টেলিভিশন কিভাবে কাজ করে ? (টিভির কার্যপ্রণালী)
টেলিভিশন কিভাবে কাজ করে
যেমন রেডিওতে আমরা গান , বাজনা , নাটক , বক্তৃতা , শিক্ষামূলক অনুষ্ঠান বিতর্ক ইত্যাদি শুনতে পাই । রেডিওতে আম দেশ বিদেশের খবর শুনতে পাই । ঠিক তেমনি টেলিভিশন এর মাধ্যমে আমরা সরাসরি যেকোন জিনিস দেখতে পারি এবং অডিও সহ শুনতে পারি।

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নিবো যে টেলিভিশন কিভাবে কাজ করে ? (How does a television work)
টেলিভিশন কি ?
টেলিভিশন শব্দের বাংলা অর্থ পূরদর্শন । অর্থাৎ দূর থেকে দেখা ।
টলিভিশনে দেখা ও শােনা দুটিই ঘটে ।
টেলিভিশন হলাে এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা দূরবর্তী কোনাে স্থান থেকে শব্দ শােনার সঙ্গে বক্তার ছবি টেলিভিশনের পর্দায় দেখতে পাই ।
স্কটিশ আবিষ্কারক লজি বেয়ার্ড ১৯২৬ সালে টেলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হন । সেদিনকার টিভিশিল্পী ছিল একটি কথা বলা পুতুল ।
টেলিভিশন কিভাবে কাজ করে – (টিভির কার্যক্রম)
আমরা জানি , টেলিভিশনে ছবি দেখার সাথে সাথে শব্দও শােনা যায় । টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য প্রয়ােজন একটি প্রেরক স্টেশন ।
শব্দ ও ছবি প্রেরণের জন্য টেলিভিশন প্রেরক স্টেশনে পৃথক পৃথক প্রেরক যন্ত্র থাকে । একটি প্রেরক যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেত রূপান্তরিত করে প্রেরণ করা হয় ।
অন্য একটি প্রেরক যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে তা তাড়িৎচৌম্বক তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয় ।
টেলিভিশনের ছবি প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া
যে দৃশ্য প্রেরণ বা সম্প্রচার করতে হবে তার প্রতিবিম্ব বা ছবি লেন্সের মধ্য দিযে টেলিভিশন ক্যামেরার পর্দায় ফেলা হয় । এ ছবিকে টেলিভিশন ক্যামেরা তড়িৎ সংকেতে রূপান্তরিত করে ।
এ তরঙ্গ বা সংকেতকে মডুলেশন প্রক্রিয়ায় উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয় । পরে এন্টেনার সাহায্যে তাড়িৎচৌম্বক বেতার তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয় ।
এন্টেনার সাহায্যে টিভি সেট ছবির জন্য প্রেরিত তাড়িতচৌম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে ।
বিবর্ধকের সাহায্যে এ তড়িৎ সংকেতকে বিবর্ধিত করা হয় এবং ইলেকট্রনগানে তা প্রদান করা হয় । পিকচার টিউবের পিছনের প্রান্তে ইলেকট্রনগান সংযুক্ত থাকে ।
ভিডিও সংকেত গ্রহণের পর ইলেকট্রনগান সুঁইয়ের ন্যায় , সরু ইলেকট্রন বিম বা স্রোত ছুড়তে থাকে ।
টিভির পর্দার প্রতিপ্ৰভ ফসফরে ইলেকট্রন গান থেকে যখন ইলেকট্রন বিম এসে পড়ে , তখন এতে উজ্জ্বল ও অনুজ্জ্বল আলােক ঝলকের সৃষ্টি হয় ।
এ উজ্জ্বল ও অনুজ্জ্বল আলােকবিন্দুর সমন্বয়েই টিভির পর্দায় ফুটে উঠে ক্যামেরা থেকে পাঠানাে ছবি । মােটামুটিভাবে এ হলাে সাদাকালাে টেলিভিশনের কার্যপ্রণালি ।
টেলিভিশনের শব্দ প্রেরণ ও গ্রহণ করার পদ্ধতি
টেলিভিশনে যে চিত্র প্রেরণ করা হবে তার সাথে সংশ্লিষ্ট শব্দকেও মাইক্রোফোনের সাহায্যে সংগ্রহ ও প্রেরণ করা হয়।
জেনে নিন মাইক্রোফোন এবং স্পিকার কি এবং এরা কিভাবে কিভাবে কাজ করে
মাইক্রোফোনের শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে । এর বহির্গমন ঘটে পর্যাবৃত্ত ভােল্টেজ হিসেবে । এ পর্যাবৃত্ত ভােল্টেজকে বিবর্ধিত করা হয় এবং প্রেরক যন্ত্রের সাহায্যে প্রেরণ করা হয় ।
প্রেরক যন্ত্র কর্তৃক প্রেরিত তাড়িতচৌম্বক তরঙ্গ আমাদের টিভি সেটের এন্টেনায় আসে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি করে । এ তড়িৎ প্রবাহ তারের মাধ্যমে টেলিভিশন সেটের গ্রাহকযন্তে যায় ।
টেলিভিশন সেটের শব্দ গ্রহণকারী গ্রাহকযন্ত এ তড়িৎ সংকেত গ্রহণ করে বিবর্ধিত করে ।
লাউড স্পিকার এ তড়িৎ সংকেতকে মূল শব্দে রূপান্তরিত করে । এ শব্দ আমরা শুনতে পাই ।
রঙিন টেলিভিশন এর কার্যপ্রণালী
রঙিন ও সাদাকালাে টেলিভিশনের মূল কার্যনীতিতে তেমন কোনাে পার্থক্য নেই ।
রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রঙের (লাল , আসমানী এবং সবুজ) জন্য তিনটি পৃথক ইলেকট্রন টিউব থাকে ।
রঙিন টেলিভিশন গ্রাহকযন্ত্রেও তিনটি ইলেকট্রন গান থাকে । রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় তিন রকম ফসফর দানা দিয়ে ।
একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের ফসফরাস দানাগুলােকে আলােকিত করে । ফলে টেলিভিশন টিউবের পর্দায় একই সাথে ফুটে আসমানী ও সবুজ রঙের বিন্দু এবং এদের বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে রঙিন ছবির বিভিন্ন রং ।
সর্বশেষ
এই আর্টিকেলে টেলিভিশন কিভাবে কাজ করে বা টেলিভিশন এর কাজ করার প্রক্রিয়া নিয়ে উল্লেখ করা হয়েছে।
How does a television work in Bengali এই বিষয়ে আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।
অবশ্যই পড়ুন-
- চোখ ভালো রাখার উপায় গুলো কি কি
- অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক ও ফলাফল গুলো
- ইন্টারনেট কি ? ইন্টারনেটের ইতিহাস এবং ব্যবহার
- ইমেইল পাঠানোর নিয়ম