ছোটগল্প কাকে বলে ? ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ

ছোটগল্প কাকে বলে? (What is Short Story):

আমরা জানি, সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। সাহিত্য নানা ধরনের। অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান গঠিত হয় তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্মের সমন্বয়ে গঠিত হয় সাহিত্য।

সাহিত্যের বিভিন্ন শাখা – প্রশাখা রয়েছে। যেমন – কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি।

সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে ছোটগল্প হলো সর্বকনিষ্ঠ। ছোটগল্প আকারে ছোট হয় বলে এতে জীবনের পূর্ণাবয়ব আলোচিত হয় না।

জীবনের খণ্ডাংশকে লেখক যখন রসনিবিড় করে ফুটিয়ে তোলেন, তখনই এর সার্থকতা।

ছোটগল্প কাকে বলে
ছোটগল্প বলতে কি বোঝায় ?

বাংলা ভাষায় সার্থক ছোটগল্পকারের অনন্য দৃষ্টান্ত হলো রবীন্দ্রনাথ।

চলুন ছোটগল্প কি এই বিষয়ে নিচে আরও ভালোভাবে জেনে নেওয়া যাক। What Is Short Story In Bengali?

ছোটগল্প কাকে বলে ?

জীবনেত খন্ডিত অংশকে সহজ, সরল, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ – বেদনার অতি সাধারণ কথা, বর্ণনাভঙ্গির মাধ্যমে তত্ত্ব, উপদেশকে উপেক্ষা করে আকাঙ্ক্ষাবোধ রেখে শেষ হওয়া গল্পকে ছোটগল্প বলে।

ছোটগল্প যেকোন বিষয় নিয়ে রচিত হতে পারে। তবে বিষয়বস্তুর দিক থেকে জীবনের একটা খন্ডাংকমাত্র ছোটগল্পে রূপায়িত হয়। ছোটগল্পের শুরু এবং শেষ হয় আকষ্মিকতা বা নাটকীয়তার মধ্য দিয়ে।

একটিমাত্র চরিত্র, ঘটনা, আবেগের বৃন্তমূলে শিল্পীর অনুভবকে কুসুমসম অনির্বাচ্যতা দানই ছোটগল্পের শিল্পবৈশিষ্ট্য।

ছোটগল্প হলো আধুনিক সাহিত্যের নতুন সংযোজন। এর মাধ্যমে মানবজীবনের খন্ডাংশ বর্ণিত হয়ে থাকে।

এখানে ঘটনার বিশালতা বা কাহিনি – উপকাহিনী বর্ণিত থাকে না।

আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আনন্দ – বেদনাঘন মুহূর্তগুলোই এর প্রধান উপজীব্য।

উপরের বর্ণনাটি পড়ার পর ছোটগল্প কাকে বলে এই বিষয়ে আশা করি ভালো ধারণা অর্জন করতে পেরেছেন। এখন চলুন ছোটগল্পের বিষয়ে সবকিছু আরও ভালোভাবে জেনে নেওয়া যাক।

ছোটগল্পের বৈশিষ্ট্য

  • সাহিত্যের কনিষ্ঠতম শাখা হলো ছোটগল্প বা Short Story।
  • জীবনের চলমানতার কোন একটি বিশেষ ঘটনার শৈল্পিক উপস্থাপনই হলো হলো ছোটগল্প। যেখানে উপন্যাসের মতো সুদীর্ঘ চরিত্রচিত্রণ অপ্রয়োজনীয়। শুধু বিশেষ ঘটনাটিই তার উপজীব্য।
  • ছোটগল্পের ক্ষেত্রে পরিধি ছোট হওয়ার কারণে শুধু ইঙ্গিতধর্মিতা কাজ করে। রবীন্দ্রনাথের ভাষায় শেষ হয়ে হইল না শেষ – এটিই ছোটগল্পের প্রধান বৈশিষ্ট্য।

উপন্যাস এবং ছোটগল্পের মধ্যে পার্থক্য

ছোটগল্পের সঙ্গে সাহিত্যের সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয় শাখা উপন্যাসের পার্থক্য পরিলক্ষিত হয়।

উপন্যাস ও ছোটগল্প সাহিত্যের সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয় দুটি শাখা।

উপন্যাসে গদ্যে কোনো একটি কাহিনি বর্ণিত হয়ে থাকে। ছোটগল্পেও উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনি বর্ণিত হয়, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়।

কাহিনির ভিতর থেকে বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র।

মূলত উপন্যাসে বিস্তারিতভাবে কাহিনি বর্ণিত হয়। আর ছোটগল্পে ক্ষুদ্র পরিসরে।

ছোটগল্প সাহিত্যের একটি সর্বকনিষ্ঠ শাখা। এর মধ্যে জীবনের খণ্ডচিত্র তুলে ধরা হয়। বিস্তৃত কোনো ঘটনার স্থান নেই এর মধ্যে।

মূলত মানবজীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই এর উপাদান, যা পাঠ করে পাঠকহৃদয়ে অতৃপ্তির বেদনা কাজ করে।

পাশ্চাত্য সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা সাহিত্যে উপন্যাস লেখা শুরু হয়। উপন্যাসে বিস্তৃত ঘটনার বর্ণনা থাকে এবং মানবজীবনের পূর্ণ দিকগুলো বর্ণিত হয়ে থাকে।

তাছাড়া এর গঠন বড় বলে এখানে অনেক পাত্র – পাত্রীর সমাবেশসহ উপন্যাসে কাহিনি – উপকাহিনির বিস্তার ঘটে।

উপন্যাস ও ছোটগল্প সাহিত্যের দুটি পৃথক শাখা। উপন্যাসে বিস্তৃত ঘটনার সমাবেশ ঘটলেও ছোটগল্পে মানবজীবনের খণ্ড খণ্ড চিত্র তুলে ধরা হয়। তাই বলা যায়, উপন্যাস ও ছোটগল্পের মধ্যে আঙ্গিকগত পার্থক্য সুনির্দিষ্ট।

ছোটগল্পের প্রকারভেদ – (Types Of Short Story)

চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোটগল্প বহুপ্রকার হতে পারে। সাধারণত শ্রেণিবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়।

  1. প্রেমবিষয়ক
  2. সামাজিক
  3. প্রকৃতি ও মানুষ সম্পর্কে
  4. অতিপ্রাকৃত কাহিনী
  5. হাস্যরসাত্মক
  6. উদ্ভট কল্পনাশ্রয়ী
  7. সাংকেতিক বা প্রতীকধর্মী
  8. ঐতিহাসিক
  9. বিজ্ঞানভিত্তিক
  10. গার্হস্থ্য বিষয়ক
  11. মনস্তাত্ত্বিক
  12. মনুষ্যেতর প্রাণীজগত
  13. বাস্তবনিষ্ঠ
  14. গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প
  15. বিদেশি পটভূমিকায় রচিত গল্প

ছোটগল্পের অনুপ্রেরণা কোন সাহিত্য থেকে এসেছে?

ছোট গল্পের অনুপ্রেরণা পাশ্চাত্য সাহিত্য থেকে এসেছে।

বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত কে?

বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুর।

ছোটগল্প সম্পর্কে এলান পো কি বলেছেন?

ছোটগল্প সম্পর্কে অ্যালান পো বলেছেন, যা আধ ঘন্টা থেকে দু-এক ঘণ্টার মধ্যে পড়ে ওঠা যায়, এমন কাহিনীই ছোটগল্প।

এইচ. জি. ওয়েলস ছোটগল্প সম্পর্কে কি বলেছেন?

এইচ. জি. ওয়েলস ছোটগল্প সম্পর্কে বলেছেন যে, ছোটগল্প ১০ থেকে ১৫ মিনিটে পড়ে শেষ করা যায়।

তাহলে ছোটগল্প কাকে বলে (What Is Short Story In Bangla) এই বিষয়ে আমাদের আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি।

আপনার যদি সাহিত্যের বিভিন্ন শাখা – প্রশাখার বিষয়ে আরও জানার থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *