মুভি দেখার ওয়েবসাইট – (10 Best Free Movie Websites)
মুভি দেখার ওয়েবসাইট (best free movie websites):
আমরা সকলেই মুভি দেখতে অধিক পছন্দ করে থাকি। কেউ কেউ তাদের অবসর সময়ে নিজের পছন্দের মুভি গুলো দেখে থাকেন। আবার এমন অনেক মুভিপ্রেমিক মানুষ রয়েছেন, যারা নতুন কোন মুভি রিলিজ হলে সেটি দেখার জন্য অধিক আগ্রহ প্রকাশ করে থাকেন।
কিন্তু ইন্টারনেটে মুভি দেখার জন্য যে ওয়েবসাইট গুলো রয়েছে, সেগুলোতে কোন মুভি দেখার জন্য টাকা দিয়ে subscription করতে হয়। এরপরেই কেবল আমরা সেসব সাইট থেকে মুভি দেখতে পারি।
তবে অনলাইনে মুভি দেখার জন্য কতগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে মুভি দেখতে আমাদের কোন paid subscription এর প্রয়োজন হয় না। এই সাইট গুলো আমাদের যেকোন movie ফ্রিতে দেখার সুবিধা দিয়ে থাকে।
আজকের আর্টিকেলে আমরা এরকম সেরা ১০টি অনলাইনে মুভি দেখার ওয়েবসাইটের বিষয়ে জানতে চলেছি।
10 টি সেরা মুভি দেখার ওয়েবসাইট
এমনিতে ইন্টারনেটে মুভি দেখার জন্য অনেক গুলো ওয়েবসাইট রয়েছে। যেগুলো ফ্রিতে অথবা পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে সব ধরনের মুভি দেখার সুযোগ দিয়ে থাকে।
কিন্তু নিচে আমি যে watch free movies online এর ওয়েবসাইট গুলোর বিষয়ে আপনাদের বলতে চলেছি এগুলো অবশ্যই অন্যান্য ওয়েবসাইট গুলোর থেকে শীর্ষে রয়েছে।
এই সাইট গুলোতে আপনি ইংরেজি মুভি, হিন্দি মুভি, তামিল মুভি, হলিউড মুভি, হরর মুভি ইত্যাদি যেকোন ধরনের মুভি দেখতে পারবেন।
এছাড়া আপনি যদি বাংলা সিনেমা অথবা কলকাতা মুভি দেখতে চান, এজন্য নিচে বাংলাদেশের একটি watch movie online ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
তাহলে চলুন জেনে নিই, অনলাইনে মুভি দেখার সেরা ওয়েবসাইট গুলো কি কি?
10 best websites you can use to watch free movies online
চলুন এই মুভি দেখার ওয়েবসাইট গুলোর প্রত্যেকটির বিষয়ে এক এক করে জেনে নিই।
Crackle

এটি হলো অনলাইনে মুভি দেখার একটি সেরা ওয়েবসাইট। কারণ এই সাইটটি আমাদের শত শত full length এর মুভি দেখার সুযোগ দিয়ে থাকে।
Crackle হলো এমন একটি মুভি ওয়বসাইট যেটি অনেক পুরনো। এই সাইটটি ২০০৪ সালে শুরু হয়।
এটি হলো সম্পূর্ণ ফ্রি। কোন ধরনের টাকা pay করা ছাড়াই এটি এই সাইটের সকল কনটেন্ট আমরা উপভোগ করতে পারি। তবে এজন্য আমাদের advertisements দেখতে হয়।
এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন মুভি গুলো ব্রাউজ করতে পারেন এবং মুভির টাইটেল অনুসারে search করে দেখতে পারেন। এই সাইটের সকল ভিডিও high quality হয়ে থাকে।
Crackle এ recently কিছু films যোগ করা হয়েছে। সেগুলো হলো Starman, Toy Soldiers, Neighbors, 1941, Casualties Of War, Crossroads, Drunken Master, and Jagged Edge.
Crackle এর সুবিধা:
- অনেক গুলো মুভি রয়েছে, এর সাথে রয়েছে সাম্প্রতিক রিলিজ হওয়া মুভি গুলো।
- ভিডিও কোয়ালিটি অত্যন্ত সুন্দর।
- সিনেমা save করে রেখে পরিবর্তীতে দেখার সুবিধা রয়েছে।
- এই সাইটের একটি সুন্দর mobile app রয়েছে, যার মাধ্যমে সহজে মোবাইল ফোনে যেকোন সিনেমা দেখা যায়।
অসুবিধা:
- এই ওয়েবসাইটটি কেবল US এ থাকা লোকজন ব্যবহার করতে পারবেন।
Youtube
ইউটিউব সেরা সিনেমা দেখার ওয়েবসাইটের তালিকায় রয়েছে। কেননা ইউটিউব শুধু সুন্দর বিড়ালের ভিডিও এবং অন্যান্য চমৎকার ভিডিও দেখার জায়গা নয়, ইউটিউব বিন্যমূল্যে হাজার হাজার সিনেমা আমাদের দেখার সুযোগ দিয়ে থাকে।
আমরা প্রত্যেকেই ইউটিউব সম্পর্কে জানি।
যেকেউ ইউটিউব বিন্যমূল্যে ব্যবহার করতে পারে। এর রয়েছে সুন্দর mobile app যার মাধ্যমে খুব সহজেই আমরা মোবাইলে ভিডিও দেখতে পারি।
এছাড়া এটি হলো এমন একটি সাইট, যেখানে ইউজাররা এখানকার কনটেন্ট গুলোতে rate করতে পারেন। আপনি এখানে যেকোন মুভি দেখার সময় সেই মুভিতে লোকজনের মন্তব্য গুলো পড়তে পারেন।
এখানে আপনাকে এলোমেলোভাবে বিনামূল্যে ভিডিও search করতে হয় না, ইউটিউবে একটি ক্যাটাগরিতে বিনামূল্যের সকল সিনেমাকে সাজানো হয়েছে।
ইউটিউব হলো গুগলের একটি প্রোডাক্ট। এখানে আপনি অনেক সহজেই যেকোন ধরনের মুভি খুজে পেতে পারেন এবং সেগুলো দেখতে পারেন।
তাছাড়া আপনার পছন্দের মুভি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন।
ইংলিশ মুভি দেখার ওয়েবসাইট গুলোর মধ্যে ইউটিউব অন্যতম একটি।
Youtube এর সুবিধা:
- অনেক সহজে ব্যবহার করা যায়।
- মুভিগুলো আসল দর্শকদের মাধ্যমে রেট করা হয়।
- মুভি সম্পর্কে আপনার মন্তব্য প্রকাশ করতে পারবেন।
- অধিকাংশ মুভি subtitles সহকারে দেখা যায়।
অসুবিধা:
- অনেক ভিডিও HD quality হয় না।
- প্রায়ই কোন ধরনের notice প্রদান করা ছাড়া films গুলোকে বাদ দেওয়া হয়ে থাকে।
You may also like:
- মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপায় গুলো
- কিভাবে ইউটিউব থেকে অডিও গান ডাউনলোড করবো
- কিভাবে ইউটিউব ভিডিও বানাবো ?
- ইউটিউবে কী কী বিষয়ে ভিডিও তৈরী করলে ভালো হবে ?
Vudu
Vudu হলো এমন একটি অনলাইন video streaming ওয়েবসাইট, যেটি free এবং premium উভয় ধরনের ভিডিও দর্শকদের অফার করে থাকে।
এই ওয়েবসাইটের সকল ফ্রী কনটেন্ট গুলো যেকেউ সহজেই খুজে পেতে পারে ওয়েবপেজের একদম উপরের দিকে থাকা thanks to a free link থেকে।
এই মুভি ওয়েবসাইটে নতুন এবং পুরাতন জনপ্রিয় হাজার হাজার সিনেমা আপনি খুজে পেতে পারেন।
এই সাইটে আলাদা আলাদা ধরনের মুভি গুলো খুজে পাওয়ার জন্য একটি ভালো সুবিধা রয়েছে।
যেমন, এখানে ভিন্ন ভিন্ন মুভি গুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাজানো রয়েছে, যার ফলে ইউজাররা সহজেই ব্রাউজিং করতে পারেন।
যেমন: কিছু ক্যাটাগরি হলো Most Watched, Big Time Movie Stars, Family and Dramas, Hidden Gems
এই প্রত্যাকটি section এ শত শত মুভি সাজানো রয়েছে।
এই সাইটে কিছু নতুন মুভি যোগ করা হয়েছে যেগুলো আপনি দেখতে পারেন। যেমন: 1408, Catch the Bullet, Crazy on the Outside, Curiosa, Knowing, Infidelity, Guest House, The Flood, and Come Undone.
আপনি এখানে paid subscription এর মাধ্যমেও মুভি দেখতে পারবেন।
Vudu এর সুবিধা:
- প্রচুর high quality সম্পন্ন মুভি রয়েছে।
- শুধুমাত্র ফ্রি মুভিগুলো খুজে পাওয়ার জন্য একাধিক ভালো পথ রয়েছে।
- অধিকাংশ মুভিগুলো অধিক জনপ্রিয় এবং সুপরিচিত, এছাড়া এখানে subtitles অন্তর্ভুক্ত রয়েছে।
অসুবিধা:
- সকল ফ্রি মুভি দেখতে হলে আপনাকে কিছু ads দেখতে হবে।
- এখান থেকে মুভি দেখতে হলে আপনাকে অবশ্যই login করতে হবে। এই সাইটে free registration করার সুযোগ রয়েছে।
Popcornflix
Popcornflix হলো আরেকটি completely free video streaming website.
এখানে আলাদা আলাদা ক্যাটাগরি গুলোতে প্রায় ২০০০ এর মতো movie রয়েছে।
এই সাইটটি app এর মাধ্যমে ব্যবহার করা যায়, তাছাড়া আপনি ওয়েব ব্রাউজারের মাধ্যমে সহজেই এটি ব্যবহার করতে পারেন।
এই সাইট থেকে সিনেমা দেখার জন্য আপনাকে কোন একাউন্ট তৈরি করতে হবে না, শুধুমাত্র ওয়েবসাইটে প্রবেশ করবেন, যে মুভিটি আপনি দেখতে চান সেটি সিলেক্ট করবেন, এরপর দেখা শুরু করতে পারবেন।
এখানে বিভিন্ন প্রকারের মুভি রয়েছে, যেমন: comedy, drama, horror, action, romance, family, documentary movies এবং foreign films.
এই সাইটের কিছু new additions হলো Playback, Chocolate, Big Bad Wolves, Exiled, এবং Angels Hard As They Come.
Popcornflix এর সুবিধা:
- ওয়েবসাইট layout খুবই clean এবং সুন্দর।
- সাবটাইটেল অন্তর্ভুক্ত রয়েছে।
- এখানে একটি পেজের তালিকাতে সকল ধরনের মুভি রয়েছে।
অসুবিধা:
- মুভিগুলো date অথবা জনপ্রিয়তার মাধ্যমে তালিকাভুক্ত করা যায় না।
- সাইট নেভিগেশন কিছুটা আলাদা রকমের।
>> Watch movies at Popcornflix
Tubi TV
Tubi তে শত শত ফ্রি মুভি এবং টিভি শো রয়েছে যেগুলো আপনি উপভোগ করতে পারেন।
আপনি যদি Hollywood movie দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই সাইটটি আপনার জন্য অনেক কাজের।
এই ওয়েবসাইটটি ইউরোপ এবং আমেরিকা থেকে বেশি পরিমাণে মানুষ ভিজিট করে থাকেন, তবে আপনি যদি একজন হলিউড মুভি লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই সাইটটি থেকে মুভি দেখতে পছন্দ করে থাকবেন।
Tubi তে যে মুভিগুলো recently add করা হয়েছে সেগুলো হলো Crushed, 300, Gone Girl, Stargate Origins: Catherine, Tooth Fairy, Austin Powers in Goldmember, Paddington, SuperFly, Dirty Dancing, Office Space এবং Garfield: The Movie.
Tubi এর সুবিধা:
- High quality এবং popular মুভিগুলো রয়েছে।
- অনেক আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে।
- অধিকাংশ মুভি সাবটাইটেল সহকারে দেখার সুযোগ রয়েছে।
- এখানে কেবল ছোটোদের জন্য আলাদা একটি section রয়েছে just for kids নামে।
The Roku Channel
বিনামূল্যে চলচ্চিত্র, টিভি শো, এবং লাইভ টিভি উপভোগ করার জন্য the roku channel অন্যতম একটি ওয়েবসাইট।
আপনার যদি একটি Roku TV বা streaming player থাকে, তাহলে আপনি Roku চ্যানেল যোগ করতে পারেন, যেমনভাবে আপনি Roku ডিভাইসে যেকোনো চ্যানেল যোগ করতে পারেন।
এমনকি আপনার কাছে একটি Roku ডিভাইস না থাকলেও, আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে Roku Channel এর সকল মুভি বিনামূল্যে stream করতে পারেন।
এই মুভিগুলিতে কিছু ads আছে, তবে এগুলো অবশ্যই high quality video এবং সুপরিচিত সিনেমা।
এখানে আপনি অভিনেতা এবং পরিচালক অনুযায়ী সিনেমা search করতে পারেন এবং সিনেমাগুলো খুঁজে পেতে পারেন। এছাড়াও এই মাসে যুক্ত হওয়া trending movies এবং শিরোনাম গুলো ব্রাউজ করতে পারেন৷
এর হোমপেজে এমন সুবিধাজনক ক্যাটাগরি রয়েছে যা আপনি অন্য কোথাও পাবেন না। যেমন : Heart Pounding, Sweatpants & Stream, এবং Coming of Age.
গত মাসে যোগ করা কিছু মুভি হলো Robots, ATL, Risen, Cruel Intentions.
The Roku Channel এর সুবিধা:
- এটি আমাদের high quality movies প্রদান করে থাকে।
- নতুন films গুলো আমরা উপভোগ করতে পারি।
- কম্পিউটার, মোবাইল ফোন এবং টিভিতে কাজ করে থাকে।
- যেকোন মুভি সহজে খুজে পাওয়ার জন্য search করার সুবিধা রয়েছে।
- এটি ব্যবহারের জন্য ইউজারদের একাউন্ট তৈরি করার দরকার হয় না।
অসুবিধা:
- সকল দেশের জন্য এই সাইটটি উপলব্ধ নয়।
- মুভি গুলো section অনুযায়ী আলাদা ভাবে সাজানো থাকে না।
Hoichoi
হইচই মূলত বাংলা ভাষার সিনেমা এবং বিনোদন বিষয়ক একটি সাইট। তবে এটি বাংলা সিনেমা গুলোতেও ইংরেজি সাবটাইটেল প্রদান করে থাকে।
এখানে সাধারণত কলকাতার মুভি গুলো বেশি পরিমাণে দেখা যায়।
এই সাইটে free version এর তুলনায় premium version এর মুভি গুলো বেশি থাকে। তাই আপনি paid subscription এর মাধ্যমে এখানে full HD সব মুভি গুলো উপভোগ করতে পারেন।
বর্তমানে হইচই প্ল্যাটফর্মে ৫০০ এর চেয়েও বেশি সিনেমা রয়েছে, যার মধ্যে ১০০ টিরও বেশি এসভিএফ প্রযোজিত সিনেমা এবং প্রায় ৪০০ টি অন্যান্য চলচ্চিত্র রয়েছে।
এছাড়াও, হইচইতে ১০০০ টিরও বেশি বাংলা গান রয়েছে।
আপনি যদি টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন করে থাকেন, তাহলে পরবর্তীতে এই সাইটে যতগুলো মুভি রিলিজ হবে, সবগুলোই আপনি দেখতে পারবেন।
BongoBD
বাংলাদেশের তৈরি করা একটি মুভি দেখার একটি এন্ড্রয়েড এপস হলো BongoBD.
আপনি যদি Dhallywood movie দেখতে ভালোবাসেন তাহলে BongoBD আপনার জন্য অনেক ভালো হবে।
বাংলাদেশে মুভি দেখার জন্য BongoBD বর্তমানে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে।
বাংলাদেশী সিনেমা গুলো আপনি সহজেই এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এখানে আপনি কলকাতার সিনেমা গুলো দেখতে পারেন।
মজার ব্যাপার হচ্ছে, তামিল মুভি বা south indian movie বাংলা ডাবিং করে প্রকাশ করে থাকে BongoBD.
ইউটিউবের মতো এখান থেকেও আপনি তামিল বাংলা মুভি গুলো সহজেই দেখতে পারবেন।
তবে এখানে মুভি দেখার জন্য আপনাকে premium subscription নিতে হবে।
Toffee live
আপনি Toffee এপের বিষয়ে আগে থেকেই জেনে থাকবেন।
এটি Banglalink সিম কোম্পানির একটি মুভি দেখার জন্য জনপ্রিয় android app.
তবে Banglalink ছাড়াও অন্যান্য সিম গুলো দিয়েও এই app আপনি ব্যবহার করতে পারবেন।
এই এপটির মাধ্যমে ফ্রিতে মুভি, বাংলা নাটক, লাইভ টিভি ইত্যাদি দেখতে পারবেন। এছাড়াও আরও অনেক features এখানে রয়েছে।
আপনি paid subscription করেও এই এপটি ব্যবহার করতে পারবেন।
Chorki
চরকি হলো একটি সিনেমার production management company.
এই কোম্পানিটি নতুন সিনেমা তৈরি করে থাকে।
কিছুদিন আগেই আমরা নেটওয়ার্কের বাইরে জনপ্রিয় ড্রামাটি দেখেছি চরকির মাধ্যমে।
বাংলা সিনেমা দেখার জন্য উপরে যে দুইটি সাইট উল্লেখ করা হয়েছে (BongoBD, Toffee), এগুলোর মতো chorki তেও আপনি পেইড সাবস্ক্রিপশন নিয়ে মুভি উপভোগ করতে পারেন।
বাংলা মুভি দেখার ওয়েবসাইট গুলোর মধ্যে চরকি অন্যতম একটি।
আমার শেষ কথা
তাহলে বন্ধুরা, সেরা ১০টি মুভি দেখার ওয়েবসাইট এর বিষয়ে আজকের আর্টিকেলে আমি আলোচনা করেছি।
আপনি যদি একজন মুভি লাভার হয়ে থাকেন, তাহলে এসব সাইট থেকে নতুন রিলিজ হওয়া মুভি সহ পুরাতন মুভি গুলো আপনি দেখে নিতে পারেন।
আপনি ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল সব ধরনের মুভি গুলো এসব সাইট থেকে দেখতে পারবেন।
আশা করি আজকের best websites for watching movie online এর বিষয়ে আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।
আর মুভি দেখার সেরা ওয়েবসাইট এই আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন অথবা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
অবশ্যই পড়ুন –