সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখার নিয়ম তুলে ধরা হয়েছে। এমনিতে চিঠি লেখার নিয়ম নিয়ে আমাদের ব্লগে একটি আর্টিকেল রয়েছে।
তবে আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদনপত্র অথবা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখার নিয়ম জানতে চান তাহলে তাহলে আজকের আর্টিকেলে এ বিষয়ে পুরোপুরি আলোচনা করা হবে।
এজন্য নিচে সহকারী শিক্ষক পদে যোগদান পত্র লেখার নিয়ম এবং দুইটি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য দরখাস্ত উল্লেখ করা হয়েছে।
সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র
১৫ নভেম্বর ২০২২
প্রধান শিক্ষক
পাটগ্রাম তারকনাথ (টিএন) স্কুল অ্যান্ড কলেজ
পাটগ্রাম, লালমনিরহাট
বিষয়: বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন।
মহোদয়
সবিনয় নিবেদন এই যে, গত ৩০শে সেপ্টেম্বর ২০২১ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার বিদ্যালয়ে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আমি উক্ত পদের একজন প্রার্থী। আমার ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:
১. নাম : প্রমি ইসলাম
২. মাতার নাম : ফারজানা ইয়াসমিন
৩. পিতার নাম : মাসুম রানা
৪. বর্তমান ঠিকানা : ৩৩ পশ্চিম নয়াপাড়া, জামালপুর সদর উপজেলা, জেলা: জামালপুর
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম: হরিণধরা, ডাকঘর: কুলকান্দি, ইউনিয়ন: কুলকান্দি, উপজেলা: ইসলামপুর, জেলা: জামালপুর
৬. জন্ম তারিখ : ১৫ এপ্রিল ১৯৯৪
৭. জাতীয়তা : বাংলাদেশি
৮. ধর্ম : ইসলাম
৯. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | শিক্ষা প্রতিষ্ঠান | বোর্ড/বিশ্ববিদ্যালয় | পাশের বছর | বিভাগ/শাখা | ফলাফল |
---|---|---|---|---|---|
এসএসসি | শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় | ঢাকা | ২০১১ | মানবিক | জিপিএ ৪.০০ |
এইচএসসি | ইসলামপুর ডিগ্রি কলেজ | ঢাকা | ২০১৩ | মানবিক | জিপিএ ৪.৫০ |
বিএ (সম্মান) | জাহেদা শফির মহিলা কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৭ | বাংলা | সিজিপিএ ৩.৫০ |
১০. অভিজ্ঞতা : ২ বছর যাবৎ একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি।
আমার আবেদনের পরিপেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
নিবেদক
প্রমি ইসলাম
৩৩ পশ্চিম নয়াপাড়া
জামালপুর সদর উপজেলা
জেলা: জামালপুর
সংযুক্তি:
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি
- জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- তিনশো টাকার পে-অর্ডার
উপরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র উল্লেখ করা হয়েছে। এখন চলুন জেনে নেওয়া যাক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখার নিয়ম।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন
১৪ অক্টোবর ২০২২
বরাবর
মহাপরিচালক
প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তর, ঢাকা।
বিষয়: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগের অবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বর্ণনা আপনার সদয় বিবেচনার জন্য নিচে দেওয়া হলো।
১. নাম : আবরার জুবায়ের তাজ
২. পিতার নাম : আদনান মোস্তফা
৩. মাতার নাম : রেহানা বেগম
৪. স্থায়ী ঠিকানা : গ্রাম: ঘোনাবাড়ি, ডাকঘর: পাটগ্রাম, ইউনিয়ন: পাটগ্রাম, উপজেলা: পাটগ্রাম, জেলা: লালমনিরহাট।
৫. বর্তমান ঠিকানা : ৫১/৪, চামেলীবাগ, শান্তিনগর, ঢাকা-১২১৭
৬. জন্মতারিখ : ১৫ সেপ্টেম্বর ১৯৯৩
৭. জাতীয়তা : বাংলাদেশি
৮. বৈবাহিক অবস্থা : অবিবাহিত
৯. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | বিভাগ/শাখা | বোর্ড/বিশ্ববিদ্যালয় | পাশের বছর | গ্রেড/ফলাফল |
---|---|---|---|---|
এসএসসি | বিজ্ঞান | ঢাকা | ২০১২ | ৪.০০ |
এইচএসসি | মানবিক | ঢাকা | ২০১৪ | ৪.৫০ |
স্নাতক | ইতিহাস | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | ২০১৮ | ৩.৫০ |
স্নাতকোত্তর | ইতিহাস | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | ২০১৯ | ৩.৫৮ |
১০. অভিজ্ঞতা : ১ বছর যাবৎ একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি।
১১. ব্যাংক ড্রাফট নং : GOA 289130, অগ্রনী ব্যাংক, পুরানা পল্টন শাখা, ঢাকা।
অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, উক্ত বিষয়টি বিবেচনা করতে আপনার মর্জি হয়।
নিবেদক
আবরার জুবায়ের তাজ
সংযুক্তিসমূহ:
- সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র।
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সনদপত্র।
- ৫০০ টাকার মূল্যের ব্যাংক ড্রাফট।
- দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
তাহলে আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনারা আশা করি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখার নিয়ম ভালোভাবে জানতে পেরেছেন।
আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
- হাতের লেখা সুন্দর করার উপায়
- প্রবন্ধ রচনা লেখার নিয়ম
- সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম
- ইংরেজি শেখার সহজ উপায়