গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করুন সহজে
গুগল ট্রান্সলেট: অনলাইন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন সহজে (Google translate Bangla to English)
কিছুদিন থেকে আপনাদের জন্য আমি তেমন কোনো কাজে লাগার মতো আর্টিকেল লিখতে পারিনি। তবে আজকে আমি যে বিষয়ে আর্টিকেল লিখছি এটি আপনাদের জন্য অনেক কাজের হিসেবে বিবেচিত হবে।
আজকের আর্টিকেলে আমি Google Translate বা গুগল অনুবাদ নিয়ে আলোচনা করব এবং গুগল ট্রান্সলেট এর মাধ্যমে বাংলা টু ইংলিশ অনুবাদ কিভাবে করতে হয় এ বিষয়ে A to Z আপনাদের জানিয়ে দিব।
গুগল ট্রান্সলেট হলো গুগলের এমন একটি সার্ভিস (service) যেটি ব্যবহার করে আমরা যেকোন একটি ভাষার লেখা কে আমাদের প্রয়োজন মত অন্য যেকোনো একটি ভাষার লেখায় ট্রান্সলেট অনুবাদ করে নিতে পারি।
এমনিতে ইন্টারনেটে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার জন্য অনেকগুলো translation টুলস বা service রয়েছে। এগুলোর মধ্যে গুগল ট্রান্সলেট অন্যতম একটি language translator tool হিসেবে সকলের কাছে বিবেচিত।
এটির মাধ্যমে আমরা যেকোন ভাষার বাক্যকে সহজে অন্য ভাষায় অনুবাদ করতে পারি।
Google ট্রান্সলেট ব্যবহার করে আপনি Bangla to English, English to Bangla, Bangla to Hindi, Bangla to Spanish এরকম যেকোন ভাষাকে যেকোনো ভাষায় নিজের সুবিধামতো translate বা অনুবাদ করে নিতে পারবেন।
গুগল ট্রান্সলেট অ্যাপ (android app) বা ওয়েবসাইট (website) যে কোন মাধ্যমে আপনি এই গুগল অনুবাদ সার্ভিস ব্যবহার করতে পারবেন।
আর গুগল ট্রান্সলেটর মাধ্যমে অনুবাদ করার নিয়ম এতটাই সহজ যে একটি ভাষার বাক্য (sentence) লেখার সাথে সাথে সেটি অনুবাদ হয়ে যাবে এবং অনুবাদ করার অংশটি পাশে আপনাকে দেখানো হবে।
গুগল অনুবাদের মাধ্যমে ট্রান্সলেশন করার প্রক্রিয়া (process) বেশিরভাগ লোকেরাই ব্যবহার করে থাকেন।
তবে Google অনুবাদের এই service টি কেবল তাদের জন্য সবচেয়ে ভালো এবং সেরা হিসেবে প্রমাণিত হতে পারে যারা ইংরেজিতে একটু হালকা বা কাঁচা।
যারা ইংরেজিতে তেমন ভালো বা smart নয় তাদের জন্য ইংরেজি ভাষা শেখার খুবই জনপ্রিয় এবং কাজের মাধ্যম হলো গুগল translate.
নিচে এখন আমি গুগল ট্রান্সলেট কি ও Google translate ব্যবহার করে অনুবাদ কিভাবে করব এসব বিষয়ে আপনাদের বলে দেবো। এরপরে মোবাইলে কিভাবে গুগল অনুবাদ ব্যবহার করতে হয় এ বিষয়ে জানিয়ে দিব।
গুগল ট্রান্সলেট (Google translate) কি?
আপনি যদি উপরের আলোচনা গুলো ভালোভাবে পড়েছেন তাহলে Google translate কি এটা আপনি ভালো করেই জেনে গেছেন। আর তাছাড়াও Google অনুবাদ সম্পর্কে আপনাদের অবশ্যই আগে থেকে জানা রয়েছে।
সোজা ভাবে বলতে গেলে, Google অনুবাদ হলো গুগল এর তরফ থেকে প্রদান করা একটি ফ্রি language translator সার্ভিস, যার মাধ্যমে যে কোন দেশের মানুষ যেকোন ভাষাকে অন্য যেকোনো ভাষায় পরিণত করে নিতে পারে।
যেমন, আপনি যদি Google ট্রান্সলেটর এ একটি বাংলা বাক্য “তুমি কোথায় থাকো” লিখেন বা টাইপ করেন তাহলে এটি সাথে সাথে বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করে ফেলবে এবং “What do you live” এটি আপনাকে দেখিয়ে দেবে।
আপনি যদি সেরা Bangla to English Translator Tool এর খোঁজে রয়েছেন তাহলে অন্যান্য ট্রান্সলেটর টুল গুলোর চেয়ে Google ট্রান্সলেটর অবশ্যই এগিয়ে রয়েছে।
আর এটি আপনাকে একদম নির্ভুলভাবে অনুবাদ করে দিয়ে দিবে। কেবল বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন নয়, আপনি যেকোন ভাষাকে আপনার পছন্দমত যেকোনো ভাষায় অনুবাদ করে দেখতে পারবেন।
উপরের আলোচনা থেকে আপনারা অবশ্যই জানতে পেরেছেন গুগল অনুবাদ কি এবং এর কাজ কি।
এখন গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করব এই বিষয়ে জানার আগে গুগল অনুবাদ এর সুবিধাগুলো আগে জেনে নিই।
গুগল ট্রান্সলেট এর বৈশিষ্ট্য এবং সুবিধা গুলো – (Features of Google translate)
- যেকোন ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করা যায় শুধুমাত্র মেনুতে ক্লিক করে ভাষা সিলেক্ট (select) করলেই হয়ে যাবে।
- একসাথে অনেকগুলো লেখা বা বাক্যকে আনুবাদ করা যায় গুগল অনুবাদের মাধ্যমে।
- গুগল অনুবাদ মোবাইল অ্যাপে রয়েছে অফলাইন ট্রানসলেশন (offline translation) এর সুবিধা।
- তবে এজন্য আপনি যে ভাষায় থেকে যে ভাষায় অনুবাদ করবেন তাদের অফলাইন ট্রানসলেশন ফাইল আগে ডাউনলোড করে নিতে হবে।
- এখানে রয়েছে সরাসরি ক্যামেরার মাধ্যমে যেকোনো লেখাকে স্ক্যান (scan) করে অনুবাদ করার সুবিধা।
- যেকোনো ছবি বা photo তে থাকা text কে ট্রান্সলেশন করা যায়।
এখন চলুন জেনে নিই কিভাবে Google translate ব্যবহার করবেন এ বিষয়ে।
গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদ করুন: (Google translate Bangla to English)
আমরা গুগল অনুবাদ কে তিনটি নিয়মে ব্যবহার করতে পারি। যেমন, ইন্টারনেটের ওয়েবসাইট ব্যবহার করে, Google ট্রান্সলেট android app ব্যবহার করে এবং গুগল সার্চের মাধ্যমে।
এই তিনটি মাধ্যমেই ব্যবহার করা অনেক সহজ এখন নিচে আমি এক এক করে আপনাদের তিনটি মাধ্যমের বিষয়ে বলে দিব।
১. গুগল অনুবাদ ওয়েবসাইটের মাধ্যমে বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন করুন
আপনি যদি কম্পিউটার (computer) অথবা ল্যাপটপ (laptop) ব্যবহার করে থাকেন তাহলে Bengali to English translation online এর এই মাধ্যমটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি স্মার্টফোন (smartphone) ব্যবহার করলে এই নিয়মে অনুবাদ করতে পারবেন।
স্টেপ ১:
প্রথমে একটি ব্রাউজার (web browser) ওপেন করে নিন। এরপর Google translate এর ওয়েবসাইটে চলে যান।
স্টেপ ২:
এরপর আপনারা উপরের ছবির মত দুইটি বক্স দেখতে পারবেন। বামদিকের থাকা বক্সটির উপরে Down arrow আইকনে ক্লিক করে আপনার আসল ভাষা (main language) টি সিলেক্ট করে নিতে হবে।
যদি আপনি বাংলা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে চান তাহলে আপনাকে এখানে Bangla সিলেক্ট করে নিতে হবে।
একইভাবে ডানদিকের বক্সের উপরের Down arrow আইকনে ক্লিক করে যে ভাষায় অনুবাদ আপনি পেতে চান সেটি সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ইংরেজিতে অনুবাদ পেতে চান তাহলে এখানে English সিলেক্ট করুন।
এখন বাম দিকের বক্সে বাংলাতে আপনার প্রয়োজনীয় sentence বা বাক্য লিখুন। সাথে সাথে গুগল সেই বাক্যের ইংরেজি অনুবাদ আপনাকে ডান দিকের বক্স এ দেখিয়ে দিবে।
এভাবে আপনি বামদিকে সঠিকভাবে বাংলা লিখতে থাকবেন আর ডানদিকে এর অনুবাদ আপনি দেখতে থাকবেন।
২. গুগল সার্চের মাধ্যমে অনলাইন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন
স্টেপ ১
প্রথমে আপনাকে Google.com এ যেতে হবে।
এরপর search bar এ আপনাকে Google translate এটি লিখে সার্চ করতে হবে।
স্টেপ ২
এরপর সার্চ ফলাফলের একেবারে উপরের দিকে আপনি বামে এবং ডানে দুইটি খালি ঘর দেখতে পারবেন। বামদিক থেকে আপনি যে ভাষাকে অনুবাদ করতে চান সেটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে।
এরপর ডানদিকে আপনি যে ভাষাতে অনুবাদ করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে।
যেমন, আপনি যদি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করতে চান তাহলে আপনাকে বামে English এবং ডানে Bengali বেছে নিতে হবে।
এরপর বামদিকের বক্সে আপনি ইংরেজি কোন বাক্য লিখলে সেটি সাথে সাথেই বাংলায় অনুবাদ হয়ে যাবে ডানদিকের বক্সে।
এভাবে আপনি গুগলে সার্চ করার মাধ্যমে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারবেন।
৩. গুগল ট্রান্সলেট এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে অনুবাদ করুন
আপনি যদি উপরের দুইটি উপায়ে অনুবাদ করতে না চান তাহলে আপনার জন্য গুগল অনুবাদের android app ব্যবহার করা খুবই সহজ হয়ে দাঁড়াবে।
এতে আপনার যখনই কোন লেখাকে অন্য ভাষায় রুপান্তর করার দরকার হবে তখনই আপনার মোবাইল ফোনে থাকা app এর মাধ্যমে সেটা ট্রান্সলেট করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি।
আর অ্যাপে কেবল অনুবাদ করা ছাড়াও কিছু extra features আপনারা পেয়ে যাবেন যেগুলোর বিষয়ে উপরে আপনাদের বলেছি। যেমন, ক্যামেরার মাধ্যমে অনুবাদ, অফলাইনে অনুবাদ ইত্যাদি।
এই app টি install করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে।
এরপর আপনাকে Google translate লিখে সার্চ করতে হবে। এরপর app টি আপনাকে install বাটনে চাপ দিয়ে ইন্সটল করে নিতে হবে।
তারপরে এর আইকনের উপরে ক্লিক করে অ্যাপটি open করে নিতে হবে।
app এ প্রবেশ করার পর আপনাকে একইভাবে উপরের মতো করে ভাষা সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচের ফাকা ঘরে বাক্য লিখলে নিচে এর অনুবাদ দেখতে পারবেন।
এখানে আপনারা চাইলে একসাথে এক হাজার word ও ট্রান্সলেট করতে পারবেন। আর এখানে আপনি যা একবার অনুবাদ করবেন সেটি নিচে ফাইল আকারে সেভ হয়ে যাবে যা আপনারা পরে দেখে নিতে পারবেন।
- বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন
- ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম
- ইন্টারনেট থেকে ঘরে বসে আয় করার উপায়
আমার শেষ কথা,,
বন্ধুরা আজকের আর্টিকেলে আমি গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ কিভাবে করবেন এ বিষয়ে আপনাদের AtoZ ভালোভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
আমি তিনটি উপায় বা মাধ্যম আপনাদের দেখিয়ে দিয়েছি যেগুলোর মাধ্যমে আপনারা কম্পিউটার, ল্যাপটপ কিংবা স্মার্টফোন ব্যবহার করে গুগলের এই অনুবাদ সার্ভিস ব্যবহার করতে পারবেন।
তবে আমি সবথেকে সহজ মনে করি android app এর প্রক্রিয়া কে। কেননা এখানে অন্যান্য ফিচার গুলো আপনারা ব্যবহার করতে পারবেন।
আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আর্টিকেলটি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করবেন।
অবশ্যই পড়ুন –
আপনার গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ টপিকটা খুবই ভালো লেগেছে আমার, আশাকরি এমন টপিক প্রতিনিয়ত পাবো।
ধন্যবাদ ভাই।
onek sundor bojaysen vai ফ্রিল্যান্সিং bisoy amar aro kisu janar silo apner number ta diben vai
ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে [email protected] এই ইমেইল এড্রেসে মেইল করতে পারেন। ধন্যবাদ।