মাইক্রোফোন এবং স্পিকার কি ? এরা কিভাবে কিভাবে কাজ করে

মাইক্রোফোন এবং স্পিকার কি? মাইক্রোফোন এবং স্পিকার কিভাবে কাজ করে?

যােগাযােগ হলাে তথ্য আদান প্রদানের মূল প্রক্রিয়া । এর মাধ্যমে মানুষ তার চিন্তা , ধারণা , অনুভব একে অন্যের কাছে প্রকাশ করে বা পৌছে দেয় ।

মাইক্রোফোন এবং স্পিকার
What is Microphone and Speaker in Bengali?

মানব সৃষ্টির আদিকাল থেকে মানুষ একে অন্যের সাথে যােগাযােগ করছে নানাভাবে ।

এখন আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যােগাযােগ করতে পারি টেলিফোন , ইন্টারনেট , ফ্যাক্স যাগি ও ই – মেইলের মাধ্যমে ।

কোনাে সমস্যা সমাধান বা সম্পর্কের উন্নতি নির্ভর করে সার্থক ও কার্যকর যােগাযােগের উপর ।

পড়ালেখা, গবেষণা, ব্যবসা – বাণিজ্য, শিল্প – কারখানা, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, পরিবহন ব্যবস্থাপনা, অপরাধী ধরা, অপরাধ দমন ইত্যাদি কাজ সার্থকভাবে ও দুত সম্পাদন করা যায় উন্নত যােগাযােগের মাধ্যমে ।

তথ্য বিনিময়, কোনাে পরিকল্পনা ও তৈরি ও বাস্তবায়ন, কোনাে যৌথ উদ্যোগ গ্রহণ, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, পণ্যের বিজ্ঞাপন প্রদান করে মানুষকে প্রভাবিত করা ইত্যাদি যােগাযােগের দ্বারাই সম্ভব ।

ইলেকট্রনিক যােগাযােগ প্রযুক্তি আমাদের দিন দিন পৌছে দিচ্ছে উন্নতির শিখরে । প্রতিদিনই এগিয়ে যাচ্ছি আমরা ।

তাই এ যুগকে বলা হয় তথ্য ও যােগাযােগ প্রযুক্তির যুগ ।

মাইক্রোফোন এবং স্পিকার কি ? (What is Microphone and Speaker)

মাইক্রোফোন ও স্পিকারের সাথে আমরা সবাই পরিচিত ।

কোনাে বড় সভা বা অনুষ্ঠানের সময় বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাড়িয়ে কথা বলেন তাকে বলা হয় মাইক্রোফোন (চলতি কথায় মাইক) ।

শ্রোতা যে যন্ত্র থেকে জোরে শব্দ (বক্তৃতা) শুনতে পান তা হলো লাউড স্পিকার বা স্পিকার ।

তােমাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে মাইক্রোফোন ও স্পিকারের ব্যবহার তােমরা দেখে থাকবে ।

টেপরেকর্ডার , ভিসিআর ইত্যাদিতে মাইক্রোফোন ও স্পিকার দুটোই থাকে ।

মাইক্রোফোন ও এর কার্যক্রম: মাইক্রোফোন কিভাবে কাজ করে

মাইক্রোফোন হলাে এমন একটি যন্ত্র যা শব্দশক্তিকে তড়িৎ সংকেতে পরিবর্তিত করে ।

মাইক্রোফোনের মধ্যে ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাতলা পাত থাকে । শব্দ তরঙ্গ দ্বারা এ পাত কম্পিত হয় ।

ডায়াফ্রাম হলাে মাইক্রোফোনের সে অংশ , যা শব্দের কম্পনকে তড়িতে রূপান্তরের জন্য ডিজাইন করা থাকে । বিভিন্ন রকমের শব্দের কম্পন ডায়াফ্রামকে বিভিন্নভাবে কম্পিত করে ।

এই কম্পনকে মাইক্রোফোন পরিবর্তনশীল তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে । একে বলা হয় অডিও সংকেত ।

মাইক্রোফোন এ অডিও সংকেতকে বিবর্ধিত করে টেলিফোন লাইন বা বেতারের মাধ্যমে অনেক দূরে পাঠানাে যায় ।

সুতরাং টিভি এবং রেডিও সম্প্রচার , রেকর্ডিং ও টেলিফোনের ক্ষেত্রে মাইক্রোফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

স্পিকার কি?

গ্রামে – গঞ্জে বা সাধারণ মানুষের নিকট এটি লাউড স্পিকার বা মাইক নামে পরিচিত ।

স্পিকার মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি করে অর্থাৎ স্পিকার তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে । এ শব্দ হলাে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রুপান্তরিত শব্দের অনুরূপ শব্দ ।

স্পিকারের কার্যক্রম: স্পিকার কিভাবে কাজ করে

স্পিকারে থাকে একটি স্থায়ী চুম্বক । স্পিকারের বায়ু ফাকে (Air gap) একটি ছােট ভয়েস কয়েল (Voice coil) ঝুলানাে থাকে ।

যখন শব্দ থেকে তৈরি প্রতিবর্তী তড়িৎপ্রবাহ এ কয়েলের সাথে সংযুক্ত করা হয় , তখন স্থির ক্ষেত্র (চৌম্বক ক্ষেত্র) ও চলক্ষেত্রের (Moving field) মধ্যে মিথস্ক্রিয়া ঘটে, ফলে কয়েলটি অগ্র পশ্চাৎ যাওয়া আসা করে । এতে বায়ুতে সংকোচন প্রসারণ ঘটে , ফলে শব্দের সৃষ্টি হয় ।

শেষ কথা

আশা করি মাইক্রোফোন এবং স্পিকার কি? মাইক্রোফোন এবং স্পিকার কিভাবে কাজ করে এ বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। কোন বিষয়ে জানার থাকলে নিচে অবশ্যই কমেন্ট করবেন।

অবশ্যই পড়ুন

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *