দারাজ অনলাইন শপিং বাংলাদেশ এর সবকিছু বাংলাতে

আপনি যদি অনলাইনে পণ্য (product) কেনাকাটা করতে অধিক পছন্দ করে থাকেন এবং দারাজ অনলাইন শপিং এর বিষয়ে সবকিছু জেনে নিতে চাইছেন তাহলে আমার এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

কেননা এই আর্টিকেলে আমি আপনাদের Daraz online shoping bd এর বিষয়ে সব কিছু বলতে চলেছি।

দারাজ অনলাইন শপিং বাংলাদেশ
Daraz online shopping review in Bangla.

Daraz অনলাইন শপিং কি? Daraz থেকে পণ্য কিভাবে কিনতে হয়, দারাজ অনলাইন শপিং অ্যাপ, দারজ অফার এবং দারাজ Online Shopping এর সুবিধাগুলোর বিষয়ে আমি আলোচনা করবো।

বর্তমানে ইন্টারনেটের বিকাশের ফলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নতির কারণে আমাদের দেশের মানুষ দিন দিন ইন্টারনেটের প্রতি নির্ভর করছে।

জেনে নিন ইন্টারনেট কি ? ইন্টারনেটের ইতিহাস এবং ব্যবহার

পড়ালেখা থেকে শুরু করে দৈনন্দিন যেকোন কাজে মানুষ এখন প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করছেন।

এর পাশাপাশি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যেকোন পণ্য বা প্রোডাক্ট কিনতেও সকলেই অধিক পছন্দ করে থাকেন।

কারণ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে থেকে নিজের পছন্দের বা যে জিনিসটি আপনি অর্ডার করবেন সেটি কিনে নেওয়া যায় এবং এর বিল পরিশোধ করা যায়।

আর ইন্টারনেটের ব্যবহার দ্রুত বেড়ে যাওয়ার কারণে আগামী কিছু বছরের মধ্যে অনলাইন শপিং (online shopping) এর চাহিদা এবং পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে।

অনলাইনের মাধ্যমে পণ্য কেনাকাটা করা এবং এর বিল পরিশোধ করার এই পদ্ধতির নাম হলো ই কমার্স (e-commerce)।

আর দেশের মানুষকে ঘরে বসে থেকে পণ্য কেনার সুযোগ করে দেওয়ার জন্য গড়ে উঠেছে অনেকগুলো ই কমার্স প্রতিষ্ঠান।

যেমন, daraz, ebuy, evaly ইত্যাদি।

এই ই কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে দারাজ অন্যতম একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান।

কেননা দারাজ ক্রেতাদেরকে বাড়িতে বসে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে এবং daraz অনলাইন শপিং এর প্রচুর সুযোগ ও সুবিধা রয়েছে।

দারাজ অনলাইন শপিং বাংলাদেশ – Daraz Online Shoping in Bangladesh

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা ই কমার্স ওয়েবসাইট হলো দারাজ ( daraz.com.bd )।

দারাজ থেকে আমরা ঘরে বসেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো কিনে থাকি এবং বিল পরিশোধ (bill pay) করে থাকি।

বাংলাদেশ ছাড়াও দারাজ ভারত, পাকিস্তান এসব দেশে তাদের ব্যবসা সঠিকভাবে চালিয়ে আসছেন।

আপনারা চাইলে যেকোন ধরণের পণ্য বা প্রোডাক্ট যেমন, মোবাইল ফোন, ল্যাপটপ, কোন ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং আরো যেকোন ধরনের জিনিস ক্রয় করতে পারেন।

আপনি সহজেই দারাজ এর ওয়েবসাইট বা দারাজ মোবাইল অ্যাপ এর সাহায্যে যেকোন পণ্য অর্ডার করতে পারেন এবং এর অর্থ পরিশোধ করে দিতে পারেন।

দারাজ এর ওয়েবসাইটের পাশাপাশি আরো ভালো কিছু সুবিধার জন্য এন্ড্রয়েড অ্যাপ রয়েছে যার মাধমে দারাজ থেকে সহজেই শপিং করার সুবিধা রয়েছে।

দারাজ অনলাইন শপিং অ্যাপ (Daraz bd mobile app)

আপনারা চাইলে দারাজ এর ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

কিন্তু দারাজ তাদের customars দের অধিক সুবিধা প্রদনের জন্য একটি মোবাইল এপ রয়েছে যেটি আপনি Google Play Store থেকে ডাউনলোড করে install করে নিতে পারেন। তারপর আপনাকে এখানে account তৈরি করতে হবে।

দারাজে কিভাবে নিজের একটি একাউন্ট তৈরি করবেন সে বিষয়ে নিচে আমি আপনাদের বলে দিবো।

তার আগে চলুন Daraz online shopping এর সুবিধাগুলো জেনে নেওয়া যাক।

দারাজ অনলাইন শপিং এর সুবিধাগুলো কি কি ?

বলতে গেলে কেবল দারাজ অনলাইন শপিং এই নয়, সবগুলো অনলাইন শপিং ওয়েবসাইট গুলোরই প্রচুর সুবিধা রয়েছে।

তেমনি দারাজ থেকে পণ্য কেনার সুবিধা গুলো হলো,

  • বাড়িতে বসে থেকে নিজের পছন্দের যেকোন পণ্য অর্ডার করা যায় এবং বিল পরিশোধ করা যায়।
  • দারাজ থেকে কেনা পণ্য সরাসরি আপনার ঠিকানা অনুসারে বাড়িতে ডেলিভারি (delivery) দেওয়া হয়ে থাকে।
  • এখানে সবগুলো পণ্যের ছবি এবং বিবরণ দেওয়া থাকে যাতে আপনার পণ্য ভালোভাবে দেখে নিতে কোন ধরণের অসুবিধা না হয়।
  • লোকাল যে দোকানগুলো রয়েছে সেগুলোতে দোকানদারের সাথে যেকোন পণ্য নিয়ে দামাদামি করতে হয় কিন্তু অনলাইন শপিং এর ক্ষেত্রে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য একদম ফিক্সড করা থাকে। ফলে এখানে কোন দর কষাকষি করার সুযোগ থাকে না বা করা লাগে না।
  • বাংলাদেশি পেমেন্ট গেটওয়েগুলো যেমন, বিকাশ, নগদ এর মাধ্যমে পণ্যের বিল পরিশোধ করা সম্ভব।
  • দারাজ অনলাইন শপ সহ বিভিন্ন শপিং ওয়েবসাইটগুলোতে বিভিন্ন সময়ে পণ্যের মূল্যের ক্ষেত্রে কিছুটা ছাড় বা discount দেওয়া হয়ে থাকে যা আমাদের জন্য খুবই কাজের।
  • মোট কথা হলো এসব শপিং ওয়েবসাইট থেকে পণ্য কিনতে আপনাকে ঘরের বাইরে যেতে লাগে না এবং পরিশ্রম করা লাগে না।

দারাজ থেকে পণ্য কেন কিনবেন ?

আমি উপরে Daraz অনলাইন শপিং যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলোর বিষয়ে আলোচনা করছি। আশা করি আপনারা সুবিধাগুলো জানতে পেরেছেন।

এখন যদি কথা আসে যে, দারাজ থেকে কেন পণ্য কিনবো তাহলে এর উত্তর হলো, দারাজ তাদের ক্রেতাদের সবসময় ভালো মানের প্রোডাক্ট সরবরাহ করে থাকে।

তাছাড়া আপনি যদি একবার দারাজ থেকে কোন পণ্য কিনেছেন তাহলে আপনার এ বিষয়ে অভিজ্ঞতা থাকতে পারে।

যেহেতু দারাজ বাংলাদেশের নামকরা অনলাইন শপিং মল হিসেবে পরিচিত তাই আপনি যেকোন পণ্য এখান থেকে কোন চিন্তা করা ছাড়াই কিনতে পারেন।

Conclusion

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে দারাজ অনলাইন শপিং বাংলাদেশ (daraz online shopping in bd) এর বিষয়ে সবকিছু ভালোভাবে জা্নতে পেরেছেন।

আমি ছোট আকারে দারাজ‌ এর পুরো রিভিউ আপনাদের‌ সামনে তুলে ধরেছি।

আশা করি আপনাদের কোথাও‌ বুঝতে কোন সমস্যা হয়নি।

কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে‌ দিবেন।

4 Comments

    1. কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে আর্টিকেল লিখার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *