জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি এখন করণীয় কি ? (Recover gmail password)

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি এবার করণীয় কি:

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি
Recover your gmail account password.

আমরা স্বাভাবিকভাবেই যেকোন জিনিস কিছু দিন পরেই ভুলে যাই। ঠিক একইরকম ভাবে আমাদের জিমেইল একাউন্টের পাসওয়ার্ডও আমরা ভুলে যেতে পারি কিংবা যাই।

এ ব্যাপারটি আপনার, আমার এবং প্রায় সকলের ক্ষেত্রে হয়ে থাকে। আর, Gmail account এর পাসওয়ার্ড ভুলে গেলে আমরা আর সেই একাউন্টে login বা প্রবেশ করতে পারি না, এমনকি সেই জিমেইলটা ব্যবহার করতে পারি না।

আর বর্তমানকার সময়ে আমাদের জন্য প্রতিটি জিমেইল একাউন্ট কিন্তু খুবই দরকারি।

তবে মনে রাখবেন, আমাদের জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলেও আমরা কিন্তু অনেক সহজে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারি।

এর জন্য আমাদের জিমেইল এর পুরনো পাসওয়ার্ড কি দেওয়া রয়েছে, সেটির প্রয়োজন হয় না।

কিন্তু আপনি যদি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে কোন চিন্তা করবেন না।

ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড রিকভার করার জন্য Google আমাদের একের অধিক সুযোগ দিয়ে থাকে। আমরা কিছু স্টেপ কাজ করেই আমাদের জিমেইল একাউন্ট ফিরে পেতে পারি।

তাছাড়াও যখন আমাদের জিমেইল একাউন্টে লগিন করার সময় যখন সঠিকভাবে login হয় না অথবা incorrect password দেখায়, তখন আমাদের মনে account হ্যাক হওয়ার মতো একটা সন্দেহ কাজ করে।

যদি আপনার সেই জিমেইল একাউন্ট প্রচুর দরকারি হয়ে থাকে তাহলে এই সমস্যার জন্য আপনার বিচলিত হওয়ার প্রয়োজন নেই।

Gmail password reset করে নেওয়া অনেক সহজ, যা আমি আপনাদের নিচে জানিয়ে দিব।

তাহলে আমি আজকের আর্টিকেলে আপনাদের কিছু নিয়ম বা পদ্ধতি দেখিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনার ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ বা পরিবর্তন করে নিতে পারবেন।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কি করব? দেখুন, জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে ৩টি করণীয় রয়েছে আমাদের কাছে। এই তিন মাধ্যমের মধ্যে যেকোন এক নিয়মে আমাদের forgot gmail password সমস্যার সমাধান করতে পারি।

যেমন,

  • মোবাইল নম্বর ব্যবহার করে জিমেইল পাসওয়ার্ড রিসেট করতে পারি।
  • Recovery email address এর মাধ্যমে আমাদের জিমেইল পাসওয়ার্ড রিকভার করতে পারি।
  • মোবাইল নম্বর এবং রিকভারি ইমেইল ছাড়াই জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি।

এই তিনটি মাধ্যমের মধ্যে প্রথম দুই মাধ্যমে অধিক সহজ।

যদি আপনার গুগল / জিমেইল একাউন্টের সাথে recovery mobile number অথবা রিকভারি email address যোগ (add) করা থাকে,

তাহলে আমরা সহজেই গুগল থেকে সেই রিকভারি জিমেইল আইডি কিংবা আমাদের জিমেইল এর সাথে যুক্ত করা ফোন নম্বর এর মাধ্যমে verification code গ্রহণ করতে পারি, যেটি আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য খুবই জরুরি বা প্রয়োজনীয়।

Let’s start.

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি, এখন রিকভার কিভাবে করবো?

আমি উপরে যেরকমটা আপনাদের বললাম, যদি আপনার জিমেইল একাউন্টের একটি রিকভারি ফোন নম্বর অথবা একটি রিকভারি email id দেওয়া রয়েছে, তাহলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার সেই জিমেইলটি ফিরে পেতে পারবেন।

তাহলে চলুন, পুরো প্রক্রিয়াটি নিচে স্টেপ বা স্টেপ জেনে নিই।

স্টেপ ১:

যদি আপনি এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন, তাহলে প্রথমে আপনার স্মার্টফোনের Setting application এ যেতে হবে।

জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছি
Picture collected from google.

স্টেপ ২:

এখন setting এর ভেতরে থাকা নিচের ছবির মতো Google Service & performance এর উপর ক্লিক করতে হবে।

জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি
Picture collected from google.

স্টেপ ৩:

এরপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে Sign in to your google account এর উপর ক্লিক করতে হবে।

জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
Picture collected from google.

স্টেপ ৪:

এখন আপনি জিমেইল / গুগল একাউন্ট লগিন পেজ দেখতে পারবেন। এখানে আপনাকে Email or phone এর জায়গায় আপনার জিমেইল এড্রেস লিখে দিতে হবে।

জিমেইল পাসওয়ার্ড রিকভারি
Picture collected from google.

এরপর Next এ ক্লিক করতে হবে। Next এ যাওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলা হবে। কিন্তু যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এবং সেটা রিকভার করবেন তাই forgot password লিংকে আপনাকে ক্লিক করতে হবে।

স্টেপ ৫:

এরপরে Get a verification code এর একটি পেজ দেখতে পারবেন। এখানে নিচে এরকম ভাবে একটি লেখা থাকবে যে, Google will send a verification code to (your recovery gmail address)

Gmail password reset
Picture collected from google.

এর মানে হলো, যে ইমেইল আইডিটা আপনার জিমেইলে recovery email হিসেবে সেট করে রেখেছেন, সেই ইমেইলে গুগল একটি 6 digit এর কোড পাঠিয়ে দিবে। তো এখন নিচে Send এ ক্লিক করতে হবে।

স্টেপ ৬:

এরপরের পেজে সেই জিমেইল একাউন্টে যাওয়া কোড জেনে নিয়ে সেটি এখানে enter code এ লিখে দিতে হবে। এরপর Next এ ক্লিক করবেন।

স্টেপ ৭:

ভেরিফিকেশন কোন সঠিকভাবে দেওয়ার পর আপনাকে new password page এর মধ্যে নিয়ে যাওয়া হবে।

এখানে প্রথমে creat new password এ আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে এবং confirm new password এ একই পাসওয়ার্ড আর একবার দিতে হবে। এরপর Save password এ ক্লিক করবেন।

স্টেপ ৮:

এখন নিচের মতো একটি পেজ দেখতে পারবেন। ব্যাস, আপনি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পেরেছেন।

জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেছি
Picture collected from google.

তাহলে বন্ধুরা, উপরে আমরা জানলাম, কিভাবে রিকভারি ইমেইলের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড রিকভার করা যায়।

এখন আমরা জানব, কিভাবে রিকভারি মোবাইল নম্বরের মাধ্যমে আপনার gmail password change করতে পারবেন?

রিকভারি মোবাইল নম্বরের মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন / reset করুন

এখন যদি আপনার জিমেইল একাউন্টে কোন রিকভারি ইমেইল এড্রেস যোগ না করে থাকেন, তাহলে যে উপায়ে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে সেটা হলো মোবাইল নম্বর ব্যবহার করে।

এই প্রক্রিয়াটিও অনেক সহজ এবং পুরোপুরি আগের স্টেপ গুলোর মতোই আপনাকে কাজ করতে হবে।

  • প্রথমে চলে যেতে হবে জিমেইল একাউন্টের login page এ।
  • এরপরে প্রথমে আপনার Gmail address টাইপ করে next এ যেতে হবে। এখান থেকে forgot password এ যেতে হবে।
  • এরপরে try another way এরকম একটি লেখা দেখতে পারবেন, এখনে ক্লিক করতে হবে।
  • এরপরে সোজা account recovery পেযে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে পূর্বের মতো একটি লেখা থাকবে, Google will send a verification code to •••• •••×× (আপনার ফোন নম্বরের শেষের দুইটি ডিজিট থাকবে)
  • এরপরে নিচে text এবং call এরকম দুইটি অপশন দেখতে পারবেন। যদি আপনি text এ ক্লিক করেন তাহলে আপনাকে text message এর মাধ্যমে Google ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে। আর যদি call সিলেক্ট করেন, তাহলে voice call করে আপনাকে কোড জানিয়ে দেওয়া হবে৷ তো যেকোন একটি সিলেক্ট করুন।
  • এরপরের পেজে আপনাকে enter code এ সেই কোড বসিয়ে দিতে হবে, যেটি আপনি ভয়েস কল অথবা টেক্সট মেসেজের মাধ্যমে গ্রহণ করেছেন। এরপর next এ যেতে হবে।
  • এখন আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলা হবে। এখান থেকে new password দিলেই সম্পূর্ণ কাজ শেষ।

Note: উপরের দেখানো পুরো প্রক্রিয়াটির মাধ্যমে আপনার জিমেইল পাসওয়ার্ড তখনই রিসেট করতে পারবেন, যদি আপনার একাউন্টে আগে থেকেই মোবাইল নম্বর যুক্ত করা থাকে।

তাহলে আমরা উপরে জানলাম যে, কিভাবে recovery email address এবং recovery phone number এর মাধ্যমে জিমেইল আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করতে হয়।

এখন আমরা জানব, যদি আপনি আপনার জিমেইলের সাথে আগে থেকেই কোন ধরনের ইমেইল বা ফোন নম্বর add না করে থাকেন, তাহলে কিভাবে আপনার gmail account টি আবার ফিরে পেতে পারবেন।

রিকভারি জিমেইল এবং মোবাইল নম্বর ছাড়াই জিমেইল পাসওয়ার্ড রিকভার করুন

আমাদের প্রত্যেকেরই এই কাজটি করা উচিত যে, একটি নতুন জিমেইল আইডি খোলার পর সেটিং সম্পূর্ণ সেটিংস ভালোভাবে করে নেওয়া।

যেমন, phone verification, recovery email add, 2 step verification ইত্যাদি। এই প্রক্রিয়া গুলো আমাদের জিমেইল একাউন্ট নিরাপদে রাখতে সাহায্য করে।

কিন্তু আপনি উপরের দুইটি নিয়মের মাধ্যমে যত সহজে আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড রিকভার করতে পারবেন, এই নিয়মের মাধ্যমে তত সহজে password recover এর কাজটি করতে পারবেন না।

এজন্য আপনার কিছু সময়ের দরকার অবশ্যই হবে। কমেও ৭ দিনের মতো সময় লাগতে পারে পুরো process টি সম্পন্ন হতে।

কারণ, গুগল আপনার একাউন্ট review করে দেখবে যে, একাউন্ট আপনার কিনা। এসকল জিনিস review করতে কয়েকদিন সময় লাগতে পারে।

এজন্য নিচের স্টেপ গুলো follow করুন:

  • এবারও আপনাকে আগের মতো Gmail login এর পেজে চলে যেতে হবে।
  • এরপর আপনার জিমেইল এড্রেস লিখে দিয়ে next এ যেতে হবে। এরপর পাসওয়ার্ড পেজে forgot password লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর try another way অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনাকে phone number এর মাধ্যমে একাউন্ট রিকভার করার জন্য বলা হবে। কিন্তু আপনার যেহেতু ফোন যোগ করা নেই। তাই এখান থেকে I don’t have my phone এ ক্লিক করতে হবে।
  • এরপর enter email এর জায়গায় আপনার অন্য একটি জিমেইল দিতে হবে। অথবা আপনার অন্য জিমেইল একাউন্ট না থাকলে আপনার পরিচিত কারও একাউন্ট ব্যবহার করতে পারবেন। এরপর next বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর সেই ইমেইলের মধ্যে এটি ভেরিফাই এর কোড চলে যাবে, সেটি দেখে নিয়ে enter code এ সেটি টাইপ করতে হবে। এরপর next এ ক্লিক করলে একটি নোটিফিকেশন দেখতে পারবেন। যেমন, we need some time to review your request.

Note: যেহেতু আমরা এখানে জিমেইল একাউন্ট রিকভারের জন্য যে জিনিস গুলো দরকার, সেগুলোর একটাও ব্যবহার করি নাই, তাই এই প্রক্রিয়াটিতে কিছু সময় অবশ্যই লাগবে।

এই সময়ের মধ্যে গুগল আপনার request টা review করে দেখবে, এরপর আপনি যে একাউন্টের জন্য রিভিউ রিকুয়েষ্ট পাঠিয়েছেন সেটি যদি আপনার নিজের হয়ে থাকে, তাহলে গুগল আপনার দেওয়া ইমেইলের মাধ্যমে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে পাসওয়ার্ড রিসেট এর জন্য।

আমার শেষ কথা,

তাহলে বন্ধুরা, gmail account এর password ভুলে গেলে করণীয় কি? এ বিষয়ে আশা করি আমার সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে বুঝতে পেরেছেন।

How to recover gmail password এর সমাধানে আমি যে তিনটি নিয়ম বা পদ্ধতি আপনাদের দেখিয়েছি, এগুলো সত্যি অনেক কাজের এবং এর বাইরে আমার মনে হয় আর কোন পদ্ধতি নেই একটি জিমেইল আইডি রিকভার করার।

এর মাধ্যমে সহজেই আপনার একাউন্টে পুর্বের পাসওয়ার্ড ব্যবহার করা ছাড়াই একটি নতুন পাসওয়ার্ড set করতে পারবেন।

আর্টিকেলটি যদি ভালো লাগে তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।

আর যদি আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *