টেলিভিশন কিভাবে কাজ করে ? (টিভির কার্যপ্রণালী)

টেলিভিশন কিভাবে কাজ করে

যেমন রেডিওতে আমরা গান , বাজনা , নাটক , বক্তৃতা , শিক্ষামূলক অনুষ্ঠান বিতর্ক ইত্যাদি শুনতে পাই । রেডিওতে আম দেশ বিদেশের খবর শুনতে পাই । ঠিক তেমনি টেলিভিশন এর মাধ্যমে আমরা সরাসরি যেকোন জিনিস দেখতে পারি এবং অডিও সহ শুনতে পারি।

টেলিভিশন কিভাবে কাজ করে
Television working process in Bengali.

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জেনে নিবো যে টেলিভিশন কিভাবে কাজ করে ? (How does a television work)

টেলিভিশন কি ?

টেলিভিশন শব্দের বাংলা অর্থ পূরদর্শন । অর্থাৎ দূর থেকে দেখা ।

টলিভিশনে দেখা ও শােনা দুটিই ঘটে ।

টেলিভিশন হলাে এমন একটি যন্ত্র যার সাহায্যে আমরা দূরবর্তী কোনাে স্থান থেকে শব্দ শােনার সঙ্গে বক্তার ছবি টেলিভিশনের পর্দায় দেখতে পাই ।

স্কটিশ আবিষ্কারক লজি বেয়ার্ড ১৯২৬ সালে টেলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হন । সেদিনকার টিভিশিল্পী ছিল একটি কথা বলা পুতুল ।

টেলিভিশন কিভাবে কাজ করে – (টিভির কার্যক্রম)

আমরা জানি , টেলিভিশনে ছবি দেখার সাথে সাথে শব্দও শােনা যায় । টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য প্রয়ােজন একটি প্রেরক স্টেশন ।

শব্দ ও ছবি প্রেরণের জন্য টেলিভিশন প্রেরক স্টেশনে পৃথক পৃথক প্রেরক যন্ত্র থাকে । একটি প্রেরক যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেত রূপান্তরিত করে প্রেরণ করা হয় ।

অন্য একটি প্রেরক যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে তা তাড়িৎচৌম্বক তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয় ।

টেলিভিশনের ছবি প্রেরণ ও গ্রহণ প্রক্রিয়া

যে দৃশ্য প্রেরণ বা সম্প্রচার করতে হবে তার প্রতিবিম্ব বা ছবি লেন্সের মধ্য দিযে টেলিভিশন ক্যামেরার পর্দায় ফেলা হয় । এ ছবিকে টেলিভিশন ক্যামেরা তড়িৎ সংকেতে রূপান্তরিত করে ।

এ তরঙ্গ বা সংকেতকে মডুলেশন প্রক্রিয়ায় উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের সাথে মিশ্রিত করা হয় । পরে এন্টেনার সাহায্যে তাড়িৎচৌম্বক বেতার তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয় ।

এন্টেনার সাহায্যে টিভি সেট ছবির জন্য প্রেরিত তাড়িতচৌম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে ।

বিবর্ধকের সাহায্যে এ তড়িৎ সংকেতকে বিবর্ধিত করা হয় এবং ইলেকট্রনগানে তা প্রদান করা হয় । পিকচার টিউবের পিছনের প্রান্তে ইলেকট্রনগান সংযুক্ত থাকে ।

ভিডিও সংকেত গ্রহণের পর ইলেকট্রনগান সুঁইয়ের ন্যায় , সরু ইলেকট্রন বিম বা স্রোত ছুড়তে থাকে ।

টিভির পর্দার প্রতিপ্ৰভ ফসফরে ইলেকট্রন গান থেকে যখন ইলেকট্রন বিম এসে পড়ে , তখন এতে উজ্জ্বল ও অনুজ্জ্বল আলােক ঝলকের সৃষ্টি হয় ।

এ উজ্জ্বল ও অনুজ্জ্বল আলােকবিন্দুর সমন্বয়েই টিভির পর্দায় ফুটে উঠে ক্যামেরা থেকে পাঠানাে ছবি । মােটামুটিভাবে এ হলাে সাদাকালাে টেলিভিশনের কার্যপ্রণালি ।

টেলিভিশনের শব্দ প্রেরণ ও গ্রহণ করার পদ্ধতি

টেলিভিশনে যে চিত্র প্রেরণ করা হবে তার সাথে সংশ্লিষ্ট শব্দকেও মাইক্রোফোনের সাহায্যে সংগ্রহ ও প্রেরণ করা হয়।

জেনে নিন মাইক্রোফোন এবং স্পিকার কি এবং এরা কিভাবে কিভাবে কাজ করে

মাইক্রোফোনের শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে । এর বহির্গমন ঘটে পর্যাবৃত্ত ভােল্টেজ হিসেবে । এ পর্যাবৃত্ত ভােল্টেজকে বিবর্ধিত করা হয় এবং প্রেরক যন্ত্রের সাহায্যে প্রেরণ করা হয় ।

প্রেরক যন্ত্র কর্তৃক প্রেরিত তাড়িতচৌম্বক তরঙ্গ আমাদের টিভি সেটের এন্টেনায় আসে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি করে । এ তড়িৎ প্রবাহ তারের মাধ্যমে টেলিভিশন সেটের গ্রাহকযন্তে যায় ।

টেলিভিশন সেটের শব্দ গ্রহণকারী গ্রাহকযন্ত এ তড়িৎ সংকেত গ্রহণ করে বিবর্ধিত করে ।

লাউড স্পিকার এ তড়িৎ সংকেতকে মূল শব্দে রূপান্তরিত করে । এ শব্দ আমরা শুনতে পাই ।

রঙিন টেলিভিশন এর কার্যপ্রণালী

রঙিন ও সাদাকালাে টেলিভিশনের মূল কার্যনীতিতে তেমন কোনাে পার্থক্য নেই ।

রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রঙের (লাল , আসমানী এবং সবুজ) জন্য তিনটি পৃথক ইলেকট্রন টিউব থাকে ।

রঙিন টেলিভিশন গ্রাহকযন্ত্রেও তিনটি ইলেকট্রন গান থাকে । রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় তিন রকম ফসফর দানা দিয়ে ।

একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের ফসফরাস দানাগুলােকে আলােকিত করে । ফলে টেলিভিশন টিউবের পর্দায় একই সাথে ফুটে আসমানী ও সবুজ রঙের বিন্দু এবং এদের বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে রঙিন ছবির বিভিন্ন রং ।

সর্বশেষ

এই আর্টিকেলে টেলিভিশন কিভাবে কাজ করে বা টেলিভিশন এর কাজ করার প্রক্রিয়া নিয়ে উল্লেখ করা হয়েছে।

How does a television work in Bengali এই বিষয়ে আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।

অবশ্যই পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *