বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন
বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার নিয়ম বা কিভাবে যেকোন বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে হয়।
আমদের অনেক সময়ই যেকোন বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা যারা ইংরেজি ভালো জানি তারা কিন্তু অনেক সহজেই যেকোন বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে পারি। সেটা বাংলা থেকে ইংরেজি হোক কিংবা ইংরেজি থেকে বাংলা হোক।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ App Download
যারা ইংরেজি মোটামুটি জানি তারা কিন্তু কোন একটি বাংলা বাক্য দেখলে তা অনেকটাই সঠিকভাবে অনুবাদ করে দিতে পারি। কিন্তু এক্ষত্রে বাংলা বাক্যে যদি এমন কোন শব্দ থাকে যার ইংরেজি শব্দ আমাদের জানা থাকে না তাহলে সেই বাক্যের ইংরেজি অনুবাদ করা কস্টকর হয়ে যায়।
এই আর্টিকেলে আমি আপনাদের সেরা কয়েকটি বাংলা টু ইংলিশ ডিকশনারি বা ইংলিশ টু বাংলা ডিকশনারি এপস সম্পর্কেও বলে দিবো। এই ডিকশনারি এপে আপনি যেকোন একটি বাংলা শব্দ লিখে তার ইংরেজি meaning শিখে নিতে পারবেন এবং ইংরেজি শব্দ লিখে তার বাংলা meaning শিখে নিতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয়। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার নিয়ম (Bangla To English Translation).
আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই কোন না কোন সময় বাংলা বাক্য ইংরেজি বাক্যে অনুবাদ করার প্রয়োজন হয়।
যদি আপনি এই কাজটি করার জন্য ভালো কোন এন্ড্রয়েড এপ্স খুজছেন তাহলে নিচে আমি আপনাদের এই বিষয়ে বলে দিবো। যেকোন বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার দুইটি নিয়ম রয়েছে।
- এন্ড্রয়েড এপ্স দিয়ে অনুবাদ
- গুগলের দ্বারা অনুবাদ
নিচে এখন আমি আপনাদে এই দুইটি নিয়মের বিষয়ে বলবো। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার সেরা এন্ড্রয়েড এপস বন্ধুরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার তিনটি এন্ড্রয়েড এপসের বিষয়ে নিচে আমি উল্লেখ করেছি।
যেমন,
- Google Translate
- Bengali – English Translator
- Bengali English Translator: BN to EN
Google Translate
বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেট হলো একটি সেরা এন্ড্রয়েড এপ্স।
গুগল ট্রান্সলেট এর মাধ্যমে শুধু বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা নয়, পৃথিবীর যেকোন ভাষাকে যেকোন ভাষায় ট্রান্সলেট বা রূপান্তর করতে পারবেন গুগল ট্রান্সলেট এর মাধ্যমে।
আপনি যদি যেকোন বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে ট্রান্সলেট করার এপ্স খুজছেন তাহলে গুগল ট্রান্সলেট এর ব্যবহার করা আপনার জন্য সেরা প্রমানিত হতে পারে। এর মাধ্যমে একসাথে অনেকগুলো বাক্য ট্রান্সলেট করতে পারবেন।
গুগল ট্রান্সলেট এপ্স আপনার মোবাইলে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে Google Translate লিখে সার্চ করুন। তারপর এপটি ইনস্টল করে নিন।
Bangla English Translator
বন্ধুরা আমার জানামতে Google Translate এর পরেই Bangla English Translator যেকোন বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করার সেরা এপ্স। এখানে আপনি গুগল ট্রান্সলেট এর মতোই সহজে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। এই এপ্সটিও আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর সেটি ইনস্টল করে ব্যবহার করে দেখুন।
Bengali English Translator: BN to EN
তালিকায় এই এপ্সটিকে আমি তৃতীয়তে স্থান দিয়েছি। উপরের এপ্লিকেশন গুলোর মতো এটিও অনেক ভালো। আপনি গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নিয়ে সহজেই ট্রান্সলেট এর কাজ করতে পারবেন।
আমি উপরে যে এন্ড্রয়েড এপ্সগুলোর বিষয়ে বললাম, এগুলো যেকোন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন।
Google এর দ্বারা ট্রান্সলেট করুন
আপনি যদি গুগলে Bangla to English Translation লিখে সার্চ করেন, তাহলে একদম উপরের দিকে আপনি দুইটি ফাকা ঘর দেখতে পারবেন। এখানে আপনি যেকোন বাক্য লিখলে তা সহজেই ট্রান্সলেট হয়ে যাবে।
এখন আমি নিচে সেরা ৩টি ডিকশনারি এপ্স নিয়ে আলোচনা করবো, যেগুলোর মাধ্যমে আপনি যেকোন শব্দ ইংলিশ টু বাংলা কিংবা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করে তার অর্থ শিখতে পারবেন।
সেরা ৩টি এন্ড্রয়েড ডিকশনারি এপ্স
১. English Dictionary
যেকোন ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ অর্থ জানার জন্য এটি একটি সেরা ডিকশনারি এপ্স। এই এপ্সটি ব্যবহার করে সহজেই অফলাইনে যেকোন শব্দের অর্থ জানতে পারবেন। এপটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
এরকম আরও দুইটি এপ্স হলো: Advanced English to Bangla Dictionary and Thesarus Dictionary আপনি যদি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখতে চান তাহলে নিচে আমি কিছু উদাহরণ উল্লেখ করেছি, এগুলো দেখে নিন।
ইংরেজি শেখার ক্ষেত্রে যদিও Grammer Translation Method অনেক পুরনো, বাংলাদেশের প্রেক্ষাপটে এই Method টি কোন অংশে কম ভূমিকা রাখে না। কারণ বাংলাদেশের বাংলা মাধ্যম বিদ্যালয়গুলোতে Communicative Method এ ইংরেজি শেখার যে পরিবেশ দরকার তা নেই। ফলে শিক্ষার্থীরা না পারে শুদ্ধ ইংরেজি বলতে, না পারে শুদ্ধ বাক্য লিখতে।
তাই এই অংশে বিভিন্ন ধরনের বাংলা ভাষার অভিব্যক্তি কীভাবে ইংরেজিতে লেখা যায় তা দেখানো হয়েছে।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার নিয়ম
মানুষের চিন্তা থেকে নতুন কিছু আবিষ্কৃত হবে – Something new will be discovered from the thinking of man.
লেখকদের লেখা থেকে আমরা তথ্য সংগ্রহ করবো – We shall collect information from the writing of writers.
ছাত্রদের ইংরেজি শেখার আগ্রহ – The interest of the students to learn English.
আমাদের অপেক্ষা করা উচিত – We should wait.
তোমার সময় নষ্ট করা উচিত নয় – You should not waste you time.
তোমার কাজটি শেষ করা উচিত ছিল – You should have finished the work.
তার উচিত ছিল ব্যপারটি বিবেচনা করা – He should have considered the matter.
তাদের কাজটি শুরু করা উচিত ছিল – They shouldn’t have started the work.
তারা অবশ্যই ব্যপারটি শুনে থাকবে – They must have heard the matter.
ছাত্ররা অবশ্যই জ্ঞান অর্জন করে থাকবে – The students must acquire knowledge.
আমি যখন ছোট ছিলাম তখন আমি সাঁতার কাটতে পেরেছিলাম – I could swim when I was young.
আমি ভর্তি পরীক্ষায় পাশ করতে সক্ষম হয়েছিলাম – I was able to pass the admission test.
স্নেহ মমতা ছাড়া মানুষ বড় হতে পারে না – Man cannot be great without love and affection .
অর্থ ছাড়াই সে তার ব্যবসা শুরু করতে পারে– He can start his business without money .
তাদেরকে ছাড়াই আমরা কাজটি শুরু করব- We shall start the work without them .
তাদেরা সহযােগিতা ছাড়া /ব্যতীত সে কাজটি করতে চায়- le wants to do the work without their ceoperation.
আমার পরামর্শ ছাড়া / ব্যতীত কাজটি কর না- Don’t do the work without my suggestion .
সুন্দর বাগান ছাড়া / ব্যতীত বাড়িটি দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হত ” The house failed to attract the notice without beautiful garden .
উজ্জল আকাশ ছাড়া / বার্তীতে তারা দেখা গেল না— Stars were not found without bright sky .
প্রতিষ্ঠালাভ ছাড়া/ ব্যতীত সে কিছুই চিন্তা করে না— He does not think anything without establishment .
ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ছাড়া / ব্যতীত আমরা কিছু বলতে পারি না- We cannot tell anything without the authorised person .
অপেক্ষা না করে তারা চলে গেলেন– They went without waiting .
চিঠি না লিখে / লিখিয়া সে অনেকদিন অতিবাহিত করল— He passed many days without writing letters .
সে গল্পটি না বলে থাকতে পারে না— He cannot live without telling the story .
দলিলপত্রাদি না দিয়ে আপনি টাকা কীভাবে নিতে পারেন ? — Flow Can you take the money without giving ?
কাউকেনা দেখে / দেখিয়া সে থাকতে পারবে না— He will not be able to stay without seeing anybody .
কাউকে জিজ্ঞেস না করে তুমি সিদ্ধান্তটি নেবে না – You will not take thie decision without asking anybody .
কোনাে কিছু না বলে বলিয়া সে কাঁদতে লাগল– She began to weep without telling anything.
কোনাে কিছু প্রমাণ না করে করিয়া তার তা বিশ্বাস করা উচিত হয়নি– He sliouldn’t have believed that without proving anything.
Bangla to English Translation: Examples for Practice
নিয়মিতটি.ভি. না দেখে দেখিয়া সে কীভাবে থাকতে পারে ? – How can he live without watching T.V regularly ?
অতীতকে ঐতিহাসিকভাবে স্মরণ না করে / করিয়া আমরা প্রতিষ্ঠিত ভবিষ্যত প্রত্যাশা করতে পারি না– We can’t expect the established future without recollecting the past historically .
উদাসীননা হয়ে / হইয়া সে তার পড়াশােনা অব্যাহত রাখল— He continued his study without being indifferent / callous .
শত্রুভাবাপন্ন না হয়ে / হইয়া সে কি তার সম্পত্তি অন্যের কাছ থেকে উদ্ধার করতে পারত ? – Could he rescue his property from others without being hostile ?
বিক্ষিপ্তনা হয়ে / হইয়া সৈনিকদের অগ্রসর হতে হবে– ‘ The soldiers will have to proceed without being scattered .
বিস্মিতনা হয়ে / হইয়া আমি তার কথা শুনব- I shall listen to him without being surprised .
দিনগুলােআমাদের আনন্দ না হয়ে / হইয়া অতিবাহিত হচ্ছে— The days are passing without being our pleasure .
আদর্শনা হয়ে রাজনীতি আমাদের ক্ষতি সাধন করেছে— Politics has harmed us without being our ideals .
বিদেশে রপ্তানি না করে / করিয়া আমাদের উচিত ছিল পাটজাত দ্রব্যাদি আমাদের দেশে ব্যবহার করা We should have utilized jute goods in our country without exporting to other countries .
গাছের নিচে না বসে / বসিয়া সে ছবিটি আঁকতে পারল না— He could not paint the picture without sitting under the tree .
সে অতিথিদের আপ্যায়ন করাতে চায়– He wants to entertain the guests .
আমি ইংরেজি শিখতে বইটি পড়ব- I shall read the book to learn English./To learn English I shall read the book .
আমি এ পদ্ধতি প্রয়ােগ করতে দ্বিধা করব না- I shall not hesitate to apply this method , ৫. সে বাবা – মার সাথে থাকতে চাইল– Fle wanted to stay with parents .
আমি ব্যাপারটি উপলদ্ধি করতে ব্যর্থ হলাম – I failed to realise the matter .
তারা ক্যামেরার সামনে দাঁড়াতে চাইল– They wanted to stand before the camera .
আমি তাদের সাথে কাজ করতে চাই– I want to work with them .
সে আমাদের জন্য অপেক্ষা করতে চায় না– He does not want to wait for us .
সেনদীতে সাঁতার কাটতে যাবে- He will go to swin in the river.
তারা বিকেল পাঁচটায় খেলতে যাবে- They will go to play at 5 p.m.
আমি গভীরভাবে চিন্তা করতে চাই— I want to think deeply .
সেমনােযােগের সাথে পড়াশােনা করতে চায় না— He does not want to study attentively .
জীবনেসৎ হতে সে প্রতিজ্ঞাবদ্ধ হলো— He was promised to be honest in life .
পদটির জন্য যােগ্য হতে সে নিজেকে প্রমাণ করল— He proved himself to be competent for the post .
সে পরিবার থেকে পৃথক হতে চাইবে না— He will not want to be separated from the family .
পদটির জন্য মনােনীত হতে তারা পরীক্ষা দেবে- ‘ They will sit for the exam / will appear in the exam to be nominated for the post .
দেশে – বিদেশে পরিচিত হতে অনেক সময় লেগেছিল– It took much time to be familiar in / home and abroad .
ক্রমাগতভাবে দুর্নীতি থেকে দূরে সবে থাকতে তিনি চেষ্টা করেছিলেন— He tried to be gradually aloof from corruption ,
পারস্পরিকভাবেবিষয়টি সম্পর্কে উৎসাহিত হতে আমরা পদক্ষেপ নেব– We shall take steps to be mutually encouraged about the matter .
তাদের সাথে সুবিধাজনকভাবে সম্পৃক্ত হতে সে রাজি হবে না- 1le will not be agreed to be comfortably connected / related with them .
তারা কখনো বন্দি থাকতে হতে চাইল না / চায়নি– ‘ They never Wanted to be / to remain captives .
প্রস্তুত থাকতে (হতে) সে কোনাে সুযােগ পেল না / পায়নি– He got no opportunity to ready.
বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন
- সঠিকভাবে পড়াশোনা করার নিয়ম
- কিভাবে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় ?
- পড়া মনে রাখার ১০ টি সহজ উপায় জেনে রাখুন
বাংলা থেকে ইংরেজি অনুবাদ
শখ হচ্ছে অবসণ সময়ের একটি মজার কাজ । বিভিন্ন ধরনের শখ রয়েছে , যেমন : বাগান করা , রং করা , ছবি আঁকা , সাল সংগ্রহ করা , অটো সংগ্রহ করা , মুড়ি ড্রামে , মাছ ধরা ইত্যাদি । আমার শখ হচ্ছে বাগান করা । আমার পড়ার পক্ষে সামনে আমার একটি ছােট বাগান আছে । আমার বাগানে আমি অনেক ফুলের চারা রােপন করেছি । আমি সঠিকভাবে বাগানের দেখাশােনা করি । আমি কোদাল দিয়ে মাটি আলগা করে দেই । বাগানের গাসগুলো পরিষ্কার করি । মাঝে মাঝে আমি আমার বাগানে পানি দেই । বাগানের চারপাশে একটি নােড়া দিয়েছি যাতে পশু এবং দুষ্ট ছেলেরা কোনাে ক্ষতি না করতে পারে । যেহেত সৌন্দর্য ও পবিত্রই প্রতীক । এছাড়াও বাগান করা শরীর ও মনের জন্য উপকারী । এটি আমার স্বাস্থ্যকে সৰল করে এই মনকে সতেজ রাখে । যখন বাগানে ফুল ফোটে তখন আমি আনন্দে বােধ করি । যখন আমি ফুলের সুগন্ধ পাই তখন আমার আনন্দের সীমা থাকে না । যখন আমি অষতি বােধ করি তখন আমি বাগানে সময় কাটাই । অধিকন্তু , বাগানে কাজ করা একটি শণীরিক ব্যায়াম । সর্বোপকি , এটি আমাকে আলসে সময় কাটানাে থেকে প্রতিরােধ করে ।
Hobby is a fun activity of leisure time. There are different types of hobbies, such as: gardening, painting, painting, collecting sal, collecting auto, turning drums, fishing, etc. My hobby is gardening. I have a garden in front of me for reading. I have planted many flower saplings in my garden. I look after the garden properly. I loosen the soil with a spade. I clean the gases in the garden. Sometimes I water my garden. I made a fence around the garden so that the beasts and wicked boys could not harm the corner. As the symbol of beauty and holiness. Gardening is also beneficial for body and mind. It simplifies my health and keeps this mind fresh. When the flowers bloom in the garden, I rejoice. My joy knows no bounds when I smell flowers. I spend time in the garden when I have a miscarriage. In addition, working in the garden is a satirical exercise. After all, it prevents me from spending lazy time.
শীতের সকাল ধনীদের জন্য আরামদায়ক কিন্তু গরিবদের জন্য নিরানন্দময় । এটা কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা । রাতে পাতা ও ঘাসের উপতে শিশির বিন্দু পড়ে । সকালবেলা সূর্যের রশ্মি এর উপর পরে এবং এটা মুক্তার মতাে ঝলমল কনা । এটা আসলেই দেখার মত ধনীর গরম কাপড় পড়ে এবং এই দৃশ্য উপভােগ করে । এমনকি তারা যদি চায় তবে তারা দেরিতে ঘুম থেকে উঠতে পারে । কিন্তু শীতের সকাল গরিবদের জন্য ভােগান্তি । তাদের গরম কাপড় নেই । তারা কনকনে শীতে কাঁ পে । তারা শুকনা খড় ও পাতা সংগ্রহ করে এবং নিজেদেরকে উষ্ণ করার জন্য আগুন জ্বালায় । যা হােক , একটি শীতের সকালে সুস্বাদু পিঠা , পায়েস , খেজুরের রস এবং আরও অনেক কিছু আমরা সবাই উপভােগ করতে পারি । সকল বিবেচনায় , শীতের সকাল গরিবদের জন্য লুনা আনে যদিও এটা ধনীদের জন্য উপভােগ্য ।
Winter mornings are comfortable for the rich but unhappy for the poor. It is foggy and cold. Dew drops fall on the leaves and grass at night. It is like a pearl glittering. It actually looks like a rich man wearing warm clothes and enjoying the view. Even if they want to, they can wake up late. But winter morning is a nightmare for the poor. They don’t have warm clothes. Pay. They collect dry straw and leaves and light fires to keep themselves warm. Which is a hack, delicious cake on a winter morning, pies, date juice and much more we can all enjoy. By all accounts, winter mornings bring luna for the poor even though it is accessible to the rich.
চায়ের দোকান সকল শ্রেণির মানুষের একটি জনপ্রিয় আস্তানা । গ্রাম ও শহরে এটি একটি সর্বজনীন দৃশ্য । আমরা সাধারণত জনাকীর্ণ জায়গায় চায়ের দোকান পাই । দোকানদার একটি টেবিলের কাছে বা চৌকিতে বসে । দোকানে কিছু তাক থাকে । দোকানদার বিস্কুট , চানাচুর , সুমিষ্ট রুটি ও অন্যান্য হাল্কা খাবার এই তাকগুলােতে রাখে । এগুলাে ছাড়াও এখানে কলার ছড়া থাকে দোকানের ভিতরে ও সামনে বেঞ্চ থাকে । চুল্লির উপরে সবসময় একটি কেটলি থাকে এবং পানি সবসময় সিদ্ধ হয় । নিকটবর্তী একটি টেবিলে কাপ রাখা হয় । কাপগুলাে ধােয়ার জন্য একটি পানির পাত্রও থাকে । বর্তমানে একটি চায়ের দোকানে বিশুদ্ধ পানির জার থাকে এবং প্রতি গ্লাস পানি এক টাকায় বিক্রি হয় । প্রায় সব শ্রেণির মানুষ এখানে আসে এবং চা পান করতে করতে পােশগল্প করে । তারা বিভিন্ন বিষয় বিশেষ করে সরকার ও রাজনীতি নিয়ে আলােচনা করে । মাঝে মাঝে সাধারণ বিষয় নিয়ে উত্তেজনাবহুল আলােচনা হয় । যা হােক , চায়ের দোকান সকাল থেকে রাত পর্যন্ত সব শ্রেণির লােক নিয়ে ব্যস্ত থাকে ।
Tea shop is a popular abode for all classes of people. It is a universal sight in villages and towns. We usually find tea shops in crowded places. The shopkeeper sits at a table or on a stool. The store has some shelves. The shopkeeper puts biscuits, chanachur, sweet bread and other light food on these shelves. In addition to these, there are banana rhymes and there are benches inside and in front of the shop. There is always a kettle on top of the furnace and the water is always boiled. The cup is placed on a nearby table. The cups also have a watering can for washing. At present a tea shop has a jar of pure water and a glass of water sells for one rupees. Almost all classes of people come here and gossip while drinking tea. They discuss various issues, especially government and politics. Occasionally there is a lively discussion about common issues. Hayek, the tea shop is busy with all kinds of lakes from morning till night.
Bangla to English Translation
একটি বর্ষণমুখর দিন অন্ধকারাচ্ছন্ন । সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে । মাঝে মাঝে ভারি বৃষ্টি , মাঝে মাঝে হাল্কা বৃষ্টি হয় এবং মাঝে মাঝে দমকা বাতাস প্রবাহিত হয় । রাস্তা পানির নিচে চলে যায় । প্রবল বৃষ্টি পথচারীদের সিক্ত করে । লােকজনের অনেক ভোগাশিত হয় । গিথা ও ট্যাক্সি সহজে পাওয়া যায় না । তারা উচ্চ ভাড়া দাবি করে । বাসগুলাে জনাকীর্ণ থাকে । তাই অনেক লােক বাসে উঠতে পারে না এবং জুতা হাতে করে ও কাপড় ঙ্কিা করে রাস্তা ধৰাে হাঁটে । মাটির রাস্তা পিচ্ছিল হয় । একটি বর্ষণমুখর দিন গরিব লােকদের জন্য খারাপ । তারা তাদের প্রাত্যহিক খাবার উপার্জনের জন্য বাইরে যেতে পারে না । যা হােক , ছাত্র – ছাত্রীর বাড়িতে ছুটির দিন উপভােগ করে । ধনী লােক যাদের জরুরি কাজ থাকে না তারা ঘরে দিনটি উপভােগ করতে পারে । পথশিশু ও প্রাম । শিশুদেরকে হাটু পানির নিচে যেখানে সেখানে দৌড়াতে দেখা যায় । অধিকন্তু , পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে । তা সত্ত্বেও , এটা সত্য যে বর্ষণমুখর দিন প্রায় সব লােকের জন্য ভােগান্তি । 16 ) একটি গ্রাম্য বাজার গ্রামবাসীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এটা সাধারণত সকালে বসে । এটি একটি কেন্দ্রস্থলে অবস্থিত যেখানে মানুষ সহজে আসতে ও বেচাকেনা করতে পারে । মানুষ মাছ , দুধ , মাংস , চাল , শাক – সমি ও আরও অনেক নিত্যপ্রয়ােজনীয় জিনিস কিনে ও বিক্রি করে দোকানগুলাে সারিবদ্ধভাবে সাজানাে । দুধ বিক্রেতারা বনা
A rainy day is dark. The sky is overcast all day. Occasionally heavy rain, occasional light rain, and occasional gusts of wind. The road goes under water. Heavy rain soaks pedestrians. Lack of people suffer a lot. Githa and taxis are not easily available. They demand higher rents. The buses are crowded. So many people can’t get on the bus and walk along the road with their shoes on and their clothes on. The dirt roads are slippery. A rainy day is bad for the poor lakes. They can’t go out to earn their daily meals. Which Hayek, the student – enjoys the holidays at home. Rich people who do not have urgent work can enjoy the day at home. Pathashishu and Pram. Children are seen running where the knees are under water. Moreover, the environment became cleaner and cleaner. Nevertheless, it is true that rainy days are a nightmare for almost everyone.
স্কুল ম্যাগাজিন একটি বিদ্যালয়ের জন্য খুব তাৎপর্যপূর্ণ । এটা ছাত্র / ছাত্রী এবং শিক্ষকদের সাহিত্যিক কর্ম । এটা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করতে সাহায্য করে । সাধারণত , এটা একটি বাৎসরিক প্রকাশনা । এটা ম্যাগাজিন কমিটি কর্তৃক পরিচালিত হয় । এই কমিটি ছাত্র – ছাত্রী ও শিক্ষকবৃন্দ থেকে সদস্য নিয়ে গঠিত । প্রধান শিক্ষক মূল পৃষ্ঠপােষক । সম্পাদক প্রথমে শিক্ষক ও ছাত্রছাত্রীদের থেকে লেখা আহবান করেন । আগ্রহী শিক্ষক ও ছাত্র – ছাত্রীরা কবিতা , ছােটগল্প , রচনা , কৌতুক , নাটক , ধাঁধা ইত্যদি জমা দেয় । কমিটি সবচেয়ে ভালাে লেখাগুলাে বাছাই করে । এগুলাে সম্পাদনা করা হয় এবং ছাপাখানায় পাঠানাে হয় । যখন নতুন লেখকেরা তাদের লেখা ম্যাগাজিনে দেখে তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায় । তারা তাদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী হয় । প্রকৃতপক্ষে , স্কুল ম্যাগাজিন শিক্ষক ও ছাত্র – ছাত্রীদের সৃজনশীলতা বিকাশের একটি মাধ্যম ।
School Magazine is very significant for a school. It is a literary work of students and teachers. It helps students develop latent talents. Usually, it is an annual publication. It is managed by the Magazine Committee. This committee consists of members from students and teachers. The head teacher is the main patron. The editor first called for writing from teachers and students. Interested teachers and students submit poems, short stories, essays, jokes, plays, puzzles etc. The committee selects the best articles. These are edited and sent to the printing press. When new writers see their writing in magazines, they are overwhelmed with joy. They are confident in their potential. In fact, school magazines are a means of developing the creativity of teachers and students.
- রসায়ন কি বা কাকে বলে এবং রসায়নের জনক কে
- ইন্টারনেট কি ? ইন্টারনেটের ইতিহাস এবং ব্যবহার
- ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়