নগদ একাউন্ট দেখার নিয়ম, কোড ও ব্যালেন্স দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম, ব্যালেন্স চেক ও কোড:

বর্তমানে মোবাইল ব্যাংকিং (Mobile banking) এর প্রচুর চাহিদা রয়েছে। দেশের প্রায় সকল স্তরের মানুষ একে অপরের সাথে ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেন করার জন্য মোবাইল ব্যাংকিং পদ্ধতির ব্যবহার করে থাকেন।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশের যেকোন জায়গা থেকে অন্য যেকোনো জায়গায় থাকা কারো কাছে টাকা পাঠানো যায় নিমিষের মধ্যেই।

বর্তমানে অনলাইনের মাধ্যমে মানুষ কেনাকাটা করতে পছন্দ করেন আর অনলাইনের মাধ্যমে পণ্য কেনাকাটা করার চাহিদা দিন দিন বেড়েই চলছে।

অনলাইনে পণ্য কেনাকাটা পর তার বিল পরিশোধ করা হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

তাছাড়াও আরও বিভিন্ন বিল পরিশোধ যেমন, বিদ্যুৎ বিল পরিশোধ ইত্যাদির ক্ষেত্রে প্রচুর পরিমাণে মোবাইল ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে।

বাংলাদেশ বেশকিছু মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু রয়েছে যেমন, বিকাশ (bKash), নগদ (Nagod), রকেট (Roket), শিওরক্যাশ (Surecash) ইত্যাদি।

এই মোবাইল ব্যাংকিং পরিষেবা গুলো প্রচুর পরিমাণে মানুষেরা ব্যবহার করছে এবং বলা যায় প্রত্যেকটি মানুষের একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট রয়েছে।

আজকের আর্টিকেলে আমি আলোচনা করব নগদ মোবাইল ব্যাংকিং পরিষেবা নিয়ে।

নগদ একাউন্ট দেখার নিয়ম
How to check nagod account?

নগদ একাউন্ট দেখার নিয়ম বা কিভাবে নগদ একাউন্ট চেক করতে হয়, নগদ একাউন্ট কোড, নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম, নগদ একাউন্ট ব্যালেন্স দেখার কোড নাম্বার, নগদ একাউন্ট দেখার কোড ও নগদ হেল্পলাইন নাম্বার এসব বিষয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দিবো এই আর্টিকেলের মাধ্যমে।

এক কথায় নগদ একাউন্ট চেক করার সকল পদ্ধতিতেই আর্টিকেলে আমি আপনাদের শিখিয়ে দিব।

তো চলুন জেনে নেওয়া যাক নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এর সকল তথ্য দেখার নিয়ম সম্পর্কে।

নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে যদি আপনি জানতে চাচ্ছেন তাহলে সাধারণ অর্থে নগদ একাউন্ট দেখা বলতে আমরা নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করাকে বুঝিয়ে থাকি।

আমাদের নগদ একাউন্টে কত টাকা রয়েছে তা আমরা দেখতে চাই কিন্তু নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার পদ্ধতি ছাড়াও নগদ একাউন্টে আরো অনেক ফিচারস বা ফাংশনস রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার।

সকল বিষয় নিয়ে আমি আপনাদের বুঝিয়ে দেবো।

নগদ একাউন্ট দেখার নিয়ম

আপনি দুইটি উপায়ে নগদ একাউন্ট দেখতে পারেন বা চেক করতে পারেন অর্থাৎ নগদ একাউন্ট দেখার উপায় দুইটি রয়েছে।

  1. নগদ একাউন্ট দেখার একটি নির্দিষ্ট কোড রয়েছে এটি ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারেন বা একাউন্টে প্রবেশ করতে পারেন অর্থাৎ ইউএসএসডি (USSD code) সিস্টেম।
  2. নগদ মোবাইল অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখা যায়।

এই দুইটি বিষয়ে নিচে আমি আপনাদের জানিয়ে দিব। তার আগে আমি কিছু কথা বলতে চাই।

আপনার যদি ইতিমধ্যে একটি নগদ একাউন্ট রয়েছে তাহলে তো আছেই। আর নতুন করে একাউন্ট করার প্রয়োজন নেই। আর যদি আপনার নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট না থাকে তাহলে জেনে নিন নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

নগদ একাউন্ট খোলার নিয়ম

বন্ধুরা, নগদ একাউন্ট খোলার দুইটি নিয়ম রয়েছে। এর মধ্যে দুইটি নিয়মেই অনেক সহজ। কিন্তু প্রথমে যে নিয়মটির বিষয়ে আমি আপনাদের বলবো তা দ্বিতীয় টির তুলনায় আরো বেশি সহজ।

নগদ একাউন্ট খোলার দুইটি নিয়ম হলো

  1. এনআইডি কার্ড (NID Card) দিয়ে নগদ মোবাইল অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট খোলা যায়।
  2. এনআইডি কার্ড ছাড়া ইউএসএসডি কোড (USSD Code) ডায়াল করে নগদ একাউন্ট খোলা যায়।

NID Card ছাড়া ইউএসএসডি কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম

Step 1

প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যান। এরপর *167# লিখে ডায়াল করুন। (এটি নগদ একাউন্ট কোড)

Step 2

এরপর চার ডিজিটের একটি পিন কোড সেট করুন যেমন 4157 এরকম সংখ্যায় লিখুন।

Step 3

এর পরের ধাপে আবার একই পিন লিখে দিন। এরপর আপনি দুইটি অপশন দেখতে পারবেন।

সেখান থেকে যদি আপনি আপনার নগদ একাউন্টে টাকা রেখে সেখান থেকে মুনাফা নিতে চান তাহলে 1 দিতে হবে আর যদি মুনাফা দিতে না চান তাহলে 2 দিতে হবে।

Step 4

যেকোনো একটি সিলেক্ট করলেই আপনি নগদ একাউন্ট এর মেইন মেনু (main menu) দেখতে পারবেন। এবং আপনার নগদ একাউন্ট তৈরি হয়ে যাবে।

Step 5

সাথে সাথে আপনি একাউন্ট কনফার্মেশন (confirmation) মেসেজ পেয়ে যাবেন।

এনআইডি কার্ড (NID Card) দিয়ে নগদ মোবাইল অ্যাপ দিয়ে একাউন্ট খোলার পদ্ধতি

Step 1

প্রথমে আপনার স্মার্টফোনে নগদ অ্যাপ ইন্সটল করুন।

Step 2

অ্যাপ ওপেন করে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিন। এরপর চার ডিজিটের একটি পিন কোড দিন।

Step 3

এরপর আপনি মেসেজের মাধ্যমে একটি ওটিপি কোড (OTP Code) পাবেন, তা এখানে সিলেক্ট করে দিতে হবে।

Step 4

আপনার ন্যাশনাল আইডি কার্ড এর সামনের এবং পেছনের উভয় পাশের ছবি সাবমিট করুন।

Step 5

এরপর আপনার নিজের ছবি তুলে সাবমিট করুন।

Congratulations. আপনার নগদ একাউন্ট তৈরি করা হয়ে গেছে। আপনাকে confirmation message এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন আপনি এটি ব্যবহার করতে পারবেন।

USSD কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

আপনার যদি একটি নগদ একাউন্ট রয়েছে এবং আপনি সেখানে প্রবেশ করে দেখতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রথমে আপনার ডায়াল প্যাডে যেতে হবে।

এরপর নগদের ইউএসডি কোড *167# লিখে ডায়াল করতে হবে। এখন আপনি নগদের Main Menu দেখতে পারবেন। এখানে আপনি আটটি অপশন দেখতে পারবেন। যেমন,

  1. Cash Out
  2. Send money
  3. Mobile recharge
  4. payment
  5. Bill pay
  6. Sadhin Pay
  7. My Nogod
  8. Pin reset

এই মেইন মেনু থেকে আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন।

আপনি যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে নিচে এর পদ্ধতি দেখুন।

USSD এর মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার পদ্ধতি

প্রথমে আপনাকে ডায়াল করতে হবে *167# লিখে।

এরপর আপনাকে My Nogod অর্থাৎ 7 লিখে রিপ্লাই দিতে হবে।

এরপর Check balance অর্থাৎ 1 লিখে দিতে হবে।

এখন আপনার নগদ একাউন্টের পিন কোড দিতে হবে। পিন কোড দেওয়ার পর আপনি নগদ একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবেন।

Nogod App দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন এবং আপনি নগদ একাউন্ট এর মাধ্যমে লেনদেন করতে চান তাহলে আপনার মোবাইলে নগদ এপ্স ইন্সটল করে অধিক সুবিধা পেতে পারেন।

কেননা নগদ এপ ব্যবহারের অনেকগুলো সুবিধা রয়েছে। নগদ এপ্স দিয়ে ব্যালেন্স চেক একদম সিম্পল।

তাছাড়া আপনি যদি নগদের সব ধরনের ফিচারস ব্যবহার করতে চান তাহলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে নগদ এপ ইন্সটল করে নিতে হবে।

এরপর নগদ এপ্স ওপেন করুন। এখন আপনাকে একাউন্টে লগিন করতে হবে। প্রথমে আপনার মোবাইল নাম্বার দিন।

নগদ একাউন্ট ব্যালেন্স চেক
Mobile Number

এরপর মেসেজের মাধ্যমে আপনি একটি ওটিপি কোড কোড পাবেন তা দিন। এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে লগিন এ ক্লিক করুন।

নগদ একাউন্ট চেক কোড
Enter nagod pin code

আপনার নগদ একাউন্টে লগিন হয়ে যাবে। নগদ একাউন্টের হোমপেজের ইন্টারফেস নিচের মত দেখাবে।

নগদ এপ্স দিয়ে ব্যালেন্স চেক
Nagod account homepage

এখন আপনি যদি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে উপরের দিকে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এখানে ক্লিক করলেই ব্যালেন্স দেখতে পারবেন।

সুতরাং নগদ এপ দিয়ে ব্যালেন্স চেক একদম সিম্পল। এই ছিলো নগদ একাউন্ট দেখার নিয়ম।

নগদের আরো কিছু খুটিনাটি বিষয় সম্পর্কে জানুন

এপের একদম নিচের দিকে আমার নগদ নামে একটি থ্রি ডট মেনু রয়েছে সেখানে ক্লিক করলে নগদের ভাষা পরিবর্তন, পিন পরিবর্তন, নগদের ওয়েবসাইট, নগদ ফেসবুক পেজ এবং নগদ একাউন্ট থেকে সাইন আউট করার অপশনগুলো পেয়ে যাবেন।

নগদ একাউন্ট দেখার পদ্ধতি

কিভাবে নগদ একাউন্টের পিন পরিবর্তন করবেন?

পিন পরিবর্তন করার জন্য নগদ এপের হোমপেজ থেকে নিচে আমার নগদ এ ক্লিক করুন। এরপর “পিন পরিবর্তন ” এ ক্লিক করুন। তারপর তিনটি ফর্ম দেখতে পারবেন৷

নগদ পিন পরিবর্তন
নগদ পিন পরিবর্তন

প্রথমটিতে আপনার একাউন্টের বর্তমান পিন কোড দিতে হবে। আর দ্বিতীয় টিতে নতুন পিন কোড দিতে হবে। এরপর তার নিচে আবার নতুন পিনকোড দিয়ে সাবমিট এ ক্লিক করলে আপনার নগদ পিন পরিবর্তন হয়ে যাবে।

নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নম্বর

আপনি যদি যেকোন সমস্যা নিয়ে নগদ এর সাথে কথা বলতে চান তাহলে তাদের হেল্পলাইন নম্বর এ ফোন করতে পারবেন। নগদ হেল্পলাইন নম্বর হলো 16216.

আমার শেষ কথা

আশা করি নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝে গেছেন। আমি নগদ একাউন্টের সবকিছু বিষয়ে আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *