ফেসবুক ভিডিও ডাউনলোডার সফটওয়্যার – (Best 4)
বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো সেরা ফেসবুক ভিডিও ডাউনলোডার সফটওয়্যার সম্পর্কে বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার এর বিষয়ে৷ (Best facebook video downloader software)

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হলো ইউটিউব (Youtube)৷ কেননা ইউটিউবে প্রতিদিন ভিডিও ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন৷ আর সেসব ভিডিও প্রচুর পরিমানে ভিউয়ার্সরা (viewers) ইউটিউবে গিয়ে দেখছেন৷
ইউটিউবের পাশাপাশি বর্তমানে ফেসবুকেও মানুষ প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছেন এবং সেগুলো অনেক মানুষ দেখছেন৷
বর্তমানে ফেসবুক ইউটিউবের মত ভিডিও মনিটাইজেশন (Monetization) ফিচার চালু করেছে৷ যার মাধ্যমে ফেসবুকে পেজে আমরা ভিডিও আপলোড করে সেই ভিডিও গুলো মনিটাইজ করানোর মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি৷
- ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার সেরা ১০ টি উপায়
- ইউটিউব মনিটাইজেশন কি ? চ্যানেল মনিটাইজেশনের নিয়ম
- ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়
যাহোক যেহেতু বর্তমানে প্রচুর পরিমানে লোকেরা ফেসবুকের ভিডিও দেখছেন৷ তাই ফেসবুকের যেকোন একটি ভিডিও সবচেয়ে ভালো লাগতে পারে৷
আর আপনাকে সেই ভিডিওটি মোবাইল ফোনে বা কম্পিউটারে ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন হয়৷ কিন্তু আপনি চাইলে সরাসরি ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন না৷ এরকম কোন সিস্টেম ফেসবুকে আগে থেকে দেওয়া নেই৷
তাই আপনি যদি জানতে চাইছেন যে কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায় কি, তাহলে এই আর্টিকেলে আমি আপনাদের সেরা কিছু ফেসবুক ভিডিও ডাউনলোডার সফটওয়্যার এর বিষয়ে বলবো,
যেগুলোর মাধ্যমে আপনারা ফেসসবুক থেকে যেকোন ভিডিও সহজেই ডাউনলোড করে আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে রাখতে পারবেন৷ (How to download video from Facebook?)
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সেরা ৪টি উপায়
বন্ধুরা আমরা যখন ফেসবুকে কোন ভিডিও দেখি এবং ভিডিও টি আমাদের অত্যন্ত পছন্দ হয়ে যায় কেবল তখনই আমরা কোন ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করতে চাই৷
আমি আপনাদের ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সেরা চারটি পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিবো৷ ফেসবুক থেকে কোন ভিডিও ডাউনলোড করে নেওয়ার জন্য এগুলোই সবথেকে সেরা পদ্ধতি হিসেবে বিবেচিত৷
তো চলুন জেনে নেওয়া যাক যে চারটি উপায়ে আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন৷
4 Easy Ways to Download Videos from Facebook
১. Snaptube এপস দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড
আপনি যদি আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক থেকে কোন ভিডিও কে ডাউনলোড করে নিতে চাইছেন তাহলে আপনি এই এন্ড্রয়েড এপ্সটি ব্যবহার করতে পারেন৷
এটি এমন একটি এপস যার মাধ্যমে ফেসবুকের যেকোন ভিডিও অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন৷ কেবল ফেসবুক থেকে নয় আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন৷
কিভাবে snaptube এপস দিয়ে ভিডিও ডাউনলোড করবেন?
- আপনাকে প্রথমে এই এন্ড্রয়েড এপসটি আপনার স্মার্টফোনে ডাউনলোড করে ইন্সটল ল্করে নিতে হবে৷ এই এপসটি আপনি গুগল পে স্টোরে পাবেন না৷
- এটি ডাউনলোডের জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে snaptube download লিখে৷
- এরপর প্রথমে যে সার্চ রেজাল্ট টি আপনার সামনে প্রদর্শিত হবে সেখানে ক্লিক করে আপনাকে এই এপসটি ডাউনলোড করে নিতে হবে৷
- ডাউনলোড করা হয়ে গেলে এপসটি ওপেন করুন৷ এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে৷ এখান থেকে ফেসবুকের আইকনে ক্লিক করুন৷
- এরপর আপনার ফেসবুক একাউন্টের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে৷
- লগিন করা হয়ে গেলে আপনি যখন কোন ভিডিও দেখতে যাবেন তখন ভিডিওর নিচের দিকে দেখলে ডাউনলোড বাটন পেয়ে যাবেন৷
- সেই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন৷
এই এপস দিয়ে কোন ভিডিও ডাউনলোড করার সময় আপনি ভিডিও ফরম্যাট সিলেক্ট করে দিতে পারবেন৷
আপনি যেকোন ভিডিও অডিও আকারেও ডাউনলোড করতে পারবেন৷ এজন্য আপনাকে ডাউনলোড করার আগে অডিও ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে৷
২. Vidmate এপস দিয়ে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড
বন্ধুরা Snaptube এর মতো ভিডমেট ও এমন একটি এপ্স যার মাধ্যমে আপনি ফেসবুক কিংবা ইউটিউব যেকোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন৷
Snaptube এবং Vidmate এই দুইটি এপ্স দিয়েই ভিডিও ডাউনলোড করার পদ্ধতি প্রায় একই৷
আমি উপরে যেভাবে বললাম, একইভাবে এই এপসটি দিয়েও আপনি ভিদিও ডাউনলোড করতে পারবেন৷ এই এপসটিও আপনি গুগল প্লে স্টরে পাবেন না৷
এটি আপনাকে গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে৷
আমি উপরে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার যে দুইটি পদ্ধতির বিষয়ে বললাম, এই দুটি পদ্ধতি কেবল মোবাইল ফোনের ক্ষেত্রে প্রযোজ্য৷
এখন আমি যে দুটি পদ্ধতি উল্লেখ করবো যেগুলো মোবাইল অথবা ল্যাপটপ যেকোন ডিভাইস দিয়েই করা যাবে৷ তো চলুন নিচে থেকে জেনে নেওয়া যাক এই দুইটি উপায় সম্পর্কে৷
৩. ফেসবুক ভিডিও ডাউনলোডার সফটওয়্যার । ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট
আপনি যদি ফেসবুক থেকে অতি সহজেই যেকোন ভিডিও ডাউনলোড করে নিতে চাইছেন তাহলে এটি আপনার জন্য আপনার সবচেয়ে সহজ হিসেবে বিবেচিত হবে।
আমি এখন যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম টি সম্পর্কে আপনাদের বলবো এতে আপনাকে কোন ধরনের এপ্স ইন্সটল করতে হবে না।
আপনি একটি ওয়েবসাইট এর মাধ্যমে আপনার পছন্দের যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আমি যে ওয়েবসাইট টির বিষয়ে বল্যে যাচ্ছি সেটি হলো Getfvid.com এটি একটি ফেসবুক ভিডিও ডাউনলোডার (Facebook video downloader) হিসেবে পরিচিত।
তো চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ভিডিও ডাউনলোডার (Getfvid) এর মাধ্যমে কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয়।
Step 1
প্রথমে আপনাকে ভিডিও এর লিংক কপি করে নিতে হবে৷ আপনি যদি ফেসবুক এপ্স বা ফেসবুক লাইট এপ্স ব্যবহার করছেন তাহলে আপনি যে ভিডিওটি তার উপর 3 dot একটি মেনু বা চিহ্ন দেখতে পারবেন।
এরপর copy link এ ক্লিক করে সেই ভিডিওর লিংক কপি করে নিবেন।
Step 2
Getfvid.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপর এরকম একটি পেজ দেখতে পারবেন Facebook video downloader নামে।
Step 3
এরপর Enter Facebook Video URL এ আপনার কপি করা লিংক টি পেস্ট করে দিন।
এরপর নিচে ডাউনলোড (Download) এ ক্লিক করে আপনার ভিডিওটি ডাউনলোড করে নিন।
৪. ফেসবুক থেকে ভিডিও ডাউনলোডের সবচেয়ে সহজ উপায়
বন্ধুরা এখন আমি ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করার জন্য একদম সহজ একটি উপায় দেখিয়ে দিব।
Step 1
আপনার Chrome ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন।
Step 2
এরপর আপনার ভিডিও সার্চ করে খুজে বের করুন যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান। এরপর ভিডিওটি চালু করুন।
Step 3
আপনার ব্রাউজারের এড্রেস বার এ URL টিতে ক্লিক করুন। এখানে আপনাকে একটি কাজ করতে হবে। যদি আপনি মোবাইল ব্যবহার করছেন তাহলে URL টির শুরুতে htttps://www.m.facebook.com/ এরকম থাকবে।
এখানে আপনাকে শুধুমাত্র m এর পরে basic লিখে দিতে হবে কোন স্পেস ছাড়াই। অর্থাৎ https://www.mbasic.facebook.com/বাকি-অংশ
এরপর লিংটি ব্রাউজ করুন।
Step 4
এখন ফেসবুক বেসিক লেভেলে ওপেন হবে এবং আপনার ভিডিওটি দেখাবে। এবার ভিডিওটির উপর একটা ক্লিক করুন।
ক্লিক করার পর ভিডিওর উপরে 3 dot একটি চিহ্ন দেখতে পারবেন এখানে ক্লিক করুন।
Step 5
এরপর Download নামে অপশন চলে আসবে এখানে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হবে।
আমার শেষ কথা,,
বন্ধুরা আমি ফেসবুক ভিডিও ডাউনলোডার সফটওয়্যার এবং কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয় এ বিষয়ে আপনাদের বিস্তারিত বলে দিয়েছি। আশা করি আপনারা ভিডিও কোন সমস্যা ছাড়াই ডাউনলোড করতে পেরেছেন।
আর্টিকেল টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।
অবশ্যই পড়ুন –