(কোভিড ১৯) – টিকা কার্ড ডাউনলোড করবেন কিভাবে ?
কিভাবে করোনা টিকা কার্ড ডাউনলোড করবেন বা কোভিড 19 টিকা কার্ড ডাউনলোড করার নিয়মের বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানবো।
দীর্ঘদিন ধরে পুরো পৃথিবী করোনা ভাইরাস এর এক বিরাট প্রাদুর্ভাবে রয়েছে। এই করোনা ভাইরাস বা Covid-19 ভাইরাস গোটা বিশ্বের মানুষের কাছে খুব ভীতিজনক একটি ভাইরাস।
এই ভাইরাসে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। এখনো করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।
এই শক্তিশালী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে পৃথিবীর প্রতিটি দেশ এবং প্রত্যেক মানুষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এটি এমন একটি ভাইরাস, যা সহজে একজনের কাছ থেকে অন্য জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
কোভিড ১৯ ভাইরাসের উৎপত্তির পরে কিছু প্রভাবশালী দেশ এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য vaccine বা টিকা আবিষ্কার করেছে। অনেকদিন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার পরে এর টিকা আবিষ্কার করতে সক্ষম হয়েছে।
এই টিকা গুলো Covid-19 এর সংক্রমণ থেকে রক্ষা পেতে অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। যেমন, Pfizer, AstraZeneca, Moderna, Coronavac, Covaxin, Novavax ইত্যাদি।
ইতোমধ্যে বহুদেশে ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং চলছে। বাংলাদেশ ও কোভিড ১৯ এর ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের প্রতিটি মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন এবং ইতোমধ্যে বহুসংখ্যক টিকা গ্রহণ করেছেন।
এখন আমরা প্রত্যেকেই করোনা টিকা রেজিস্ট্রেশন এবং করোনার টিকা আবেদন অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি।
করোনার টিকা নিবন্ধন করে টিকা গ্রহণের পর আমাদের একটি করোনার টিকা কার্ট বা করোনা টিকা সনদ প্রদান করা হয়ে থাকে।
অনলাইন থেকে কিভাবে করোনার টিকা কার্ড ডাউনলোড বা করোনার টিকার কার্ড সংগ্রহ করতে হয় এ বিষয়ে নিচে আমি আপনাদের দেখিয়ে দিব।
করোনা টিকা কার্ড ডাউনলোড করুন সুরক্ষা ওয়েবসাইট থেকে। কোভিড 19 টিকাদান কার্ড সংগ্রহ
করোনার টিকার কার্ড সংগ্রহ করতে হলে আপনার অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তিনটি পদ্ধতিতে আমরা করোনা টিকা কার্ড সংগ্রহ করতে পারি।
যেমন:
- জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে
- জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে এবং
- পাসপোর্ট ব্যবহার করে
অনলাইনে করোনা টিকার সনদ সংগ্রহ করার জন্য কিসের প্রয়োজন হবে?
এখন এই তিনটি জিনিসের মধ্যে কোনটির মাধ্যমে আপনার টিকা কার্ড ডাউনলোড বা সংগ্রহ করতে পারবেন?
সহজভাবে বলতে গেলে, আপনি টিকা নিবন্ধনের সময় জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট এই তিনটির মধ্যে যেটি ব্যবহার করেছেন টিকা কার্ড সংগ্রহ করার সময় সেটির প্রয়োজন হবে।
এর পাশাপাশি প্রয়োজন হবে আপনার জন্ম তারিখ এবং ভ্যাকসিন নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বর এর।
তাহলে চলুন এই তিনটি মাধ্যমে কিভাবে সুরক্ষা টিকা সনদ সংগ্রহ করবেন এ বিষয়ে এক এক করে জেনে নিই।
জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে করোনা টিকা কার্ড ডাউনলোড করুন
স্টেপ ১:
প্রথমে আপনাকে সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
স্টেপ ২:
সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে টিকা কার্ড সংগ্রহ বাটনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ ৩:
এরপর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে তিনটি মাধ্যমে ভ্যাকসিন কার্ড ডাউনলোড কিভাবে করতে হবে এ বিষয়ে সবকিছু লিখা থাকবে।
এখানে বাম দিক থেকে জাতীয় পরিচয় পত্র বাটনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ ৪:
এখন নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।
এই ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।
জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর মাধ্যমে করোনা টিকা কার্ড ডাউনলোড করুন।
জন্ম সনদ ব্যবহার করে ভ্যাকসিন সনদ সংগ্রহ করার জন্য উপরের নিয়মে স্টেপ ৩ পর্যন্ত প্রবেশ করতে হবে।
স্টেপ ৩ এ যে ইন্টারফেসের কথা আমি উপরে বলেছি এখান থেকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাটনে ক্লিক করতে হবে এরপর নিচের মত একটি ফরম দেখতে পারবেন।
এই ফরমে আপনার জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ (জন্ম সনদ অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।
পাসপোর্ট ব্যবহার করে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুন
একইভাবে স্টেপ ৩ পর্যন্ত গিয়ে পাসপোর্ট বাটনে ক্লিক করুন।
এই ফরমে ফরমে আপনার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।
Also read: সাইবার অপরাধ কি
আমার শেষ কথা
তাহলে বন্ধুরা কিভাবে করোনার টিকা কার্ড ডাউনলোড করতে হয় এ বিষয়ে আশা করি আমার এই আর্টিকেলে ভালোভাবে বুঝতে পেরেছেন।
আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। টিকা নিন, সু্স্থ থাকুন।
অবশ্যই পড়ুন –
- নতুন জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ফরম পূরণ করার নিয়ম
- জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
- ডায়াবেটিস কমানোর উপায়
- অ্যাপ তৈরি করে কিভাবে আয় করা যায়