মমতাদি গল্পের MCQ (২০০+)

আজকের আর্টিকেলে আমরা জানবো মমতাদি গল্পের mcq সম্পর্কে।

 

১. মমতাদির বেতন কত টা কা নির্ধারণ করা হয়েছিল?

ক.১০

খ.১২

গ.১৫

ঘ.১৮

২. চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন?

ক. লজ্জা পেয়ে

খ.আত্মসম্মানের জন্য

গ.বিপদের আশঙ্কা

ঘ.চাকরি যাওয়ার ভয়ে

নিচের উদ্দিপকটি পড়ে ৩ সংখ্যাক প্রশ্নের উত্তর দাও:

মা মরা গেলে নিরাশ্রয় কেষ্টা বৈমাত্রের বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয়। তার এই অনাকাঙ্ক্ষিত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি বরং মনে মনে সে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের নানা কাজ করিয়ে নিচ্ছে।কারণ -অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সবকিছু নিরবে সহ্য করে।

৩. যে বিচারে কেষ্টা ও মমতাদি একসুত্রে গাথা তা হলো –

¡.দারিদ্র ¡¡.অসহায়ত্ব¡¡.নিরাশ্রয়

নিচের কোনটি সঠিক?

ক.¡ও¡¡

খ.¡¡ও¡¡¡

গ.¡ও¡¡¡

ঘ.¡,¡¡,ও¡¡¡

উত্তরমালা

১.(গ)২.(খ) ৩.(ক)

kyle gregory devaras 6RTM8EsD1T8 unsplash scaled

মমতাদি গল্পের mcq

সকল বোর্ড পরীক্ষা ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন :

৪.মানিক বন্দ্যোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেন?(ঢা বো.১৭)

ক.১৮৯৯ সালে

খ.১৯০৩ সালে

গ.১৯০৪ সালে

ঘ১৯০৮ সালে

৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যজগতে পরিচিতি ঘটে কোন রচন মধ্য দিয়ে?

( রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।)

ক.পদ্মা নদীর মাঝি

খ দিবারাত্রির কাব্য

গ.অতসীমামী

ঘ.পুতুলনাচের ইতিকথা

৬. মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র একুশ বছর বয়সে কোন উপন্যাস রচনা করেন? ( ঢ. বো. ১৫)

ক. সহরতলী

খ.দিবারাত্রির কাব্য

গ.জননী

ঘ. চিহ্ন

৭. মমতাদির শ্রান্তির ছায়া পড়েছে কোথায়?

( পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়)

ক.ককর্মঠ মুখে

খ.বিশীর্ণ মুখে

গ. বিদীর্ণ মুখে

ঘ.শান্ত মুখে

৮. মমতাদির মুখ লাল হলো কেন?

(কুমিল্লা মডার্ন হাই স্কুল) 

ক.রাধুনী বলায়

খ. অপমান করায়

গ.বামুনদি বলায়

ঘ.আশাতীত বেতন পাওয়ায়

৯. মমতাদি অনাবশ্যক জোর দিয়ে নিজেকে রাঁধুনী বলেছিলেন কেন?

(কুমিল্লা ক্যাডেট কলেজ

ক. লজ্জা ঢাকতে

খ.কাজের সুবিধার্থে

গ. আত্মসম্মান বাঁচাতে

ঘ.অতীব দুঃখে

১০.মমতাদি কত নম্বর বাড়িতে থাকতেন

(শহীদ নজমুল হক উচ্চ বালিকা) 

ক.২৭

খ.২৮

গ.২৯

ঘ.৩০

*প্রান্তিক সসম্ভ্রান্ত পরিবারের মেয়ে হলেও সংসার চালানোর তাগিদে সে পোশাক কারখানায় চাকরি নিয়েছে।

১১.উদ্দীপকে প্রান্তিক চরিত্রটি তোমার পঠিত গল্পের কোন প্রতিনিধিত্ব করে? (সি. বো. ১৭)

ক.কাঙালি

খ. অভাগী

গ.সর্বজয়া

ঘ.মমতাদি

১২.মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছে-

(মির্জাপুর ক্যাডেট কলেজ)

ক.দরজা ঠেলে

খ.লজ্জা পেয়ে

গ.পর্দা ঠেলে

ঘ.গলি ঠেলে

১৩.মমতাদির কত টাকা মাইনে ঠিক হলো? (সি.বো.২০)

ক.বারো

খ.চৌদ্দ

গ.পনেরো

ঘ.ষোলো

১৪.’মেঘ না চাউতে জল’- প্রবাদটির ভাবার্থ কোন চরিত্রে লক্ষণীয়? (ঢা.বো.২০)

ক.সর্বজয়া

খ.হরিহর রায়

গ.মমতাদি

ঘ.কাঙলী

১৫. ধরা ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিধীন কে? (ম.বো.২০)

ক.প্রতাপ

খ সুভা

গ.বুধা

ঘ.মমতাদি

১৬. মমতাদির অপত্যাশিত আনন্দ প্রকাশ পায় কেন?

(চট্টগ্রাম কলেজিয়েট স্কুল) 

ক.ছেলেটির সাথে ভাব হওয়ায়

খ.মাইনে পনের টাকা হওয়ায়

গ. গৃহকর্ত্রীর মানবিক আচরণে

ঘ.ছেলেটি দিদি বলে ডাকায়

১৭. কখন মমতাদির চোখে জল এলো?

(শের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় |)

ক.তোমায় কেউ মেরেছে জিজ্ঞাসা করলে

খ.পনেরো টাকা মাইনে ঠিক হলে

গ) তুমি ইচ্ছে করলে এ বেলাই কাজ ছেড়ে দিতে পারো বললে

(ঘ) লেখক গালে হাত বুলিয়ে দিতে গেলে

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর ; (গুরুত্বপূর্ণ ১৫টি)

পড়া মনে রাখার ১০ টি সহজ উপায় জেনে রাখুন

১৮.আশাতীত বেতন দেওয়ায় মমতাদি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন? (রা.বো. ১৭)

ক.ধন্যবাদ জানিয়ে

খ.বেশি কাজ করে

গ) কমলালেবু খাইয়ে

(ঘ) কথা না বলে

 

১৯. মমতাদির কোন দিকটি দেখে বাড়ির সবাই খুশি হলেন?(কু.বো.১৭)

ক. কাজের শৃঙ্খল

খ. মার্জিত আচরণ,

গ.খোকার যত্ন নেওয়া

ঘ.স্বল্পভাষী

 

২০. মমতাদিকে অনুভূতিহীন নির্বিকার বলার কারণ কী?

(পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)

ক. মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করত বলে

খ. ছোট ছেলেটিকে মাতৃস্নেহে আদর করত বলে

গ. মমতাদির জীবন দারিদ্র্যপীড়িত ছিল বলে

ঘ.তার প্রতি স্বামীর অমানবিক আচরণ ছিল বলে

 

উত্তরমালা ৪-২০পর্যন্ত

৪.(ঘ) ৫.(গ) ৬.(খ) ৭.(খ) ৮. (ক) ৯.(খ) ১০. (ক) ১১. (ঘ)১২.(গ) ১৩.(গ) ১৪.(গ) ১৫. (ঘ)১৬.(খ) ১৭.(খ) ১৮ .(ঘ)১৯. (ক) ২০. (ক)

 

২১. লেখকের মুখে ‘বামুনদি’ ডাকটি শুনে মমতাদি হাসি বন্ধ করল কেন?(য. বো ১৭দ গভ. ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী।)

ক. সঙ্কোচের কারণে

খ. লজ্জাশীলতার কারণে

গ. আত্মসম্মানবোধের কারণে

ঘ.দারিদ্র্যের কারণে

 

২২.’ দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস।’- এ বক্তব্যের প্রতিফলন দেখা যায় কোন চরিত্রটির মধ্যে?

(য. বো. ১৫: বিএএফ শাহীন কলেজ, তেজ ঢাকা |)

ক. অভাগী

খ. মমতাদি

গ. নিরুপমা

ঘ. সর্বজয়া

 

*ছোটো মেয়ে লিজা গৃহকর্মী পারুলকে ছাড়া একমুহূর্তও থাকতে চায় না। পারুল একটু চোখের আড়াল হলেই সে কান্না শুরু করে দেয়। পারুল তাকে অত্যন্ত আদর করে।—

২৩.উদ্দীপকের ‘লিজার’ সাথে ‘মমতাদি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? (ব. বো.১৬)

ক.মমতাদি

খ. খোকা

গ.অবনী

ঘ. খোকার মা

২৪.মমতাদির ঘরের সামনে দু’হাত চওড়া কি ছিল?

( আইডিয়াল স্কুল & কলেজ, মতিঝিল ঢাকা) 

ক.রোয়াক

খ.কুয়োতলা

গ. বসার বেঞ্চি

ঘ.গোসলখানা

 

২৫.মমতাদির ঘরে কীসের আসা-যাওয়া একেবারে অসম্ভব?

( রংপুর ক্যাডেট;কলেজ)

ক. আলোর

খ.সুগন্ধের

গ. বাতাসের

ঘ.তাপের

 

২৬. মমতাদির ঘরের দড়িতে কী টানানো?

(শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল & কলেজ, মতিঝিল ঢাকা)

ক.বিছনার চাদর

খ.ব্যবহৃত গামছ

গ.খানকয়েক কাপড়

ঘ.গায়ের চাদর

 

২৭, মমতাদির ঘরের দুই কোণের মাঝামাঝি দেয়াল ঘেঁষে কী পাতা ছিল?

( লালাবাদ ক্যান্টনমে পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।)

ক.ভাঙা টেবিল

.খভাঙা চেয়ার

গ. ভাঙা চৌকি

ঘ. ভাঙা আলনা

 

২৮. “ঘরে আর একটি জিনিস ছিল”— ‘মমতাদি’ পরের এ বাক্যে জিনিসটা — (রা. বো. 20)

ক.টাইমপিস

খ. ভাঙা টেবিল

গ.. মেরামত করা আর্সি

ঘ.বছর পাঁচেকের ছেলে

 

২৯. ঘরে ঢুকেই মমতাদি ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল কি কারণে? (দি.বো২০)

ক. ছেলেটি অসুস্থ ছিল বলে

খ. ছেলেটি সারারাত ঘুমায়নি

গ. ছেলেটি ঘরে একা ছিল

ঘ। ছেলেটিকে কমলালেবু খাওয়াবে বলে

 

৩০. আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনোমতে দাঁড়িয়ে আছে কী? (চ.বো.১৬)

ক.বাস্কেট

খ.টুল

গ.টেবিল

ঘ.চৌকি

 

৩১.মমতাদির ছেলের বয়স কত?

(সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়)

ক.তিন বছর

খ.চার বছর

গ.পাঁচ বছর

ঘ.ছয় বছর

 

৩২. ‘উনি তো রাগ করে’– ‘মমতাদি’ গল্পে ‘উনি কে? (বি. বো. ১৯)

ক ছোটকর্তা

খ গৃহকর্ত্রী

গ) মমতাদির ছেলে

ঘ) মমতাদির স্বামী

 

৩৩.সবাই যদি তোমার মত ভালোবাসত’- বাক্যটিতে প্রকাশ পেয়েছে মমতাদির— (সকল বোর্ড ২০১৮)

ক) আকাঙ্ক্ষা

(খ) হতাশা

গ) আক্ষেপ

(ঘ) প্রত্যাশা

 

৩৪. স্কুলপড়ুয়া ছেলেটার কোন আচরণে মমতাদি কৃতার্থ হয়েছিলেন?(য. বো. ১৯)

ক.গালে হাত বুলিয়ে দেওয়ায়

খ. লেবু চেয়ে খাওয়ায়

গ.বাড়ি যেতে চাওয়ায়

ঘ.দিদি সম্বোধন করায়

 

৩৫. ‘মমতাদি’ গল্পের উৎস কী?

(বাংলাদেশ শিক্ষর সমিতি, মীরসরাই উপজেলা শাখা, চট্টগ্রাম)

ক) সরীসৃপ

খ) জননী

গ) অহিংস

ঘ) চতুষ্কোণ

 

৩৬. মমতাদি’ গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আচরণের কোন দিকটি প্রকাশ পেয়েছে? (ব. বো. 20)

ক. সামাজিক

খ. মানবিক

গ.নিষ্ঠুর

ঘ.অর্থনৈতিক

 

৩৭. ‘মমতাদি’ গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি কীরূপ আচরণ করতে বলা হয়েছে?

(রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।)

ক.পরমাত্মীয়ের মতো আচরণ

খ.মানবিক আচরণ

গ.সম্মানজনক আচরণ

ঘ) বন্ধুত্বসুলভ আচরণ

 

৩৮. ‘মমতাদি’ গল্পে মমতাদির মাঝে সব সময় কী সমুন্নত ছিল?

( ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পার্বতীপুর, দিনাজপুর) 

ক.অহংকার

খ. দুঃখ

গ. আত্মমর্যাদাবোধ

ঘ.বিলাসিতা

 

৩৯. ‘মমতাদি’ গল্পে মমতাদি কীসের প্রত্যাশী ছিলেন?

(সিলেট ক্যাডেট কলেজ)

ক. আদর ও সোহাগ

খ.স্নেহ ও কাজ

গ.ভালোবাসা ও চাকরি

ঘ.আদর ও সম্মান

৪০. মমতাদির বাড়িতে সদর দরজার পরেই কী ছিল?

( বরগুনা জিলা স্কুল)

ক.কুয়া

খ.উঠান

গ বাগান

ঘ.স্নানঘর

 

উত্তরমালা: ২১ -৪০ পর্যন্ত

২১.(গ) ২২ .(খ)২৩.(খ) ২৪. (ক) ২৫ .(গ)২৬.(গ) ২৭ . (ক)২৮ .(ঘ)২৯. (ক) ৩০ .(গ)৩১ .(গ).৩২.(ঘ) ৩৩.(গ) ৩৪ .(খ)৩৫ . (ক).৩৬.(খ) ৩৭ .(খ)৩৮.(গ) ৩৯(ঘ) ৪০.(খ)

৪১. ‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও সুখী মায়ের এ উক্তিটি ফুটে উঠেছে -(কু.বো.১৬)

¡. মমতাদিকে সম্মানিত করা

ii. মমতাদিকে নিজের লোক মনে করা

iii. মমতাদির কাজের প্রতি সন্তুষ্ট থাকা

নিচের কোনটি সঠিক?

ক.¡.

খ.¡¡

গ.iii

ঘ. ii ও iii

 

৪২.আমায় ছাড়বেন না। আমার কাজ কি ভালো হচ্ছে না?’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে মমতাদির – ( সি. বো. ১৯)

i. সংশয়

ii. আনুগত্য

iii. দায়িত্ববোধ

 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ¡¡

খ.¡ও¡¡¡

গ.¡¡ও¡¡¡

ঘ.i, ii ও iii

 

৪৩.মমতাদি’ গল্পে মমতাদি চরিত্রে প্রকাশ পেয়েছে—(দি. বো. ১৭)

i. . আত্মমর্যাদাবোধ

ii. দায়িত্বশীলতা

iii. স্নেহবাৎসল্য

নিচের কোনটি সঠিক?

ক.¡ও¡¡

খ.¡ও¡¡¡

গ.¡¡ও¡¡¡

ঘ.i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: উঠিতে বসিতে করি শাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে।

৪৪. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে ‘মমতাদি’ গল্পের কোন বৈসাদৃশ্য রয়েছে? (রো. বো. ১৬)

ক.তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে

খ. আচ্ছা তুমি কাল থেকে এসো

গ.বেশি আস্কারা দিও না, জ্বালিয়ে মারবে

ঘ. তুমি ইচ্ছা করলে এ বেলা কাজ ছেড়ে দিতে পার

 

৪৫. এই বৈসাদৃশ্যের ভিত্তি হলো -(রা. বো. ১৬)

¡. মর্যাদা প্রদানে

ii. আত্মসম্মান রক্ষায়

iii. উপযুক্ত পারিশ্রমিকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii.

খ.iও iii

গ.ii ওiii

ঘ.i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: ছোটবেলা থেকেই শিহাব আদর পেতে ভালোবাসে। তাদের বাড়িতে নতুন একজন দরিদ্র মহিলা এসেছেন। শিহাব তাঁর সাথে ভাব করে। দরিদ্র মহিলাও শিহাবকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। শিহাব ও তাঁর আদর পেয়ে অত্যন্ত খুশি হয়।

৪৬. উদ্দীপকটি নিচের কোন রচনার ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ?

(মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা)

ক.আমার সন্তান

খ.একাত্তরের দিনগুলি

গ.মমতাদি

ঘ. পালামৌ

 

৪৭. সংশ্লিষ্ট বিষয় অনুসারে উদ্দীপকের শিহাবের মধ্যে ফুটে উঠেছে—

(মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা।)

i. বালকসুলভ আচরণ

ii. বন্ধুপ্রীতি

iii. নৈতিকতা

নিচের কোনটি সঠিক?

ক i ও ii

খ. i ও iii

গ. ii ও ii

ঘ.i, ii ও ¡¡¡

মমতাদি গল্পের mcq গুরুত্বপূর্ণ

 

৪৮.মমতাদি গল্পের শুরুতে কোন ঋতুর কথা বলা হয়েছে?

ক)গ্রীষ্মকাল

খ) বর্ষাকাল

গ)শীতকাল

ঘ)বসন্তকাল

 

৪৯. রোদে বসে গল্পকথক কী করছিল?

ক) খেলা করছিল

খ)পড়ছিল

গ) বাগান করছিল

(গ) কথা বলছিল

 

৫০. গল্পকথকের মা তার কাছে বসে কী কুটছিলেন? (জ্ঞান)

ক) বাঁধাকপি

খ) লালশাক

গ) ফুলকপি

ঘ) পালংশাক

 

৫১. আপনারা রান্নার জন্য লোক রাখবেন?’ প্রশ্নটি কার? (জ্ঞান)

ক)ছেলেটির

খ) মায়ের

গ)মমতাদির স্বামীর

ঘ) মমতাদির

 

৫২. যেটুকু সংকোচ থাকার কথা তাও নেই কার মধ্যে? (জ্ঞান)

ক) ছেলেটির

খ) মমতাদির

গ) গৃহকর্ত্রীর

ঘ) মমতাদির স্বামীর

 

৫৩. পাশের বাড়ির ঝরনাদি হঠাৎ করে সুব্রতদের বাড়িতে এসে রাঁধুনীর কাজ করতে চাইল। বাড়ির সবাই তো তার আচরণে অবাক।

মমতাদির আচরণের কোন দিকটি ঝরনাদির মধ্যে প্রতিফলিত হয়েছে? (প্রয়োগ)

ক) লজ্জাহীন মনোভাব

খ) নিঃসঙ্কোচ আবেদন

গ) কাজের প্রতি একাগ্রতা

ঘ) উপার্জনে বাধ্য হওয়া

 

৫৪.মমতাদি কেমন ঘরের মেয়ে?

ক)বনেদী ঘরের

খ)মর্যাদাসম্পন্ন ঘরের

গ)বামুন ঘরের

ঘ) বস্তি ঘরের

 

৫৫.মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করে ফেলেছে? (জ্ঞান) 

ক)সংকোচ

খ)ভয়

গ)স্নেহ

ঘ)ভালোবাসা

 

৫৬. লিনা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হলেও সংসার চালানোর তাগিদে সে পোশাক কারখানায় চাকরি নিয়েছে। লিনার সাথে কোন চরিত্রের সাদৃশ্য

ক)নিরুপমা

খ) অভাগী

গ)সর্বজয়া

ঘ)মমতাদি

 

৫৭ . মমতাদির পরনের ময়লা শাড়িটি কেমন ছিল? (জ্ঞান) 

ক) জোড়া দেওয়া

খ)রংচটা

গ)সেলাই করা

ঘ) জীর্ণশীর্ণ

 

৫৮. মমতাদির শাড়ির পাড়ের রং কেমন ছিল? (জ্ঞান)

ক) গাঢ় সবুজ

খ)হালকা গোলাপি

গ) বিবর্ণ লাল

ঘ)গাড় নীল

 

৫৯. মমতাদির অবয়ব ও পরিচ্ছদের বর্ণনায় কী ফুটে উঠেছে?(অনুধাবন)

ক) রাধুনীর বেশ

খ) চাকরি প্রার্থিনীর দুরবস্থা

গ)মধ্যবিত্তের মূর্তি

ঘ) দারিদ্র্যের ক্লেশ

 

৬০. মমতাদির চোখ দুটি কেমন? (জ্ঞান)

ক) কিঞ্চিৎ চঞ্চল

খ)সহজ-সরল

গ) স্থির অচঞ্চল

(ঘ) অটল অবিচল

উত্তরমালা:

৪১ .(খ)৪২. (ক) ৪৩.(ঘ) ৪৪ . (ক)৪৫ .(ঘ)৪৬ .(গ)৪৭ . (ক)৪৮.(গ)৪৯ .(খ) ৫০.(গ) ৫১. (ঘ)৫২.(খ)৫৩.(খ)৫৫.(ক)৫৬.(ঘ)৫৭.(গ)৫৮..(গ)৫৯.(খ)৬০.(গ)

৬১. মমতাদির কপালে কী ছিল? (জ্ঞান) 

ক)লাল টিপ

খ) সিঁদুর

গ)তিলক

ঘ)ক্ষতচিহ্ন

 

৬১. রান্না ছাড়াও মমতাদি কী করবে বলে জানায়? (জ্ঞান)

ক) বাড়ির সব কাজ

খ) ছোট ছোট কাজ

গ) ঘর ঝাড় দেওয়া

ঘ) সব ঘর মোছা

 

৬২. ‘তুমি রাঁধুনী?’— প্রশ্নটি কার? (জ্ঞান)

ক) মায়ের

খ) ছেলেটির

গ) স্বামীর

ঘ) ছোটকর্তার

 

৬৩. মমতাদি কেমন স্বভাবের মানুষ? (জ্ঞান)

ক) ভারি দুষ্ট

খ) ভারি শান্ত

গ) ভারি চাপা

ঘ) ভারি লাজুক

 

৬৪. মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল? (জ্ঞান)

ক) দশ টাকা

খ)এগারো টাকা

গ)বারো টাকা

ঘ) তেরো টাকা

 

৬৫. ছোটো ছেলেটি কয়বার খাবার জল চেয়েছিল? (জ্ঞান) গ দুইবার

ক) চারবার

খ) তিনবার

গ) দুইবার

(ঘ) একবার

 

৬৬. মমতাদি কোথায় থাকেন? (জ্ঞান)

ক) জীবনময় লেনে

খ) পল্টন লেনে

গ) অজপাড়াগায়ে

ঘ) শহরের বস্তিতে

 

৬৭. মমতাদি গলির ভেতরের কত নম্বর বাড়িতে থাকে? (জ্ঞান)

ক) ২৬ নম্বর

খ) ২৭ নম্বর

গ) ২৮ নম্বর

ঘ)২৯ নম্বর

৬৮.মমতাদি বাড়ি কোন গলিতে

ক) জীবনময়ের গলিতে

খ) জীবনদাসের গলিতে

গ) জীবনলালের গলিতে

ঘ) জীবনরত্নের গলিতে

 

৬৯. মমতাদি বাড়ির কত তলায় থাকে?

ক) চার তলায়

খ) তিন তলায়

গ) দুই তলায়

ঘ) এক তলায়

 

৭০. মমতাদি গল্পের লেখকের বাড়িতে কুটুমেরা কী কী এনেছিল?

ক) রসগোয়া ও কালোজামা

খ) সদেশ ও রসগোল্লা

গ) রসগোয়া ও সন্দেশ

ঘ)কাঁচাগোল্লা ও চমচম

 

৭১. স্বামী ছাড়াও মমতাদির আর কে আছে? (জ্ঞান)

ক) একটি ছেলে

খ)দুটি ছেলে

গ) একটি মেয়ে

ঘ) দুটি মেয়ে

 

৭২. মমতাদির স্বামীর চাকরি নেই কত মাস? (জ্ঞান)

ক) তিন

খ) চার

গ)পাঁচ

ঘ)ছয়

 

৭৩. মমতাদি কয় বেলা রেঁধে দিয়ে যাবে? (জ্ঞান)

ক)এক বেলা

খ)দুই বেলা

গ) তিন বেলা

ঘ) মাঝে মাঝে

 

৭৪.মমতাদি দুবেলা রেধে দিয়ে গেলেও কী করবে না?

ক)খাবে না

খ)নেবে না

গ)ছোঁবে না

ঘ)ধরবে না

 

৭৫.মমতাদির দুচোখ সজল হয়ে উঠলো কেন?

ক)ভালোবাসায়

খ)শ্রদ্ধায়

গ)কৃতজ্ঞতায়

ঘ)অভিমানে

 

৭৬. কথকের মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল কেন?

ক)রান্নার কাজে দিয়েছিল বলে

খ) আশাতীত বেতন দিয়েছিল

গ) বিপদে উদ্ধার করেছিল বলে

ঘ) যথার্থ সম্মান দিয়েছিল বলে

 

৭৭. মা মমতাদিকে কখন থেকে কাজে আসতে বলেছিলেন? (জ্ঞান)

ক)সকাল থেকে

খ) দুপুর থেকে

গ)বিকেল থেকে,

ঘ) সন্ধ্যা থেকে

 

৭৮. গল্পকথক মমতাদিকে পাকড়াও করেছিল কোথায়? (জ্ঞান)

ক)দরজার কাছে

খ) বাড়ির উঠানে

গ) গেটের কাছে

ঘ) রান্নাঘরের মধ্যে

 

৭৯. গল্পকথক মমতাদির সঙ্গে কী করতে ব্যস্ত হয়ে পড়েছিল? (জ্ঞান)

ক)কি কথা বলতে

খ) দেখা করতে

গ) ভাব করতে

ঘ) খেলা করতে

 

৮০. মমতাদির গলা কেমন? (জ্ঞান)

ক)কর্কশ

খ) সুরেলা

গ) মোলায়েম

ঘ)মিষ্টি

উত্তরমালা

৮১.(গ)৮২.(ক)৮৩.(ঘ)৮৪.(ঘ)৮৫.(ঘ)৮৬.(খ)৮৭.(ঘ)৮৮.(খ)৮৯.(খ)৯০.(ক)৯১.(ঘ)৯২.(গ)৯৩.(খ)৯৪.(গ)৯৫.(গ)৯৬.(ক)৯৭.(ক)৯৮.(খ)৯৯.(খ)১০০.(ঘ)

৮১. মমতাদির চোখে মুখে উপচে পড়া কী ছিল? (জ্ঞান)

ক)ভালোবাসা

খ)বিনয়

গ) স্নেহ

ঘ) বিস্ময়

 

৮২. ছোট্ট ছেলেটির রাঁধুনীর কাছে স্নেহ প্রত্যাশার পেছনে কোন প্রযোজ্য? (অনুধাবন)

ক) বাল্যকালে স্নেহ প্রত্যাশা ছিল অনিবার্য

খ) বাল্য বয়সে সবাই দিদির কাছে স্নেহ চায়

গ) দিদির কাছে ভাইয়ের স্নেহ প্রত্যাশাই স্বাভাবিক

ঘ)দিদি অত্যধিক স্নেহপ্রবণ ছিল বলে ভাই তা চেয়েছিল

 

৮৩. ‘ভাবিস না, তোকে খুব ভালোবাসবে’- এ কথা বলার কারণ কী?

ক)মমতাদি ছেলেটিকে ভালোবাসবে

খ)ছেলেটির সকল উৎকণ্ঠা দূর হবে

গ) ছেলেটির অসহায় হয়ে তাকাবে না।

ঘ) ছেলেটির উপেক্ষার অপমান দূর হবে

 

৮৪. মায়ের প্রশ্নের কেমন জবাব দিয়েছিল মমতাদি? (জ্ঞান)

ক) সোজা জবাব

খ) কড়া জবাব

গ) পাল্টা জবাব

ঘ)ছাঁকা জবাব

 

৮৫.গৃহকর্মী রেখা কাজে অমনোযোগী, অপরিষ্কার, অলস,ফাকিবাজ।রেখার সাথে কোন চরিত্রের বৈসাদৃশ্য লক্ষণীয়? (প্রয়োগ)

ক)নিরুপমা

খ) অভাগী

গ) সর্বজয়া

ঘ) মমতাদি

 

৮৬.হঠাৎ সে তরকারী নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল – কে? (জ্ঞান)

ক) মমতাদি

খ) সর্বজয়া

গ) লক্ষ্মী বউটি

ঘ) দুর্গা

 

৮৭. মমতাদি কীভাবে সারাদিন কাজ করে গেল? (জ্ঞান)

ক) নীরবে নিভৃতে

খ) নীরবে হাস্যমুখে

গ)নীরবে বিস্ময়ে

ঘ) নীরবে নতমুখে

 

৮৮. ‘কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকালো ‘না’- বাক্যে মমতাদির কী ফুটে উঠেছে? (অনুধাবন)

ক)নির্লিপ্ততা

খ) দায়িত্ববোধ

গ)সরলতা

ঘ) অভিজ্ঞতা

 

৮৯. মমতাদি কীসের অভাবে কোনো কাজ ফেলে রাখল না? (জ্ঞান)

ক)বুদ্ধির অভাবে

খ) নির্দেশের অভাবে

গ)চিন্তার অভাবে

(ঘ) সময়ের অভাবে

 

৯০.কাজের ব্যাপারে ময়না সব সময় নিয়মবদ্ধ থাকে এবং সব কাজ দ্রুততার সাথে করে। ময়নার কোন বৈশিষ্ট্যের সঙ্গে মমতাদির মিল খুঁজে পাওয়া যায়? (প্রয়োগ)

ক) শৃঙ্খলা ও ক্ষিপ্রতা

খ) শৃঙ্খলা ও সত্যতা

গ)ক্ষিপ্রতা ও নিয়মবদ্ধতা

ঘ) নিয়মবদ্ধতা ও সততা

৯১. ছোটো ছেলেটি কতবার রান্না ঘরে গিয়ে দাঁড়াল? 

ক)এক-দুই-বার

খ) দুই-তিন-বার

গ) তিন-চার বার

ঘ) চার-পাঁচবার

 

৯২. মমতাদি গল্পকথকের বাড়িতে কাজগুলোকে আপন করে নিল কেন?(অনুধাবন)

ক)নিজে কাজের মানুষ বলে

খ)কাজটা যেন ছুটে না যায়

গ)কাজের প্রতি আন্তরিক বলে

ঘ) ভালো মাইনে পাবে বলে

 

৯৩. মমতাদি কেমন মানবী? (জ্ঞান)

ক)জ্বলন্ত

খ) ছায়া

গ)অদৃশ্য

ঘ)অস্পষ্ট

 

৯৪.রাগ করে ছোটো ব বাইরে ছেলেটি কোথায় চলে গেল? (জ্ঞান)

ক)বাইরে

খ) ভেতরে

গ) স্কুলে

ঘ)বাজার

 

৯৫.মমতাদি’ গল্পে বাড়ির ছোটোকর্তা কে ছিল? (জ্ঞান)

ক)গৃহকর্তা

খ)ছেলেটির বাবা

গ) গল্পকথক

ঘ)মমতাদির স্বামী

 

৯৬. গল্পকথকের সঙ্গে কবে মমতাদি ভাব করেছিল? 

ক) সপ্তাহ খানেক পরে

খ) দিন ছয়েক পরে

গ) দিন পাঁচেক পরে

ঘ) দিন চারেক পরে

 

৯৭. সমস্ত কৃতজ্ঞতা মমতাদি কীভাবে প্রকাশ করল? 

ক)সরবে

খ) নীরবে

গ) সৌল্লাসে

ঘ) আনন্দে

 

৯৮. ‘যা খেয়েছ তাতেই বোধ হয় অসুখ হবে, আর খেয়ো না’- মমতাদির ও ” উক্তিটিতে কী প্রকাশিত হয়েছে? (জ্ঞান)

ক)ভৎসনা

খ) আবেদন

গ)নিষেধ

ঘ) অনুরোধ

 

৯৯. মমতাদিকে দেখে কে নিজেদের বাড়ির একজন মনে করে?

ক)গল্পকথকের মা

খ)গল্পকথক

গ) বাড়ির মানুষ

ঘ) পাড়ার লোক

 

১০০. গল্পকথকের বাড়িতে মমতাদির কততম চাকরি ছিল? (জ্ঞান)

ক) চতুর্থ

খ)তৃতীয়

গ) দ্বিতীয়

ঘ)প্রথম

উত্তরমালা

৮১.(গ)৮২.(ক)৮৩.(ঘ)৮৪.(ঘ)৮৫.(ঘ)৮৬.(খ)৮৭.(ঘ)৮৮.(খ)৮৯.(খ)৯০.(ক)৯১.(ঘ)৯২.(গ)৯৩.(খ)৯৪.(গ)৯৫.(গ)৯৬.(ক)৯৭.(ক)৯৮.(খ)৯৯.(খ)১০০.(ঘ)

১০১. অন্যকে স্নেহ ও ভালোবাসা দেওয়ার ব্যাপারে মমতাদির মধ্যে কী ছিল না? 

ক) সঙ্কোচ

খ)ভয়

গ)কার্পণ্য

ঘ)দ্বিধা

মমতাদি গল্পের mcq

 

১০২.স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির কাছে কীসের মর্যাদা লাভ করে? (জ্ঞান)

ক)ছোট ভাইয়ের

খ)বড় ভাইয়ের

গ) আপনজনের

ঘ)নিজের ছেলের

 

১০৩. ছোটো ছেলেটি মমতাদিকে প্রথমে কী বলে সম্বোধন করেছিল? (জ্ঞান)

ক)মমতাদি

খ) বড়োদিদি

গ) বউদিদি

ঘ) বামুনদি

 

১০৪.পুলিশের চড় খেয়ে চোরের গাল লাল হয়ে গেল। প্রসঙ্গটি কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)

ক)মমতাদি

খ) অভাগী

গ) নিরুপমা

ঘ)সর্বজয়া

 

১০৫. ছোটো ছেলেটি মমতাদির গালে কয় দিন পর দাগ দেখতে পেল? (জ্ঞান)

ক)তিন-চার দিন

খ) চার-পাঁচ দিন

গ)পাঁচ-ছয় দিন

ঘ) ঘ) ছয়-সাত দিন

 

১০৬. ছোটো ছেলেটি মমতাদির গালে কয়টি দাগ দেখতে পেয়েছিল? (জ্ঞান)

ক)দুইটি দাগ

খ) তিনটি দাগ

গ) চারটি দাগ

ঘ) পাঁচটি দাগ

 

১০৭. দাগগুলো দেখে গল্পকথকের কীসের দাগ বলে মনে হয়েছিল? (জ্ঞান)

ক) লাঠির দাগ

খ) কালির দাগ

গ)পোড়ার দাগ

ঘ) আঙ্গুলের দাগ

 

১০৮. গল্পে মমতাদির স্বামী কোন বৈশিষ্ট্যের পরিচয় বহন করে? (জ্ঞান)

ক) অসহায়ত্ব

খ) দায়িত্বহীনতা

গ) অপারগতা.

ঘ)নিষ্ঠুরতা

 

১০৯.কোথায় বসামাত্র মমতাদির চুল খুলে পিঠ ভাসিয়ে দিল? (জ্ঞান)

ক) বারান্দায়

খ) পিঁড়িতে

গ উঠানে

ঘ)ঘরতে

 

১১০. মমতাদির স্বামীর চাকরি নিয়ে গল্পকথকের মা কাদের কাছে মন্তব্য করেছিল? (জ্ঞান)

ক) বাড়ির সবার কাছে

খ) এলাকার সবার কাছে

গ)পাড়ার মহিলাদের কাছে

ঘ) পাড়ার বৃদ্ধদের কাছে

 

১১১. কবে থেকে মমতাদির বর পুনরায় চাকরিতে যোগদান করল? (জ্ঞান) 

ক)বাংলা মাসের পয়লা থেকে

খ) ইংরেজি মাসের প্রথম থেকে

গ)বাংলা মাসের শেষ থেকে

ঘ) ইংরেজি মাসের শেষ থেকে

 

১১২. মমতাদি কোন মোড়ে কমলালেবু কিনছিল? 

ক) জীবনময়ের গলির মোড়ে

খ) জীবনানন্দের গলির মোড়ে

গ)সুখময়ের গলির মোড়ে

ঘ) নিত্যানন্দের গলির মোড়ে

 

১১৩.মমতাদি কয়টি লেবু কিনেছিল? 

ক)একটি

খ) দুইটি

গ) তিনটি

ঘ) চারটি

 

১১৪. গল্পকথক কেন মমতাদির সঙ্গে তার বাড়িতে গিয়েছিল?(অনুধাবন) 

ক) নিছক শখের বশে

খ) স্নেহ পাওয়ার আশায়

গ) বাড়ি দেখার আশায়

ঘ) কমলা খাওয়ার আশায়

 

১১৫. গল্পকথক জীবনময় লেনের নাম যমালয়ের পথ ভাবল কেন?(অনুধাবন)

(ক) অত্যন্ত ঘিঞ্জি হওয়ায়

খ)খুব নোংরা পথ বলে

গ)এপথে বিপদ আছে বলে

ঘ) পথটি অন্ধকারাচ্ছন্ন ছিল

 

১১৬. সুমনের বাসার গলিটা বিশ্রী, নোংরা, দুর্গন্ধময়। সুমনের বাসায় খলির সাথে কোন গলির সাদৃশ্য দেখা যায়? (প্রয়োগ)

ক) হরমোহনের গলি

খ) জীবনময়ের গলির

গ)চিত্তরঞ্জন গলি

ঘ) বসাক ঘোষের গলি

 

১১৭.জীবনময়ের গলিটি কী দিয়ে বাঁধানো? (জ্ঞান)

ক)পাথর দিয়ে

খ সুড়কি দিয়ে

গ) লোহা দিয়ে

ঘ)ইট দিয়ে

 

১১৮. জীবনময়ের গলিতে ছেলেটি মমতাদির সঙ্গে কীভাবে চলতে লাগল? (জ্ঞান)

ক) সংকুচিত হয়ে

খ) উঁচু হয়ে

গ) প্রসারিত হয়ে

ঘ) নিচু হয়ে

 

১১৯. মমতাদি ছেলেটিকে কোন ঘরে নিয়ে বসাল? (জ্ঞান)

ক) শোবার ঘরে

(খ) বসার ঘরে

গ) বাইরের ঘরে

(ঘ) ভেতরের ঘরে

 

১২০. ছেলেটির বর্ণনায়, সংসারের সব জিনিস মমতাদির কোন ঘরে স্থান পেয়েছে? (জ্ঞান)

ক) ভেতরের ঘরে

খ)বসার ঘরে

গ) বাইরের ঘরে

ঘ) শোবার ঘরে

উত্তরমালা

১০১.(ঘ)১০২.(ক)১০৩.(ঘ)১০৪.(ক)১০৫.(ক)১০৬.(খ)১০৭.(ঘ)১০৮.(ঘ)১০৯.(খ)১১০.(গ)১১১.(খ)১১২.(ক)১১৩.(খ)১১৪.(গ)১১৫.(খ)১১৬.(খ)১১৭.(ঘ)১১৮.(ক)১১৯.(ক)১২০. (ঘ)

১২১. মমতাদি ঘরে ব্যস্ত হয়ে ঢুকে কী করল? (জ্ঞান)

ক) ছেলের গায়ে হাত দিল

খ) ছেলের মাথায় দিল

গ) ছেলের পায়ে হাত দিল

ঘ) ছেলের পিঠে হাত দিল

 

১২২. মমতাদির ঘর বিশৃঙ্খল মনে হওয়ার কারণ কী? (অনুধাবন)

ক) ঘর সংকীর্ণ ছিল বলে

খ) ঘর অগোছালো বলে

গ) বিছানা মলিন ছিল বলে

ঘ) কম দামি পুরোনো জিনিসে ঠাসা বলে

 

১২৩. মমতাদির চৌকিতে কী গোটানো ছিল? (জ্ঞান)

(ক) মলিন বিছানা

খ)মলিন চাদর

গ) মলিন তোষক

ঘ) মলিন মাদুর

 

১২৪. মমতাদির চৌকির তলে একটি চরকা ছাড়াও আর কী ছিল? (জ্ঞন)

ক)ভাঙা বাঁশের ঝুড়ি

খ) ভাঙা বেতের বাস্কেট

গ) ভাঙা টিনের ট্রাঙ্ক

ঘ) ভাঙা কাঠের বাক্স

 

১২৫. মমতাদির ঘরের দেয়ালের তাকে কী ছিল? (জ্ঞান) 

ক) তেলের বোতল

খ) কতকগুলি বই

গ)আচারের ডিব্বা

ঘ) শখের হাঁড়ি

 

১২৬. মমতাদির ছেলেটি চৌকিতে কীসের ওপর শুয়ে ছিল? (জ্ঞান)

ক) চাদরের ওপর

খ) বালিশের ওপর

গ) কাঁথার ওপর

ঘ) মাদুরের ওপর

 

১২৭.মমতাদি গোটানো বিছানা থেকে কী বের করল? (জ্ঞান)

ক) লেপ ও কাঁথা

খ) লেপ ও বালিশ

গ) বালিশ ও কাঁথা

ঘ)মাদুর ও বালিশ

 

১২৮.মমতাদির ছেলে সারারাত ঘুমায়নি কেন? (জ্ঞান)

ক) দাঁতের ব্যথায়

খ) পায়ের ব্যথায়

গ) পেটের ব্যথায়

ঘ) হাতের ব্যথায়

 

১২৯.গল্পকথক মমতাদির বাড়িতে গিয়ে তাকে কেমন অবস্থায় দেখা পেল? (অনুধাবন)

ক) লাজুক

খ) অলস

গ চঞ্চল

ঘ)কর্মব্যস্ত

 

১৩০.মমতাদির ঘরে কীসের দীনতা ছিল? (জ্ঞান) 

ক) স্নেহ-মমতার

খ) অন্যায়-অভিযোগের

গ) আলো-বাতাসের

ঘ)সুখ-শান্তিরছাড়া

 

১৩১. ‘শান্ত তার নবম শ্রেণির পাঠ্যবইয়ের একটি গল্পে একজন গৃহকর্মীর আত্মমর্যাদাবোধ সম্পর্কে জানতে পারে।’ তার পঠিত গল্পটির নাম কী?(প্রয়োগ)

ক) অপরিচিতা

খ) অভাগীর স্বর্গ

গ) আম-আঁটির ভেঁপু

ঘ) মমতাদি

 

১৩২. গৃহকর্মী মায়া কর্মঠ, সৎ, স্নেহময়ী, পরিষ্কার-পরিচ্ছন্ন। সে বাসার ছোট ছেলে অয়নকে খুব আদর করে। অয়নেরও মায়ার প্রতি বেশ টান। প্রসঙ্গটি তোমার পাঠ্যবইয়ের কোন গল্পকে স্মরণ করিয়ে দেয়। (প্রয়োগ). 

ক) অপরিচিতা

(খ) অভাগীর স্বর্গ

গ)আম-আঁটির ভেঁপু

ঘ) মমতাদি

 

১৩৩. মিতুলের মা নতুন কাজের মেয়েকে অনেক প্রশ্ন করল। কাজের মেয়েও সেগুলোর ছাঁকা জবাব দিল। মমতাদির স্বভাবের কোন দিকটি মিতুলদের বাড়ির কাজের মেয়ের মধ্যে দেখা যায়? (প্রয়োগ)

ক) চাপা

খ) অল্পভাষী

গ) স্পষ্টভাষী

ঘ) বাকপটু

 

লেখক সম্পর্কে  মমতাদি গল্পের Mcq:

 

১৩৪. মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)

ক)হুগলিতে

খ) বিহারে

গ) আসামে

ঘ) ত্রিপুরায়

 

১৩৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? (জ্ঞান)

ক) সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়

খ) নিশান কুমার বন্দ্যোপাধ্যায়

গ) শশাঙ্ক কুমার বন্দ্যোপাধ্যায়

ঘ) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়

মমতাদি গল্পের mcq বা বহুনির্বাচনি প্রশ্নত্তর

১৩৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি)

ক) হরিহর বন্দ্যোপাধ্যায়

খ নবরত্ন বন্দ্যোপাধ্যায়

গ) সত্যানন্দ বন্দ্যোপাধ্যায়

ঘ) নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়

 

১৩৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কী? (জ্ঞান)

ক) সারদাসুন্দরী দেবী ”

খ) নীরদাসুন্দরী দেবী

গ)বিমলাসুন্দরী দেবী

ঘ) কমলাসুন্দরী দেবী

 

১৩৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের কোন স্থানে? (জ্ঞান)

ক)লৌহজং

খ) তারাপুর

গ) বিক্রমপুর

ঘ) শিবপুর

 

১৩৯. মালবদিয়া গ্রাম কোন অঞ্চলে অবস্থিত? (জ্ঞান)

ক)মানিকগঞ্জ

খ)শ্রীপুর

গ)শেরপুর

ঘ) বিক্রমপুর

 

১৪০. মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের বাড়ি কোন গ্রামে? (জ্ঞান)

ক) গাঁওদিয়া

খ)গৌরীনন্দন

গ)গিরীশপুর

ঘ) গোরক্ষপুর

উত্তরমালা

১২১.(ক)১২২.(ঘ)১২৩.(ক)১২৪.(খ)১২৫.(খ)১২৬.(ঘ)১২৭.(খ)১২৮.(গ)১২৯.(ঘ)১৩০.(গ)১৩১.(ঘ)১৩২.(ঘ)১৩৩.(খ)১৩৪.(খ)১৩৫.(ঘ)১৩৬.(ক)১৩৭.(খ)১৩৮.(গ)১৩৯.(ঘ)১৪০(ক)

১৪১. কত সালে মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিক পাশ করেন? (জ্ঞান)

ক)১৯২৫

খ) ১৯২৬

গ) ১৯২৭

ঘ)১৯২৮

 

১৪২.মানিক বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন? (জ্ঞান)

ক)গৌরিপুর জিলা স্কুল

খ)বর্ধমান জিলা স্কুল

গ)মেদিনীপুর জিলা স্কুল

ঘ) হাওড়া জিলা স্কুল

 

১৪৩. ওয়েসলিয় মিশন কলেজ কোথায় অবস্থিত? (জ্ঞান)

ক)বাঁকুড়া

খ)হাওড়া

গ) দমদম

ঘ)সল্টলেক

 

১৪৪. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন?(জ্ঞান)

ক) রসায়ন

খ) গণিত

গ) পদার্থ

ঘ)জীববিদ্যা

 

১৪৫. কোন কলেজে মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি ক্লাসে ভর্তি হন? (জ্ঞান) 

ক) স্কটিশচার্চ কলেজ

খ) সেন্টজেভিয়ার কলেজ

গ)প্রেসিডেন্সি কলেজ

ঘ) বিদ্যাসাগর কলেজ

 

১৪৬. বন্ধুদের সঙ্গে বাজি ধরে মানিক বন্দ্যোপাধ্যায় কোন গল্প লিখেছেন? (জ্ঞান)

ক) হলুদ পোড়া

খ)প্রাগৈতিহাসিক

গ)কুষ্ঠরোগীর বৌ

ঘ) অতসীমামী

 

১৪৭.’অতসীমামী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? (জ্ঞান)

ক)বিচিত্রা

খ) সানন্দা

গ) ভারতী

ঘ) কল্লোল

 

১৪৯.দিবারাত্রির কাব্য’ উপন্যাস রচনার পর পেশা হিসেবে বন্দ্যোপাধ্যায় কোনটিকে অবলম্বন করেন? (জ্ঞান)

ক)গবেষণাকর্মকে

খ) সাংবাদিকতাকে

গ)শিক্ষকতাকে

ঘ)লেখালেখিকে

 

১৫০. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে কর্মজীবন শুরু করেন? (জ্ঞান) 

ক)সাংবাদিক

খ) লেখক

গ) অভিনেতা

ঘ)কলামিস্ট

 

১৫১. ‘পদ্মা নদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা? (জ্ঞান)

ক) উপন্যাস

খ) ছোটগল্প

গ) নাটক

ঘ)প্রবন্ধ

 

১৫৩.নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? (জ্ঞান)

ক)চার অধ্যায়

খ)চতুষ্কোণ

গ)চাচাকাহিনী

ঘ)চৌচির

 

১৫৪. নিচের কোন উপন্যাসটি লিখে মানিক বন্দ্যোপাধ্যায় কথাসাহিত্যের সিংহাসনে আরোহণ করেন? (জ্ঞান)

ক) সহরতলী

খ) অহিংস

গ) চতুষ্কোণ

ঘ) পুতুলনাচের ইতিকথা

 

১৫৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কত? (জ্ঞান)

ক) চল্লিশটির অধিক

খ) পঞ্চাশটির অধিক

গ) ষাটটির অধিক

ঘ) সত্তরটির অধিক

 

১৫৬. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস? (জ্ঞান)

ক) ইছামতি

খ) শহরতলী

গ) বিষবৃক্ষ

ঘ) পদ্মরাগ

 

১৫৭. ১৯৫৬ সালের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান) 

ক) ৩রা ডিসেম্বর

খ) ৪ঠা ডিসেম্বর,

গ) ৫ই ডিসেম্বর

ঘ)৬ই ডিসেম্বর

মমতাদি গল্পের mcq : অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ও উত্তর:

নিচের উদ্দীপকটি পড়ে ১৫৮ ও ১৫৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। ছোট্ট তিতলির সব সময়ের সঙ্গী পুতুল। এ বাড়িতে তিতলির দেখাশোনার সঙ্গে সঙ্গে সে ছোট ছোট কাজও করে। তবে তিতলি একমুহূর্ত তাকে ছেড়ে থাকতে চায় না। মেয়েটি চোখের আড়াল হলেই তিতলির সে কি কান্না! পুতুলও তাকে খুব ভালোবাসে ।

১৫৮.উদ্দীপকের তিতলির অনুভূতির সঙ্গে গল্পের ছেলেটির অনুভূতি যেভাবে সম্পৃক্ত- (প্রয়োগ)

¡. উভয়েই কিছুটা আত্মভোলা

ii. উভয়ে প্রত্যক্ষভাবে স্নেহকাতর

iii. উভয়ের মধ্যে বাৎসল্যবোধ আছে।

নিচের কোনটি সঠিক?

ক)¡,¡¡

খ)i, iii

গ)¡¡,¡¡¡

ঘ)i, ii ও iii

 

১৫৯. উদ্দীপকের পুতুলের ও গল্পের মমতাদির আচরণ দেখে কী সিদ্ধান্ত নেওয়া যায়? (উচ্চতর দক্ষতা)

ক গৃহকর্মে নিয়োজিত মানুষমাত্রই স্নেহপ্ররণ

খ) ছোটদের ভালোবাসা গৃহপারিচারিকার দায়িত্ব

গ) কাজের অংশ হিসেবে ছোটদের তারা স্নেহ করে

ঘ) কাজের মানুষও মানবিক গুণসম্পন্ন হতে পারে

 

নিচের উদ্দীপকটি পড়ে ১৬০ ও ১৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও: খুব ছোটবেলায় বকুলের মা মারা যায়। তারপর থেকেই চাঁপাদির কাছে সে মানুষ। চাপাদি শুধু তাদের বাড়ির কাজের মানুষ নয়। বকুলের কাছে থাকতে থাকতে সেও যেন বকুলের মা হয়ে উঠেছে ।

১৬০. উদ্দীপকের বকুল ও মমতাদির সাধারণ বৈশিষ্ট্য কোনটি? (প্রয়োগ)

ক) তারা উভয়েই মায়ের ভূমিকা পালন করেছে

খ)তারা শুধু কাজের মানুষের পরিচিতি পেয়েছে

গ) তারা কাজের অতিরিক্ত দায়িত্ব পালন করেছে

ঘ) তারা উভয়ে স্নেহপরায়ণ মনোভাব দেখিয়েছে

উত্তরমালা

১৪১.(খ)১৪২.(গ)১৪৩.(ক)১৪৪.(খ)১৪৫.(গ)১৪৬. (ঘ)১৪৭.(ক)১৪৯. (ঘ)১৫০.(খ)১৫১.(ক)১৫৩.(খ)১৫৪. (ঘ)১৫৫.(খ)১৫৬.(খ)১৫৭.(ক)১৫৮.(গ)১৫৯. (ঘ)১৬০. (ঘ)

১৬১.মমতাদির সঙ্গে উদ্দীপকের বকুলের স্বাতন্ত্র্য—  (উচ্চতর দক্ষতা)

i. কাজের মানুষ হিসেবে

ii. পরিবেশ পরিস্থিতিতে

iii. দায়িত্বের দিক থেকে

নিচের কোনটি সঠিক)?

ক)¡,¡¡

খ) i, iii

গ)¡¡,¡¡¡

ঘ)i, ii ও ¡¡¡

 

নিচের উদ্দীপকটি পড়ে ১৬২ ও ১৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: স্বামীর অত্যাচারের চিহ্ন ছিল কুসুমের মুখে। তবুও গিরিমার কাছে মুখ খোলেনি ও। শুধু মনে মনে দুঃখবোধটাকে জিইয়ে রেখেছে। তবে তার মনেও প্রত্যাশা ছিল কেউ তাকে একটু ভালোবাসুক।

১৬২. উদ্দীপকের কুসুম যে দিক থেকে মমতাদির সঙ্গে তুলনীয়— (প্রয়োগ)

¡. উভয়েই নির্যাতিত

ii. উভয়েই কাজের মানুষ

iii. উভয়েই বোকা প্রকৃতির

নিচের কোনটি সঠিক?

ক)¡,¡¡

খ)¡,¡¡¡

গ)ii ও iii

ঘ) i, ii ও iii

 

১৬৩. উদ্দীপকের শেষ লাইনের বক্তব্যের মধ্যে কুসুম ও মমতাদির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)

ক) কাজের মেয়েরা স্বামী কর্তৃক নির্যাতিত

খ) কাজের মেয়েরা সহজে মনের কথা বলে না

গ) কাজের মেয়েরা আত্মমর্যাদার অধিকারী

ঘ) কাজের মেয়েরাও ভালোবাসা প্রত্যাশা করে

 

নিচের উদ্দীপকটি পড়ে ১৬৪ ও ১৬৫নম্বর প্রশ্নের উত্তর দাও: খুব ছোটবেলায় বকুলের মা মারা যায়। তারপর থেকেই চাঁপাদির কাছে সে মানুষ। চাঁপাদি শুধু তাদের বাড়ির কাজের মানুষ নয়। বকুলের কাছে থাকতে থাকতে সেও যেন বকুলের মা হয়ে উঠেছে

 

১৬৪. উদ্দীপকের চাপাদি ও মমতাদির সাধারণ বৈশিষ্ট্য কোনটি? (প্রয়োগ)

ক) তারা উভয়েই মায়ের ভূমিকা পালন করেছে

খ) তারা শুধু কাজের মানুষের পরিচিতি পেয়েছ

গ) তারা কাজের অতিরিক্ত দায়িত্ব পালন করেছে

ঘ) তারা উভয়ে স্নেহপরায়ণ মনোভাব দেখিয়েছে

 

১৬৫. মমতাদির সঙ্গে উদ্দীপকের বকুলের স্বাতন্ত্র্য— (অনুধাবন)

i. কাজের মানুষ হিসেবে

ii. পরিবেশ পরিস্থিতিতে

iii. দায়িত্বের দিক থেকে

নিচের কোনটি সঠিক?

ক)i, ii

খ)i, iii

গ) ii ও ii

ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড়ে ১৬৬ ও ১৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

চৌধুরী বাড়ির উঠান ঝাড়ু দিতে গিয়ে কিরণবালা সোনার একটি নথ কুড়িয়ে পল। সঙ্গে সঙ্গে নথটি নিয়ে সে গেল বড় গিন্নির কাছে। গিন্নি মা তাকে একটি এক টাকার নোট দিতেই তা নিতে অস্বীকার করল। তিনি বললেন যে, কাজের লোক হলেও কিরণের আত্মমর্যদাবোধ অক্ষুণ্ণ রয়েছে। 

১৬৬. উদ্দীপকের সঙ্গে ‘মমতাদি’ গল্পের বৈপরীত্য রয়েছে(প্রয়োগ)

i. ঘটনায়

ii. পরিবেশে

iii. পটভূমিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ)i,¡¡¡

গ)¡¡,¡¡¡

ঘ)¡,¡¡,¡¡¡

১৬৭.’বাছা’ শব্দের অর্থ কী?

ক)বৎস

খ) পুত্র

গ) সন্তান

ঘ) শিশু

 

১৬৮.নারীরা অন্তঃপুর থেকে প্রথা ভেঙে বাইরে রোজগার করতে আসাকে কী বলা হয়?

ক)পর্দা রেখে উপার্জন

খ) লজ্জাহীন উপার্জন

গ) পর্দা ঠেলে উপার্জন

ঘ)স্বকীয়তা বিসর্জন

 

১৬৯. ‘অনাড়ম্বর’ শব্দের অর্থ কী? ক)অগোছালো

খ) জাঁকজমকহীন

গ) সৌন্দর্যহীন

ঘ)অস্বাভাবিক

 

 ১৭০.’বামুনদি’ অর্থ কী? (জ্ঞান)

ক) কম উচ্চতার নারী

খ) ব্রাহ্মণদিদির সংক্ষিপ্ত রূপ

গ) নিচু বংশের কন্যা

ঘ) উচ্চবংশীয় বামুন নারী

 

 ১৭১.’অপ্রতিভ’ শব্দের অর্থ কী? (জ্ঞান)

ক)অপর্যাপ্ত

খ) অপ্রতুল

গ) অপ্রস্তুত

ঘ)অসময়

 

১৭২.’হরির লুট’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে? (অনুধাবন) 

ক)ভাড়ার খালি করা

খ) দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ

গ)হরিকে লুণ্ঠন করা

ঘ) কোষাগার লুণ্ঠন

 

১৭৩.উপকারীর উপকার স্বীকার করাকে কী বলা হয়? (জ্ঞান)

ক)কৃতজ্ঞতা

খ) অকৃতজ্ঞতা

গ) কৃতঘ্ন

ঘ) স্বার্থপরতা

 

১৭৪. ‘ছাঁকা’ শব্দটি ‘মমতাদি’ গল্পে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? (অনুধাবন)

ক)পরিশোধিত

খ)সহজলভ্য

গ)পরিশীলিত

ঘ)যথার্থ

 

১৭৫. ‘ক্ষিপ্রতা’ শব্দের সমার্থক শব্দ কোনটি? (জ্ঞান)

ক) তড়িৎ

খ) দ্রুততা

গ) প্রখরতা

ঘ) স্থূলতা

 

১৭৬. ‘বিস্মিত’ শব্দের অর্থ কী? (জ্ঞান)

(ক) অবাক

খ) নিস্তব্ধ

গ) আকস্মিক

(ঘ) কিংকর্তব্যবিমূঢ়

 

১৭৭. মমতাদি গল্পের গল্পকারের নাম কী?

ক) শরন্দ্র চট্টোপাধ্যায়

খ)মানিক বন্দ্যোপাধ্যায়

গ) বহিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

১৭৮. ‘মমতাদি’ গল্পের লেখক কে? (জ্ঞান)

ক) মানিক বন্দ্যোপাধ্যায়

খ)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

১৭৯.’মমতাদি’ গল্পটি লেখকের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? (জ্ঞান)

ক)প্রাগৈতিহাসিক

খ) পরিস্থিতি

গ) সরীসৃপ

ঘ)খতিয়ান

 

১৮০.কত সালে ‘সরীসৃপ’ গ্রন্থটি প্রকাশিত হয়?

ক)১৯৩১

খ)১৯৩৬

গ) ১৯৩৭

ঘ)১৯৩৯

উত্তরমালা

১৬১.(গ)১৬২.(ক)১৬৩. (ঘ)১৬৪.(খ)১৬৫. (ঘ)১৬৬. (ঘ)১৬৭.(ক)১৬৮.(গ)১৬৯.(খ)১৭০.(খ)১৭১.(গ)১৭২.(গ)১৭৩.(ক)১৭৪. (ঘ)১৭৫.(খ)১৭৬.(ক)১৭৭.(খ)১৭৮.(ক)১৭৯.(গ)১৮০. (ঘ)

১৮১.মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক১৯৩৬

খ) ১৯৩৭

গ) ১৯৩৮

ঘ)১৯৩৯

 

১৮২.গৃহকর্মে যারা সহায়তা করেন, তাদের সঙ্গে কেমন সম্পর্ক থাকা জরুরি? (জ্ঞান)

ক) কর্তৃত্বপরায়ণ

খ)কোমল কঠোর

গ) সৌহার্দ্যপূর্ণ

ঘ) মধ্যমপন্থার

 

১৮৩.’মমতাদি’ গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি কোন আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে? (জ্ঞান)

ক)মানবিক

খ)রূঢ়

গ) কৃত্রিম

ঘ) কর্তৃত্বপরায়ণ

 

১৮৪. ‘মমতাদি’ গল্পে গৃহকর্মে নিয়েজিত মানুষের প্রতি কোন আচরণের দিকটি প্রকাশ পেয়েছে? (জ্ঞান)

ক)অমানবিক আচরণ

খ) মানবিক আচরণ

গ) স্বাভাবিক আচরণ

ঘ) সামাজিক আচরণ

 

১৮৫. কে মমতাদিকে নিজের বাড়ির লোক মনে করে? (জ্ঞান)

ক) গৃহকর্ত্রী

খ) গৃহকর্তা

গ) প্রতিবেশী

ঘ) বাড়ির ছোট ছেলেটি

 

১৮৬.মমতাদি মর্যাদাসম্পন্ন ঘরের নারী হয়েও অন্যের বাড়িতে কাজ করে কেন? (অনুধাবন)

ক)স্বভাববশত

খ) অভাবে পড়ে

গ) সম্পর্কের টানে।

ঘ) মায়ায় পড়ে

 

১৮৭.কোন বৈশিষ্ট্যে মমতাদি সব সময় সমুন্নত ছিলেন? (জ্ঞান)

ক) আত্মমর্যাদাবোধে

খ) অহংকারে

গ) সেবাব্রতে

(ঘ) স্নেহ-মমতায়

 

১৮৮.. মমতাদি নিজেও কীসের প্রত্যাশী ছিলেন? (জ্ঞান)

ক) অর্থ-সম্পদ

খ)ভালোবাসা

গ) আদর-সম্মান

ঘ) অধিকার

 

১৮৯. অন্যকে মমতাদির কী দিতে দ্বিধা ছিল না? (জ্ঞান)

ক) স্নেহ ও ভালোবাসা

খ) আদর ও সম্মান

গ) টাকা ও বই।

ঘ) যত্ন ও সেবা

 

১৯০. স্কুলপড়ুয়া ছেলে ও তার পরিবার কী নিয়ে মমতাদির পাশে দাঁড়ায়? (জ্ঞান)

ক) সাহায্য ও সহযোগিতা

খ) দানের অর্থ

গ) সম্মান ও সহমর্মিতা

ঘ) স্নেহ ও ভালোবাসা

 

১৯১. কী নিয়ে স্কুলপড়ুয়া ছেলে ও তার পরিবার মমতাদির পাশে দাঁড়ায়? (জ্ঞান)

ক) সম্মান ও সহমর্মিতা

খ) প্রচুর অর্থ ও খাবার

গ) ভালোবাসা ও আবদার

ঘ) দাবি ও অধিকার

মমতাদি গল্পের mcq বহুপদী

 

১৯২. কারো কাছে যা পাই না , তুমি তা দেবে কেন ? -এ উক্তির অন্তর্নিহিত তাৎপর্য –

i . মমতাদির ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল ।

ii . মমতাদি তার স্বামীর কাছে নির্যাতিত হতো ।

iii . ছোট ছেলেটি মমতাদিকে ভালোবেসেছিল

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

১৯৩. মমতাদি সহজ মানুষ হয়ে গেল- ( অনুধাবনমুলক)

i. মুখ ফিরিয়ে হেসে

ii. রহস্যের ঘোমটা খুলে

iii. ভালোবাসা আকাঙ্ক্ষা করে

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

১৯৪. মমতাদির স্বভাব– ( অনুধাবন)

i . আত্মমর্যাদাসম্পন্ন

ii. অন্তর্মুখা

iii . রহস্যময়ী

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

১৯৫. অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না— মমতাদিকে এ কা বলার কারণ- ( অনুধাবন )

i . মমতাদি কাজে – কর্মে নিপুণ

ii . মমতাদির অসৎ উদ্দেশ্য নেই

iii . মমতাদির মধ্যে শৃঙ্খলা রয়েছে

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

১৯৬. সবাই যদি তোমার মতো ভালোবাসত— এ বাক্যে প্রকাশ পেয়েছে মমতাদির– ( অনুধাবন)

i . মনের হতাশা

ii. মনের আক্ষেপ

iii . মনের আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও ¡¡¡

 

১৯৭. ‘ মমতাদি ‘ গল্পে সহানুভূতিশীল মানুষ – ( অনুধাবন )

i. খোকার বাবা

ii . মা

iii. খোকা

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

১৯৮. মমতাদির বাড়ি যাওয়ার রাস্তা পরিচয় দেয় – ( অনুধাবন ) 

i . বস্তিবাসীদের জীবনমানের

ii . অস্বাস্থ্যকর পরিবেশের

iii . ছিন্নমূল মানুষের সামাজিক অবস্থান

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

১৯৯. মর্যাদাসম্পন্ন ঘরের মেয়ে হয়েও অভাবের তাড়নায় সীমা আজ বাসার বুয়ার কাজ করে । মমতাদির সাথে সীমার সাদৃশ্য রয়েছে— ( প্রয়োগ ) 

i . মর্যাদার দিক থেকে

Ii. অভাবের দিক থেকে

iii . কর্মের দিক থেকে

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

২০০.ছেলেটির মা মমতাদিকে জেরা করলেন– ( অনুধাবন ) 

i.মমতাদি কর্মপ্রাণী বলে

ii . মমতাদির প্রকৃত অবস্থা জানতে

iii . মমতাদির সঙ্কোচ দূর করতে

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

২০১. মমতাদি অপরের বাড়িতে কাজ নেয় –

i . সংসারের অভাব মেটাতে

ii. স্বামীর চাকরি নেই বলে

iii . বাড়তি রোজগারের আশায়

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii

 

২০২. ভাবিস না , তোকে খুব ভালোবাসবে মা এ কথা বলেছিলেন— ( অনুধাবন ) 

i. গল্পকথক মন খারাপ করেছিল বলে

ii . গল্পকথক স্নেহপ্রত্যাশী ছিল বলে

iii . গল্পকথক আবদার করেছিল বলে

নিচের কোনটি সঠিক ?

(ক) i , ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও ¡¡¡

উত্তরমালা

১৮১. (ঘ)১৮২.(গ)১৮৩.(গ)১৮৪.(খ)১৮৫. (ঘ)১৮৬.(খ)১৮৭.(ক)১৮৮.(গ)১৮৯.(ক)১৯০.(গ)১৯১.(ক)১৯২. (ঘ)১৯৩. (ঘ)১৯৪. (ঘ)১৯৫. (খ)১৯৬.(ঘ)১৯৭.(গ)১৯৮. (ঘ)১৯৯. (ঘ)২০০.(ক)২০১.(ক)২০২.(ক)

আরও জানুন

সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর – (গুরুত্বপূর্ণ ১৫টি)

কিভাবে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় ?

সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *