটি মোটর 20s এ 100 kg ভরের একটি বস্তুকে 20 m উচ্চতায় তুলতে পারে।
ক. বায়োমাস শক্তি কাকে বলে?
খ. ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ কত উচ্চতায় ক্রিকেট বলটির বিভবশক্তি ও গতিশক্তি সমান হবে?
ঘ. দৃশ্যকল্প-২ এ মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো। (চ. বো. ২০২০)
সৃজনশীল প্রশ্ন-১২.80 kg ভরের একটি হরিণ 72 km/h সুষম বেগে চলার -1 সময় 75 m পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 kg ভরের একটি বাঘ 1.5 m/s^2 সুষম ত্বরণে 30s যাবত হরিণটিকে তাড়া করলো।
ক. জড়তা কী?
খ. 50 N বল বলতে কী বুঝ?
গ. দৌড় শুরুর 10s পর বাঘটির গতিশক্তি হিসাব করো।
ঘ. বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কি? গাণিতিক যুক্তিসহ মতামত দাও ।(ঢা. বো. ২০১৭)
সৃজনশীল প্রশ্ন-১৩.250 g ভরের একটি বস্তুকে 49 m/s বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল।
ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. ভূ-তাপীয় শক্তিকে কীভাবে ব্যবহারযোগ্য করা যায়? ব্যাখ্যা করো।
গ. সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে?
ঘ. দেখাও যে, নিক্ষেপের শুরুতে বস্তুটির মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির সমান। (সকল বোর্ড ২০১৮)
সৃজনশীল প্রশ্ন-১৪.598 kg ও 4 kg ভরের দুইটি বস্তু একই সরলরেখা বরাবর চলছিল। উহাদের বেগ যথাক্রমে 15 m/s ও 10 m/s ছিল। কোনো এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয়। ফলে প্রথম বস্তুর বেগ 10 m/s হয় ।
ক. সাম্য বল কাকে বলে?
খ. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা ভিন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল -ব্যাখ্যা করো।
গ. প্রথম বস্তুটির বলের ঘাত কত?
ঘ. উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও. (ব.বো., 2019)
সৃজনশীল প্রশ্ন-১৫.120 m/s বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 0.75 সেকেন্ড পর অপর একটি 500 gm ভরের বস্তুতে একইভাবে 150 m/s বেগে নিক্ষেপ করা হলো।
ক. পরিমাপের একক কাকে বলে? খ. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো।
গ. সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভবশক্তি নির্ণয় করো।
ঘ. কোন বস্তুটি ভূ-পৃষ্ঠে আগে পতিত হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করে দেখাও ।(য.বো 20১৯)
পদার্থবিজ্ঞান: কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-১৬.একজন ক্রিকেট বোলারের পরপর দুইটি বলের গতিবেগ যথাক্রমে 150 km/hour এবং 154 km/hour। বলটির ভর 250 gm [g = 9.8m/s^2]
ক. মাত্রা কাকে বলে ?
খ. গাড়ি ব্রেক করার পরও একটু সামনে গিয়ে থামে কেন -ব্যাখ্যা করো।
গ. বোলার বলটিকে উদ্দীপকের প্রথম গতিবেগে খাড়া উপরের দিকে হুড়লে কত উপরে উঠবে? নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের বলের উভয় গতিবেগের ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের অনুপাত একই হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।(সি.বো ২০১৯।)
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-১৭.1 kW ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 kg পানি 5m উচ্চতায় তুলতে 10 s সময় লাগে।
ক. সাম্য বল কাকে বলে?
খ. দুটি বস্তুকে একই বল প্রয়োগ করলে বেগ সমান হয় না -ব্যাখ্যা করো।
গ. সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো।
ঘ. যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2s সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। (চ. বো. 20১৯)
সৃজনশীল প্রশ্ন-১৮.রহিমের ভর 40kg ও করিমের ভর 80kg তারা উভয়েই নির্দিষ্ট অবস্থান থেকে 200 m দৌড় প্রতিযোগিতা শুরু করলে যথাক্রমে 100 sec ও 200 sec পর গন্তব্যে পৌছায়। প্রতিযোগিতা শেষে তাদের বিজ্ঞান শিক্ষক বলেন, “তোমাদের দুজনের ক্ষমতা ভিন্ন হলেও, কৃতকাজ সমা হয়েছে।”
ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. লভ্য কার্যকর শক্তি কর্মদক্ষতার ওপর নির্ভর করে কেন? ব্যাখ্যা করো ।
গ. ১ম বালকের কর্মদক্ষতা 40% হলে, ক্ষমতা কত হবে নির্ণয় করো।
ঘ. বিজ্ঞান শিক্ষকের উক্তিটির যৌক্তিক কারণ ছিল কি? তোমার মতামত দাও।(ক. বো. ২০১১)
সৃজনশীল প্রশ্ন-১৯.1.96 kW ক্ষমতার ও 50% কর্মদক্ষতার একটি মোটর 1 মিনিটে 20 মিটার উচ্চতায় পানি তুলতে সক্ষম। মোটরটি নষ্ট হওয়ায় সমপরিমাণ পানি ঐ উচ্চতায় উঠাতে 48 kg ভরের কোনো ব্যক্তি 20 | kg পানি ধারণক্ষমতার কোনো পাত্র নিয়ে 2 মিনিটে সমান উচ্চতায় সমান উচ্চতায় ওঠে। পাত্রের 2kg।
ক. বিভব শক্তি কাকে বলে?
খ. নিউক্লিয় বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন? ব্যাখ্যা করো।
গ. সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্রসহ ব্যক্তির বিভব শক্তি কতনির্ণয় করো।
ঘ. সমপরিমাণ পানি একটি নতুন মোটর দিয়ে 30 সময়ে তুলতে চাইলে মোটর দুটির কর্মদক্ষতার পরিবর্তন হবে কিনা- বিশ্লেষণ করো। (দি.বো, ২০১৯)
সৃজনশীল প্রশ্ন-২০.20 kg ভরের একটি বস্তুকে ভূমি হতে 40m উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো।
ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. শক্তি ও কাজের একক অভিন্ন কেন? ব্যাখ্যা করো।
গ. ভূমি হতে কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির এক-তৃতীয়াংশ হবে নির্ণয় করো।
ঘ. সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 sec পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কিনা? যুক্তি দ্বারা তোমার মতামত বিশ্লেষণ করো। (সংশোধিত) (রা.বো, ২০১১)
সৃজনশীল প্রশ্ন-২১.40 kg ভরের রনি স্থির অবস্থান থেকে 0.4 m/s তুরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70s এ স্কুলে পৌঁছায়। রনির বড় ভাই জনির ভর 50kg এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা 20m।
ক কর্মদক্ষতা কাকে বলে?
খ একই উচ্চতার ছাদ থেকে ফেলে দেওয়া একই ভরের ১টি খোলা কাগজের তুলনায় ১টি মোচড়ানো কাগজ ভূমিতে আগে পৌঁছায় কেন?
গ. রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো।
ঘ. রনির কৃতকাজের সমান পরিমাণ কাজ করে জনি 10 kg বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা? মতামত দাও। (ঢা বো. ২০১১)
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-২২.দৃশ্যকল্প-১: 588 W ক্ষমতার একজন লোক 300g ভরের | একটি ক্রিকেট বলকে 40 m/s বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। দৃশ্যকল্প-২: 2 kW ক্ষমতার একটি মোটর 20s এ 100 kg ভরের একটি বস্তুকে 20 m উচ্চতায় তুলতে পারে।
ক. বায়োমাস শক্তি কাকে বলে?
খ. ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ কত উচ্চতায় ক্রিকেট বলটির বিভবশক্তি ও গতিশক্তি সমান হবে?
ঘ. দৃশ্যকল্প-২ এ মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো।( চ. বো. ২০২০)
সৃজনশীল প্রশ্ন-২৩. একটি 300 gm ভরের ক্রিকেট বল 100m উঁচু ভবন থেকে 10 ms^_2বেগে পড়া শুরু করলো। রফিক বললো যদি বাতাসের বাধা না থাকে তবে বলটির যান্ত্রিক শক্তি সবসময় সমান থাকবে।[ ধরে নিই, বস্তুটির বাতাসের বাধা শূন্য]
ক. স্প্রিং ধ্রুবক কী?
খ. পৃথিবীর প্রায় সকল শক্তির উৎস সূর্য ব্যাখ্যা করো।
গ. কোথায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 30% হবে- নির্ণয় করো।
ঘ. রফিকের কথাটি ভুল না সঠিক? গাণিতিকভাবে দেখাও ৷
সৃজনশীল প্রশ্ন-২৪.সমান ভরের দুটি বস্তুর, একটিকে 40 m/s^1 বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। ঐ একই সময়ে 80m উচ্চতা থেকে অনুরূপ একটি বস্তুকে বাধাহীনভাবে ফেলা হলো। কিছুক্ষণ পর বস্তু দুটি সংঘর্ষ ঘটিয়ে এক সাথে আটকে গেল। শেষে একত্রিত অবস্থায় মাটিতে পৌছাল।
ক. সমবেগ কী?
খ. সমত্বরণের ক্ষেত্রে দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে?ব্যাখ্যা করো।
গ. নিক্ষিপ্ত বস্তুটির নিক্ষেপের 3 সে. পর গতিশক্তি নির্ণয় করো।
ঘ. ভূমিতে পৌছার পূর্বে বস্তু দুটি কতক্ষণ শূন্যে গতিশীল ছিল। গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন-২৫.রাসেলের পালিত 10 kg ভরের একটি বানর 20 m উঁচু একটি নারিকেল গাছে 10 s এ উঠে 2 kg ভরের একটি নারিকেল ছিড়ে ফেলে দিল। রাসেল দাবী করে তার বানরের ক্ষমতা 196 W বাতাসের বাধা 8.6 N
ক. নিউটনের গতির ২য় সূত্রটি লিখ।
খ. কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? ব্যাখ্যা করো ।
গ. নারিকেলের ত্বরণ নির্ণয় করো ।
ঘ. রাসেলের দাবী সঠিক কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
Physics কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন SSC
সৃজনশীল প্রশ্ন-২৬.মনে করো, তুমি রাস্তায় হাঁটছো। এমন সময় দেখলে তোমার বন্ধু রিক্সা করে বাজারে যাচ্ছে। তুমি রিক্সা টেনে ধরলে রিক্সাসহ বন্ধুর ভর 70 kg । রিক্সা 30 km/h বেগে চলছিল। তুমি টানার 30s এর মধ্যে রিক্সা থেমে গেল।
ক. নিউক্লিয় শক্তি কাকে বলে?
খ. ভূ-পৃষ্ঠ হতে 20m উচ্চতায় কোনো বস্তুর বিভব শক্তি বলতে কী বোঝায়?
গ. তুমি কত বল প্রয়োগ করেছিলে?
ঘ. রিক্সাটি থামার জন্য কত কাজ হয়েছিল?
সৃজনশীল প্রশ্ন-২৬.মাহবুব সাহেব একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে ছিলেন তখন কাজ চলাকালে ক্রেনের সাহায্যে তার মাথার উপর দিয়ে 2 kg ভরের 10টি ইট উপরে তোলা হচ্ছিল। কিন্তু ভূমি থেকে 40m উপরে কিছুক্ষণ স্থির থাকার পর অনাকাঙ্খিতভাবে চেইন ছিড়ে গিয়ে ইটগুলো মাটিতে পড়ে গেল। উল্লেখ্য আলোর বেগ 3 x 10^8m/s এবং মাহবুব সাহেবের উচ্চতা 1.5 m.
ক. একক সময়ে বেগের পরিবর্তনকে কী বলে?
খ. সৌরকোষের কয়েকটি ব্যবহার লেখ।
গ. উদ্দীপকের সবগুলি ইটকে শক্তিতে রূপান্তর করলে কত কিলোওয়াট ঘণ্টা হবে নির্ণয় কর।
ঘ. চেইন ছিড়ে যাওয়ার পর 2.5 sec সময়ের মধ্যে মাহবুব সাহেব স্থান পরিবর্তন করলে ইটগুলো তার মাথায় পড়বে কিনা গাণিতিকভাবে দেখাও।
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-২৭.স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 1 m দূরত্ব অতিক্রম করে। বস্তুটি প্রথম চার সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করে।
ক. পর্যাবৃত্ত গতি কাকে বলে?
খ. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন? ব্যাখ্যা করো ।
গ. বস্তুটি আট সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ঘ. চতুর্থ ও অষ্টম সেকেন্ডে অর্জিত গতিশক্তির অনুপাত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন-২৮.10 gm ভরের কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপবকরার 10 sec পর মাটিতে পতিত হলো ।
ক. আবর্ত ঘর্ষণ কাকে বলে?
খ. বস্তুর বেগ এক শতাংশ বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে?
গ. নিক্ষেপের 3 sec পরে বস্তুটির বেগ নির্ণয় করো।
ঘ. সর্বোচ্চ উচ্চতা থেকে পড়ার 4 sec পর বস্তুটির বিভবশক্তি। গতিশক্তির কী তারতম্য হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন-২৯.
সৃজনশীল প্রশ্ন-৩০.10 kW ক্ষমতাসম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করে কপিকলের সাহায্যে 1000 kg ভরের 10 টি সিমেন্টের বস্তা 40 m উঁচু | স্থানে উঠাতে 0.5 min সময় লাগে।
ক. Js^-1কীসের একক?
খ. সুইচ বন্ধ করলেও চলন্ত পাখা সাথে সাথে থেমে যায় না কেন?
গ. মোটরটির দ্বারা কী পরিমাণে তড়িৎ শক্তি ব্যয়িত হয়- নির্ণয় করো।
ঘ. যদি উদ্দীপকের মোটরটিকে একটি অটোতে ব্যবহার করা হয় তবে 100 kg ভরের অটো সর্বোচ্চ কতবেগে চলবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-৩১
সৃজনশীল প্রশ্ন-৩২.6m ব্যাস এবং 15 m উচ্চতাবিশিষ্ট একটি কূপে অংশ পানি আছে। কূপটিকে পানি শূন্য করার জন্য 70% দক্ষতাসম্পন্ন 20 kW এর একটি পাম্প ব্যবহৃত হচ্ছে।
ক. নিউক্লিয় শক্তি কাকে বলে?
খ. কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. কূপটির পানির পরিমাণ নির্ণয় করো ।
ঘ. কূপটির মোট পানির অংশ উঠতে যে সময় লাগবে বাকি পানি উঠাতে ঐ একই সময় লাগবে কি? গাণিতিকভাবে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন-৩৩.

সৃজনশীল প্রশ্ন-৩৪.একটি স্প্রিংয়ের উপর 700 J বিভব শক্তি প্রয়োগ করে স্প্রিংটিকে 10 cm সংকোচন করা হলো। এরপর স্প্রিংটির উপর 5 kg ভরের একটি বস্তু ‘P’ স্থাপন করা হলো। যখন স্প্রিংটি প্রসারিত হয় তখন বস্তুটি খাড়াভাবে উপরের দিকে নিক্ষিপ্ত হয়। স্প্রিংটির কর্মদক্ষতা 70%।
ক. 1k Wh সমান কত জুল?
খ. বিভবশক্তি কীসের ওপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
গ. উক্ত স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো ।
ঘ. উক্ত ‘P’ বস্তুটি 10 m উপরে যেতে পারবে কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন-৩৫.

সৃজনশীল প্রশ্ন-৩৫.একজন লোক একটি ক্রিকেট বলকে ভূমি থেকে 58.8m/sবেগ খাড়া উপরের দিকে নিক্ষেপ করলেন। বলটির ভর 250 g।[g = 9.8 মস^- 2]
ক. শক্তির একক কী?
খ. কাজ ও ক্ষমতার পার্থক্য নির্ণয় করো।
গ. কত সময় পর বলটি ভূমিতে ফিরে আসবে?
ঘ. কত উচ্চতায় বলটির গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।
(ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা।)
সৃজনশীল প্রশ্ন-৩৬.
সৃজনশীল প্রশ্ন-৩৭.একটি ইঞ্জিন প্রতি মিনিটে 2000 লিটার পানি 18 m উঁচু একটি দালানের ছাদে তুলতে সক্ষম। যার কর্মদক্ষতা 70% ।
ক. প্যাসকেলের সূত্রটি লিখ।
খ. কোনো বস্তুর বিভব শক্তি 60 J বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
গ. ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো ।
ঘ. যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হতো তাহলে সকল পানি একই উচ্চতায় তুলতে পূর্বের তুলনায় সময় কতগুণ বেশি লাগবে-গাণিতিকভাবে ব্যাখ্যা করো । (ব.বো. 2019)
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন ssc
সৃজনশীল প্রশ্ন-৩৮.গতিশক্তি এক প্রকার যান্ত্রিক শক্তি। রহিমের ভর 30 kg এবং করিমের ভর 20 kg। একটি দৌড় প্রতিযোগিতায় রহিম 5 m/s এবং করিম 6 m/s বেগে দৌড়ায়। বেগ অর্জন করতে কৃতকাজই তাদের গতিশক্তি ।
ক. নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখ ।
খ. রহিমের গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা? ব্যাখ্যা করো ।
গ. দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল— নির্ণয় করো।
ঘ. যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতো? বিশ্লেষণ করো। (চ. বো. 2019)
সৃজনশীল প্রশ্ন-৩৯.15 kW এর একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে উঁচুতে উঠাতে পারে।
ক. বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
খ. চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুইটি পার্থক্য লিখ।
গ. মোটরটির কার্যকর ক্ষমতা কত?
ঘ. মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির পরিমাণ পরিবর্তন হবে- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।(চ. বো. 2019)
সৃজনশীল প্রশ্ন-৪০.5 J শক্তির মোটর দ্বারা চালিত 250 gm ভরের খেলনা গাড়িকে ১ম বারে 4 m/s সুষম বেগে এবং পরবর্তীতে গাড়িটিকে স্থির অবস্থান হতে 1 m/s 2 সুষম ত্বরণে 8m চালনা করা হলো।
ক. এক জুল কাকে বলে?
খ. প্যাচযুক্ত পানির কল যা ঘুরিয়ে খুলতে হয়, সাবানযুক্ত ভেজা হাতে তা খোলা কষ্টকর কেন?
গ. দ্বিতীয়বারে গাড়িটির উল্লিখিত দূরত্ব অতিক্রম করতে কত?
ঘ. উভয় ক্ষেত্রে গাড়ীটির কর্মদক্ষতার কোনো পরিবর্তন হলো সময় লাগবে কি? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন-৪১. বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ স দৌড়ে নাজমা প্রথম হন। সে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইতিকে ২ সেকেন্ডের ব্যবধানে পরাজিত করে। ইতি ১২ সেকেন্ডে দৌড় শেষ করে। নাজমা ও ইতির ভর যথাক্রমে ৫০ kg ও ৪৫ kg।
ক. গতিশক্তি বলতে কী বোঝ?
খ. শক্তির রূপান্তর ব্যাখ্যা কর।
গ. দৌড় শেষ হওয়ার পূর্বমুহূর্তে নাজমার গতিশক্তি কত?
ঘ. নাজমা ও ইতির গতিশক্তির তুলনা কর।
আরও জানুন :