সিটি স্ক্যান কি ? (What is CT Scan in Bengali)
সিটি স্ক্যান কি (What is CT Scan in Bangla) এ বিষয়ে আজকের আর্টিকেলে আমরা জানবো।

সিটি স্ক্যান কি ? (What is CT Scan)
সিটি স্ক্যান কাকে বলে? ধরা যাক, কোনো একজন ব্যক্তি পেটে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে এক্সরে (X-ray) করাতে বললেন। এক্সরে রিপোর্টে ধরা পড়ল তার পেটে টিউমার আছে।
কিন্তু এই রিপোর্ট দেখে বোঝার উপায় নেই টিউমারটি ঠিক কোথায় অর্থাৎ কতটা ভিতরে। এ সমস্যা সমাধানের জন্য CT Scan বা Computed Tomography Scan অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিটি স্ক্যানের মাধ্যমে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, অস্থি, টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান জানা যায়।
মাথায় আঘাত পেলে মস্তিষ্কে কোনো ধরনের রক্তক্ষরণ হয়েছে কিনা তা বোঝার জন্য সিটি স্ক্যান একটি উত্তম উপায়।
সিটি স্ক্যানের কার্যপ্রণালি
আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসেবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে এখানে ত্রিমাত্রিক করা হয়।
এক্সরেতে একটি রশ্মি ছোড়া হয় কিন্তু সিটি স্ক্যানে একটির পরিবর্তে একগুচ্ছ রশ্মি ছোড়া হয়। এ রশ্মিগুলো একটি অক্ষকে কেন্দ্র করে বিভিন্ন দিক নিক্ষেপ থেকে ছবি তোলে।
দ্বিমাত্রিক এই ছবিগুলোর জ্যামিতিক হিসেবের মাধ্যমে ত্রিমাত্রিক রূপ দেয়া হয় আর এতে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা সহজ হয়।
সিটি স্ক্যানের ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া
সিটি স্ক্যানের ঝুঁকি এড়াবার কৌশল সিটি স্ক্যানের ঝুকি বা পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম। তবুও এক্ষেত্রে নিম্নোক্ত সমস্যা হতে পারে:
- এখানে তেজস্ক্রিয় বিকিরণ থাকে যদিও এটি খুব বেশি নয়।
- কখনো কখনো সিটি স্ক্যানে “ডাই” ব্যবহার করা হয় যা অনেকের ক্ষেত্রে এলার্জিজনিত সমস্যা তৈরি করে।
সিটি স্ক্যানের ঝুঁকি এড়াবার কৌশল
- ধাতব বোতাম বা চেইনবিশিষ্ট কোনো কাপড় পরিধান না করা।
- কোনো রকম ধাতব অলংকার, ঘড়ি ইত্যাদি না রাখা।
- যে কোনো ধরনের এলার্জিজনিত সমস্যার কথা পূর্বেই ডাক্তারকে জানানো।
- রোগী গর্ভবতী হলে তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে জানাতে হবে।
তাহলে সিটি স্ক্যান কি বা সিটি স্ক্যান কাকে বলে (What is CT Scan in Bangla) এই বিষয়ে আজকের আর্টিকেলে আশা করি আপনারা জানতে পেরেছেন।
আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।
অবশ্যই পড়ুন-