লুডু গেম ডাউনলোড করতে চাই – (5 Best Ludo Game)
লুডু গেম ডাউনলোড করতে চাই: (Best Ludo Game Download)
আপনি যদি লুডু গেম ডাউনলোড করব এ বিষয়ে গুগলে সার্চ করেছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
আজকের আর্টিকেলে আমি সেরা কয়েকটি লুডু গেম আপনাদের সামনে তুলে ধরব।

বর্তমানে আমরা সকলেই সব সময় অনেক কাজে দিন কাটিয়ে থাকি। এজন্য আমাদের যেকোন খেলা সরাসরি মাঠে গিয়ে খেলার কোন সময় থাকে না।
যেহেতু লুডু একটি indoor গেম। এই খেলাটি আমরা ঘরে বসেই খেলতে পারি।
লুডু খেলা অনেক আগে থেকেই চলে আসছে। আর এই খেলা তেমন কঠিন নয় বলে সকলের কাছে খুবই জনপ্রিয়।
আগেকার দিনে আমরা যদি লুডু খেলতাম তাহলে আমাদের কাগজের যে লুডু বাজারে পাওয়া যায় তা কিনে নিয়ে খেলতে হতো। সাথে অনেক কড়ি আমাদের নাড়াচাড়া করতে হতো।
আর এখন আমাদের লুডু খেলতে হলে তেমন কোন ভেজালের দরকার পড়ে না। আমাদের স্মার্টফোনে লুডু গেল ডাউনলোড করে খুব স্মার্ট ভাবে আমরা এটি খেলতে পারি।
মোবাইলে আমরা এক সাথে ২ জন কিংবা ৪ জন খেলোয়ার মিলে খেলাটি উপভোগ করতে পারি ঘরে বসেই।
তাই আপনি যদি এই গেমটি ডাউনলোড করে নিচে চান তাহলে নিচে আমি আপনাদের সেরা 2 টি এন্ড্রয়েড লুডু গেমের বিষয়ে অবশ্যই বলে দিব। যেগুলো আপনারা Google Play Store থেকে ডাউনলোড করে স্মার্টফোনে খেলতে পারবেন।
আপনি কি জানেন যে, বর্তমানে মোবাইলে লুডু গেম খেলে টাকা ইনকাম করা যায়।
হ্যা, এটা সত্যি। অনেক গুলো অ্যাপস রয়েছে যেগুলোতে গেম খেলে টাকা আয় করা যায়। কিন্তু আমি এই আর্টিকেলে লুডু খেলে আয় এর বিষয়ে কথা বলব না।
আমি ২ টি সেরা এবং জনপ্রিয় লুডু গেম আপনাদের বলে দিব। যেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন।
লুডু গেম ডাউনলোড করতে চাই । লুডু গেম ডাউনলোড করব
নিচে আমি যে গেম গুলোর বিষয়ে আপনাদের বলব এগুলোর মধ্যে কিছু গেম আপনারা অনলাইনে খেলতে পারবেন।
যেমন,
এসব গেমে যদি আপনি সরাসরি কারো সাথে খেলতে না চান তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার পরিচিত বন্ধুদের invite করার মাধ্যমে তাদের সাথে অনলাইনে লুডু গেম খেলতে পারবেন।
তবে এজন্য আপনার মোবাইলে internet connection থাকতে হবে।
তো চলুন নিচে সবচেয়ে ভালো এবং জনপ্রিয় কিছু লুডু গেম এর বিষয়ে জেনে নিই।
Ludo King
এই গেমটি এন্ড্রয়েড মোবাইলের সেরা লুডু গেম হিসেবে বিবেচিত।
গুগল প্লে স্টোরে এই গেমটি ৬৫০ মিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং এই গেমটির rating দেওয়া হয়েছে 4.2। গেমটির সাইজ 55 MB।
আপনারা সহজেই গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন।
এই গেমের বৈশিষ্ট্য গুলো – (Features of Ludo King)
- এটি একটি বোর্ড গেম যা আপনারা সহজেই বন্ধু এবং পরিবারের সাথে উপভোগ করতে পারবেন।
- এটি একটি Online multiplayer game এবং এটিতে একসাথে ২ জিন থেকে ৪ জন খেলতে পারেন।
- ফেসবুক মেসেঞ্জারে আপনার বন্ধুদের একটি private game room এ invite করতে পারবেন এবং তাদের সাথে খেলতে পারবেন।
- অনলাইনে খেলার সময় খেলোয়াররা একে অপরের সাথে voice chat করতে পারবেন।
সব মিলিয়ে এটি একটি খুবই ভালো গেম এবং এই গেমটির look অনেক সুন্দর লাগে।
সময় কাটানোর জন্য এটি আপনার খুবই ভালো গেম হিসবে প্রমাণিত হতে পারে।
এন্ড্রোয়েড মোবাইলে Ludo গেম খেলব কিভাবে?
- প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে চলে যাবেন।
- এরপর উপরে Ludo King লিখে সার্চ করবেন। তারপর install এ ক্লিক করে গেমটি ইন্সটল করে নিবেন।
- এরপর এই গেমটির আইকন এর উপর ক্লিক করে গেমটিতে প্রবেশ করতে হবে।
- এরপর আপনি আপনার language দিয়ে দিবেন।
- ভাষা select করার পর আপনি Login with facebook এরকম একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার Facebook account এর মাধ্যমে গেমটি খেলতে পারবেন।
- এরপর Continue তে ক্লিক করলে আপনি গেমের সকল অপশন দেখতে পারবেন এবং খেলতে পারেবেন।
- আর আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি অফলাইনে গেমটি খেলতে পারবেন।
উপরে আমি আলোচনা করেছি কিভাবে মোবাইলে লুডু গেম খেলব এ বিষয়ে।
আপনি যদি ডেস্কটপ অথবা ল্যাপটপ এ এটি খেলতে চান তাহলে আপনি কিভাবে এটি কম্পিউটারে খেলতে পারবেন এ বিষয়ে এখন আমি আলোচনা করব।
কম্পিউটারে Ludo গেম খেলব কিভাবে?
- প্রথমে আপনাকে Google এ চলে যাবেন।
- এরপর Ludo King লিখে সার্চ করতে হবে।
- এরপর ludoking.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- গেমটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর Login with facebook নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে।
- এরপর আপনার facebook id দিয়ে গেমটিতে লগিন করে নিতে হবে৷
- এরপর আপনাকে ভাষা সিলেক্ট করতে বলা হবে।
- এখন আপনি অনলাইনে আপনার বন্ধুদের ইনভাইট করার মাধ্যমে তাদের সাথে খেলা উপভোগ করতে পারবেন।
এছাড়া আরো একটি লুডো গেমের বিষয়ে আপনাদের নিচে বলে দিন যা আপনারা মোবাইলে অফলাইনে অথবা ইন্টারনেট কানেকশন ছাড়া খেলতে পারবেন।
লুডু গেম ডাউনলোড করতে চাই সরাসরি – Offline Ludo Game
এখন আপনি যদি মনে করেন যে, সম্পূর্ণ অফলাইনে খেলার জন্য ভালো লুডো গেম কোনটি?
তাহলে এখন আমি আপনাদের এরকম একটি গেমের নাম বলছি।
Ludo Classic Offline Game
এটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে খেলতে পারেন। উপরের লিংক এ ক্লিক করলেই আপনি গেমটি ডাউনলোড করে নিতে পারবেন।
Features of Ludo Classic Offline Game
- এখানে একসাথে একের অধিক প্লেয়ার খেলতে পারেন।
- এখানে রয়েছে সুন্দর সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা গেমটিকে অনেক মজার করে তুলবে।
- সোজা ভাবে বলতে এটি আপনার বন্ধুদের সাথে খলতে খুব ভালো মজার হতে পারে।
>> Download Ludo Classic Offline Game
আমার শেষ কথা
বন্ধুরা, প্লে স্টোরে সার্চ করলে আপনি অনেক গুলো লুডো গেম পেয়ে যাবেন।
এগুলোর মধ্যে আমি এই আর্টিকেলে যে দুইটি লুডো খেলার কথা আলোচনা করেছি এগুলোর একটি অনলাইনে বন্ধুদের সাথে লুডো খেলে মজা করার সবচেয়ে জনপ্রিয় একটি গেম। কেননা এখানে ভয়েস চ্যাটিং এর সুবিধা রয়েছ।
আর অন্যটি হলো অফলাইনে খেলার ক্ষেত্রে খুবই ভালো।
তো আশা করছি “লুডু গেম ডাউনলোড করতে চাই” এর উত্তর আপনারা পেয়ে গেছেন।
যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন।
আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
অবশ্যই পড়ুন –