দারাজ ভাউচার কোড কি ? এটি কিভাবে ব্যবহার করবেন

দারাজ ভাউচার কোড কি, এটি কিভাবে ব্যবহার করতে হয় এসব বিষয়ে আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানব।

দারাজ ভাউচার কোড কি
What is daraz voucher code and how to use it?

আমরা যখন দারাজ থেকে কোন পণ্য কিনতে যাই তখন আমরা ভাউচার কোড ব্যবহারের সুবিধা পেয়ে থাকি। আর এটা ব্যবহারের ফলে পণ্যের দামের কিছু টাকা আমরা ছাড় পেতে পারি।

আপনি যদি জানেন না যে, দারাজ ভাউচার কি এবং এটি কেন ব্যবহার করবেন তাহলে নিচে আমি আপনাদের এ বিষয়ে সবকিছু বলে দিব।

এমনিতে দারাজ অনলাইন শপিং এর বিষয়ে আমি আপনাদের আগেই বলেছি।

তাছাড়া দারাজ থেকে পণ্য কেনার নিয়ম এর বিষয়ে সবকিছু আমি আপনাদের আগের আর্টিকেলে দেখিয়ে দিয়েছি।

তো চলুন নিচে আমরা Daraz voucher code কি এ বিষয়ে জেনে নিই।

দারাজ ভাউচার কোড কি? (What Is Daraz Voucher Code)

এই ভাউচার কোডটি হলো এমন একটি কোড যা ব্যবহার করলে আমরা দারাজ থেকে পণ্য কেনার সময় কিছু পরিমাণ টাকা ছাড় (discount) পেতে পারি বা কমে পেয়ে যায়।

এটাকে এক প্রকার ডিসকাউন্ট কুপন ও বলা চলে। আসলে কুপন কোড হলো এমন এক প্রকার কোড যার মাধ্যমে প্রোডাক্ট এর মূল্যের কিছু পরিমাণ ডিসকাউন্ট আমরা পেয়ে যেতে পারি।

সোজা ভাবে বলতে গেলে আপনি যদি দারাজ থেকে কোন পণ্য কিনেন এবং দারাজে পণ্য অর্ডার করার সময় ভাউচার কোড ব্যবহার করেন তাহলে আপনাকে সেই পণ্যের দামের পুরো টাকা দিতে হবে না, ভাউচার অনুযায়ী কিছু পরিমাণ টাকা সেখান থেকে কমে যাবে যা আপনি ছাড় হিসেবে পেয়ে যাবেন।

আশা করি দারাজ ভাউচার কোড কি বা দারাজ ভাউচার কোড কাকে বলে এ বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন।

কেবল দারাজেই নয়, অন্যান্য অনলাইন শপ কোম্পানি গুলো পণ্য কেনার সময় ভাউচার কোড বা ডিসকাউন্ট কুপন (Discount coupon) ব্যবহার করার সুযোগ আমাদের দিয়ে থাকে।

এখন আসুন জেনে নিই কিভাবে এই ভাউচার কোড ব্যবহার করবেন।

কিভাবে দারাজ ভাউচার কোড ব্যবহার করবেন – (How to Use Daraz Voucher)

আপনি যদি তুলনামূলক একটু বেশি দামের পণ্য ক্রয় করেন তাহলে পণ্য অর্ডার করার সময় এই ভাউচার কোড ব্যবহার করাটা একটি লাভজনক কাজ। কেননা এটি ব্যবহারের ফলে কিছু পরিমাণ হলেও সেখান থেকে ছাড় পেতে পারেন।

মনে রাখবেন,

আপনি যদি অনেক বেশি টাকা দিয়ে পণ্য কিনেন এবং ভাউচার কোড ব্যবহার না করে থাকেন তাহলে সেখান থেকে কোন টাকা আপনি ছাড় পাবেন না।

তো চলুন দারাজ ভাউচার কোড ব্যবহারের নিয়ম এর বিষয়ে ভালোভাবে জেনে নিই।

আপনি অবশ্যই দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করব এ বিষয়ে আগে থেকেই জানেন। যদি না জেনে থাকেন তাহলে এ বিষয়ে আমার আগের আর্টিকেলটি দেখে আসুন।

যেকোন পণ্য কেনার জন্য সবচেয়ে প্রথমে আমাদের যা করতে হবে তা হলো, প্রথমে দারাজ মোবাইল অ্যাপ এ প্রবেশ করতে হবে।

এরপর আপনি যে পণ্য কিনতে চান তা খুজে বের করতে হবে।

আপনি উপরে সার্চ করে আপনার পছন্দের পণ্য পেয়ে যেতে পারেন।

এরপর যেটি আপনি কিনবেন সেই প্রোডাক্টের ছবির উপর ক্লিক করতে হবে। এখন আপনি সেই প্রোডাক্টের প্রোফাইল দেখতে পারবেন।

এখানে একটু নিচের দিকে দেখলে দেখতে পারবেন Vauchers নামে একটি অপশন দেওয়া রয়েছে। এখানেই হলো আমাদের ভাউচার কোড ব্যবহারের আসল কাজ। এখান থেকে আপনি ভাউচার কোড সংগ্রহ করতে পারবেন।

Vouchers লেখাটির ডান দিকে দেখতে পারবেন More লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে।

এবার আপনি সকল ভাউচার কোড দেখতে পারবেন। এখন কথা হলো এটি ব্যবহার করে কিভাবে আপনি চার পাবেন এবং এখান থেকে কোন ভাউচার কোডটি আপনি ব্যবহার করতে পারবেন।

আসুন একটু বুঝিয়ে বলি,

এখানে প্রথম ভাউচার টির দিখে তাকালে দেখতে পারবেন, সেখানে লেখা রয়েছে Spend 1500 and get ৳70 off

এর মানে হলো আপনি যদি ১৫০০ টাকা বা তার বেশি পরিমাণ টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন তাহলে আপনি এই ভাউচার কোডটি ব্যবহার করতে পারবেন এবং সেটার মূল্যের ৭০ টাকা আপনি ছাড় পেতে পারবেন।

একইভাবে দ্বিতীয় ভাউচারটিতে দেখতে পারবেন Spend 2000 and get ৳100 off

এর মানে হলো আপনি যদি ২০০০ টাকা বা তার বেশি টাকা দিয়ে পণ্য কিনেন তাহলে এই ভাউচার টি আপনি ব্যবিহার করতে পারবেন এবং ১০০ টাকা আপনার প্রোডাক্টের মূল্য থেকে কমে দেওয়া হবে।

এভাবে আপনি যদি আরো বেশি দামের পণ্য ক্রয় করতে চান তাহলে পর্যায়ক্রমে নিচে ভাউচার গুলো ব্যবহার করতে পারেন।

তো যে ভাউচারটি আপনি ব্যবহার করবেন তার ডান দিকে Copy নামে অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে কোডটি কপি করে নিন।

এরপর নিচে এখনি কিনুন বা Buy now তে ক্লিক করুন।

এখানে আপনার ঠিকানা দিতে হবে। যদি আপনি আগেই দারজ থেকে কোন পণ্য কিনে থাকেন তাহলে এখনে ঠিকানা আগে থেকেই দেওয়া থাকবে।

নিচের দিকে একটি ফাকা ঘর দেখতে পারবেন এখনে লেখা রয়েছে Enter your voucher code.

এখানে কপি করার কোডটি paste করে দিন।

এটি এখানে বসানোর পরেই ভাউচার অনুযায়ী আপনার প্রোডাক্টের মূল্য থেকে টাকা কমে যাবে।

এভাবেই মূলত ভাউচার কোডের ব্যবহার করা হয়ে থাকে।

তাহলে দারাজ ভাউচার কোড কি এবং কিভাবে ভাউচার কোড ব্যবহার করে দারাজ থেকে কেনাকাটায় discount পাওয়া যায় এ বিষয়ে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।

ভাউচার কোড এর সুবিধা

এই ধরনের ভাউচার কোড বা Discount coupon code ব্যবহারের সুবিধা এটাই যে কিছু ছাড়ে পণ্য কেনা।

তাই এটি ব্যবহার করা আপনার জন্য লাভজনক হতে পারে।

আমার শেষ কথা

আজকের আর্টিকেলের বিষয় ছিল দারাজ ভাউচার কোড কি (What is Daraz Voucher Code) এবং এটি কিভাবে ব্যবহার করবেন। তো আশা করি এ বিষয়ে ভালো ভাবে বুঝতে পেরেছেন।

যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

6 Comments

  1. ভাইয়া আমি ইতোমধ্যে একটা পর্নো অর্ডার দিয়েছ এটি ছিলো একটি Bluetooth Sepaker এটা আসবে ২-৩ দিনের মধ্যে ক্যাশ অন ড্রলিভারী এটা কি এখোন কোনো ভাবে ভাউচার দিয়ে অফারের আয়ত্তে আনা জাবে?
    আমায় কোনো অফার দেয়া হয়নাই যে দাম তাই একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম।

    1. না ভাইয়া, যেহেতু আপনি অর্ডার দিয়ে দিয়েছেন এবং পণ্যটা ২ থেকে ৩ দিনের মধ্যে চলে আসবে সেহেতু এটাকে আর ভাউচারের আওতায় আনা যাবে বলে আমার মনে হয় না।

  2. আমার কাছে একাধিক ভাউচার আছে সেক্ষেত্রে একটি পন্য ক্রয়ে একাধিক ভাউচার ব্যবহার করা কি যাবে ?

  3. আমার কাছে একাধিক ভাউচার আছে সেক্ষেত্রে একটি পন্য ক্রয়ে একাধিক ভাউচার ব্যবহার করা কি যাবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *