ফ্রীতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম ও প্রক্রিয়া

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম

আপনি যদি জানতে চাচ্ছেন যে মোবাইল দিয়ে একটি ফ্রি ওয়েবসাইট কিভাবে বানানো যায় বা মোবাইলে ওয়েবসাইট খোলার নিয়ম কি? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

কারণ এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দিব যে, কম্পিউটার অথবা ল্যাপটপ ছাড়া কেবল মোবাইল দিয়ে কিভাবে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়?

আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন, কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ নেই, তাহলে কোন চিন্তা করবেন না।

বর্তমানে কেবল মোবাইল ফোন দিয়ে অল্প কিছু সময়ের মধ্যেই ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব। সে বিষয়ে আমি এই আর্টিকেলে আপনাদের বলতে চলেছি। তাই সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।

কেন একটি ওয়েবসাইট তৈরি করা প্রয়োজন?

আপনি যেহেতু ওয়েবসাইট তৈরি করার নিয়ম জেনে নিতে চাইছেন তাই আপনি হয়তো অবশ্যই জেনে থাকবেন যে, কেন আমাদের একটি ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয়।

আসলে আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন বা অবসর সময়ে আপনার লেখালেখি করার শখ রয়েছে, তাহলে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে আর্টিকেলগুলো লিখতে পারেন।

আর বর্তমানে আমরা সাধারণত ওয়েবসাইটে আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে চাই।

কেননা গুগল এডসেন্স (Google AdSense) এর মাধ্যমে বর্তমানে ওয়েবসাইটে আর্টিকেল এর ভেতর বিজ্ঞাপন (Advertisements) দেখিয়ে টাকা আয় করা সম্ভব।

তাই আপনি অনলাইনে ওয়েবসাইট খুলে আয় বা শখের বশে লেখালেখি করা যেটার জন্যই আপনি ওয়েবসাইট তৈরি করতে চাইছেন না কেন, সে বিষয়ে নিচে আমি সম্পূর্ণ সমাধান দিয়ে দিবো।

আর বর্তমানে নিজের অভিজ্ঞতা মানুষের সাথে শেয়ার করার জন্য বা নিজেকে মানুষের কাছে তুলে ধরতে একটি ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাহলে চলুন একটি ওয়েবসাইট কিভাবে বানাবো এ বিষয়ে জেনে নেওয়া যাক।

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম

আপনি যদি ভেবে থাকেন যে এখন স্মার্টফোন দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব হবে না, তাহলে আপনার এই ধারনাটি সম্পুর্ন ভুল বলে বিবেচিত হবে।

কেননা বর্তমানে একটি স্মার্টফোন কিন্তু অনেক শক্তিশালী একটি ডিভাইস। এটি কম্পিউটারের মতোই কাজ করে থাকে।

এককথায় একটি স্মার্টফোনকে ছোট আকারের কম্পিউটার বলা চলে। এজন্য বর্তমানে কম্পিউটারের অনেক কাজ একটি স্মার্টফোনের মাধ্যমে সহজে করা যায়।

এমন অনেকেই রয়েছেন যারা মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করেছেন এবং সেটি নিয়ন্ত্রণও করছেন মোবাইল দিয়ে।

তাহলে জেনে নিন মোবাইল দিয়ে ফ্রিতে ওয়েবসাইট বানানোর প্রক্রিয়া নিয়ম গুলো কি?

মোবাইল দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য কি কি লাগবে?

মোবাইল দিয়ে একটি ওয়েবসাইট তৈরীর আগে আপনার এ বিষয়ে অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন যে, ফ্রিতে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি দরকার হবে?

  • প্রথমত আপনার একটি মোবাইল স্মার্টফোন থাকতে হবে।
  • আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। মনে রাখবেন, আপনার ইন্টারনেট স্পিড যত ফাস্ট বা দ্রুত থাকবে তত ভালো সুবিধা আপনি পাবেন।
  • তৃতীয়ত যেটি আপনার অবশ্যই থাকা লাগবে সেটি হল একটি জিমেইল একাউন্ট

উপরে উল্লেখিত তিনটি জিনিস আপনার থাকলে আপনি আমার নিচের দেওয়া স্টেপ গুলো ফলো করে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন।

মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাবো ?

আমি ফ্রি ওয়েবসাইট তৈরি করার দুইটি নিয়ম সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য যে দুটি সেরা ওয়েবসাইট বিল্ডার প্ল্যাটফর্ম বেছে নিতে পারি এগুলো হলো Blogger.com WordPress.com

এগুলো হলো ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য সেরা ওয়েবসাইট বিল্ডার প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা সহজে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারি

ব্লগার এর মাধ্যমে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার নিয়ম

ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য ব্লগার সেরা যেহেতু এটি গুগোল দ্বারা পরিচালিত তাই ব্লগারের ওপর আমরা সম্পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে পারি।

ব্লগারের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া খুবই সহজ।

ব্লগার ওয়েবসাইট ডিজাইন করা অনেক সহজ কেননা এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেট রয়েছে যেগুলোর মাধ্যমে কোন কোডিং ছাড়াই ওয়েবসাইট ডিজাইন (design) করা সম্ভব।

একটি ফ্রী ব্লগার ব্লগ কিভাবে তৈরি করবেন?

স্টেপ বাই স্টেপ নিচে থেকে দেখে নিন।

Go to Blogger.com

সর্ব প্রথম আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন।

এরপর প্রথমে আপনাকে Blogger.com এ যেতে হবে। এরপর “Creat new blog” নামে একটি বাটন দেখতে পারবেন। এখানে ক্লিক করতে হবে।

Select Your Gmail account

ফ্রি ওয়েবসাইট তৈরি

এরপর আপনার জিমেইল একাউন্ট সিলেক্ট করে দিতে হবে, যে জিমেইল একাউন্ট দিয়ে আপনি ব্লগ তৈরি করতে চান।

যদি আপনার ব্রাউজারে আগে থেকেই জিমেইল একাউন্টে লগিন করা থাকে তাহলে আপনি এখানে আপনার জিমেইল একাউন্ট দেখতে পারবেন।

আর যদি অন্য জিমেইল একাউন্ট ব্যবহার করতে চান তাহলে Use another account এ ক্লিক করে জিমেইল একাউন্টের এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিন।

Choose your blog title

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি

আপনার জিমেইল একাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে ব্লগের টাইটেল লিখে দিতে হবে। এখানে আপনাকে একটি ভালো এবং ছোট আকারের টাইটেল দিতে হবে।

এটি আপনার ব্লগের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা ভালো। এই Title টি এককথায় আপনার ব্লগের নাম হিসেবে দিতে হবে। তারপর Next এ ক্লিক করতে হবে।

Choose your blog address

মোবাইলে ওয়েবসাইট খোলার নিয়ম

এখানে আপনার ব্লগের এড্রেস দিতে হবে। অর্থাৎ এটি একটি সাব ডোমেইন। এখানে আপনি আপনার ব্লগের নাম লিখে দিতে পারেন। এর পরে অটোমেটিক blogspot.com থাকবে।

অর্থাৎ এখানে যদি আপনি লিখেন myhoby24 তাহলে আপনার ব্লগে ভিজিট করার জন্য এড্রেসটি হবে myhoby24.blogspot.com

এটি ব্রাউজারের এড্রেস বারে লিখলে ব্লগ এক্সেস করা যাবে। এরপর Save এ ক্লিক করবেন।

Display name

এখানে আপনার নাম দিতে হবে। যা আপনার ব্লগে আসা ভিজিটরদের দেখানো হবে।

এখানে আপনি নিজের বা ওয়েবসাইটের যেকোন একটি নাম display name হিসেবে দিতে পারেন।

Blogger Dashboard

এখন আপনার ব্লগ বা ওয়েবসাইট সফলভাবে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের Dashboard এ প্রবেশ করবেন।

এ অবস্থায় ব্লগে কোন আর্টিকেল থাকবে না। এখন আপনার ব্লগে আর্টিকেল লিখতে হবে।

View your blog

যদি আপনার ব্লগ ভিজিট করে দেখতে চান তাহলে Dashboard থেকে নিচে View blog এ ক্লিক করে ব্লগ দেখতে পারবেন। এতে আপনার ব্লগটি ফাকা থাকবে।

Creat New Post

এখন আপনি যদি কোন আর্টিকেল লিখতে চান তাহলে Dashboard থেকে New Post এ ক্লিক করুন। এখন আপনি নতুন আর্টিকেল লেখার জন্য পোষ্ট এডিটির ফর্ম পেয়ে যাবেন।

এখানে আর্টিকেলের টাইটেল এবং সম্পূর্ণ আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন। আপনার আর্টিকেলের সাথে ছবি বা images, links এবং video যুক্ত করতে পারবেন।

এই সব কাজগুলোই আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। আর আপনি যদি মোবাইল দিয়ে ফ্রি ব্লগ তৈরি করতে চাইছেন তাহলে আমি উপরে যে স্টেপগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি এগুলো অনুসরণ করে সহজেই নিজের একটি ব্লগ বানাতে পারবেন।

আপনি চাইলে এই ব্লগকে মনিটাইজ (monitize) করানোর মাধ্যমে আর্টিকেলের ভেতর বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।

কিন্তু এজন্য আপনার ব্লগে দৈনিক ভালো পরিমাণে ভিজিটর বা ট্রাফিক থাকতে হবে। যারা আপনার লিখা আর্টিকেলসমূহ পড়তে আসবেন।

আমার শেষ কথা

মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে আমার এই আর্টিকেলটি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। মোবাইল দিয়ে ফ্রী ওয়েবসাইট কিভাবে বানাবো এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি পেয়ে গেছেন।

আপনি যদি প্রফেশনাল ভাবে ব্লগিং করার জন্য ব্লগ তৈরি করতে চাইছেন তাহলেও এভাবে ফ্রী ব্লগ তৈরি করে ব্লগিং করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন।

আর আমি উপরে যে দুইটি ওয়েবসাইট বিল্ডার সম্পর্কে আপনাদের বলেছি তাদের মধ্যে আমার হিসেবে ব্লগার সেরা। কেননা ব্লগার গুগলের একটু সেবা। তাই আমরা এর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারি।

আর ব্লগার সাইটে আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন।

আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *