দারাজ থেকে পণ্য কেনার নিয়ম – (দারাজে কিভাবে অর্ডার করতে হয়)

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম এর বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানব। আপনি যদি দারাজে অর্ডার করার নিয়ম এর বিষয়ে জেনে নিতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। নিচে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে দারাজে অর্ডার করতে হয়।

এমনিতে দারাজ অনলাইন শপিং এর বিষয়ে সবকিছু আমি আপনাদের আগেই বলেছি।

যদি কথা আসে অনলাইন শপিং এর, তাহলে আমরা সবসময় দারাজের কথা মনে করে থাকি।

কেননা এটি বাংলাদেশের অনেক গুলো অনলাইন শপিং ওয়েবসাইট এর মধ্যে দারাজ অন্যতম একটি Online Shopping সাইট।

আর বর্তমান যুগে ইন্টারনেটের উন্নতির ফলে সকল লোকেরা ইন্টারনেট ব্যবহার করছেন।

বলতে গেলে, আমাদের দিনের বেশিরভাগ সময় আমরা অনলাইনে কাটিয়ে দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়া লোকজন বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে।

যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে লোকেরা ইন্টারনেট ব্যবহার করছেন তাই ইন্টারনেটের মাধ্যমে যেকোন product বা পণ্যের কেনা বেচা করা অনেক সহজ হয়ে গিয়েছে।

আজকাল বেশিরভাগ লোকেরা অনলাইনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিস গুলো থাকেন। আর দিন দিন অনলাইন শপিং এর চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে।

কেননা এতে করে আমাদের বাজারে গিয়ে দোকানে জিনিস পত্র কেনাকাটা করতে হয় না।

আমরা চাইলে ঘরে বসেই আমাদের পছন্দের যেকোন জিনিস ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করতে পারি এবং যথা সময়ে সেটি হাতে পেতে পারি। আর এজন্যই অনলাইনে কেনাকাটা করাটা আজকাল এত জনপ্রিয় হয়ে উঠছে।

অনেক গুলো অনলাইন শপিং কোম্পানি রয়েছে। যেগুলোর মধ্যে দারাজ থেকে পণ্য কিনতে সকলেই পছন্য করে থাকেন।

আর তাই এখনকার সময়ে আপনি যদি না জেনে থাকেন যে, কিভাবে দারাজ থেকে পণ্য কিনতে হয় তাহলে আপনি মনে হয় পিছিয়ে রয়েছেন। আর তাই এ বিষয়ে আপনার জেনে নেওয়া খুবই জরুরি।

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম – দারাজে অর্ডার করার নিয়ম

এমনিতে দারাজ থেকে যেকোন জিনিস কেনার নিয়ম খুবই সহজ।

মাত্র কিছু সময়ে আপনি পছন্দের যেকোন product অর্ডার করতে পারেন।

এ বিষয়ে নিচে আমি আপনাদের ধাপে ধাপে সবকিছু বলে দিব।

আপনি যদি একটি জিনিস অর্ডার করতে চান তাহলে আপনাকে এর মূল্য পরিশোধ করার কথা নিয়ে ভাবতে হবে না।

কেননা আপনি Cash on delevary নিতে পারবেন। এর মানে হলো প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি এর পেমেন্ট পরিশোধ করে দিতে পারবেন।

দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করতে হয় এ নিচে আমি আপনাদের অবশ্যই বলে দিব। ছবি সহ আমি ভালোভাবে দেখিয়ে দিব।

তার আগে চলুন জেনে নিই দারাজ থেকে শপিং করার সুবিধা গুলোর বিষয়ে।

দারাজ থেকে পণ্য কেনার সুবিধা

  • ভালো মানের পণ্য আপনি পেতে পারবেন। যার প্রত্যাশা আমরা সকলেই করি।
  • আপনার পছন্দমত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আপনি যে জিনিসটি কিনতে চান সেটি সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী পণ্য order করতে পারবেন।
  • সময়মত প্রোডাক্ট হাতে পেতে পারবেন।
  • একসাথে অনেক গুলো পণ্য আপনি অর্ডার করতে পারবেন।
  • আপনাকে সাথে সাথে পেমেন্ট করতে হবে না। ক্যাশ অন ডেলিভারি বা নগদ মূল্য পরিশোধ করতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। যেমন, বিকাশ, রকেট, নগদ ইত্যাদি।
  • বেশিরভাগ পণ্যেই আপনি কিছু পরিমাণ discount পেতে পারবেন। যা আপনার জন্য লাভজনক।

এগুলোই ছিলো দারাজ থেকে শপিং করার সুবিধা।

দারাজে কিভাবে পণ্য অর্ডার করতে হয় – দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করবো

আপনি যদি দারাজ থেকে কোন একটি প্রোডাক্ট ক্রয় করতে চান তাহলে সবচেয়ে আগে আপনার এন্ড্রয়েড মোবাইলে Daraz App ডাউনলোড করতে হবে।

দারাজ অ্যাপ ডাউনলোড করার পর আপনাকে এটি install করে নিতে হবে।

আপনি উপরের link থেকে দারাজ অ্যাপ ডাউনলোড করতে পারেন। এছাড়া গুগল প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন।

এরপর দারাজ থেকে পন্য কেনার নিয়ম জানার জন্য নিচের স্টেপ গুলো follow করুন।

Step 1

প্রথমে আপনাকে দারাজ অ্যাপে প্রবেশ করতে হবে। দারাজ এর আইকন দেখে Daraz App এর মধ্যে প্রবেশ করুন।

এরপর নিচের ছবির মত ইন্টারফেস আপনি দেখতে পাবেন।

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম
Open daraz android app.

Step 2

এখন আপনাকে প্রোডাক্ট choose করতে হবে। আপনি যে পণ্যটি কিনতে চান সেটির নাম উপরের সার্চ বারের মধ্যে সার্চ করে দেখে নিন।

যেমন, নিচের ছবিতে দেখুন আমি headphone লিখে search করেছি।

দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করবো
Choose your product.

Step 3

এখন আপনাকে পছন্দ অনুযায়ী একটি প্রোডাক্ট বাছাই করে নিতে হবে। সার্চ করার পর আপনার যেটি পছন্দ হবে সেটির উপর ক্লিক করুন।

এরপর নিচের ছবির মত দেখতে পারবেন।

এখান থেকে এখনই কিনুন এ ক্লিক করতে হবে। আমার এখানে language বাংলা করা রয়েছে। যদি আপনার language ইংরেজি করা থাকে তাহলে Buy Now তে ক্লিক করতে হবে।

আর যদি আপনি একসাথে একের অধিক পণ্য কিনতে চান তাহলে চার্টে যোগ করুন বা Add to cart এ ক্লিক করতে হবে।

দারাজে অর্ডার করার নিয়ম
Buy product now.

Step 4

এরপর নিচের মত Checkout বা চেকআউট অপশন দেখতে পারবেন।

এখানে ঠিকানা যোগ করুন নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনাকে ঠিকানা যোগ করতে হবে।

আপনার ঠিকানা বা address ভালোভাবে যোগ করে নিন। এই ঠিকানায় আপনাকে পণ্য পাঠনো হবে।

এরপর আপনার phone number এবং email address দিতে হবে।

এরপর নিচে ডেলিভারি চার্জ কত দিতে হবে সেটি দেখানো হবে।

একদম নিচে চার্জ সহ প্রোডাক্টের মোট মূল্য দেখতে পারবেন।

এরপর অর্ডার প্লেস করুন বা Place order এ ক্লিক করতে হবে।

দারাজে কিভাবে অর্ডার করতে হয়
Place your order.

এরপর আপনি order number দেখতে পারবেন। সাথে কত তারিখের মধ্যে পণ্য আপনি হাতে পাবেন সেটিও দেখানো হবে।

উপরে দারাজ থেকে প্রোডাক্ট কেনার নিয়ম দেখানো হয়েছে। আশা করি আপনারা সবকিছু ভালো ভাবে বুঝতে পেরেছেন। এভাবেই দারাজে অর্ডার করতে পারবেন।

পণ্য কিভাবে হাতে পাবেন

অর্ডার দেওয়ার একদিন অথবা দুইদিন পর আপনার কাছে একটি কল আসতে পারে। যেখানে বলা হবে দারাজ বাংলাদেশ থেকে আপনি যদি অর্ডারকৃত পণ্যটি পেতে চান তাহলে ১ চাপুন আর অর্ডার বাতিল করতে ২ চাপুন। যেহেতু আপনি পণ্য কিনবেন তাই ১ চাপতে হবে।

এরপর তারিখ অনুযায়ী কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান আপনাকে কল করে সেই জায়গায় যেতে বলবে যেখানকার ঠিকানা আপনি দিয়েছেন।

এরপর আপনি পণ্য হাতে পেতে পারবেন এবং এর বিল পরিশোধ করতে পারবেন।

আমার শেষ কথা

আশা করি দারাজ থেকে পণ্য অর্ডার করার নিয়ম এর বিষয়ে সবকিছু ভালোভাবে জানতে পেরেছেন। আমি ধাপ গুলো আপনাদের ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি।

How to buy a product from daraz এই আর্টিকেলটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *