পরিবর্তনশীল যোজনী কি বা কাকে?
আজকে আমারা জানব
পরিবর্তনশীল যোজনী যোজনী কি বা কাকে বলে?
যেসব মৌল ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী ব্যবহার করে সে সব মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।
যেমনঃ কিউপ্রাস ক্লোরাইড(CuCl) ও কিউপ্রিক ক্লোরাইড(CuCl₂) যৌগে Cu এর যোজনী যথাক্রমে 1 ও 2 ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ কপার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে
আবার, যে মৌলের একাধিক যোজনী আছে, তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।
এক ধরনের যৌগে আয়রণের যোজনী 2, এ যৌগসমূহকে ফেরাস যৌগ বলা হয়। অন্য ধরনের যৌগে আয়রণের যোজনী 3, এ যৌগসমূহকে ফেরিক যৌগ বলা হয়।

পরিবর্তনশীল যোজনী নির্ণয় করার নিয়ম
- কার্বন (C)
কার্বনের যোজনী নির্ণয় করার জন্য প্রথমে এর ইলেকট্রন বিন্যাস করতে হবে
C(6) = 1s^2 2s^2 2px^1 2py^1
দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষে বিজোড় ইলেকট্রন আছে ২ টি। সুতরাং এর যোজনী ২।
কিন্তু আমরা বেশির ভাগ যৌগে দেখি কার্বনের যোজনী ৪। কিন্তু হিসাব করে তো দেখা যায় ২
তাহলে ৪ কি ভুল?
না..।উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস করে পাই…
C(6)= 1s^2 2s^1 2px^1 2py^1 2pz^1
এখন দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষে বিজোড় ইলেকট্রন আছে ৪টি। সুতরাং এর যোজনী ৪।
এ থেকে বুঝা যায় কার্বনের যোজনী ২ ও ৪।
উত্তেজিত অবস্থা কি বা কাকে বলে?
পরমানু সমূহ পরিবেশ থেকে শক্তি শোষণ করে সর্বশেষ অরবিট এর কোন ইলেকট্রন ঐ অরবিট এর খালি কোন অরবিটাল কিংবা সাব অরবিটাল এ দিয়ে দেয়। এ অবস্থাকে ওই মৌলের উত্তেজিত অবস্থা বলে। সহজ কথায় শক্তি শোষণ করে জোড় ইলেকট্রন ভেঙে বিজোড় হয়ে পড়া । বিজোড় ইলেকট্রন বন্ধন গঠনে তুলনামূলক ভাবে অধিক সক্রিয়।
C(6) = 1s^2 2s^2 2px^1 2py^1 2pz^0
দেখা যাচ্ছে ২ নাম্বার অরবিট এর 2pz সাব অরবিটালটি খালি আছে। আর 2s এ ইলেকট্রন আছে ২টি। তো কথা অনুযায়ী উত্তেজিত অবস্থায় জোড় ইলেকট্রন ভেঙে যাবে আর ফাকা কোনো অরবিটাল অথবা সাব অরবিটাল এ ইলেকট্রন চলে যাবে। এখানে 2s এ ইলেকট্রন ২টি ছিল তা ভেঙে একটি হবে। আর 2pz সাব অরবিটাল ফাকা ছিলো। উক্ত ইলেকট্রনটি এই অরবিটালে আসবে।
এভাবে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়
C (6)= 1s^2 2s^1 2px^1 2py^1 2py^1
Fe এর ইলেকট্রন বিন্যাস-
Fe(26)= 1s^2 2s^2 2p^6 3s^2 3p^6 3d^6 4s^2
এর সর্বশেষ কক্ষপথে ২টি ইলেকট্রন রয়েছে। এই ২টি ত্যাগ করে সে স্থিতিশীল হয়ে Fe^2+ আয়ন এ পরিণত হবে।
Fe →2e→ Fe^2+
আমরা জানি কোন আয়ন বা মূলকের আধানই তাই যোজ্যতা প্রকাশ করে। সুতরাং Fe এর যোজনী ২।
এখন আবার Fe2+ এর ইলেকট্রন বিন্যাস-
Fe2+ = 1s2 2s2 2p6 3s2 3p6 3d6
কিন্তু আমরা জানি কোন অরবিটাল পুর্ন কিংবা অর্ধপূর্ন অবস্থায় বেশি সুস্থিত ।
সুতরাং ইলেকট্রন বিন্যাস হবে-
Fe^2+ = 1s^2 2s^2 2p^6 3s^2 3p^6 3d^5 4s^1
এক্ষেত্রে আবার সর্বশেষ কক্ষে ইলেকট্রন আছে একটি । তাই স্থিতিশীল হতে এই একটি ইলেকট্রন ত্যাগ আবার করবে এবং Fe^3+ আয়নে পরিণত হবে।
Fe^2+ →e→ Fe^3+
এখন আধান ৩ তাই যোজনী ৩। সুতরাং আয়রনের যোজনী ২ ও ৩।
[পরিবর্তনশীল যোজনী কি বা কাকে বলে?]
১-৩০টি মৌলের পরিবর্তনশীল যোজনীর তালিকা

মৌলের নাম →পরিবর্তনশীল যোজনী
কার্বন (C)- 2,4
নাইট্রোজেন(N) – 3,5
সালফার(S)-2,4,6
ফসফরাস(P)-3,5
ক্রোমিয়াম(Cr)-3,2
ম্যাঙ্গানিজ(Mn)-2,7
আয়রন(Fe)-2,3
কপার(Cu)-1,2
পর্যায় সারণি প্রশ্ন জ্ঞানমূলক ও অনুধাবনমূলক
পর্যায় সারণি কাকে বলে ? আধুনিক পর্যায় সারণির বৈশিষ্ট্য
সংকেত কাকে বলে ? আণবিক, গাঠনিক, এনালগ এবং ডিজিটাল সংকেত
আইসোটোপ কাকে বলে ? উদাহরণসহ সংজ্ঞা(Isotope)
রসায়ন কি বা কাকে বলে ? রসায়নের জনক কে ও কেন ?
নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র ব্যাখা ও উদাহরণসহ
বিজ্ঞান কি বা বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের বিভিন্ন শাখা