বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়? বহিপীর নাটকের জ্ঞানমূলক

বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন

 

প্রশ্ন.  বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়? 

উত্তর :বহিপীর নাটক ১৯৬০ সালে প্রকাশিত হয়।

বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়?

উত্তর: বহিপীর নাটক ১৯৬০ সালে প্রথম ঢাকায়   প্রকাশিত হয়।

প্রশ্ন-.বহিপীর’ নাটকে কার মেয়ে নেই?

উত্তর :বহিপীর’ নাটকে খোদেজার মেয়ে নেই।

প্রশ্ন-বহিপীরের বাড়ি কোন জেলায়?

উত্তর:বহিপীরের ব বাড়ি উত্তরের সুনামগঞ্জ জেলায়।

প্রশ্ন-বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯৬০ সালে।

প্রশ্ন-বহিপীর নাটকের প্রথম সংলাপ কার?

উত্তর:বহিপীর নাটকের ১ম সংলাপটি হাশেমের।

received 1303635666877764
বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়

বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন  

প্রশ্ন-১. গ্রিক শব্দ ‘Dracin’ এর অর্থ কী?

উত্তর: গ্রিক শব্দ ‘Dracin’ এর অর্থ— to do বা কোনো কিছু করা।

প্রশ্ন-২. সাহিত্যের প্রাচীন রূপটিকে কী বলা হতো?

উত্তর: সাহিত্যের প্রাচীন রূপটিকে কাব্য বলা হতো ।

প্রশ্ন-৩. নাটকের সংজ্ঞা দাও।  

উত্তর: রঙ্গমঞ্চে দৃশ্যায়নের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি | প্রমূর্ত করে তোলাকেই নাটক বলা হয় ।

প্রশ্ন-৪. বর্তমান সময়ে অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?

উত্তর: বর্তমান সময়ে অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম নাটক।

প্রশ্ন-৫. নাটকের উপাদান কয়টি? (ব. বো. ১৯.চ. বো. ১৭)

উত্তর: নাটকের উপাদান চারটি।

প্রশ্ন-৬. নাটকের চারটি উপাদান লেখো।

উত্তর: নাটকের চারটি উপাদান হলো—১. কাহিনি ২. চরিত্র ৩. সংলাপ ও ৪. পরিবেশ।

প্রশ্ন-৭. নাটকে চরিত্রগুলো কীসের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে? 

উত্তর: নাটকে চরিত্রগুলো সংলাপের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে।

প্রশ্ন-৮.নাটকের প্রাণ কোনটি? (চ. বো. ১৯,য . বো. ১৬)

উত্তর: নাটকের প্রাণ হলো সংলাপ ।

প্রশ্ন-৯.নাটকের সার্থকতা অনেকাংশে নির্ভর করে কীসের ওপর? 

উত্তর: নাটকের সার্থকতা অনেকাংশে নির্ভর করে সংলাপের ওপর ।

প্রশ্ন-১০. মঞ্চনাটক, মঞ্চসজ্জা, আলোক সম্পাত, শব্দ যোজনা ইত্যাদি কাজ মূলত কে করেন?

উত্তর: মঞ্চনাটক, মঞ্চসজ্জা, আলোক সম্পাত, শব্দ যোজনা ইত্যাদি কাজ মূলত নাট্য নির্দেশক করেন।

প্রশ্ন-১১. গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন?

উত্তর: গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে তিনটি ঐক্যের কথা বলেছেন।

প্রশ্ন-১২. কালের ঐক্য বলতে আমরা কী বুঝি? (দি. বো. ১৯)

উত্তর: কালের ঐক্য বলতে আমরা বুঝি নাটকটি মঞ্চে যতক্ষণ ধরে অভিনীত হবে, ততটুকু সময়ের মধ্যে যা ঘটা সম্ভব নাটকে শুধু তাই ঘটানো ।

প্রশ্ন-১৩. বাংলা নাটকের ইতিহাস কত বছরের পুরোনো?

উত্তর: বাংলা নাটকের ইতিহাস হাজার বছরের পুরোনো।

প্রশ্ন-১৪. মাইকেল মধুসূদন দত্ত ‘শর্মিষ্ঠা’ নাটকটি কোন নাট্যরীতি অনুসরণ করে লেখেন?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ‘শর্মিষ্ঠা’ নাটকটি পাশ্চাত্য নাট্যরীতি করে লেখেন।

প্রশ্ন-১৫. ‘লীলাবতী’ নাটকের প্রকাশ কাল কত? 

উত্তর: ‘লীলাবতী’ নাটকের প্রকাশকাল ১৮৬৭ সাল ।

প্রশ্ন-১৬. ‘নেমেসিস’ নাটকের রচয়িতা কে?

উত্তর: নেমেসিস নাটকের রচয়িতা নুরুল মোমেন। নাটক ও নাট্যকার পরিচিতি

প্রশ্ন-১৭. সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মসাল কত?

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মসাল ১৯২০ (মতান্তরে ১৯২২)।

প্রশ্ন-১৮. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-১৯. সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি? (চ. বো. ১৯)

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম গল্পগ্রন্থ হলো— নয়নচারা।

প্রশ্ন-২০. ‘বহিপীর’ নাটকের রচয়িতা কে?

উত্তর: ‘বহিপীর’ নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।

প্রশ্ন-২১. ‘বহিপীর’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?

(ব. বো. ১৭, য.বো, ১৭; রা. বো১৬)

উত্তর: ‘বহিপীর’ নাটকটি ১৯৬০ সালে প্রকাশিত হয় ।

প্রশ্ন-২২. ‘দুই তীর ও অন্যান্য গল্প’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের রচনা? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর)

উত্তর: ‘দুই তীর ও অন্যান্য গল্প’ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গল্পগ্রন্থ ।

প্রশ্ন-২৩. ‘বহিপীর’ প্রথম অভিনীত হয় কত সালে?

উত্তর: ‘বহিপীর’ প্রথমে অভিনীত হয় ১৯৫৫ সালে।

প্রশ্ন-২৪. ‘বহিপীর’ নাটকটি কত সালে পুরস্কার লাভ করে? 

(দি. বো. ১৬) 

উত্তর: ‘বহিপীর’ নাটকটি ১৯৫৫ সালে পুরস্কার লাভ করেন।

প্রশ্ন-২৫. কাকে কেন্দ্র করে ‘বহিপীর’ নাটকের কাহিনি গড়ে উঠেছে?

উত্তর: একজন পীরকে কেন্দ্র করে ‘বহিপীর’ নাটকের কাহিনি গড়ে উঠেছে।

প্রশ্ন-২৬. বইয়ের ভাষায় কথা বলেন কে? 

উত্তর: বইয়ের ভাষায় কথা বলেন বহিপীর।

প্রশ্ন-২৭. পীর সাহেব বইয়ের ভাষায় কথা বলেন কেন?

উত্তর: দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলার সমস্যা এড়িয়ে চলার জন্য পীর সাহেব বইয়ের ভাষায় কথা বলেন ।

প্রশ্ন-২৮. বহিপীর কীসের ভাষায় কথাবার্তা বলেন? (রাজউক উত্তরা মডেল কলেজ) 

উত্তর: বহিপীর বইয়ের ভাষায় কথা বলেন ।

প্রশ্ন-২৯, ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি? (ক.বো. ১৭)

উত্তর: ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর।

প্রশ্ন-৩০, বহিপীরকে বহিপীর’ বলার কারণ কী?( য. বো. ১৯)

উত্তর: বহিপীরকে ‘বহিপীর’ বলার কারণ, তিনি বইয়ের ভাষায় কথা বলেন ।

প্রশ্ন-৩১, তাহেরা কে?

উত্তর: তাহেরা ‘বহিপীর’ নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তাকে কেন্দ্র করেই নাটকটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে।

প্রশ্ন-৩২. অসম বিবাহের শিকার কে?

উত্তর: অসম বিবাহের শিকার তাহেরা।

প্রশ্ন-৩৩. হাতেম আলি কে ছিলেন? উত্তর: হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার ছিলেন।

প্রশ্ন-৩৪, হাতেম আলির জমিদারি কোন আইনে নিলামে উঠেছিল? 

উত্তর: হাতেম আলির জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছিল।

প্রশ্ন-৩৫. ‘বহিপীর’ নাটকের অপ্রধান চরিত্র কয়টি?

উত্তর: ‘বহিপীর’ নাটকের অপ্রধান চরিত্র দুটি ।

প্রশ্ন-৩৬. ‘বহিপীর’ নাটকটি কোন অঞ্চলের জমিদারকে নিয়ে লেখা?

উত্তর: ‘বহিপীর’ নাটকটি রেশমপুর অঞ্চলের জমিদারকে নিয়ে লেখা।

প্রশ্ন-৩৭, ‘বহিপীর’ নাটকে ব্যক্তিত্বহীন চরিত্র কোনটি? (জামালপুর জিলা স্কুল)

উত্তর: ‘বহিপীর’ নাটকের ব্যক্তিত্বহীন চরিত্র হকিকুল্লাহ।

প্রশ্ন-৩৮. বহিপীরের সহকারী কে? (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।)

উত্তর: বহিপীরের সহকারী হকিকুল্লাহ।

প্রশ্ন-৩৯. ‘বহিপীর’ নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে?

উত্তর: ‘বহিপীর’ নাটকে উনিশ শতকের শেষ ভাগ বা বিশ শতকের সূচনালগ্নের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে।

প্রশ্ন-৪০. সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? (ক. বো. ১৯ কু. বো. ১৭)

উত্তর: সূর্যাস্ত আইন ১৭৯৩ সালে প্রণীত হয় ।

প্রশ্ন-৪১. ‘বহিপীর’ নাটকটি কীসের বিশ্বস্ত দলিল?(য. বো. ১৯)

উত্তর: ‘বহিপীর’ নাটকটি বাঙালি মুসলমান সমাজে প্রচলিত পীরপ্রথার একটি বিশ্বস্ত দলিল ।

প্রশ্ন-৪২. ‘বহিপীর’ নাটকে সাবধানি লোক কে? 

উত্তর: ‘বহিপীর’ নাটকে সাবধানি লোক হলেন পীর সাহেব।

 

 

বহিপীর নাটকের জ্ঞানমূলক প্রশ্ন

মূলপাঠ:

 

প্রশ্ন-৪৩.’বহিপীর’ নাটকে কোন কালের উল্লেখ রয়েছে?

উত্তর: ‘বহিপীর’ নাটকে হেমন্ত কালের উল্লেখ রয়েছে।

প্রশ্ন-৪৪. ‘বহিপীর’ নাটকের শুরুতে কান গানের ক্ষীণ সুর ভেসে আসে?

উত্তর: বহিপীর নাটকের শুরুতে ভাটিয়ালি গানের ক্ষীণ সুর ভেসে আসে।

প্রশ্ন-৪৫. তাহেরা হাসেমের কোন কথা শুনে ভয় পায়? (ফরিদপুর জিলা স্কুল)

উত্তর: পীরসাহেব হয়তো আপনার খোঁজেই বেরিয়েছেন— হাশেমের এ কথা শুনে তাহেরা ভয় পায়।

প্রশ্ন-৪৬. ‘বহিপীর’ নাটকের বজরাটি কোন দিকে খোলা? (ব. বো. ১৬)

উত্তর: ‘বহিপীর’ নাটকের বজরাটি দর্শকের দিকে খোলা ।

প্রশ্ন-৪৭. বজরার সামনে পাটাতনে বসে মসলা পেষে কে?

উত্তর: বজরার সামনে পাটাতনে বসে মসলা পেষে এক চাকর।

প্রশ্ন-৪৮. একটু দূরে আপন মনে দড়ি পাকায় কে?

উত্তর: একটু দূরে আপন মনে দড়ি পাকায় একজন মাঝি ।

প্রশ্ন-৪৯. মাঝির কাছাকাছি বসে হুঁকা টানে কে?

উত্তর: মাঝির কাছাকাছি বসে হুঁকা টানে হকিকুল্লাহ ।

প্রশ্ন-৫০. ছাদে কী শুকানো হয়?

উত্তর: ছাদে একটি রঙিন আলখাল্লা ও পায়জামা শুকানো হয় ।

প্রশ্ন-৫১. হাতেম আলি বহিপীরের সাথে কথোপকথন করেন কোথায়?

উত্তর: হাতেম আলি বহিপীরের সাথে কথোপকথন করেন বড় কামরায়।

প্রশ্ন-৫২, বহিপীরের বয়স কত? (ঢ.বো. ১৭) 

উত্তর: বহিপীরের বয়স ৫০ এর কিছু বেশি।

প্রশ্ন-৫৩. বয়স কিছু বেশি, কিন্তু মজবুত শরীর কার?

উত্তর: বয়স কিছু বেশি, কিন্তু মজবুত শরীর বহিপীরের।

প্রশ্ন-৫৪. কার মুখে আধাপাকা দাড়ি এবং মাথায় চুল ছোট করে ছাঁটা?

উত্তর: বহিপীরের মুখে আধাপাকা দাড়ি এবং মাথায় চুল ছোট করে ছাঁটা।

প্রশ্ন-৫৫. হাতেম আলির ছেলের নাম কী? (সরকারি মুসলিম হাই স্কুল)

উত্তর: হাতেম আলির ছেলের নাম হাশেম আলি।

প্রশ্ন-৫৬, ‘বহিপীর’ নাটকে হাশেম আলির মায়ের নাম কী? 

উত্তর: ‘বহিপীর’ নাটকে হাশেম আলির মায়ের নাম খোদেজা ।

প্রশ্ন-৫৭, ‘বহিপীর’ নাটকে হাশেম আলি ও তার মা বসে কার তরকারি কোটা দেখে?

উত্তর: ‘বহিপীর’ নাটকে হাশেম আলি ও তার মা বসে তাহেরার তরকারি কোটা দেখে ৷

প্রশ্ন-৫৮. ‘বহিপীর’ নাটকে যুবক মানুষ কে?

উত্তর: ‘বহিপীর’ নাটকে যুবক মানুষ হলো হাশেম আলি ।

 প্রশ্ন-৫৯. হাশেম আলির অভ্যাস কী?

উত্তর: হাশেম আলির অভ্যাস হলো সে ছিল অস্থির মতি ও একটুতে রেগে ওঠা স্বভাবের।

প্রশ্ন-৬০. জানালার ধারে কোথায় বিছানা পাতা?

উত্তর: জানালার ধারে বেঞ্চির ওপর বিছানা পাতা।

প্রশ্ন-৬১. ‘বহিপীর’ নাটকে অল্প বয়স্কা কে?

উত্তর: ‘বহিপীর’ নাটকে অল্প বয়স্কা তাহেরা।

প্রশ্ন-৬২. ‘বহিপীর’ নাটকে মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব কার?

উত্তর: ‘বহিপীর’ নাটকে মুখে সামান্য উদ্‌ভ্রান্ত ভাব তাহেরার ।

প্রশ্ন-৬৩, ‘বহিপীর’ নাটকের বর্ণনায় সারা সকাল রান্নাবান্নার কাজ করবে কে?

উত্তর: ‘বহিপীর” নাটকের বর্ণনায় সারা সকাল রান্নাবান্নার কাজ করবে খোদেজা ও তাহেরা।

প্রশ্ন-৬৪. ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপ কার?(সকল বোর্ড ২০১৮)

উত্তর: ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপ হাশেমের।

প্রশ্ন-৬৫, “কী ঝড়ই হলো শেষ রাতে!”— উক্তিটি কার? (রংপুর ক্যাডেট কলেজ)

উত্তর: “কী ঝড়ই হলো শেষ রাতে!”— উক্তিটি হাশেমের।

প্রশ্ন-৬৬. ‘বহিপীর’ নাটকে হাতেম আলির স্ত্রীর নাম কী?

উত্তর: ‘বহিপীর’ নাটকে হাতেম আলির স্ত্রীর নাম খোদেজা।

প্রশ্ন-৬৭. বজরা কোন ঘাটে থেমেছিল? (বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল)

উত্তর: বজরা ডেমরা ঘাটে থেমেছিল।

প্রশ্ন-৬৮. কোন ঘাটে জমিদারের বজরা থেমেছিল?( কু. বো. ১৯)

উত্তর: ডেমরার ঘাটে জমিদারের বজরা থেমেছিল।

প্রশ্ন-৬৯. চাকরটি তাহেরাকে কোথায় দেখতে পায়? (পাবনা ক্যাডেট কলেজ)

উত্তর: চাকরটি তাহেরাকে দেখতে পায় ডেমরার ঘাটে।

প্রশ্ন-৭০. বদ লোকেরা কাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে? 

উত্তর: বদ লোকেরা তাহেরাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।

প্রশ্ন-৭১. তাহেরা কোন ঘাট থেকে বজরায় উঠেছিল? (দি. কে. 19)

উত্তর: তাহেরা ডেমরার ঘাট থেকে বজরায় উঠেছিল।

প্রশ্ন-৭২, ‘বহিপীর’ নাটকে ডেমরার ঘাট থেকে উদ্ধার করা মেয়েটির নাম কী?

উত্তর: ‘বহিপীর’ নাটকে ডেমরার ঘাট থেকে উদ্ধার করা মেয়েটির নাম তাহেরা।

প্রশ্ন-৭৩. তাহেরা কার সাথে বাড়ি থেকে পালিয়েছিল?( বিদ্যাময়ী গভঃ গার্লস হাই স্কুল, ময়মনসিংহ)

উত্তর: তাহেরা তার চাচাতো ভাইয়ের সাথে বাড়ি থেকে পালিয়েছিল।

প্রশ্ন-৭৪. ‘বহিপীর’ নাটকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় কে? 

উত্তর: ‘বহিপীর’ নাটকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তাহেরা।

প্রশ্ন-৭৫. তাহেরার সাথে পালিয়ে আসা ছেলেটি কোথায় এসে হুশ ফিরে পায়?

উত্তর: তাহেরার সাথে পালিয়ে আসা ছেলেটি ডেমরায় এসে হুঁশ ফিরে পায়।

প্রশ্ন-৭৬, তাহেরার চাচাতো ভাই কেঁদেছিল কেন? (য. বো. ১৯)

উত্তর: ভয় ও ক্ষুধায় তাহেরার চাচাতো ভাই কেঁদেছিল।

প্রশ্ন-৭৭. ‘শাবাশ মেয়ে তুমি’ কথাটি কেন বলা হয়েছিল?

উত্তর : তাহেরার সাহসিকতা ব্যক্ত করতে ‘শাবাশ মেয়ে তুমি’ উক্তিটি বলা হয়েছে।

প্রশ্ন-৭৮. তাহেরার সাথে কার বিয়ে হয়েছিল?

উত্তর: তাহেরার সাথে বহিপীরের বিয়ে হয়েছিল।

প্রশ্ন-৭৯. তাহেরা নদীতে তাকিয়ে কী ভাসতে দেখে? (সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ঢাকা।) 

উত্তর: তাহেরা নদীতে তাকিয়ে কচুরিপানা ভাসতে দেখে।

প্রশ্ন-৮০. তাহেরার বাড়িতে কে আছে? (রাজউক উত্তরা মডেল কলেজ।)

উত্তর: তাহেরার বাড়িতে তার বাবা আর সত্মা আছে।

মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

প্রশ্ন-৮১. পীরের খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন কারা?

উত্তর: তাহেরার বাবা ও সত্মা পীরের খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন।

প্রশ্ন-৮২. দুপুরের খাওয়ার পরেই চলে যাওয়ার কথা কার? 

উত্তর: দুপুরের খাওয়ার পরেই চলে যাওয়ার কথা বহিপীরের।

প্রশ্ন-৮৩, পীরসাহেবের লেবাস কখন শুকিয়ে যাবে বলে হাশেম আলি ধারণা করে? (হলি ক্রস গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা)

উত্তর: পীর সাহেবের লেবাস দুপুরের মধ্যে শুকিয়ে যাবে বলে হাশে আলি ধারণা করে।

প্রশ্ন-৮৪. পীরসাহেবকে হাশেমদের বজরায় তুলে নেয় কারা?

উত্তর: পীরসাহেবকে হাশেমদের বজরায় তুলে নেয় মাঝিরা।

প্রশ্ন-৮৫. বহিপীরের নৌকার সাথে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর: বহিপীরের নৌকার সাথে হাতেম আলির বজরার ধাক্কা লাগে।

প্রশ্ন-৮৬, ধাক্কা খেয়ে আধা-ডোবা হয়ে গেল কী ? 

উত্তর: ধাক্কা খেয়ে আধা-ডোবা হয়ে গেল বহিপীরের নৌকাটি।

প্রশ্ন-৮৭, ধাক্কা খেয়ে নৌকাটি কয় মিনিটে আধা-ডোবা হয়ে গেল?

উত্তর: ধাক্কা খেয়ে নৌকাটি এক মিনিটে আধা-ডোবা হয়ে গেল ।

প্রশ্ন-৮৮, ‘বহিপীর’ নাটকে পানিতে পড়ে নাকানি-চুবানি খেয়েছে কে?(কুমিল্লা ক্যাডেট কলেজ) 

উত্তর: ‘বহিপীর’ নাটকে পানিতে পড়ে নাকানি-চুবানি খেয়েছে পীরসাহেব ও তার সঙ্গী।

প্রশ্ন-৮৯, “কিন্তু আমাদের বজরায় কী হচ্ছে বুঝতে পারছি না”— উক্তটি কার?

উত্তর: “কিন্তু আমাদের বজরায় কী হচ্ছে বুঝতে পারছি না”— উক্তিটি খোদেজার।

প্রশ্ন-৯০. ‘এই পীরসাহেব আপনার পীরসাহেব নন তো? – কে বলেছে?

উত্তর: ‘এই পীরসাহেব আপনার পীরসাহেব নন তো?’- কথাটি বলেছে হাশেম আলি ।

প্রশ্ন-৯১. তাহেরা কাকে না দেখলেও তার গলা শুনেছে?

উত্তর: তাহেরা পীরসাহেবকে না দেখলেও তার গলা শুনেছে।

প্রশ্ন-৯২, বজরাতে কয়টি কামরা ছিল? (সাভার ক্যান্ট, পাবলিক স্কুল এন্ড কলেজ, সাভার)

উত্তর: বজরাতে দুটি কামরা ছিল।

প্রশ্ন-৯৩. তাহেরা হাশেমের কোন কথাটি শুনে ভয় পায়?

উত্তর: পীরসাহেব হয়তো আপনার খোঁজেই বেরিয়েছেন ।

 প্রশ্ন-৯৪, হঠাৎ তরকারি কোটা বন্ধ করে সোজা হয়ে বসে কে?

উত্তর: হঠাৎ তরকারি কোটা বন্ধ করে সোজা হয়ে বসে তাহেরা।

প্রশ্ন-৯৫. খোদেজার মতে কেমন পীর দেখা যায় না? 

উত্তর: খোদেজার মতে, জোয়ান পীর দেখা যায় না।

প্রশ্ন-৯৬. হাতেম আলির যাতে যে জমিদারি এসেছিল তা কী?

উত্তর: হাতেম আলির হাতে যে জমিদারি এসেছিল তা কেবল ঢাকের ঢোল।

প্রশ্ন-৯৭.কার জমিদারি নিলামে উঠতে বসেছে?

উত্তর: হাতেম আলির জমিদারি নিলামে উঠতে বসেছে।

প্রশ্ন-৯৮. হাতেম আলির জমিদারি থেকে কেমন আয় হতো?

উত্তর: হাতেম আলির জমিদারি থেকে আয় হতো।

প্রশ্ন-৯৯. হাতেম আলি কীসের ডান করেছিল?

উত্তর: হাতেম আলি অসুখের ভান করেছিল।

প্রশ্ন-১০০. হাতেম আলির মুখে কীসের ছায়া পড়েছিল?

উত্তর: হাতেম আলির মুখে দুশ্চিন্তার ছায়া পড়েছিল।

প্রশ্ন-১০১, হাতেম আলি আসল কথাটা কী দিয়ে ঠ্যাকা দিতে না পারার কথা বলেছে?

উত্তর: হাতেম আলি আসল কথাটা মিথ্যা কথা দিয়ে ঠ্যাকা দিতে না পারার কথা বলেছে।

প্রশ্ন-১০২, বহিপীর ভালোমন্দ কার হাতে থাকার কথা বলেছেন? 

উত্তর: বহিপীর ভালোমন্দ খোদার হাতে থাকার কথা বলেছেন।

প্রশ্ন-১০৩. হাতেম আলি শহরে এসেছিলেন কেন? (সি. বো. ১৯)

উত্তর: হাতেম আলি শহরে এসেছিলেন বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে টাকা আশায়।

প্রশ্ন-১০৪. জমিদার হাতেম আলি শহরে কার কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছেন? (ঢ. বো. ১৬)

উত্তর: জমিদার হাতেম আলি শহরে বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছেন।

প্রশ্ন-১০৫. হাতেম আলির বাল্যবন্ধুর কাছে যাওয়ার কারণ কী? (রা বো, ১৯)

উত্তর: হাতেম আলির বাল্যবন্ধুর কাছে যাওয়ার কারণ জমিদারি রক্ষায় টাকা সাহায্য আনা।

বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর – (গুরুত্বপূর্ণ ১৫টি)

সুভার গ্রামের নাম কী ? সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন-১০৬, আলির বাল্যবন্ধুর নাম কী?(রা, বো, ১৯: রা. বো. ১৭; সি. বো. ১৭: ব. বো. ১৭, কু. বো. ১৬)

উত্তর: হাতেম আলির বাল্যবন্ধুর নাম আনোয়ার উদ্দিন ।

প্রশ্ন-১০৭. হাতেম আলির পায়ের তলা থেকে কী সরে যাচ্ছিল?

উত্তর: হাতেম আলির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল।

প্রশ্ন-১০৮. বহিপীর কোথায় না গিয়ে ডেমরা যাওয়ার কথা বলেছেন?

উত্তর: বহিপীর কদমতলা না গিয়ে ডেমরা যাওয়ার কথা বলেছেন।

প্রশ্ন-১০৯. বহিপীর কী হারিয়ে মুশকিল হওয়ার কথা বলেছে?

উত্তর: বহিপীর নিশানটি হারিয়ে মুশকিল হওয়ার কথা বলেছে।

প্রশ্ন-১১০, বহিপীর ডেমরা না গিয়ে কোথায় গিয়েছিলেন? (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।)

উত্তর: বহিপীর ডেমরা না গিয়ে কদমতলা গিয়েছিলেন।

প্রশ্ন-১১১. কে পেটে কথা চেপে রাখতে পারে না বলেছেন বহিপীর?

উত্তর: স্ত্রীলোক পেটে কথা চেপে রাখতে পারে না বলেছেন বহিপীর।

প্রশ্ন-১১২. বহিপীর তার বিবির খবর জানতে পেরে কী বলেন?

উত্তর: বহিপীর তার বিবির খবর জানতে পেরে বলেন ‘শোকর আলহামদুলিল্লাহ।’

প্রশ্ন-১১৩, বহিপীর তাহেরার কথা জেনে যাওয়ার পর তাহেরা কীসের মতো দাঁড়িয়ে থাকে?

উত্তর: বহিপীর তাহেরার কথা জেনে যাওয়ার পর তাহেরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে।

প্রশ্ন-১১৪. নাটকে দ্বিতীয় অঙ্কে কোনটি ছাড়া সবকিছু অন্ধকারে ঢাকা থাকে?

উত্তর: নাটকে দ্বিতীয় অঙ্কে বজরা ছাড়া সবকিছু অন্ধকারে ঢাকা থাকে।

প্রশ্ন-১১৫. দ্বিতীয় অঙ্কে আকাশে কী দেখা যাবে?

উত্তর: দ্বিতীয় অঙ্কে আকাশে ছিটেফোঁটা তারা দেখা যাবে ।

প্রশ্ন-১১৬. দ্বিতীয় অঙ্কে কয় কামরাতে লণ্ঠন জ্বালানো আছে?

উত্তর: দ্বিতীয় অঙ্কে দু-কামরাতে লণ্ঠন জ্বালানো আছে।

প্রশ্ন-১১৭. ‘বহিপীর’ নাটকে দ্বিতীয় অঙ্কে বাইরের ঘরে স্বপ্নাবিষ্টের মতো কে বসে থাকে?

উত্তর: ‘বহিপীর’ নাটকে দ্বিতীয় অঙ্কে বাইরের ঘরে স্বপ্নাবিষ্টের মতো হাতেম আলি বসে থাকে।

প্রশ্ন-১১৮. ‘বহিপীর’ নাটকে দ্বিতীয় অঙ্কে কীসের ওপর বসে থাকে হাতেম আলি?

উত্তর: নাটকে দ্বিতীয় অঙ্কে মোড়ার ওপর বসে থাকে হাতেম আলি ।

প্রশ্ন-১১৯. নাটকে দ্বিতীয় অঙ্কে হাতেম আলির দৃষ্টি কীসে নিমজ্জিত?

উত্তর: নাটকে দ্বিতীয় অঙ্কে হাতেম আলির দৃষ্টি ভাবনায় নিমজ্জিত ।

প্রশ্ন-১২০.নাটকে দ্বিতীয় অঙ্কে বহিপীর কোথায় বসে থাকেন?

উত্তর: নাটকে দ্বিতীয় অঙ্কে বহিপীর বেঞ্চিতে বসে থাকেন?

প্রশ্ন-১২১.বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়? বহিপীর নাটক কত সালে প্রকাশিত হয়? 

উত্তর: ১৯৬০ সালে। 

সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম

ছোটগল্প কাকে বলে ? ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *