মৌজা কি ? মৌজা মানে কি ? মোজা ম্যাপ কি জেনেনিন
মৌজা কি বা মৌজা মানে কি, মৌজা কাকে বলে (What is Mouza in Bengali), মৌজা ম্যাপ কি, মৌজা কিভাবে বের করবো এসব বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানবো।

মৌজা কি ? (What is Mouza in Bengali)
মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক বা এলাকা। মুঘল আমলে কোন পরগনা বা রাজস্ব জেলার রাজস্ব আদায়ের একক হিসেবে শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হতো।
একগুচ্ছ মৌজা নিয়ে গঠিত হতো একটি পরগনা । বিংশ শতাব্দীতে মৌজা শব্দটি ব্যবহূত হয় সামাজিক একক গ্রামের বিকল্প নাম হিসেবে এবং এই নামটি বেশ জনপ্রিয়তাও লাভ করে।
মৌজা মানে কি বা মৌজা কাকে বলে ?
মৌজা হলো আপনার ব্লক বা আপনার উপজেলাতে যতোটুকু পরিমাণ জমি আছে তার পরিমাণ। বাড়ি বা মাঠের জমি বা পুকুর এ ধরনের যত ধরনের কতটুকু জমি আছে সমস্ত জমিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এর একেকটা ভাগকে বলা হয় মৌজা।
- বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনগুলো – (সেরা ২৬টি ব্যবসা)
- অর্থনীতি কাকে বলে ?
- মাথাপিছু আয় কি ?
- বাজেট কি এবং কেন ?
এবার এই যে একটি ব্লকে দশটা মৌজা রয়েছে। একটি ব্লকের দশটা মৌজা রয়েছে। যেমন: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
এরকম মৌজা পাওয়া গেল। এগুলো মানে এই সিরিয়াল নম্বর গুলো, এগুলোকে বলা হয় জে এল নম্বর। এই সিরিয়াল নম্বর গুলোকে বলা হয় জে এল নম্বর। তাহলে জে এল নম্বর টা বুঝতে পারলেন।
মৌজা মানে কি? মৌজা বিষয়টা হলো একটি ব্লক বা একটি উপজেলাকে কয়টি ভাগে ভাগ করলে একটু ভাগকে বলা হবে মৌজা।
এই যে মৌজাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। কোন কোন জায়গায় কোন কোন মৌজাকে একটি ভাগে রাখা হয় আবার কোন কোন মৌজাকে হয়তো পাঁচটা বা সাতটা ভাগে কিংবা দশটা ভাগেও রাখা হয়।
মানে যে মৌজাটা হবে সেই মৌজাটা কতটুকু মানে তার জায়গাটার ক্ষেত্রফল টা কতটুকু তার ওপর নির্ভর করবে।
মৌজাকে কয়েকটা ভাগে ভাগ করা যাবে, এবার যে ভাগ গুলো করা যায় সেগুলোকে বলা হয় সিট নম্বর।
প্রতিটি মৌজার একটা ম্যাপ পাওয়া যায় সেটাকে বলা হয় মৌজা ম্যাপ বা নকশা।
তাহলে মৌজা কি বা মৌজা কাকে বলে এ বিষয়ে আজকের আর্টিকেলে আশা করি আপনারা জানতে পেরেছেন।
আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং এর সাথে জড়িত আরও কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
অবশ্যই পড়ুন –