মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
* মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: মানুষ কবিতাটি ‘ সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
মানুষ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
মানুষ কবিতার পাঠ পরিচিতি:
পাঠ-পরিচিতি : কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংকলিত হয়েছে। পৃথিবীতে নানা বর্ণ, ধর্ম, গোত্র আছে। বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবনবাজিও রাখে। কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্ন দান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এ রকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড়ো কিছু যে হতে পারে না, ধর্মও সে কথাই বলে। অথচ ধর্মকে ব্যবহার করে অনেকে স্বার্থ হাসিল করে এবং মনুষ্যত্বের চরম অবমাননা করে; যা কোনোভাবেই কাম্য নয়। কবিতায় সে ভাবটিই মূর্ত হয়ে উঠেছে।
১। গােশত-রুটি নিয়ে কে মসজিদে তালা দিল?
উত্তর : গােশত-রুটি নিয়ে মােল্লা মসজিদে তালা দিল ।
প্রশ্ন ২। মসজিদে কে তালা দিল?
উত্তর : মসজিদে মােল্লা তালা দিল
প্রশ্ন ৩। আজারি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আজারি’ শব্দের অর্থ বুগণ বা ব্যথিত ।
প্রশ্ন ৪। ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘মানুষ’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
প্রশ্ন ৫। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?
উত্তর : সুলতান মাহমুদ সতেরাে বার ভারতবর্ষ আক্রমণ করেন।
প্রশ্ন ৬। মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি?
উত্তর : মুসাফির আশি বছর প্রভুকে ডাকেনি।
প্রশ্ন ৭. মানুষ’ কবিতায় পথিকের বস্ত্র কীরূপ ছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতায় পথিকের বস্তু ছিল জীর্ণ।
প্রশ্ন ৮.পথিক কী বলে পূজারিকে ডাক দিল?
উত্তর : পথিক ‘বাবা’ বলে পূজারিকে ডাক দিল।
প্রশ্ন.-৯. ‘মানুষ’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর : মানুষ’ কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন ১০। কালাপাহাড়ের প্রকৃত নাম কী?
উত্তর : কালাপাহাড়ের প্রকৃত নাম- রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ ।
প্রশ্ন ১১। ফুকারি শব্দের অর্থ কী?
উত্তর : ফুকারি শব্দের অর্থ চিৎকার করে।
প্রশ্ন ১২। মােল্লা মুসাফিরকে কোথায় গিয়ে মরতে বলেছে?
উত্তর : মােল্লা মুসাফিরকে গাে-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে।
প্রশ্ন ১৩। কে মন্দিরের দরজা বন্ধ করেছিল?
উত্তর : পূজারি মন্দিরের দরজা বন্ধ করেছিল।
প্রশ্ন ১৪। ‘মানুষ’ কবিতায় যে দেবতার বরে রাজা হয়ে যাবে এটা কে ভেবেছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতায় মন্দিরের পূজারি ভেবেছিল যে, দেবতার বরে সে রাজা হয়ে যাবে।
প্রশ্ন ১৫। কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১৬. কাজী নজরুল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কাজী নজরুল বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ১৭। দরিরামপুর হাই স্কুল কোথায় অবস্থিত?
উত্তর : দরিরামপুর হাই স্কুল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অবস্থিত।
প্রশ্ন ১৮। কত সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৯১৪ সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়।
প্রশ্ন ১৯। কত বছর বয়সে কাজী নজরুল দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তরঃ চল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
প্রশ্ন ২০. শিরনি হতে কী বেঁচে গিয়েছিল?
উত্তর: শিরনি হতে অঢেল গোস্ত-রুটি বেঁচে গিয়েছিল।
প্রশ্ন-২১. ‘মানুষ’ কবিতায় কী বেঁচে গিয়েছিল?
উত্তর: ‘মানুষ’ কবিতায় শিরনি ও অঢেল গোস্ত-রুটি বেঁচে গিয়েছিল ।
প্রশ্ন-২২. গোস্ত-রুটি নিয়ে কে মসজিদে তালা দিল? (সকল বোর্ড-২০১8)
উত্তর: মোল্লা সাহেব গোস্ত-রুটি নিয়ে মসজিদে তালা দিল ।
প্রশ্ন-২৩. মোল্লা সাহেব মসজিদে তালা দিল কেন?
উত্তর: মোল্লা সাহেব সমস্ত গোস্ত-রুটি করায়ত্ত করতে মসজিদে তালা দিল ।
প্রশ্ন-২৪. মসজিদে শিরনি হিসেবে কী দেওয়া হয়েছিল?
উত্তর: মসজিদে শিরনি হিসেবে গোস্ত-রুটি দেওয়া হয়েছিল।
প্রশ্ন-২৫. মুসাফিরের গায়ে কী ছিল?
উত্তর: মুসাফিরের গায়ে আজারির চিহ্ন ছিল
সুভার গ্রামের নাম কী ? সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
সুভা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর – (গুরুত্বপূর্ণ ১৫টি)
বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
প্রশ্ন-২৬. মুসাফিরের কথায় মোল্লা কেমন আচরণ করে?
উত্তর: মুসাফিরের কথায় মোল্লা তেরে ওঠে।
প্রশ্ন-২৭. ‘ভ্যালা হলো দেখি লেঠা’ – উক্তিটি কার?
উত্তর: ‘ভ্যালা হলো দেখি লেঠা’ – উক্তিটি মোল্লা সাহেবের।
প্রশ্ন-২৮. ‘নমাজ পড়িস বেটা’- উক্তিটি কার?
উত্তর: ‘নমাজ পড়িস বেটা’ – উক্তিটি মোল্লা সাহেবের ।
প্রশ্ন-২৯. মোল্লা মুসাফিরকে কী বলে গালি দিল?
উত্তর: মোল্লা মুসাফিরকে ‘শালা’ বলে গালি দিল।
প্রশ্ন-৩০. ‘তা হলে শালা সোজা পথ দেখ’— উক্তিটি কাকে করা হয়েছে?
উত্তর: ‘তা হলে শালা সোজা পথ দেখ’ উক্তিটি ভুখারিকে করা হয়েছে।
প্রশ্ন-৩১. মোল্লা সাহেব মুসাফিরকে কী প্রশ্ন করেছিল? (কু বো. ১৯)
উত্তর: মোল্লা সাহেব মুসাফিরকে প্রশ্ন করেছিল “নমাজ পড়িস বেটা?”
প্রশ্ন-৩২. মসজিদে কে তালা দিল? (রা. বো১৭)
উত্তর: মসজিদে তালা দেয় মোল্লা সাহেব ।
প্রশ্ন-৩৩. ‘মানুষ’ কবিতায় মুসাফিরের বয়স কত?
উত্তর: ‘মানুষ’ কবিতায় মুসাফিরের বয়স আশি বছর।
প্রশ্ন-৩৪. মুসাফির প্রভুকে কত বছর ডাকেনি?
উত্তর: মুসাফির প্রভুকে আশি বছর ডাকেনি।
প্রশ্ন ৩৫। কত সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়?
উত্তর : ১৯৭২ সালে কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয়।
প্রশ্ন ৩৬। কবি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ৩৭। বাংলা কোন মাসের কত তারিখে নজরুল মারা যান?
উত্তর : বাংলা ভাদ্র মাসের ১২ তারিখে কাজী নজরুল ইসলাম মারা যান।
প্রশ্ন ৩৮.কবির মতে কিসের চেয়ে বড় কিছু নাই?
উত্তর : কবির মতে মানুষের চেয়ে বড় কিছু নাই ।
প্রশ্ন ৩৯. ‘মানুষ’ কবিতায় কাকে দুয়ার খােলার জন্য বলা হয়েছে?
উত্তর : ‘মানুষ’ কবিতায় পূজারিকে দুয়ার খােলার জন্য বলা হয়েছে।
প্রশ্ন ৪০.‘মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল কী ছিল?
উত্তর : ‘মানুষ’ কবিতানুযায়ী মসজিদে কাল শিরনি ছিল ।
প্রশ্ন-৪১.’ ক্ষুধার ঠাকুর ‘কথাটির অর্থ কী?
উত্তর :’ক্ষুধার ঠাকুর ‘কথাটির অর্থ ক্ষধার্থ মানুষকে দেবতাজ্ঞান করা হয়েছে।
প্রশ্ন -৪২ সাম্য শব্দের অর্থ কী?
উত্তর :সাম্য শব্দের অর্থ সমতা
Nice post