পড়াশোনা করার নিয়ম | পড়াশোনায় মনোযোগ আনার উপায়

সঠিক ভাবে পড়াশোনা করার নিয়ম অথবা পড়াশোনায় মনোযোগ আনার উপায় গুলো সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা জানবো। (The best ways to study properly)

পড়াশোনায় মনোযোগ আনার উপায়
পড়াশোনা করার সঠিক নিয়ম

আপনি কি জানেন? আমাদের কেন পড়তে ইচ্ছা করে না?

কারন আমাদের mental pain এর ফলে। আর এই mental pain থেকে বাঁচার জন্য পড়া থেকে দূরে থাকি। তাই পড়া আমাদের কাছে কঠিন মনে হয়।

আমাদের সবসময় ভাবতে হবে যে ক্লাসে সবার থেকে ভালো করতে হবে, বাবা-মায়ের গর্ববোধের কারন হতে হবে এবং দেশের জন্য কিছু করতে হবে। দেশ বিদেশের মহৎ ব্যক্তির দ্বারা আমাদের প্রভাবিত করতে হবে।

অন্যান্য দেশের মানুষ যদি চাঁদ জয় করতে পারে তাহলে আমরা কেন পারব না?

আমাদের রোজ রোজ পড়ার motivation আসে না। আমাদের বাধ্য হয়েই পড়তে হয়।Motivation আসুক আর না আসুক, আমাদের কাজ করে যেতে হবে।

তাই আপনি যদি সঠিক ভাবে পড়াশোনা করার নিয়ম গুলোর বিষয়ে ভালোভাবে জানতে চাচ্ছেন তাহলে নিচে কিভাবে পড়ালেখায় মনোযোগী হওয়া যায় এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

তাহলে চলুন জেনে নিই, পড়াশোনায় মনোযোগ আনার উপায় গুলো কি কি?

পড়াশোনায় মনোযোগ আনার উপায় | সঠিকভাবে পড়াশোনা করার নিয়ম

পড়াশোনা করার নিয়ম
কিভাবে পড়াশোনায় মনোযোগী হওয়া যায়?

নিচে ৮টি পড়াশোনা করার সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলো অনুসরণ করে আপনি সহজে পড়ালেখায় মনোযোগী হতে পারেন।

এতে আপনি পড়াশোনা দ্রুত করতে পারবেন এবং অন্য বিষয় থেকে আপনার মনোযোগ সহজেই পড়ালেখায় নিয়ে আসতে পারবেন।

১) পরিবেশ: প্রথমে পড়ার জন্য আমাদের নিরব পরিবেশ খুজে বের করতে হবে।যেখানে বাইরের কোন আওয়াজ যাতে না আসে।

২) চেয়ার টেবিলে পড়তে বসতে হবে। ঝুকে বসা যাবে না। এতে পড়ায় মনযোগী হওয়া যায় সহজে।

৩) মোবাইল ফোন: পড়ার সময় ফোন কাছাকাছি রাখা যাবে না,ফোন সাইলেন রাখতে হবে। কারন অনেক সময় আপনি পড়তে বসে ফোনে কোন নটিফিকেশন বা এসএমএস আসলো সেটা দেখতে গিয়ে বা এসএমএস রিপ্লাই দিতে গিয়ে আবার পড়তে বসলেন এতে আপনার পড়ার concentration নষ্ট হয়।

৪) যদি এক টানা পড়া পড়তে গিয়ে বোর ফিল করেন তাহলে একটু রেস্ট নিন বাট পড়ার টেবিল থেকে উঠা যাবে না। কারন আমাদের মন সবসময় চায় রিলাক্স করতে। তাই পড়ার টেবিল থেকে একবার উঠলে পুনরায় মনকে পোষ মানানো কঠিন।

৫) ক্ষুধা নিবারন করুন। পড়তে বসার আগে পর্যাপ্ত পরিমান খাবার খাইতে হবে,যাতে পড়তে বসলে ক্ষিধা না লাগে।

পানি বা শুকনো জাতীয় খাবার সাথে রাখা। পড়তে বসে ক্ষিধা লাগে তাহলে যাতে হাতের কাছে থাকে। ফলে খাওয়ার জন্য আপনাক অযথা সময় নষ্টকরতে না হয়।

৬) যে জিনিস গুল পড়ার জন্য দরকার সেটা পড়ার টেবিলের কাছে রাখা। যাতে বারবার উঠতে না হয়।

৭) জটিল প্রক্রিয়া: জটিল বিষয় পড়তে গেলেই মন সারা জগতে ঘুরতে থাকে। কতক্ষন মন বিক্ষুপ্ত হচ্ছে তার নিরুপনের একটি পদ্ধতি অবলম্বন করুন।

যখনি কোনো জটিল পড়া পড়তে গিয়ে পড়া থেকে মন উঠে যাচ্ছে, তখন যেখান থেকে পড়া মনে রাখতে পারছেন না আবার সেখান থেকে পড়া শুরু করুন। যতক্ষণ না পড়া মনে রাখতে না পারছেন। আমাদের সবসময় ভাবতে হবে যে এটা পড়া মুখস্থ করা কোন বেপার না। সব কিছু এজিলি নিতে হবে।

৮) আমরা যেটাই পড়ি না কেনো সেটাই লিখতে হবে। ফলে পড়া মনে থাকবে।এতে পড়ার motivation অনেক গুন বেরে যায়।

অবশেষে আমাদের লক্ষ ঠিক রাখতে হবে। যে কাজ টাই করি না কেন আমাকে মনযোগী হতে হবে এবং কাজ টি শেষ করতে হবে।

সর্বশেষ

তাহলে বন্ধুরা, পড়াশোনা করার নিয়ম অথবা পড়াশোনায় মনোযোগ আনার উপায় গুলো সম্পর্কে আশা করি আজকের আর্টিকেলে বিস্তারিত জানতে পেরেছেন।

বলতে গেলে, পড়াশোনা করার কিছু সঠিক নিয়ম আছে, যেগুলো আমি উপরে উল্লেখ করেছি, কিন্তু সবকিছুই আপনার নিজের কাছে।

আপনাকে নিজেই ঠিক করে নিতে হবে কিভাবে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় এবং এজন্য পড়ালেখার প্রতি অধিক আগ্রহ থাকা আবশ্যক।

আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন।

Article Written By: Fariha Afroz (Guest Author)

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *