কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম?

আজকে আমরা জানবো কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম?

ইলেকট্রন আসক্তি কাকে বলে?

অসীম দূরত্ব থেকে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে এক মোল ইলেকট্রন যোগে পরমাণুটিকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ঐ মৌলে ইলেকট্রন আসক্তি বলে।

 

istockphoto 931938148 612x612 1
কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম ?

কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম?

নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম।

নিষ্ক্রিয় গ্যাস গুলো হলো ১৮ নং গ্রুপের । হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন( Ar), ক্রিপটন (Kr), জেনন (Xe),রেডন (Rn), ওগানেসন  (Og)।

এগুলোর ইলেকট্রন আসক্তি শূণ্য (০)।

কারন নিষ্ক্রিয় মৌলগুলো কোনো  ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে না । এই মৌলগুলোর বাইরের শক্তিস্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে। যেমন নিয়ন  Ne(10)= 1s^2 2s^2 2p^6 .

নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম?

ক.H    খ.K

গ.Ar ঘ.O

উত্তর : গ . Ar

প্রশ্ন ও উত্তর :

Na এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর:-52.8 kj mol^-1

Mg এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: 0 kj mol^-1

F এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -328 kj mol^-1

Be এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: 0

Ca এর ইলেকট্রন আসক্তি কত?

উত্তর: -2.37 kj mol^-1

সমস্যা: Be, Ca, Sr, Ba. Mg এবং Ra মৌলগুলোর মধ্যে কোনোটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনোটির ইলেকট্রন আসক্তি কম। |

সমাধান: Be, Ca, Sr, Ba, Mg এবং Ra মৌলগুলোর পর্যায় সারণির ২নং গ্রুপ-এর মৌল। এই মৌলগুলোর মধ্যে Be এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, এর জন্য Be এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। আবার Ra এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি, এর জন্য Ra ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম।

 

সমস্যা: Na, Mg Al Si এর মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি বা কারইলেকট্রন আসক্তি মান কম?

Na, Mg, A,  Si এর মৌলগুলো পর্যায় সারণির ৩নং পর্যায়ের মৌল। এই মৌলগুলোর মধ্যে Na এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি এজন্য সোডিয়াম এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। আবার, Si এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম সেজন্য এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি।

কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম?

আসলে,ক্লোরিন মৌলের ইলেক্টন আসক্তির মান সবচেয়ে বেশি।

কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম?

উত্তর : ক্লোরিন (Cl)

আরও জানুন :

*সংকেত কাকে বলে ? আণবিক, গাঠনিক, এনালগ এবং ডিজিটাল সংকেত

*আইসোটোপ কাকে বলে ? উদাহরণসহ সংজ্ঞা (Isotope)

*পর্যায় সারণি কাকে বলে ? আধুনিক পর্যায় সারণির বৈশিষ্ট্য

রসায়ন কি বা কাকে বলে ? রসায়নের জনক কে ও কেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *