গুগল ইমেজ সার্চ করার নিয়ম: কিভাবে ছবি দিয়ে গুগলে সার্চ দিবেন
বন্ধুরা কিভাবে ছবি দিয়ে গুগলে সার্চ দিবেন (Google search with image) এই বিষয়ে আজকের আর্টিকেলে আমি আলোচনা করতে চলেছি।

আমরা প্রতিদিন নতুন নতুন যেকোন বিষয় জানার জন্য গুগলে সার্চ করে থাকি। তারপর আমরা সেই বিষয়ের উপর ফলাফল (sesrch results) গুলো Google Search Engine এর মাধ্যমে পেতে পারি।
আমরা যেকোন টপিক (topic) নিয়ে জানার জন্য যদি গুগলে সার্চ করি, তাহলে সেই টপিকের সাথে জড়িত কিছু শব্দ (word) বা বাক্য (sentence) লিখে search করে থাকি। তবে বর্তমানে আমরা শুধু text নয়, ছবি বা ইমেজ দিয়েও গুগল সার্চ (Google search) করতে পারি।
গুগল ইমেজ সার্চ কি ? (What is Google Image Search)
মনে রাখবেন, গুগল হলো ইন্টারনেটের সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি search engine. এর রয়েছে অসাধারণ সব ফিচারস (features)। যেমন Google text search, Google image search, Google news, Google Assistant, Google trends, Related search feature ইত্যাদি।
তাই আমরা টেক্সট এর পাশাপাশি ছবি দিয়েও গুগলে সার্চ করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় তথ্য (information) জানতে পারি।
আপনি মোবাইল বা কম্পিউটার যেকোন ডিভাইস দিয়ে গুগল ইমেজ সার্চ বা গুগলে ছবি দিয়ে সার্চ করার ফিচারটি ব্যবহার করতে পারবেন।
তবে জেনে রাখবেন, গুগল আপনাকে তখনই তথ্য দিতে পারবে, যদি আপনি যে ইমেজ বা ছবিটি দিয়ে গুগলে সার্চ করেছেন সেই ইমেজ বা ছবিটির বিষয়ে গুগলে আগে থেকেই তথ্য রয়েছে অথবা গুগল সেটির বিষয়ে আগে থেকেই জানে।
আর আপনি যদি এমন কোন ছবি দিয়ে গুগলে সার্চ করেন সেটির বিষয়ে গুগলে কোন তথ্য নেই তাহলে গুগল আপনাকে কোন ফলাফল প্রদাণ করতে পারবে না। আর যদি ফলাফল দেখায় তাহলে সার্চ করা ছবিটির সাথে মিল রেখে সেই related ফলাফল গুলো Google আপনাকে প্রদর্শন করবে।
যেমন, আপনি যদি famous কোন জিনিস নিয়ে গুগলে সার্চ করেন, মনে করুন, “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” নিয়ে সার্চ করলেন। তাহলে “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” এর বিষয়ে সকল ফলাফল গুগল আপনাকে দেখিয়ে দিবে, কেননা এটি নিয়ে প্রচুর তথ্য গুগলে আগে থেকেই index রয়েছে।
একইভাবে আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি দিয়ে গুগলে সার্চ করলেও সকল তথ্য পেয়ে যেতে পারবেন।
তাহলে ছবি দিয়ে গুগলে সার্চ করার বিষয়টা আশা করি আপনারা জানতে পেরেছেন। এখন চলুন জেনে নিই ইমেজ দিয়ে গুগলে সার্চ কিভাবে করবেন তার পুরো নিয়ম।
গুগল ইমেজ সার্চ করার নিয়ম – (Google Image Search)
ছবি দিয়ে গুগলে সার্চ করার নিয়ম অনেক সহজ। কিভাবে ছবি দিয়ে গুগল সার্চ দিবেন এ বিষয়ে নিচে আমি আপনাদের বলতে চলেছি।
আপনি যদি computer অথবা mobile ব্যবহার করে থাকেন তাহলে দুটোতেই Google image search করার নিয়ম একই রকম।
প্রথমত, আপনি যে ছবি দিয়ে গুগলে সার্চ দিতে চান সেটি আপনার মোবাইল বা কম্পিউটারে আগে থেকেই থাকতে হবে। এরপর আপনাকে যেতে হবে images.google.com ওয়েবসাইটে।
যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে browser desktop version করে নিতে হবে। এরপর আপনাকে গুগলের হোম পেজে নিয়ে যাওয়া হবে।
এরপর Google search box এর ডানদিকে একটি camera icon দেখতে পারবেন। এর ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে।
এখানে ছবি যোগ করার জন্য দুইটি option আপনারা দেখতে পারবেন যেমন Paste Image URL এবং Upload an Image.
এখানে আপনাকে Upload an Image অপশনটির উপর ক্লিক করতে হবে এবং তারপর নিচে Choose file এর উপর ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ছবি বেছে নিয়ে select করতে হবে।
এরপর আপনি দেখতে পারবেন যে, আপনার সিলেক্ট করা ছবির সাথে জড়িত সব রকমের তথ্য গুগলের ফলাফল পেজে প্রদর্শিত হবে।
এখানে আপনি যে ছিবিটি আপলোড করবেন, সেই ছবির সাথে মিলে যায় এরকম আরও কিছু ছবি আপনাকে দেখানো হবে এবং সেই ছবিটি ইন্টারনেটে যে যে ওয়েবসাইটে আপলোড করা রয়েছে সেই ওয়েবসাইট গুলোকেও গুগল ফলাফল পেজে দেখিয়ে দেওয়া হবে।

যেমন, উপরের ছবিতে আপনারা দেখছেন, আমি Itel Vision 1 স্মার্টফোনের একটি ছবি আপলোড করে গুগলে সার্চ করেছি। এরপর Itel vision 1 মোবাইল ফোন এর বিষয়ে সকল তথ্য google search result এর মধ্যে দেখানো হয়েছে।
এখানে যে ওয়েবসাইট গুলো দেখানো হয়েছে এগুলোতে গিয়ে আমি সেই মোবাইল ফোনটির সাথে জড়িত সকল প্রকার তথ্য সহজেই জেনে নিতে পারব।
এভাবে আপনি যেকোন ছবি দিয়ে গুগলে সার্চ করতে পারবেন এবং সেই বিষয়ে সকল প্রকার তথ্য পেতে পারবেন সহজেই।
যেমন, আপনি কোন বিখ্যাত জায়গা, কোন বিখ্যাত ব্যক্তি অথবা যেকোন জিনিসের ছবি দিয়ে গুগলে সার্চ করে সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন।
তাহলে আপনারা ভেবে দেখুন, আজকাল search engine গুলো কতটা আধুনিক হয়ে গিয়েছে এবং এগুলো থেকে যেকোন তথ্য পাওয়া আমাদের জন্য কতটা সহজ হয়ে গিয়েছে।
কেননা যেকোন ছবির মাধ্যমে তথ্য (information) বের করাটা মোটেও সহজ কথা নয়।
আর এই কাজটি আমরা করতে পারি search engine গুলোর কল্যাণে।
তাহলে সবশেষে, কিভাবে ছবি দিয়ে গুগলে সার্চ করতে হয় অথবা গুগল ইমেজ সার্চ করার নিয়ম (How to search google with images) আশা করি আজকের আর্টিকেলে আপনারা জানতে পেরেছন। যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।