দারাজ কি ? (What is Daraz in Bengali)
Daraz কি? দারাজ অনলাইন শপিং কি? Daraz.com.bd
ডিজিটাল প্রযুক্তির বিকাশ, ইন্টারনেটের উদ্ভব ও বিকাশ এবং কাগজের মুদ্রার বাইরেও ইলেকট্রনিক বিনিময় প্রথা চালু হওয়ার ফলে বাণিজ্যেরও একটি বিশেষ পরিবর্তন এসেছে। এখন ইলেকট্রনিক মাধ্যমেও বাণিজ্য করা যায়, যার প্রচলিত নাম ই-কমার্স বা ই-বাণিজ্য (E-commerce business)।
দারাজ হলো একটি সেরা ই-কমার্স বা ই-বাণিজ্য প্রতিষ্ঠান। যেটি অনেক সফলতার সাথে ক্রেতাদের পণ্য সেবা প্রদান করে আসছে।

যেকোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়েকটি শর্ত থাকে। প্রথমত বিক্রেতার কাছে পণ্য থাকা। দ্বিতীয়ত ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা। এর প্রধান পদ্ধতি হলো বিক্রেতার সঙ্গে ক্রেতার সরাসরি যোগাযোগ।
কিন্তু ইন্টারনেটের যুগে একজন বিক্রেতা তার পণ্যের ছবি, ভিডিও দিয়ে ইন্টারনেটেই তার দোকানটি খুলে বসতে পারেন।
এজন্য তার প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট চালু করতে হয়। ক্রেতা অনলাইনে তার পছন্দের পণ্যটি পছন্দ করেন এবং মূল্য পরিশোধ করেন।
দেশে বর্তমানে বিভিন্ন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই মূল্য পরিশোধের সুযোগ রয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের (Mobilr banking) মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়।
তৃতীয়ত মূল্য প্রাপ্তির পর বিক্রেতা তার পণ্যটি ক্রেতার ঠিকানায় নিজে অথবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের (কুরিয়ার সার্ভিস) মাধ্যমে পাঠিয়ে দেন মোবাইল বা কার্ড ছাড়াও ই-কমার্সে আরো একটি বিল পরিশোধ পদ্ধতি রয়েছে। এটিকে বলা হয় প্রাপ্তির পর পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি (COD)।
এই পদ্ধতিতে ক্রেতা বিক্রেতার ওয়েবসাইটে বসে পছন্দের পণ্যটির অর্ডার দেন। বিক্রেতা তখন পণ্যটি ক্রেতার কাছে পাঠিয়ে দেন। ক্রেতা পণ্য পেয়ে বিল পরিশোধ করেন। এইরকম একটি ই-কমার্স প্রতিষ্ঠান হলো দারাজ।
দারাজ কি ? (What is Daraz in Bengali)
দারাজ হলো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এসিয়ার একটি অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান বা ই-কমার্স প্রতিষ্ঠান। দারাজ পাকিস্তানে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়।
রকেট ইন্টারনেটের (Rocket Internet) উদ্যোগে মুনীব ময়ূর (প্রতিষ্ঠাতা) এবং ফারেস শাহ্ (সহ-প্রতিষ্ঠাতা) দারাজকে দারাজকে অনলাইন ই-কমার্স বাণিজ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে। দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer) বুজার্কি মিক্কিলেসেন।
দারাজ বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালে তাদের বাণিজ্য পরিষেবা প্রদান করে থাকে।
রকেট ইন্টারনেট ২০১৮ সালে চীনের আলিবাবা গ্রুপের (Alibaba Group) কাছে ই-কমার্স কোম্পানি দারাজ গ্রুপকে (Daraz Group) বিক্রি করে দেয়।
দারাজ আজ থেকে ১০ বছর আগে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। দারাজের প্রতিষ্ঠাতা কোম্পানি হলো রকেট ইন্টারনেট। দারাজ মূলত ৫ টি দেশে ই-কমার্স পরিষেবা প্রদান করে থাকে। দারাজের বাণিজ্য অঞ্চল হলো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা।
দারাজের প্রতিটি বাণিজ্য অঞ্চলের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। যেমনঃ
দারাজের কর্পোরেট ওয়েবসাইটঃ www.daraz.com
দারাজ বাংলাদেশঃ www.daraz.com.bd
দারাজ মিয়ানমারঃ www.shop.com.mm
দারাজ নেপালঃ www.daraz.com.np
দারাজ পাকিস্তানঃ www.daraz.pk
দারাজ শ্রীলঙ্কাঃ www.daraz.lk
তাহলে দারাজ কি (What is Daraz in Bengali) এই বিষয়ে আশা করি আপনারা জানতে পেরেছেন।
দারাজ বাংলাদেশ ই-কমার্স প্রতিষ্ঠান – (About Daraz Bangladesh)
বাংলাদেশে ২০১৫ সালে “দারাজ বাংলাদেশ” নামে দারাজের কার্যক্রম শুরু হয়।
দারাজ বাংলাদেশে কার্যক্রম শুরুর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক মুশফিকুর রহিম এর শুভেচ্ছা দূত হন। ২০১৫ সালে দারাজ তাদের গ্রাহকদের অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন (mobile app) চালু করে।
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা অনলাইন শপিং ওয়েবসাইট (online shopping website) হলো দারাজ (Daraz)।
দারাজ আমাদের কাছে এতটাই পরিচিত এবং জনপ্রিয়তা অর্জন করেছে যে, অনলাইন শপিং এর কথা আসলেই আমরা সবার আগে দারাজকেই ভেবে নিই।
দারাজ সফলতার সাথে সারাদেশে তাদের পণ্য বা পরিষেবা প্রদাণ করে আসছে। দারাজের মাধ্যমে আমরা ঘরে বসে বই থেকে শুরু করে জামা-কাপড়, খাবার, শৌখিন জিনিসপত্র, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি ক্রয় করতে পারি এবং মূল্য পরিশোধ করতে পারি।
বিভিন্ন মোবাইল ব্যাংকিং পরিষেবা যেমনঃ বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবহার করে আমরা দারাজ থেকে ক্রয়কৃত পণ্যের বিল পরিশোধ করতে পারি।
এছাড়া প্রোডাক্ট বা পরিষেবার বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের ক্যাশ অন ডেলিভারি (Cash On Delivery) বা প্রদানোত্তর পরিশোধ নামে আরেকটি বিশেষ সুবিধা রয়েছে। যেটির মাধ্যমে গ্রাহক যেকোন পণ্য অর্ডার করে ডেলিভারি ম্যানের দ্বারা পণ্যটি হাতে পাওয়ার পর তার বিল পরিশোধ করতে পারেন।
দারাজ অনলাইন শপিং বাংলাদেশ এর বিষয়ে আমাদের ব্লগে আগে থেকেই আর্টিকেল রয়েছে। এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা Daraz Online Shopping Bangladesh এর বিষয়ে আরও ভালোভাবে জানতে পারেন।
তাছাড়া আপনি যদি দারাজ থেকে দারাজ থেকে যেকোন প্রোডাক্ট বা পণ্য ক্রয় করতে চান তাহলে দারাজ থেকে পণ্য কেনার নিয়ম: কিভাবে দারাজে পণ্য অর্ডার করতে হয় এই আর্টিকেলটি পড়লে যেকোন প্রোডাক্ট সহজে অর্ডার করতে পারবেন।
দারাজ অনলাইন শপিং এর জন্য আপনি দারাজ মোবাইল অ্যাপ (Daraz BD Android Application) ইন্সটল করতে পারবেন। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনি অনেক সহজে এবং দ্রুত অনলাইন শপিং করতে পারবেন।
তাছাড়া আপনি যদি বেশি মূল্যের পণ্য ক্রয় করতে চান তাহলে দারাজ ভাউচার (Daraz Voucher) এর মাধ্যমে সেই মূল্য থেকে কিছু পরিমাণ টাকা ছাড় পেয়ে যেতে পারেন। দারাজ ভাউচার কোড কি এ বিষয়ে জানতে এই আর্টিকেলটি পড়ুন।