ভালোবাসা কাকে বলে ? সত্যিকার ভালবাসা কি

ভালোবাসা কাকে বলে? What is Love in Bangla:

ভালোবাসা কাকে বলে

রুপ দেখে যাকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। কারোর দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারোর টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ।

তাহলে ভালোবাসা কাকে বলে এবং সত্যিকার ভালবাসা বলতে কী বোঝায়?

ভালোবাসা কাকে বলে? (What is Love in Bengali)

এই পৃথিবীর সবচেয়ে মধুরতম সম্পর্ক হলো প্রেম অর্থাৎ ভালোবাসা।

যদি কারোর মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা।

যদি তুমি তাকে এক নজর দেখার জন্য আর কথা বলার জন্য ছটফট করো সেটাই ভালবাসা। ভালোবাসা অন্যকে বুঝতে সাহায্য করে, বিশ্বাস তৈরি করে, সম্পর্কের মধ্যে গভীরতা তৈরি হয়। ভালোবাসা মানুষকে দয়ালু করে তোলে।

ভালোবাসা মানে কি?

ভালোবাসা মানে দূর থেকে একে অপরের মনের মিলন বা আত্মার সম্পর্ক। আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালো থাকাটাও তার উপর নির্ভর করবে।

ভালোবাসা মানে সেই মানুষটি ভালো সময়ও পাশে থাকবে খারাপ সময়ও পাসে থাকবে। খারাপ সময়ে নিজের সমস্যার কথা বলে আপনাকে এড়িয়ে যেতে পারে না। পৃথিবীর কাছে আপনি একজন সামান্য মানুষ কিন্তু কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী।

রেগে সম্পর্ক ভেঙ্গে দেওয়া সহজ কিন্তু হাজারো রাগ, অভিমান, অভিযোগের পরেও খোঁজ নেওয়ার নামই ভালোবাসা। প্রিয় মানুষটির ভুল ত্রুটি ধরাটা হয়তো সহজ কিন্তু তার ভুল গুলো ক্ষমা করাটা নাম হয়তো ভালোবাসা।

আপনি রেগে থাকলে সে আপনার ভাঙ্গানোর জন্য ব্যাকুল হয়ে পরবে, যে শত কষ্টের মাঝেও আপনার কাছে সুখ খুজে পায়, যে আপনার ব্যাথায় ব্যাথিত হয় সেটাই হয়তো ভালোবাসা। ঘুমানোর আগে শেষ চিন্তা হবে প্রিয় মানুষটি আর ঘুম থেকে উঠার পরে প্রথম চিন্তা হবে প্রিয় মানুষটি।

সত্যিকার ভালবাসা কি?

যদি আপনাকে কেউ সত্যি ভালোবাসে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবেন আপনি। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলে বেচে থাকা যায় কিন্তু ভালো থাকা যায় না।

ভালোবাসা এটাই যেখানে ঝগড়া থাকবে কিন্তু অজুহাত থাকবে না, অভিমান থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। ভালোবাসা মানে মৃত্যুশয্যার সেই প্রথম ছোয়ার কথা ভেবে শেষ শিহরণ।

অবশ্যই পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *