মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার/অ্যাপস – (10 best apps)
মোবাইল দিয়ে ছবি এডিট করার ভালো এপস বা সফটওয়্যার কোনটি এ বিষয়ে আজ প্রত্যেকেই জেনে নিতে চান।

কেননা, আজকাল আমাদের প্রত্যেকেরই হাতে একটি স্মার্টফোন রয়েছে। আর এই এন্ড্রয়েড মোবাইল দিয়ে যদি আপনি যেকোন ছবি এডিট করতে চান তাহলে আপনার প্রথমেই একটি ভালো ফটো এডিট করার এপস এর প্রয়োজন হবে।
এমনিতে মোবাইল দিয়ে ফটো এডিট করার ভালো এপস অনেক রয়েছে, যেগুলো আমরা Google Play Store থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি।
তবে, এগুলোর মধ্যে কোন ছবি এডিট করার সফটওয়্যার সবচেয়ে ভালো হবে এ বিষয়ে আগে অবশ্যই জানা প্রয়োজন।
কেননা, বর্তমানে একটি ভালো মানের ছবি বা পিকচারের প্রয়োজনীয়তা অনেক বেশি।
যারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করেন, সবসময় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট গুলো ব্যবহার করেন তাদের সাধারণত কিছু ভালো ফটো দরকার হয়ে থাকে, আর এটি অবশ্যই ভালো এবং আকর্ষণীয় ভাবে এডিট করার দরকার অবশ্যই করে।
বিশেষ করে, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এর যে নিয়মিত ব্যবহারকারীরা রয়েছেন, যারা তাদের প্রোফাইল বা নিউজ ফিডের মধ্যে নিজেদের সুন্দর ছবি শেয়ার করতে পছন্দ করে থাকেন তাদের জন্য একটি ভালো ছবির গুরুত্ব অনেক বেশি।
তাই আপনিও যদি আপনার নিজের ছবি সোশ্যাল মিডিয়ার friends দের সামনে দেখাতে চান, তাহলে একটি ভালো ফটো এডিটর অ্যাপ আপনাকে একটি সুন্দর এবং আকর্ষণীয় ছবি উপহার দিতে পারে।
তাছাড়াও যে সকল ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যবসা বা কোম্পানির মার্কেটিং চালিয়ে চান তাদের বিভিন্ন post এর মধ্যে তাদের product বা service এর সাথে জড়িত ভালো ইমেজ বা ছবি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে।
এমনিতে বর্তমানে বাজারে যে নতুন মডেলের স্মার্টফোন গুলো আসছে, সেগুলোতে আগে থেকেই built-in ভাবে photo editor app দেওয়া থাকে।
তবে, এসব এপসের মাধ্যমে যখন আপনি ছবি এডিট করতে যাবেন, তখন সেই ছবি একদম ভালো এবং আকর্ষণীয় হিসেবে মনে হবে না। এর কারণ, Default ভাবে থাকা এপস গুলোতে ফটোকে সুন্দর করার জন্য তেমন বেশি features দেওয়া থাকে না।
তাই, নিচে আমি এমন কতগুলো ছবি এডিট করার এপস বা ফটো এডিট সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোতে রয়েছে সেরা এবং extra অনেক ফিচারস, এসবের মাধ্যমে পিকচার সাজালে সেটি খুবই attractive এবং professional হিসেবে সকলের কাছে মনে হবে।
সেরা ১০টি মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার বা অ্যাপস
তাহলে চলুন জেনে নিই, এন্ড্রয়েড মোবাইল দিয়ে ছবি এডিটিং করা যায় এরকম কিছু জনপ্রিয় এবং সেরা এপ্লিকেশন এর বিষয়ে।
নিচে আমি এরকম ১০ টি এন্ড্রয়েড এপ্লিকেশনের বিষয়ে আপনাদের বলব। এর প্রত্যেকটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্লে স্টোর থেকে এগুলো সার্চ করে download করে নিতে পারবেন।
10 Best Photo Editor Apps For Mobile Phone
যে এপস গুলোর বর্ণনা আমি নিচে দিয়েছি, এগুলোতে রয়েছে অত্যাধুনিক সকল ফিচারস এবং ফাংশনস, যেগুলো আপনি অনলাইন এবং অফালাইনে থাকা অবস্থাতেও ব্যবহার করতে পারবেন।
তবে যদি আপনি ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে এসব এপ্স ব্যবহার করেন তাহলে আরও অনেক ফিচারস আপনি উপভোগ করতে পারবেন।
- Snapseed
- Picsart
- Adobe Lightroom
- Adobe Photoshop Express
- Photo Editor Pro
- Canva
- VSCO
- Fotor
- Pixlr
Snapseed
যখন মোবাইল ফোন দিয়ে ছবি সাজানোর কথা আসে, তখন এর এপের কথা অবশ্যই বলতে হয়।
ছবি এডিটিং এর জন্য snapseed একটি powerful photo editing এপ। এটি develop করেছে মার্কিন টেক জায়ান্ট কোম্পানি গুগল।
ফটো এডিটিং এর জন্য প্রচুর features রয়েছে এই এপসের মধ্যে। এটির interface হলো user friendly, যার কারণে ইউজাররা এটি অনেক সহজেই ব্যবহার করতে পারেন।
যদি আপনি এই এপটি ডাউনলোড করে ব্যবহার করেন, তাহলেই বুঝতে পারবেন যে একটি quality সম্পন্ন ফটো edit করার ক্ষেত্রে এটি কতটা কাজের।
Features of Snapseed:
- Native Dark Theme
- ২৯ টি টুলস এবং ফিচারস যেমন, Healing, brush, structure, HDR
- Open JPG and ROW Files
- Selective filter brush
- এছাড়াও crop, rotate, lens blur, face pose, face enhance, HDR scape, contrust ইত্যাদি।
এই এপ্লিকেশনটির owner: Google
Play Store Rating: 4.4
Downloads: ১০০ মিলিয়নেরও বেশি
>> Download Snapseed Application
Picsart
এই এপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ৫০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে, তাহলে দেখুন এর জনপ্রিয়তা কত বেশি।
Picsart কে ২০২২ সালের সেরা ফটো এডিটর এপ হিসেবে ধরে নেওয়া যায়।
এর অনেক গুলো functions এবং fetures রয়েছে যেগুলো আপনাকে একটি সেরা ছবি তৈরি করতে সাহায্য করে থাকবে।
এই এপের মধ্যে রয়েছে built-in ক্যামেরা সিস্টেম এবং সেই সাথে এর সাথে একটি সোশ্যাল নেটওয়ার্ক যুক্ত করা রয়েছে আপনার ফটো share করার জন্য।
অন্যান্য ফিচার গুলো হলো, drowing, collage making, frames, stickers ইত্যাদি।
Features of Picsart:
- Brush mode for aplying effects
- In-built camera app with live effects
- Double exposures using layers and adjustable transparency
App rating: 4.2
Downloads: ৫০০ মিলিয়নের বেশি
>> Download Picsart Application
Pixlr
প্লে স্টোরে থাকা অন্যান্য এপস গুলোর থেকে এটি অন্যতম মানের একটি app বা software. এই এপের interface অনেক সহজ এবং আকর্ষণীয়।
এই এপ্লিকেশনের সাহায্যে আপনি লেয়াউট, ব্যাকগ্রাউন্ড, ইফেক্টস ইত্যাদির মাধ্যমে ভালোভাবে ছবি এডিট করতে পারবেন।
এই এপ্লিকেশনের মধ্যে pencil drowing এবং ink drowing এর অপশন রয়েছে। এর দ্বারা তৈরি করা ফটো আপনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
এটি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করা যাবে।
Features of Pixlr:
- Auto fix ফিচারের মাধ্যমে ফটোর কালার ব্যালেন্স করে নিতে পারবেন।
- মোটকথা, ইউজারদের জন্য প্রয়োজনীয় সকল টুলস এখানে available রয়েছে।
Apps rating: 4.2
Downloads: ৫০ মিলিয়নের বেশি
Adobe Photoshop Express
মোবাইলে সহজে, দ্রুত এবং আকর্ষণীয় ফটো এডিটিং করার জন্য অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস হলো একটি সেরা Android photo editor app.
এটি অনেক দরকারি ফিচারগুলো যেমন, crop, rotate, flip photoes ইত্যাদি দ্বারা সমৃদ্ধ একটি এপ্লিকেশন। আপনি যদি এই এপটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে Gmail, facebook কিংবা adobe এর account দিয়ে লগিন করে ব্যবহার করতে হবে।
Features of Photoshop Express:
- এই এপ্লিকেশনের মধ্যে blur অপশন রয়েছে, যার মাধ্যমে ফটোতে blur ইফেক্ট যুক্ত করতে পারবেন।
- Sopt healing feature এর দ্বারা সেলফিতে কোন ধরনের স্পট বা দাগ থাকলে সেটা সরাতে পারবেন।
- এছাড়াও রয়েছে আরও অনেক powerful photo editing এর টুলস, যেগুলো আপনার মোবাইল দিয়ে ছবি এডিটিং করার ক্ষেত্রে কাজে লাগবে।
App rating: 4.5
Downloads: 100 মিলিয়নের বেশি
>> Download Adobe Express Application
Adobe Lightroom
এডবি এক্সপ্রেস এবং এডবি লাইটরুম এই দুটো এপ্লিকেশনেই এডবি কোম্পানির দ্বারা develop করা।
এডবি ফটোশপ এক্সপ্রেস এর মধ্যে যে ফিচার গুলো রয়েছে, এখানে ঠিক সেই ফিচার গুলোই রয়েছে।
তবে বলতে গেলে, Adobe express এপটির চেয়ে এই এপটি ব্যবহার করা আরও সহজ এবং এর ইন্টারফেস আরো উন্নত মানের।
এখানে ছবি তোলার জন্য এডভান্স ক্যামেরা সিস্টেম রয়েছে।
Features of Adobe Lightroom:
- এখানে এডভান্স কালার গ্রেডিং এর অপশন রয়েছে।
- এই এপে আপনি smart photo organisation এর সুবিধা পাবেন।
- এছাড়া আপনার ছবি/pictures গুলো cloud storage এ রাখতে পারবেন এবং advance photo sharing এর সুবিধা পেতে পারবেন।
App rating: 4.3
Downloads: 100 মিলিয়নের বেশি
>> Download Adobe Lightroom Application
Canva
সম্পুর্ণ professional ভাবে photo editing করার জন্য canva apps খুবই জনপ্রিয় এবং সেরা একটি এন্ড্রয়েড এপ্লিকেশন।
বলতে গেলে, ইন্টারনেট মার্কেটিং এর ক্ষেত্রে যেসকল ইমেজগুলো develop করা হয়ে থাকে, product এর বিষয়ে বোঝানোর ক্ষেত্রে, এগুলোর বেশিরভাগই canva এপ্লিকেশন দিয়ে করা হয়ে থাকে।
বিশেষ করে graphics design এর কাজের ক্ষেত্রে এটি দূর্দান্ত একটি এপ। এবং এর মধ্যে যুক্ত রয়েছে স্মার্ট এডিটিং এর সব ফিচারস।
শুধু নিজের ব্যক্তিগত ফটোই নয়, যেকোন ধরনের brand image যেমন, ইউটিউব চ্যানেল কভার ফটো, এবং থাম্বনেইল, ফেসবুক ফটো, ওয়েবসাইটে ব্যবহারের জন্য ইমেজ এসব কিছুই করতে পারবেন ক্যানভা ফটো এডিট সফটওয়্যার এর মধ্যে।
Features of Canva:
- এই এপটিতে অনেক গুলো template system রয়েছে। যেমন, instagram story templates.
- এছাড়াও অন্যান্য টেমপ্লেট গুলো যেমন, ইউটিউব intro বানানো, মোটিভেশন quotes বানানো এবং অন্যান্য জিনিস ডিজাইন করার জন্য আলাদা আলাদা অপশন রয়েছে।
- বিভিন্ন ধরনের কার্ড ডিজাইন করার অপশন রয়েছে। যেমন, weeding card, holiday greeting card, birthday card, invitation card ইত্যাদি।
আমার শেষ কথা
আশা করি মোবাইল দিয়ে ছবি এডিট করার সফটওয়্যার/অ্যাপস এর বিষয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।
যদি আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
অবশ্যই পড়ুন –
- ছবি দিয়ে ভিডিও তৈরি করার সেরা এন্ড্রয়েড অ্যাপস
- ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
- কিভাবে ইউটিউব ভিডিও বানাতে হয়
- ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায়