সুপ্ত যোজনী কাকে বলে?

সুপ্ত যোজনী কাকে বলে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

যোজনী কাকে বলে?

কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে বা সর্বশেষ কক্ষপথ পূর্ণ করতে যত সংখ্যক ইলেকট্রন লাগে, তাকে ঐ মৌলের যোজনী বলে।

যোজনী মূলত দুই ধরণের হয়, সর্বোচ্চ যোজনীসর্বনিম্ন যোজনী।

সক্রিয় যোজনী কাকে বলে? 

কোনো মৌলের যে যোজনী কার্যকরী অবস্থায় বিরাজ করে অর্থাৎ ব্যবহৃত হয় সে যোজনীকে ঐ মৌলের সক্রিয় যোজনী বলে।

photo 1628864005140 7770b9b8e7dd
সুপ্ত যোজনী

সুপ্ত যোজনী কাকে বলে?

কোনো মৌলের সর্বোচ্চ  যোজনী এবং সক্রিয়  যোজনীর পার্থক্য কে ঐ মৌলের সুপ্ত যোজনী বলে।

সুপ্ত যোজনী কি  

পরিবর্তনশীল যোজনীর (একটি মৌলের একাধিক যোজনী) মধ্যে সুপ্ত যোজনী হয়।যেমন: Fe  পরিবর্তনশীল যোজনী ২ এবং  ৩,Cu এর ১ ও ২ ।

কোনো একটি যৌগ থেকে বের করতে হয়। যেমন: FeCl2, H2O । FeCl2 যৌগে Fe এর সক্রিয়  যোজনী ২ কিন্তু Fe এর সর্বোচ্চ যোজনী ৩ অতএব FeCl2 যৌগে Fe এর সুপ্ত   যোজনী ৩-২=১ । 

আবার FeCl3 যৌগে Fe এর সক্রিয় যোজনী ৩ কিন্তু Fe এর সর্বোচ্চ যোজনী ৩, অতএব FeCl3  এর সুপ্ত যোজনী ৩-৩=০ । 

orca image 534836976
সুপ্ত যোজনী কাকে বলে?

সুপ্ত যোজনী বের করার নিয়ম:

H2S এর সুপ্ত যোজনী : 

আবার, H₂S এ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-2=4.

SO2 যৌগে সালফারের সুপ্ত যোজনী  

SO₂ এ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-4=2.

H2O এর সুপ্ত যোজনী 

(O এর সর্বোচ্চ যোজনী)-(O এর সক্রিয় যোজনী)=2-2=0 । 0 হলো O এর সুপ্ত যোজনী।

SO3 এর সুপ্ত যোজনী 

SO3 এ S এর সুপ্ত যোজনী  = (S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী) =6-6=0

PCl₃এ P এর সুপ্ত যোজনী

(P এর সর্বোচ্চ যোজনী)-(P এর সক্রিয় যোজনী)=5-3=2.

CO যৌগে C এর সুপ্ত যোজনী

(C এর সর্বোচ্চ যোজনী)-(C এর সক্রিয় যোজনী)=4-2=2

NH3 এ N এর সুপ্ত যোজনী কত ?

(N এর সর্বোচ্চ যোজনী)-(N এর সক্রিয় যোজনী)=5-3=2.

NH3 এ N এর সুপ্ত যোজনী

FeCl2  এর সুপ্ত যোজনী 

(Fe এর সর্বোচ্চ যোজনী)-(Fe এর সক্রিয় যোজনী)=2-3=1

FeCl3 এর সুপ্ত যোজনী

(Fe এর সর্বোচ্চ যোজনী)-(Fe এর সক্রিয় যোজনী)=3-3=0

pbCl2 এর সুপ্ত যোজনী 

(pbএর সর্বোচ্চ যোজনী)-(pb এর সক্রিয় যোজনী)= 2-3=1

pbCl3 এর সুপ্ত যোজনী

(pbএর সর্বোচ্চ যোজনী)-(pb এর সক্রিয় যোজনী)= 3-3=0

CuCl এর সুপ্ত যোজনী 

(Cu এর সর্বোচ্চ যোজনী)-(Cu এর সক্রিয় যোজনী)=1-2=1

CuCl2  এর সুপ্ত যোজনী 

(Cu এর সর্বোচ্চ যোজনী)-(Cu এর সক্রিয় যোজনী)=2-2=0

আরও জানুন:

পর্যায় সারণি প্রশ্ন জ্ঞানমূলক ও অনুধাবনমূলক

আইসোটোপ কাকে বলে ? উদাহরণসহ সংজ্ঞা(Isotope)

সংকেত কাকে বলে ? আণবিক, গাঠনিক, এনালগ এবং ডিজিটাল সংকেত

রসায়ন কি বা কাকে বলে ? রসায়নের জনক কে ও কেন ?

পর্যায় সারণি কাকে বলে ? আধুনিক পর্যায় সারণির বৈশিষ্ট্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *