প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায় গুলো জেনেনিন
আপনি যদি প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায় কিংবা প্রিয়জনের রাগ ভাঙ্গানোর উপায় গুলোর বিষয়ে জেনে নিতে চাইছেন তাহলে আমার আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
কারণ এই আর্টিকেলে আমি “কিভাবে প্রিয়জনের রাগ কমানো যায়” এ বিষয়ে কিছু সেরা উপায় আপনাদের বলতে চলেছি।

বন্ধুরা প্রেমিক এবং প্রেমিকার মধ্যে কিছু বিষয় নিয়ে ঝগড়া কিংবা মন খারাপ হতেই পারে।
প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া বা মন খারাপের বিষয়টি খুবই স্বাভাবিক ব্যাপার।
কারণ ভালোবাসার সম্পর্কের মাঝে তো ঝগড়ার বিষয়টা থাকছেই।
তাই প্রিয়জনের উপর রাগ বা অভিমান করে থাকাটা আমাদের প্রিয়জনের থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারে।
এমনকি অনেকদিন ধরে রাখা রাগ বা অভিমানের ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে।
তাই যদি প্রেমিক প্রেমিকার মাঝে কোন ধরনের রাগারাগি বা এরকম কোন সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধানের জন্য প্রেমিককেই সাধারণত পথ খুজতে হয়।
কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রেমিকা বা প্রিয়জন কোন ধরনের ভুল করে থাকলে যদি সেখানে ঝগড়া বেধে যায় তাহলে এই রাগ বা অভিমান প্রেমিকরাই ভাঙ্গিয়ে থাকেন।
আর এটি গার্লফ্রেন্ড ও আসা করে থাকেন যে তার বয়ফ্রেন্ড আসে যেন তার রাগ ভেঙ্গে দেয়।
তাই আপনার সাথেও যদি এরকম কিছু ঘটেছে তাহলে আপনার খুব তাড়াতাড়ি প্রেমিকার রাগ ভেঙ্গে দেওয়া উচিত।
কেননা এতে আপনার কিংবা আপনার প্রিয়জনের মমে কষ্ট পাওয়ার ব্যাপার অবশ্যই থাকছে।
আর আপনি যদি কিভাবে প্রেমিকার রাগ কমানো যাবে এ বিষয়ে ভালোভাবে না জেনে থাকেন তাহলে কাজটি আপনার জন্য জটিল হয়ে যাবে।
তাই আপনার উপর কি আপনার প্রিয়জন রাগ করে আছে এবং আপনি ভাবছেন কিভাবে প্রেমিকার রাগ ভাঙ্গানো যাবে তাহলে আপনি একদম সঠিক যায়গায় এসেছেন।
তাই চলুন বেশি দেরি না করে সব উপায়গুলোর বিষয়ে ভালো করে জেনে নেওয়া যাক।
প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায় গুলো – (সেরা ৯ টি উপায়)
যদি আপনি প্রেমিকার রাগ কমানোর উপায়গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এর অনেকগুলো উপায় আমাদের সামনে রয়েছে।
এই সবগুলো উপায়ের মাধ্যমে সহজেই প্রেমিকার রাগ ভাঙ্গানো সম্ভব।
কিন্তু নিচে আমি আপনাদের কিছু সেরা উপায়ের বিষয়ে বলে দিবো যেগুলো প্রেমিকার মন ভালো করার ক্ষেত্রে অধিক কাজে এসে থাকে।
আমি যে উপায়গুলো নিচে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এগুলো তেমন কোন কঠিন কিংবা কষ্টের কাজ নয়।
এগুলো অনেক সাধারণ যা আপনার প্রেমিকার রাগ মূহুর্তের মধ্যে ভাঙ্গাতে সাহায্য করে থাকবে।
১. প্রিয়জনকে সময় দিন
আপনার প্রেমিকা যদি আপনার উপর কোন কারণে রেগে আছে আর আপনি তাকে সময় দিতে পারছেন না তাহলে আপনার উপর তার রাগ আরো বাড়তে থাকবে।
কেননা সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।
আপনি প্রতিদিন বা দিনের যেকোন সময় যেকোন কাজেই ব্যস্ত থাকেন না কেন, আপনার প্রিয়জনকে যথেষ্ট সময় দেওয়ার অবশ্যই চেষ্টা করুন।
এতে করে আপনার ভালোবাসার সম্পর্ক আরো খাটি হয়ে থাকবে।
আর যদি আপনার প্রেমিকা রাগ করে রয়েছে তাহলে তাকে কিছু বেশি সময় দিন, তার সাথে কথা বলুন, গল্প করুন, গেম খেলুন এসব কাজ করতে পারেন।
এগুলো আপনার প্রিয়জনের রাগ ভাঙ্গাতে সাহায্য করে থাকবে।
২. ভালোবেসে কথা বলুন
যদি আপনার প্রেমিকা আপনার উপর রেগে আছে তাহলে তার সাথে ভালোবেসে কথা বলার চেষ্টা করুন।
কেননা কথার মাধ্যমে যেকোন ধরনের সমস্যার সমাধান করে নেওয়া যেতে পারে।
সে কেন অথবা কোন বিষয় নিয়ে আপনার উপর রাগ করে রয়েছে তা বোঝার চেষ্টা করুন।
প্রয়োজনে ছোটখাট সমস্যার সমাধানের জন্য তাকে sorry বলতে পারেন।
এতে সে খুব তাড়াতাড়ি আপনার উপর থেকে অভিমান সরিয়ে নিবে।
আর মনে রাখবেন, এমনিতে যদি কোন কারণে আপনার প্রেমিকার সাথে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে যায় তাহলে তার সাথে রেগে বড় বড় কথা বলবেন না। তার চেয়ে বরং ভালোভাবে সমস্যার সমাধান করে নিলেই হয়ে যায়।
আপনি যদি সে সময় তার সাথে আরো জোরে কথা বলে থাকেন তাহলে সমস্যা আরো দ্বিগুন হয়ে যেতে পারে।
তাই যেকোন সমস্যা হয়ে গেলে তার সামনে হাসিমুখে কথা বলুন, আপনার ভুলের জন্য sorry বলুন, তারপর দেখুন সে যত বেশি অভিমান নিয়েই থাকুক না কেন, খুব তাড়াতাড়ি তার মন ভালো হয়ে যাবে।
৩. গান গেয়ে শোনান
আপনি যদি কোন গান গাইতে পারেন তাহলে এটি আপনার প্রেমিকার মূহুর্তের মধ্যে ভালো করে দিতে পারে।
আপনার প্রেমিকার যদি মন খারাপ রয়েছে তাহলে তার সামনে গিয়ে একটি গান পরিবেশন করুন।
এর জন্য আপনি ভালো গান গাইতে পারলেও হবে এবং আপনি যদি ভালো গান গাইতে না পারেন তাহলেও চেষ্টা করুন।
এক্ষেত্রে আপনি কোন পছন্দের গায়ক বা গায়িকার প্রেম বিষয়ক কোন একটি ভালো গান গান গাইতে পারেন।
যাতে করে আপনার প্রেমিকা দ্রুত রাগ ভাঙাতে বাধ্য হবে।
৪. ফুল দিন
ফুল দিলে প্রেমিকার মন অনেকটা ভালো হয়ে যেতে পারে। কেননা আমরা সবাই ফুলকে অধিক পছন্দ করে থাকি।
তাই আপনি যদি আপনার প্রেমিকার সাথে সাক্ষাত করতে চান তাহলে হাতে ফুল নিয়ে যান। এরপর আপনার ফুল তাকে দিন।
এতে আপনার প্রতি তার রাগ কেটে যাবে এবং অবশ্যই তার মন ভালো হয়ে যাবে।
তাছাড়া সরাসরি দেখা করা বাদেও মেসেজের মাধ্যমে তাকে ভালো ভালো ফুলের ছবি পাঠিয়ে দিতে পারেন।
এখন ইন্টারনেটে প্রচুর সুন্দর সুন্দর ফুলের ছবি কিংবা সেগুলোর উপর ভালোবাসা বিষয়ক মন ছুয়ে দেওয়া ভালো ভালো ছন্দ বা কবিতা লেখা থাকে।
এগুলো আপনার প্রিয়জন বা প্রেমিকাকে পাঠিয়ে দিলে তার মন দ্রুত ভালো হয়ে যেতে পারে।
বিশেষ করে প্রেমিকার রাগ ভাঙ্গানোর জন্য sorry লেখা বা এই বিষয়ক সুন্দর পিকচারগুলো পাঠাতে পারেন।
Also Read – সেরা কিছু রোমান্টিক ভালোবাসার পিকচার
৫. তার পছন্দের খাবার এনে দিন
আপনার প্রিয়জন যদি আপনার উপর কোন কারণে রাগ করে রয়েছে তাহলে প্রেমিকার রাগ ০ কৌশলগুলোর মধ্যে এটি অন্যতম একটি।
কেননা আমাদের সবার যখন মন ভালো থাকে না তখন আমাদের পছন্দের খাবার খেলে মনে প্রশান্তি চলে আসে।
তাই আপনার গার্লফ্রেন্ড এর রাগ কাটানোর জন্য তার সাথে দেখা করার সময় তার পছন্দের কোন খাওয়ার জিনিস নিয়ে নিন।
যেমন, চকলেট, কেক ইত্যাদি।
তারপর দেখুন সে আপনার উপরে আর বেশি সময় অভিমান করে থাকবে না এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
তাই পছন্দের খাবার প্রেমিক প্রেমিকার মধ্যকার সমস্যা সমাধানের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে।
৬. তার মুখে হাসি আনার চেষ্টা করুন
আপনার প্রেমিকার রাগ কমানোর জন্য এই কাজটি অত্যন্ত সহজ।
কেননা আপনি চাইলে সহজেই তার মুখে হাসি নিয়ে আসতে পারেন এবং আপনার প্রতি তার রাগ কেটে যেতে পারে।
এমন কোন কথা বলুন বা হাসির জোকস বলুন যা শুনলে তার মুখে হাসি আসতে বাধ্য।
আপনার যদি অন্যকে হাসানোর ভালো অভিজ্ঞতা রয়েছে তাহলে এই কাজটি আপনার জন্য খুবই সহজ।
৭. প্রেমিকাকে I love you বলুন
বন্ধুরা আপনার প্রিয়জন যদি অভিমান করে চুপ করে রয়েছেন তাহলে তাকে I love you বলুন। এতে তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ পাবে এবং ভালোবাসার সম্পর্ক আরো মজবুত হয়ে থাকবে।
যত বেশি i love you বলবেন তত তাড়াতাড়ি আপনাদের problem এর solve হয়ে যেতে পারে।
তাই সে যতক্ষন পর্যন্ত I love you too না বলে ততক্ষণ আপনি বলা চালিয়ে যান।
এটি দ্রুত প্রেমিক প্রেমিকার মাঝে ঝগড়া বিবাদের সমাধান দিতে পারে।
৮. তাকে উপহার দিন
মেয়েরা যেকোন পছন্দের জিনিষ উপহার পেতে পছন্দ করে থাকে।
তাই আপনার প্রেমিকা রাগান্বিত অবস্থায় থাকলে তার পছন্দের একটি জিনিস কিনে নিয়ে তার সামনে আসুন।
এতে সে gift টি না নিতেও পারে।
তাই তাকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করুন যে এটা আপনি তার জন্য কিনেছেন।
প্রেমিকার রাগ কমানোর সহজ উপায়গুলোর মধ্যে এটি অনেক কাজের।
৯. ঘুরতে নিয়ে যান
আপনার প্রিয়জন যদি ভালো ভালো জায়গায় ঘুরতে পছন্দ করে থাকেন তাহলে তাকে একবার বেড়াতে যাওয়ার কথা বলেই দেখুন না, আপনার প্রিয়জন কতটা আনন্দ পান।
তাই তার মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কোন নতুন স্থানে ঘুরতে যান।
এতে আপনার প্রিয়জনের মন অধিক ভালো থাকতে সাহায্য করবে।
- ইংরেজি শেখার সহজ উপায়
- মোবাইল থেকে ইমেইলে ছবি পাঠানোর নিয়ম
- ইমেইল পাঠানোর নিয়ম
- চোখ ভালো রাখার উপায় গুলো কি কি ?
সর্বশেষ
বন্ধুরা ভালোবাসার সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া বিবাদ এসব কিছু জড়িয়ে আছে।
গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড এর মাঝে ভুল বোঝাবুঝি বা রাগারাগি হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার।
কিন্তু এতে আপনাকে দ্রুত প্রেমিকার রাগ ভাঙ্গানোর কৌশল গুলোর মাধ্যমে তার রাগ কাটানোর চেষ্টা করতে হবে।
আমি উপরে যে প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায়গুলো আলোচনা করেছি এগুলো খুবই কাজের এবং এর মাধ্যমে আপনার প্রিয়জনের রাগ মুহূর্তের মধ্যে ভেঙ্গে দিতে পারেন।
আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।