ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় গুলো কি কি?

ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায়: (How to make your facebook page popular)

আপনারা অবশ্যই জানেন যে, বর্তমানে একটি ফেসবুক পেজের মাধ্যমে নতুন ব্যবসা শুরু করা যায়। এরপর ব্যবসার প্রচার প্রচারণা চালানো হয় ফেসবুক পেজের মাধ্যমে।

ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায়
ফেসবুক পেজ জনপ্রিয় করার সহজ উপায়।

তাছাড়া আরও অনেক প্রয়োজনে আমরা একটি ফেসবুক পেজ খুলে থাকি। যেমন, নিজের personal ফেসবুক পেজ, যেখানে নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য নানা ধরনের posts, images, videos ইত্যাদি upload করে থাকি।

এছাড়া, আপনি হয়তো এটাও জানেন যে, ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়।

তবে, কিভাবে?

বর্তমানে ইউটিউব এর মত ফেসবুকেও Facebook monetization নামে একটি feature রয়েছে যার মাধ্যমে ফেসবুক পেজ মনিটাইজ করানো যায় এবং অর্থ উপার্জন করা যায়।

কিন্তু আপনি নিজের personal কিংবা ব্যবসায়িক যেকোন উদ্দেশ্যে একটি ফেসবুক পেজ তৈরি করেন না কেন, একদম প্রথমে আপনার পেজের কোন রকম জনপ্রিয়তা থাকবে না এবং কেউ জানবে না আপনার পেজের বিষয়ে।

এজন্য আপনার ফেসবুক পেজকে promote করতে হবে যেন সকলে আপনার পেজটির বিষয়ে জানতে পারেন।

তবে, একটি ফেসবুক পেজ জনপ্রিয় করার সহজ উপায় কি?

এই প্রশ্নটি যদি আপনি করে থাকেন তাহলে এর একটি সোজা উত্তর হলো, “আপনার পেজের paid promotion করা।”

কিছু টাকা দিয়ে একটি ফেসবুক পেজকে promote করা কিন্তু খুবই সহজ এবং লাভজনক।

আর যখন আপনি ফেসবুকে কিছু টাকা দেওয়ার বিনিময়ে আপনার পেজের পেইড প্রমোশন করবেন তখন আপনাকে তেমন কোন কাজ করতে হবে না।

ফেসবুক নিজে নিজেই আপনার পেজকে সকলের সামনে নিয়ে যাবে এবং এতে করে পেজের likes এবং followers বেড়ে যাবে খুব কম সময়ে।

কিন্তু আমরা যখন প্রথমে একটি ফেসবুক পেজ খুলি তখন একদম প্রথমের দিকে আমরা টাকা দিয়ে পেজ জনপ্রিয় করে তুলতে চাই না।

তবে পেইড প্রমোশন ছাড়াও আপনি ফেসবুক পেজকে প্রমোট করতে পারেন। আর এটা সম্পুর্ণ ফ্রিতেই করতে পারবেন।

এমনিতে আমরা “একটি ফেসবুক পেজ জনপ্রিয় করা” এই কথাটির দিয়ে কি বুঝে থাকি?

এই কথাটি দ্বারা আমরা এটাই বুঝি যে, আমাদের ফেসবুক পেজে যখন প্রচুর লাইক এবং ফলোয়ার্স থাকবে তখন এটি জনপ্রিয় হয়ে উঠবে।

আর তাই,

আপনি যদি এটা জেনে নিতে পারেন যে ও কি কি উপায়ে একটি facebook page ফ্রিতেই promote করা যায় তাহলে আপনার জন্য এই কাজটি করা অনেক সহজ হয়ে দাঁড়াবে।

তাই আমি ফেসবুক পেজ প্রমোট করার নিয়ম গুলো সম্পর্কে নিচে অবশ্যই বিস্তারিত আলোচনা করব।

একটি ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় গুলো কি কি?

আপনি যদি ফেসবুকে নতুন একটি পেজ খোলার কথা ভাবছেন বা খুলেছেন, তাহলে আপনি হয়তো এটা দেখেছেন যে আমরা প্রতিদিন ফেসবুকে আমাদের চোখের সামনে অনেক জনপ্রিয় কিছু পেজ দেখে থাকি।

কিন্তু এসব পেজ কেবল একদিনে জনপ্রিয়তা লাভ করেনি তাদের পেজে প্রচুর কনটেন্টস post করার মাধ্যমে এতটা পপুলার হয়ে উঠেছে।

তাই প্রথমের দিকে আপনাকে পেজের পিছনে প্রচুর পরিশ্রম করতে হবে এবং অধিক সময় ব্যয় করতে হবে মানুষের কাছে আপনার পেজটিকে তুলে ধরার জন্য।

এজন্য আপনার পেজে প্রতিদিন ভালো ভালো contents publish করতে হবে।

যখন লোকেরা আপনার কনটেন্ট গুলো পছন্দ করবেন তখন তারাই আপনার ফেসবুক পেজ থেকে অন্যদের সাথে শেয়ার করতে থাকবেন। ফলে আপনার পেজ ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে থাকবে।

তাই নিচে এখন আমি আপনাদের বলব, কিভাবে ফেসবুক পেজ প্রমোট করতে হয় এ বিষয়ে।

কিভাবে ফেসবুক পেজ অধিক জনপ্রিয় হবে? (How to make your facebook page famous)

বন্ধুরা ব্লগিং, ইউটিউব কিংবা ফেসবুক সকল ক্ষেত্রে একটি কথা রয়েছে যে, content is king.

তাই আপনি যত ভালো information মানুষকে জানাতে পারবেন তত বেশি লাভ আপনার হবে ফেসবুক পেজে অধিক লাইক এবং ফলোয়ারস বাড়ানোর ক্ষেত্রে।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি ফেসবুক পেজ জনপ্রিয় করে তোলা যায় এর গুরুত্বপূর্ণ বিষয় গুলো সম্পর্কে।

১. ফেসবুক পেজের একটি ভালো নাম choose করুন

একটি পেজের নাম কিন্তু ব্যবসা বা অন্য যেকোন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই আপনি যখন পেজের নাম দিবেন তখন কিছু সময় ভেবে নিয়ে একটি সুন্দর নাম দেওয়ার চেষ্টা করবেন।

এমন একটি নাম পছন্দ করুন যেটি আপনার পেজের বিষয়ের সাথে মিল রাখে।

যেমন, আপনার পেজটি যদি খেলাধূলা বিষয়ক বিভিন্ন টপিকের উপরে হয়ে থাকে তাহলে খেলাধূলার সাথে মিল রেখে একটি ভালো নাম বেছে নিন।

আর আপনার পেজের নাম অবশ্যই ইউনিক হতে হবে। আগে থেকে যে নামে ফেসবুক ফেস রয়েছে সেই নামটি বাছাই করা থেকে বিরত থাকুন।

একটি সহজ নাম দিন যা সহজে মনে রাখা যায়। এতে লোকেরা আপনার ফেসবুক পেজটি সহজেই খুজে পেতে পারবেন।

২. আপনার facebook page এর custom url করে নিন

বন্ধুরা, একটি পেজ খোলার পরে এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ।

কেননা আমরা যখন একটি নতুন ফেসবুক পেজ তৈরি করি তখন এর যে ইউয়ারএল বা link রয়েছে সেটি default ভাবে দেওয়া থাকে এবং এই default url টি অনেক কঠিন হয়ে থাকে যা যে কারো পক্ষে সহজে মনে রাখা সম্ভব নয়।

তাই আপনাকে পেজের একটি custom link সেট করে নিতে হবে।

কাস্টম URL টি হলো এরকম,

ধরুন, আপনার ফেসবুক পেজের নাম হচ্ছে Cricket Bangladesh.

তাহলে custom url setup করার পর আপনার পেজের url টি হবে এরকম, https://facebook.com/cricket-bangladesh/

যেমন, আমাদের এই ব্লগের ফেসবুক পেজের URL হলো https://facebook.com/itjano.xyz

দেখুন, যখন আপনার পেজে এরকম একটি সহজ লিংক থাকবে তখন লোকেরা তা সহজে মনে রাখতে পারবেন এবং আপনার পেজটিকে সহজেই অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।

৩. ফেসবুক পেজের সম্পুর্ণ সেটিংস করে নিন

যখন আপনি একটি পেজ খুলবেন এর পরে আপনাকে পেজের সকল setting ঠিক করতে হবে।

যেমন, পেজের ভালো একটি description লিখতে হবে। আপনার পেজটি যে বিষয়ের বা আপনি যেরকম সার্ভিস প্রদান করতে চান আপনার পেজের মাধ্যমে সে হিসেবে একটি description লিখতে হবে।

মনে রাখবেন,

পেজের cover photo এবং profile picture কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি আকর্ষণীয় কভার ফটো এবং একটি সুন্দর প্রোফাইল পিকচার আপনার পেজের জন্য তৈরি করুন এবং সেট করে নিন।

পেজে একটি button যুক্ত করে আপনার ইচ্ছে মত।

যেমন, Sign up, Send Email, Call button এই ধরনের বাটন গুলো আপনি যুক্ত করতে পারেন। এতে লোকেরা এই বাটনে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন।

এখানে আপনি চাইলে Follow button লাগাতে পারেন। এতে কেবল এই বাটনে কেউ ক্লিক করলে সে আপনার একজন ফলোয়ার হয়ে যাবে।

মনে রাখবেন, যতটা আকর্ষণীয় আপনার পেজ দেখতে লাগবে তত বেশি পরিমাণে লাইক এবং ফলোয়ার পাওয়ার সুযোগ থাকবে।

৪. নিয়মিত পোস্ট করুন

আপনি যখন regular আপনার ফেসবুক পেজে পোস্ট করতে থাকবেন তখন কিন্তু আপনার অধিক পরিমাণে লাইক এবং ফলোয়ার পাওয়ার সুযোগ থাকবে।

কেননা যখন প্রতিদিন ৪-৫ টি পোস্ট আপনি পেজে publish করবেন তখন ফেসবুক আপনার পোস্টকে অন্য লোকদের news feed এর মধ্যে বেশি পরিমাণে দেখাবে।

এতে যদি আপনার পোস্ট ভালো হয়ে থাকে তাহলে তারা আপনার পেজে like এবং follow করে দিবেন। আর এতে আপনার পেজ দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে।

৫. সঠিক কনটেন্ট পোস্ট করুন

আমি উপরে উল্লেখ করেছি নিয়মিত পেজে post publish করার। কিন্তু এজন্য যেটা ইচ্ছা সেটাই আপনি পোস্ট করে দিলে তেমন benefit পাওয়া যাবে না।

তাই আপনার পেজের বিষয় বা টপিকের উপর ভিত্তি করে পোস্ট করতে থাকুন।

আর শুধু text content পোস্ট করলে ভিজিটররা তেমন বেশি আকর্ষিত হবেন না আপনার পোস্টের প্রতি।

এজন্য text এর পাশাপাশি পোস্টে images, videos ইত্যাদি add করবেন।

ছবি এবং ভিডিও পোস্ট করার লাভ এটাই যে, যখন লোকেরা তাদের news feed এ image এবং video content কনটেন্ট দেখতে পারবেন তখন তারা সেটি অবশ্যই দেখে থাকবেন।

তাই ভালো কনটেন্ট এর উপর গুরুত্ব দিন। এতে আপনার পেজের folowers এর পরিমাণ দ্রুত বেড়ে যাবে।

৬. আপনার ফেসবুক friends দের invite করুন

যখন আপনার পেজে কিছু কনটেন্ট পোস্ট করা হয়ে যাবে তখন আপনার চেনা পরিচিত বন্ধুদেরকে বলুন আপনার পেজে লাইক করার জন্য।

সেই সাথে পেজের invite অপশন থেকে আপনার friend list এ থাকা সকল বন্ধুদের invite পাঠিয়ে দিন।

যদি আপনার বন্ধুর সংখ্যা ৪০০০ জন রয়েছে। তাদের মধ্যে যদি ১০০ জন আপনার পেজে লাইক দেন তাহলে এটি কিন্তু অনেক সংখ্যক।

এরপর যখল লাইক করা বন্ধুদের timeline এ facebook আপনার পেজের contents গুলো দেখাবে তখন তাদের timeline থাকে আবার তাদের বন্ধুরা আপনার পেজ সম্পর্কে জানতে পারবেন।

৭. অন্যান্য গ্রুপে পেজ শেয়ার করুন

অন্যান্য জনপ্রিয় গ্রুপ গুলোতে আপনার পেজ শেয়ার করার মাধ্যমে অনেক লাইকস এবং ফলোয়ারস আপনি পেতে পারেন।

ফেসবুকে এরকম অনেক গ্রুপ রয়েছে যেগুলোতে প্রচুর members রয়েছে। যদি আপনার পেজের post গুলো সেসব গ্রুপে শেয়ার করেন তাহলে সেই গ্রুপের members রা পেজে follow করার সুযোগ থাকেবে।

এতে আপনার পেজে লাইক এবং ফলোয়ারস প্রচুর পরিমণে বেড়ে যাবে।

৮. পরিচিত বন্ধুদের বলুন পেজে invite করতে

আপনার যে পরিচিত বন্ধুরা রয়েছে তাদেরকে বলুন যেন তারা আপনার পেজে like করে এবং তাদের বন্ধুদেরও লাইক করার জন্য invite পাঠিয়ে দেয়।

এতে একজন বন্ধু invite করলে যদি ৫০ জন আপনার পেজে লাইক করে তাহলে ১০ জন বন্ধু invite করলে আপনার লাইকের সংখ্যা দাঁড়াবে ৫০০ জন। তাহলে দেখুন এটি কতটা লাভজক হতে পারে। পেজে লাইক এবং ফলোয়ার বাড়ানোর জন্য।

৯. Trending topic নিয়ে কাজ করুন

Trending topic হলো সেই বিষয় যা বর্তমানে খুবই জনপ্রিয় এবং সকলের কাছে প্রচুর চাহিদা রয়েছে।

তাই আপনি যদি এইসব বিষয়ের উপরে ভিডিও তৈরি করে পোস্ট করেন তাহলে সেগুলো প্রচুর পরিমাণে শেয়ার হওয়ার সুযোগ থাকে।

তাই trending বিষয়গুলো খুজুন এবং সেগুলোর উপর গুরুত্ব দিন।

১০. টাকা দিয়ে ফেসবুক পেজ boost করুন

ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায়গুলোর মধ্যে এটি একটি অধিক কার্যকরী কৌশল যা সকলের কাছে পরিচিত।

আমরা যখন পেজে নতুন কোন পোস্ট করে থাকি তখন সেখানে boost করার অপশন আমাদের দেখানো হয়ে থাকে।

এতে আমরা ফেসবুককে কিছু টাকা প্রদান করে আমাদের পোস্ট অনেক লোকের কাছে তাড়াতাড়ি পৌছে দিতে পারি।

এজন্য আপনাকে কোন কাজ করতে হবে না। যদি আপনি পেজের paid promotion বা boost করে থাকেন তাহলে ফেসবুক নিজে নিজেই ফেসবুক user দের আপনার পেজটিকে নিয়ে যাবে।

এতে করে দ্রুত এবং কম পরিশ্রমে পেজের like, followers বৃদ্ধি পাবে।

১১. ব্লগ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুক পেজ প্রোমোট করুন

যদি আপনার একটি ব্লগ রয়েছে তাহলে সেই ব্লগে ফেসবুক পেজের লিংক দিয়ে দিতে পারেন। সেখান থেকে আপনি কিছু সংখ্যক ফলোয়ার পেয়ে যেতে পারেন।

এছাড়াও যদি আপনার ইউটিউব চ্যানেল রয়েছে তাহলে ভিডিওর description box এ ফেসবুক পেজের লিংক দিয়ে পারেন।

এভাবে ব্লগ এবং ইউটিউবের মাধ্যমে ফেসবুক পেজ প্রোমোট করা যায়।

 

আমার শেষ কথা,

কিভাবে ফেসবুক পেজ জনপ্রিয় করতে হয় এ বিষয়ে আমার এই আর্টিকেলটি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।

এই ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় গুলো অনেক কাজের।

আর আপনি যদি এই কৌশল গুলোর মাধ্যমে page boost করতে চান তাহলে আপনাকে ভালোভাবে কাজ করতে হবে এবং পরিশ্রম অবশ্যই করতে হবে।

আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করবেন।

অবশ্যই পড়ুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *