বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন :

বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২
প্রশ্ন ১. ফারুক 10 kg ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে নিল। বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান হলো 1.5 N। বাক্সটিকে টেনে নেয়ায় এর ত্বরণ হলো 0.8 ms^-2। এরপর বাক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো ।
ক. সাম্য বল কাকে বলে?
খ. ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?
গ. প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো।
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো ।
১ নং প্রশ্নের উত্তর
ক) কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করায় যদি বস্তুতে ত্বরণ সৃষ্টি না হয় অর্থাৎ বস্তুটি যদি স্থিতি বা গতির সাম্যাবস্থায় থাকে, তাহলে ঐ বলসমূহকে সাম্য বল বলে ।
খ) যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে গতিশীল হয় বা হতে চায় তখন উভয় বস্তুর স্পর্শতলে বিদ্যমান ছোট ছোট খাঁজ একটির ভিতর আরেকটি ঢুকে যায়। যার ফলে একটি তলের উপর দিয়ে অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয়। এভাবে দুইটি বস্তুকে সংস্পর্শে আনলে বস্তুদ্বয়ের মধ্যে ঘর্ষণ বলের উৎপত্তি হয়।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২
প্রশ্ন ২. সরলরৈখিক পথে গতিশীল 5 kg ভরের একটি বস্তু 5 m/s বেগে অপর আরেকটি বস্তুকে আঘাত করে দ্বিতীয় বস্তুটির ভরবেগ 4 kgm/s পরিমাণ পরিবর্তন করে। এই সংঘর্ষের পর উভয় বস্তুর ভর অপরিবর্তিত থাকে ।
ক. পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক?
খ. প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কী বোঝ?
গ. প্রথম বস্তুর শেষ বেগ কত হবে? ঘ. যখন ভরবেগের কোনো পরিবর্তন হয় না তখন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্বিতীয় বস্তুটি সম্পর্কে মন্তব্য করো।
২ নং প্রশ্নের উত্তর
ক) জড়তার পরিমাপক হলো ভর ।
খ) নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুযায়ী, বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে বোঝায়, বেশি মানের একটি বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর ওপর নির্দিষ্ট সময় ধরে ক্রিয়া করলে এর ভরবেগের পরিবর্তন যত হবে এবং কম মানের একটি বল ঐ বস্তুর ওপর একই সময় ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন তার চেয়ে কম হবে।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৩
উত্তর
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৪
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৫
প্রশ্ন ৫.একটি 5000 kg ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে বেগ 10 মিটার/সেকেন্ড হয়। এ ত্বরণে । km চলার পর 6000 kg ভরের একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে।
ক. পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ।
খ. গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে- ব্যাখ্যা করো।
গ. গাড়িটির ত্বরণ নির্ণয় করো।
ঘ.সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ বিশ্লেষণ করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৬
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৭
প্রশ্ন ৭.1 mg ভরের । ফোঁটা পানি 20 m উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে 15 m/s । বেগে ভূমিতে পতিত হয়। [g =9.8m/s^-2],
ক. ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
খ. পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা পাহাড়ের উপরে উঠা কষ্টকর কেন— বুঝিয়ে লিখ ।
গ. পানির ফোঁটাটি ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় করো ।
ঘ. গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে, পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বল অপেক্ষা বেশি।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন ৮.
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৯
প্রশ্ন৯. একটি দেয়ালের পুরুত্ব 8 সেমি। 10 g ভরের একটি বুলেট 300ms^-1 বেগে ঐ দেয়ালের মধ্যে 6 সেমি প্রবেশ করে অর্ধেক বেগ
ক. বলের মাত্রা লিখ?
খ. বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
গ. দেয়ালের বাধাদানকারী বলের মান বের করো।
ঘ. বুলেটটি যদি 5 kg ভরের বন্দুক থেকে বের হতো তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হতো তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১০
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১১
প্রশ্ন ১১.100 kg ভরের একটি নৌকার দুই বিপরীত প্রান্তে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাদের ভর যথাক্রমে 50 kg ও 60kg । উভয়ে এক সাথে 4 m/s বেগে নৌকা থেকে লাফ দেয়।
ক. নিউটনের গতির ১ম সূত্রটি লিখ ।
খ. নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছনের দিকে ছুটে যায় কেন?
গ. নৌকাটি কোনদিকে কত বেগে গতিশীল হবে?
ঘ. কোন কোন শর্তে নৌকাটি পূর্বের বিপরীত দিকে গতিশীল হতো তা ব্যাখ্যা করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১২
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন১৩.49 N ওজনের একটি বস্তুকে 2 N ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে 5s যাবৎ ঠেলে 25 m দূরত্বে নেয়া হলো। এরপর বল সরিয়ে নেয়ায় ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর বস্তুটি থেমে গেল ।
ক. 1N বল বলতে কী বুঝ?
খ. বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা সামনের দিকে উড়ে চলে কেন?
গ. উদ্দীপকে বর্ণিত বস্তুটিকে কত বলে ঠেলা হয়েছিল? নির্ণয় করো।
ঘ. উক্ত ঠেলা বলটি সরিয়ে নেয়ার কতক্ষণ পর ও কত দূরত্বে বস্তুটি থেমেছিল, তা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন ১৪.
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১৫.
প্রশ্ন ১৫.নিহানকে তার বাবা একটি খেলনা গাড়ি কিনে দিলেন, যার ভর 1 kg । খেলনা গাড়ি পেয়েই খুশি হয়ে নিহান গাড়িটি নিয়ে খেলা শুরু করলো। গাড়িটি একটি ঘর্ষণবিহীন মেঝেতে 15 m/s বেগে চলছিল। এমন সময় নিহান গাড়িটিতে । যাবৎ 10 N মানের সম্মুখবর্তী বল প্রয়োগ করলো। এরপর গাড়িটি ঐ মেঝেতে আরো । s যাবৎ চলে পরে একটি ঘর্ষণযুক্ত সমতলে প্রবেশ করলো। সেখানে গাড়িটির ওপর 10 N মানের ঘর্ষণ বল প্রযুক্ত হলো। 2s যাবৎ ঘর্ষণ প্রযুক্ত হওয়ার পর গাড়িটি পুনরায় একটি ঘর্ষণবিহীন মেঝেতে প্রবেশ করলো। এখানে গাড়িটি is যাবৎ চলার পর নিহান পুনরায় গাড়িটির ওপর 10 N মানের সম্মুখবর্তী বল প্রয়োগ করলো, তবে এবার 2 s সময় ধরে। এরপর গাড়িটিকে ছেড়ে দিলে সেটি চলতে থাকে।
ক. ওজনহীনতা কী?
খ. গাড়ির গতির উপর রাস্তার মসৃণতার প্রভাব বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো।
গ. গাড়িটির ওপর প্রযুক্ত বল বনাম সময় লেখ অঙ্কন করো।
ঘ. প্রদত্ত উপাত্তগুলোর আলোকে গাড়িটির বেগ বনাম সময় লেখ অঙ্কন সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১৬.
প্রশ্ন ১৬.একটি দেওয়ালের পুরুত্ব 50 cm । নাবিদ তার বন্দুক থেকে ৪ ভরের একটি গুলি 300 m/s বেগে ছুড়লো। এতে গুলিটি দেওয়ালের মধ্যে 0.3m প্রবেশ করে বেগ অর্ধেক হলো।বন্দুকের ভর3 kg।
ক. ঘাত বল কী?
খ. উল্কাপিণ্ড বায়ুমণ্ডলে দগ্ধ হলে ভরবেগ সংরক্ষিত হয় কি? ব্যাখ্যা করো।
গ. নাবিদের গুলিটির অতিক্রান্ত দূরত্ব কত হবে?
ঘ. উদ্দীপকের তথ্যগুলো ভরবেগের সংরক্ষণ সূত্র সমর্থন করে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১৭.
প্রশ্ন ১৮.রিদি 100 g ভরের একটি আপেলকে 294 m/s বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করার । পরে একই বেগে 100 g ভরের একটি তীরকে উর্ধ্বে নিক্ষেপ করায় তা আপেলকে বিদ্ধ করে।
ক. ভার্নিয়ার ধ্রুবক কী?
খ. সমধর্মী চার্জ হওয়া সত্ত্বেও প্রোটনগুলো কীভাবে একত্রিত হয়ে
নিউক্লিয়াস গঠন করে?
গ. তীরটি ভূমি হতে কত উঁচুতে আপেলটিকে বিদ্ধ করবে?
ঘ. আপেলটি নিক্ষেপের কত সময় পর তা বিদ্ধ অবস্থায় ভূমিতে ফিরে আসবে তা নির্ণয় কর।
প্রশ্ন২০.
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২১.
প্রশ্ন ২১.2 kg ভরের একটি বস্তু 50 m উচ্চতা হতে নিচে পড়ছে। পড়ন্ত অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল বাতাসের ঘর্ষণ বল 0.2 N.
ক. প্রকৃতিতে কয়টি মৌলিক বল বিদ্যমান?
খ. কম্বলকে ঝুলিয়ে রেখে বেত দ্বারা আঘাত করলে ধুলোবালি ঝরে পড়ে কেন? ব্যাখ্যা করো।
গ. বস্তুটির ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে?
ঘ. বাতাসের ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণ বিহীন অবস্থায় বস্তুটি কি একই গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে? গাণিতিক ব্যাখ্যা দাও।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২২.
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২৩.
প্রশ্ন২৩.জনি ও রনি একদিন নৌকা ভ্রমণে বের হলো। এক প্রান্তে বসে কথা বলার সময় অসাবধানতাবশতঃ রনির হাত থেকে মোবাইল ফোন নদীতে পড়ে গেল। এ সময় নৌকাটি 20 m/s সমবেগে গতিশীল ছিল। জনি নৌকা থামাতে বলায় মাঝি 5 s-এ নৌকাটি থামাল। এরপর রনি 4 ms বেগে নৌকা থেকে নদীতে লাফ দিল । জনি, রনি ও মাঝিসহ নৌকার ভর যথাক্রমে 55 kg 70 kg ও 200 kg.
ক. দুর্বল নিউক্লীয় বল কাকে বলে?
খ. সমত্বরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে?
গ. উদ্দীপকের নৌকাটি থামানোর জন্য কত বল প্রয়োজন ছিল?
ঘ. রনি লাফ দেওয়ায় নৌকাটি কি স্থির অবস্থায় থাকবে? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২৪.
প্রশ্ন ২৪.একজন শিকারী সুন্দরবনে হরিণ শিকার নিষিদ্ধ জেনেও প্রশাসনকে লুকিয়ে 5 kg ভরের একটি বন্দুকে 10 g ভরের গুলি ঢুকিয়ে একটি হরিণকে লক্ষ করে 300 ms^-1 বেগে গুলি ছোঁড়ে। গুলি ছোঁড়া বুঝতে পেরে হরিণটি দৌড় দেয়। ফলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি 30 cm পুরুত্বের সুপারি গাছে আঘাত লেগে 12 cm প্রবেশ করে এবং গুলির বেগ হ্রাস পেয়ে গুণ হয়।
ক. মাত্রা কাকে বলে?
খ. দূরত্ব ও সরণের পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের আলোকে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো।
ঘ. গুলিটি সুপারি গাছটিকে ভেদ করে যেতে পারবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২৫.
প্রশ্ন ২৫.একটি রাইফেল থেকে 300ms-1 বেগে 10 gm ভরের একটি গুলি একটি কাঠের মধ্যে 4.5 cm প্রবেশ করে থেমে গেল ।
ক. ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
খ. “বেগের পরিবর্তন না হলে বস্তুর ত্বরণ থাকে না”- ব্যাখ্যা করো।
গ. যদি রাইফেলের ভর 2 kg হয় তবে রাইফেলের পশ্চাৎ বেগ নির্ণয় করো ।
ঘ. কাঠের মধ্যে প্রবেশ করতে গুলির কত সময় লেগেছে এবং বাধাদানকারী বলের মান নির্ণয় করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২৬.
প্রশ্ন ২৬.500g ভরের একটি বস্তুকে তার তিনগুণ ভরের অপর একটি বস্তু থেকে 300 cm দূরে স্থাপন করা হলো। G = 6.673 x 10^-11NM^2kg^-2.
ক. নিউটনের ২য় সূত্রটি লিখ।
খ. জুতা ও স্যান্ডেলের তলা মসৃণ না হয়ে খাঁজ কাটা হয় কেন?
গ. বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করো।
ঘ. বস্তুদ্বয়ের ভরের গুণফলকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে? তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২৭.
প্রশ্ন ২৭.5 kg ভরের একটি স্থির বস্তুর উপর 2 sec ধরে 25 N বল প্রয়োগ করা হলো। এর 3 sec পরে বস্তুটির উপর 10 N বিপরীতমুখী বল প্রয়োগ করে 4 sec এ বস্তুটিকে থামানো হলো।
ক. নিউটনের ২য় সূত্রটি লেখ ।
খ. ঘর্ষণহীন মেঝেতে একটি পাথরকে দিকে আনতে চাইলে কী ঘটবে?
গ. ৩য় সেকেন্ড থেকে ৫ম সেকেন্ড পর্যন্ত বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের তথ্য হতে বেগ-সময় লেখ অঙ্কন করে বিভিন্ন সময় কর।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ২৮.
প্রশ্ন ২৮.8 kg ভরের একটি বস্তু 4 ms^-1 বেগে চলছে। এর বিপরীত দিক থেকে 6 kg ভরের একটি স্থির বস্তু 1 m/s ত্বরণ নিয়ে 3 সেকেন্ডের পর প্রথম বস্তুর সাথে মুখোমুখি সংঘর্ষের পর মিলিতভাবে চলতে লাগলো ।
ক. পর্যায়বৃত্ত গতি কী?
খ. সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত পতি স্পন্দন গতি নয়— ব্যাখ্যা করো।
গ. মিলিত বস্তুদ্বয় 10 সেকেন্ডে কোন দিকে কত পথ যাবে?
ঘ. সংঘর্ষের ফলে বস্তুদ্বয়ের শক্তিক্ষয় গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো।
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন ২৯.
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৩০.
প্রশ্ন ৩০.একটি বন্দুক থেকে 10 g ভরের একটি গুলি 600 m/s বেগে নির্গত হওয়ার সময় 2 m/s বেগে পিছনে ধাক্কা দেয়।
ক. ন্যূনাঙ্ক কী?
খ. স্কু গজের লঘিষ্ঠ গণন 0.01mm বলতে কী বুঝায় ?
গ. বন্দুকটির ভর নির্ণয় কর।
ঘ. কী কী ব্যবস্থা অবলম্বন করে বন্দুকটির পশ্চাৎবেগের মান আরও কমানো যায়? গাণিতিক যুক্তিসহ আলোচনা কর।
পদার্থবিজ্ঞান কাকে বলে ? পদার্থবিজ্ঞানের জনক কে
জীবাশ্ম জ্বালানি কাকে বলে ? জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়
বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ৩১.
প্রশ্ন ৩১.3.92 N ওজনের একটি খেলনা গাড়ীর উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5m/s^2 ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 0.5N.
ক. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
খ. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন?
গ. গাড়ির ওপর প্রযুক্ত বলের মান কত?
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে পরিবর্তন হবে?গাণিতিকভাবে মূল্যায়ন কর।বস্তুটির গতি বিশ্লেষণ করো।