জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি ? (সেরা ৯টি)

আপনি যদি জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি এ বিষয়ে জানতে চাচ্ছেন, তাহলে আজকের আর্টিকেলে সেরা ৯ টি মাইক্রোব্লগিং ওয়েবসাইটের তালিকা তুলে ধরা হয়েছে। যেগুলো আপনি microblogging এবং SEO এর জন্য ব্যবহার করতে পারেন।

এমনিতে ব্লগিং কি এ বিষয়ে আমরা সকলেই জানি। ব্লগিং এর ক্ষেত্রে কোন একটি ব্লগ ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ (publish) করা হয়ে থাকে। বেশিরভাগ সময়ে এই আর্টিকেল গুলো অনেক বড় আকারের হয়ে থাকে।

কেননা ব্লগাররা যখন কোন বিষয়ের উপরে আর্টিকেল লিখেন, তখন সেই টপিকের সাথে জড়িত সকল তথ্য আর্টিকেলে প্রদান করার চেষ্টা করে থাকেন।

কিন্তু মাইক্রোব্লগিং হলো এর বিপরীত এবং এখানে ছোট আকারের পোস্ট করা হয়ে থাকে।

তাহলে চলুন আগে জেনে নিই, মাইক্রোব্লগিং কি?

মাইক্রোব্লগিং কি? (What is microblogging in Bengali)

মাইক্রোব্লগিং বলতে ছোট পোস্ট তৈরি করা এবং এবং নিয়মিত আপডেট করাকে বোঝায়।

ব্লগিং এর সাথে এর পার্থক্য এখানেই যে, মাইক্রোব্লগিং এর ক্ষেত্রে আর্টিকেল অনেক বড় হয় না এবং কিছু শব্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

এখন তাহলে চলুন জেনে নিই, জনপ্রিয় এবং সেরা ৯টি মাইক্রোব্লগিং ওয়েবসাইটের নাম।

জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি? (9 famous microbloging websites)

  1. Twitter
  2. Tumblr
  3. Plurk
  4. Twister
  5. Soup.io
  6. Gab
  7. Reddit
  8. Micro.blog
  9. Plerb

1. Twitter

জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি

টুইটার হলো সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট।

এটি ইউজারদের ১৪০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ পোস্ট করার অনুমতি দেয়, এই পোস্টকে টুইট (tweet) বলে।

সাধারণ ব্যবহারকারীরা ছাড়াও সেলিব্রেটি (celebrity) এবং রাজনীতিবিদরা টুইটার ব্যবহার করেন।

টুইটারে একজন ইউজারকে অন্য ইউজাররা follow করতে পারেন এবং একজনকে যারা follow করেন তাদের follower বলা হয়। একজন টুইটার ব্যবহারকারী তার follower বা অনুসারীদের সাথে photo, video, text ইত্যাদি শেয়ার (share) করতে পারে।

সেরা এই মাইক্রোব্লগিং প্লাটফর্মে আপনি অন্যদের সাথে message আদান প্রদান করতে পারে।

  • Age of Twitter: 19 years
  • Domain Authority: 94
  • Traffic: 5.6B
  • Price: Free

2. Tumblr

মাইক্রোব্লগিং ওয়েবসাইট

Tumblr হলো মাইক্রোব্লগিং এর জন্য অন্যতম একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটে আপনি সহজেই ইমেজ, ভিডিও, টেক্সট এবং লিংক শেয়ার করতে পারেন।

  • Age of Tumblr: 13 years
  • Domain Authority: 87
  • Traffic: 327M
  • Price: Free

3. Plurk

মাইক্রোব্লগিং কি

Plurk হলো আরেকটি জনপ্রিয় social bookmarking এবং microblogging এর ওয়েবসাইট।

টুইটারের মতো plurk এ আপনি আপনার অনুসারীদের বা follower দের সাথে videos, images, text এবং link শেয়ার করতে পারেন।

এই সাইটটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং বিনামূল্যে মাইক্রোব্লগিং করতে পারেন।

  • Age of Plurk: 13 years
  • Domain Authority: 89
  • Traffic: 11M
  • Price: Free

4. Twister

what is microblogging

Twister হলো একটি P2P মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে twister ডাউনলোড করতে হবে এবং এরপর টুইস্টারের service গুলো ব্যবহার করতে হবে।

  • Age of Twister: 6 years
  • Domain Authority: 46
  • Traffic: 1B
  • Price: Free

5. Soup.io

সেরা মাইক্রোব্লগিং সাইট কোনটি

অনেক বেশি ডোমেইন অথরিটি (DA) থাকার কারণে এই সাইটটির SEO এর দিক থেকে প্রচুর সুবিধা রয়েছে।

Soup.io সাইটে তথ্যের একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে লোকেরা প্রচুর তথ্যমূলক কনটেন্ট শেয়ার করে থাকে।

Soup.io এর সাথে আপনি আপনার নিজের ওয়েব 2.0 সাইট তৈরি করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এখানে কনটেন্ট লিখতে পারেন।

  • Age: 13 years
  • Domain Authority (DA): 85
  • Traffic: 700k
  • Price: Free

6. Gab

মাইক্রোব্লগিং ওয়েবসাইটের নাম

Gab হলো আরেকটি চমৎকার মাইক্রোব্লগিং ওয়েবসাইট যেখানে আপনি পুরো বিশ্বের সামনে আপনার product বা service এর প্রচার করতে পারেন।

এই মাইক্রোব্লগিং সাইটটি brand promotion এর জন্য খুবই ভালো হিসেবে প্রমাণিত। এখানে, আপনি বিনামূল্যে বক্তৃতা, চমৎকার সব তথ্য এবং আরো অনেক কিছু পাবেন।

  • Domain Authority (DA): 75
  • Age: 21 years
  • Traffic: 4M
  • Price: N/A

7. Reddit

Famous microblogging website

Reddit হলো একটি সোশ্যাল বুকমার্কিং এবং মাইক্রোব্লগিং সাইট যেখানে আপনার পোস্ট কতগুলো নির্দিষ্ট ক্যাটাগরি অনুসারে দেখানো হয়ে থাকে।

Reddit হলো খবর, ব্লগিং, এসইও ইত্যাদি ক্যাটাগরি বিষয়ক একটি ফোরাম ওয়েবসাইট।

এই সাইটে শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরা তাদের বিষয়বস্তু যেমন, pictures, links, texts ইত্যাদি ব্যবহার করতে পারেন।

ভিজিটররা এসব পোস্টে আপভোট, মন্তব্য বা আপনার পোস্ট শেয়ার করতে পারেন।

  • Age: 18 years
  • Domain Authority: 91
  • Traffic: 1.5 B
  • Price: Free

8. Micro.blog

মাইক্রোব্লগিং কাকে বলে

Micro.blog হলো ছবি, ভিডিও এবং টেক্সট এর মাধ্যমে পোস্ট শেয়ার করার জন্য একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট।

এই সাইটটি ব্যবহার করা খুবই সহজ এবং কার্যকারিতার দিক থেকে micro.blog চমৎকার এটি সাইট।

আপনি কাস্টম থিম, কাস্টমাইজেশন, বিভাগ, পডকাস্ট, ভিডিও, ছবি এবং আরও অনেক কিছু features এই microblogging ওয়েবসাইটে পেতে পারেন।

  • Domain Authority (DA): 46
  • Age: 4 years
  • Traffic: N/A
  • Price: Free

9. Plerb

মাইক্রোব্লগিং মানে কি

Plerb হলো একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট এবং সেরা মাইক্রোব্লগিং সাইট গুলোর মধ্যে একটি৷

এটি টুইটারের মতো একটি সাইট, যেটি আপনাকে আপনার পোস্টে প্রায় 150 টি অক্ষর যোগ করতে দেয়।

  • Domain Authority: 47
  • Age: 12 years
  • Traffic: 44k
  • Price: Free

আমার শেষ কথা

তাহলে বন্ধুরা, জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট কোনটি এ বিষয়ে আজকের আর্টিকেলে ভালোভাবে জানতে পেরেছেন।

আমি উপরে ৯ টি সেরা মাইক্রোব্লগিং ওয়েবসাইটের নাম আপনাদের বলেছি। তবে এগুলোর মধ্যে টুইটার সবচেয়ে জনপ্রিয় একটি মাইক্রোব্লগিং এর ওয়েবসাইট।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর যদি কোন প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *