জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম – (চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড)
জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম এর বিষয়ে আজকের এই আর্টিকেলটি লিখা হয়েছে।

আপনি যদি কোন কারণে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
কেননা জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম নিচে আমি আপনাদের ছবিসহ ভালোভাবে বুঝিয়ে দিবো।
You may also like: নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম
তো চলুন আগে জেনে নেওয়া যাক কেন জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন ?
জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার কারণ
বন্ধুরা এমনিতে আমাদের অনেক কারণে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হতে পারে।
যদিও যেকোন একাউন্টের ক্ষেত্রে নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করার অভ্যাস থাকা খুব ভালো।
কেননা যদি জিমেইল একাউন্ট এবং অন্য যেকোন একাউন্ট যেমন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি একাউন্টগুলোর পাসওয়ার্ড আপনি কিছুদিন পর পর চেঞ্জ করে থাকেন তাহলে আপনার একাউন্টটি সম্পূর্ণ নিরাপদ থাকবে। এতে কেউ আপনার একাউন্টকে সহজে হ্যাক করে নিতে পারবে না।
এছাড়া আরও কিছু কারণে আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হতে পারে।
যেমন,
- কেউ যদি আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড জেনে যায় তাহলে খুব তাড়াতাড়ি পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া উচিত।
- আপনি যদি কোন third party app কিংবা ওয়েবসাইটকে আপনার জিমেইল একাউন্টের access দিয়ে থাকেন এবং আপনার মনে হয় যে সেটি অনিরাপদ তাহলে আপনার পাসওয়ার্ড শীঘ্রই পরিবর্তন করে ফেলা উচিত এবং জিমেইল একাউন্টের সেটিংস থেকে সেই third party app কিংবা website কে দেওয়া permission disallow কিংবা delete করা দরাকার।
- আপনি যদি কোন কারণে অন্যের ডিভাইস বা মোবাইল ফোনে আপনার জিমেইল একাউন্ট লগিন করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া উচিত।
বন্ধুরা আমি উপরে যে কারণগুলো আপনাদের বলেছি মূলত এগুলোর জন্যই আমাদের জিমেইল একাউন্ট এর পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে।
তাই আপনি যদি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে এর আগে আপনাকে আরো কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে হবে।
জিমেইল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার আগে যে বিষয় গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ
যদি আপনি এ বিষয়গুলো সম্পর্কে জেনে নেন তাহলে আপনাকে পরবর্তীতে কোন ধরনের সমস্যায় পড়তে হবে না।
যেমন,
- মনে রাখবেন, জিমেইল একাউন্ট মানেই হলো গুগল একাউন্ট। যদি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।
- যদি আপনার জিমেইল একাউন্টে কোন ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার সেই ইউটিউব একাউন্টের বা চ্যানেলের পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে যাবে। এবং আপনার দেওয়া নতুন পাসওয়ার্ড দিয়ে ইউটিউব একাউন্টে লগিন করতে হবে।
- তৃতীয়ত, নতুন যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তা অবশ্যই মনে রাখতে হবে।
জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম – কিভাবে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় ?
বন্ধুরা এমনিতে Gmail password পরিবর্তন করার প্রক্রিয়া অনেক সহজ। এ বিষয়ে নিচে আমি আপনাদের ছবি সহ ভালোভাবে বুঝিয়ে দিবো।
আমরা মোবাইল বা স্মার্টফোন কিংবা কম্পিউটার যেকোন ডিভাইসের মাধ্যমেই জিমেইল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো।
কিন্তু বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যা খুবই বেশি। তাই নিচে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইল বা স্মার্টফোনে জিমেইল পাসওয়ার্ড change করার নিয়ম কি এ বিষয়ে।
তো চলুন নিচে এ বিষয়ে জেনে নেওয়া যাক।
স্মার্টফোনের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম – চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড
আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরেই আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এজন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
স্টেপ ১
প্রথমে আপনার স্মার্টফোনের Gmail অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ডানদিকে উপরে Profile আইকনটিতে ক্লিক করতে হবে।

স্টেপ ২
এরপর নিচের ছবির মতো Manage your Google Account এ ক্লিক করুন।

স্টেপ ৩
এরপর যে screen টি ওপেন হবে এখানে উপরে Home, Personal info, Data & Privacy, Security এই অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে Personal info তে ক্লিক করে একটু নিচের দিকে আসলে নিচের ছবির মতো দেখতে পারবেন।
এখান থেকে Password এর বক্সটিতে ক্লিক করতে হবে।

স্টেপ ৪
এরপর To continue, first verify it’s you এরকম একটি পেজ ওপেন হবে। অর্থাৎ এটি আপনি কিনা তা যাচাই করার জন্য এখানে আপনাকে আপনার জিমেইল একাউন্টের আগের যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিতে হবে। এরপর Next এ ক্লিক করতে হবে।

স্টেপ ৫
এরপর নিচের মতো একটি পেজ ওয়েবপেজ ওপেন হয়ে যাবে। এখানে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অপশন রয়ছে।
New password লেখা বক্সটতে আপনি যে নতুন পাসওয়ার্ডটি আপনার একাউন্টের জন্য সেট করতে চান সেটি দিন।
এরপর নিচে Confirm new Password এর বক্সটিতে একই পাসওয়ার্ড আর একবার দিয়ে দিন। এরপর নিচে Change Password বাটনে ক্লিক করুন।

Gmail password changed successful.
ব্যাস আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড সঠিকভাবে পরিবর্তন হয়ে গেছে।
আপনি যদি কম্পিউটার ব্যবহার করে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনাকে Gmail.com এ যেতে হবে। এরপর আপনার জিমেইল একাউন্টে লগিন করতে হবে এবং পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে।
জিমেইলে কোন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন ?
বন্ধুরা, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করার যেমন আপনার জিমেইল একাউন্টকে নিরাপদ রাখে তেমন একটি শক্তিশালী পাসওয়ার্ড এর ব্যবহার করা আপনার জিমেইল একাউন্টের আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
এজন্য আপনাকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
একটি শক্তিশালী পাসওয়ার্ড বলতে বোঝানো হয়ে থাকে এমন পাসওয়ার্ড কে যে নম্বর, সংখ্যা, বর্ণ এবং বিভিন্ন চিহ্নের সাহায্যে তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ আপনাকে একটি ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যা মানুষ সচরাচর ব্যবহার করে থাকে না এবং যা কেউ সহজে কল্পনা করে বের করতে পারে না।
অনেকেই কেবল সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিয়ে থাকেন যেমন, 123456789 এরকম। মনে রাখবেন আপনার জিমেইলের নিরাপত্তা নিশ্চিত করতে এরকম ধরনের পাসওয়ার্ড কখোনই ব্যবহার করবেন না।
নিয়মিত জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার উপকারিতা
আপনি যদি কিছুদিন পর পর আপনার জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করছেন তাহলে আপনার এটি অবশ্যই একটি ভালো অভ্যাস।
কেননা বর্তমানে আমাদের ইন্টারনেটে যেকোন কাজে জিমেইলের প্রয়োজন হয়ে থাকে। তাই আমাদের জিমেইল একাউন্টকে নিরাপদ রাখা খুবই জরুরি।
জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার উপকারিতা গুলো
- আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।
- আপনার ইউটিউব চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত হবে।
- আপনি যদি অন্য কোন ডিভাইসে আপনার গুগল একাউন্ট লগিন করে থাকেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার পর সব ডিভাইস থেকে একাউন্ট লগ অউট হয়ে যাবে।
এছাড়াও আপনার জিমেইল এর অধিক নিরাপত্তার জন্য Two step verification নামে জিমেইলের এই ফিচারটি ব্যবহার করতে পারেন।
আমার শেষ কথা
বন্ধুরা আশা করি জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম সম্পর্কে আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।
চেঞ্জ জিমেইল পাসওয়ার্ড এর ক্ষেত্রে আশা করি আপনার কোন সমস্যা হবে না। এভাবে আপনি মাত্র ২ মিনিটেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
যদি আর্টিকেলটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোন সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।