সৌদি আরব – ইতিহাস, অর্থনীতি, আইন, ধর্ম

সৌদি আরব (Saudi Arabia): সৌদি আরব হলো পৃথিবীর সবচেয়ে আলোচিত মুসলিম দেশ। এই দেশে রয়েছে মুসলিম দের পবিত্র দুই নগরি মক্কা ও মদিনা। কোটি কোটি বছর পুরনো বছর এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম রুক্ষ অঞ্চল। তবুও দেশটি বিশ্বের মানচিত্রে অবস্থান করে নিয়েছে এর ইতিহাস ঐতিহ্য এবং অর্থ সম্পদের উপর।

সৌদি আরব দেশটি প্রতিষ্ঠিত হয় ১৯৩২ সালে। বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আবদুল আজিজ ইবনে সোউদ ৫টি রাজ্যকে একত্রিত করেন। (১৯০২ সালে নজদ, ১৯১৩ সালে আহসা, ১৯২১ সালে আরার, ১৯২৫ সালে হেজাজ ও ১৯৩০ সালে আসির)।

এই ৫টি রাজ্য একত্রিত করে একটি রাষ্ট্র তৈরি করেন যার নাম দেন সৌদি আরব (Saudi Arabia)।

সৌদি আরব দেশটি ২১ লাখ ৫০ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৬০ হাজার।যার মধ্যে ৯৭ লাখ মানুষ বিদেশি। রিয়াদ সৌদি আরবের রাজধানি। যা এই দেশের সবচেয়ে বড় শহর। এটি নজদ অঞ্চলের আল রিয়াদ প্রদেশের অংশ আরব উপদ্বীপের মধ্যনদের লালভুমি অঞ্চলে অবস্থিত।

সৌদি আরব – (All About Saudi Arabia)

সৌদি আরব

★রাজধানী: রিয়াদ (প্রশাসনিক ও বাণিজ্যিক), মদিনা (ধর্মীয়)

★বৃহত্তম নগরী: দাম্মাম,রিয়াদ

★সরকারি ভাষা:আরবি

★জাতীয়তাসূচক বিশেষণ: সৌদি

★সরকার: শরিয়া পরিচালিত সেচ্ছারন্ত্রী রাজতন্ত্র

★বাদশাহ: সালমান বিন আবদুল আজিজ

★ যুবরাজ: মুহাম্মদ বিন সালমান আল সৌদ

★ দ্বিতীয় যুবরাজ: খালি

★আইন-সভা: মন্ত্রি পরিষদ বাদশাহ কর্তৃক নিযুক্ত

★প্রতিষ্ঠিত★

★প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত:১৭৪৪

★দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত:১৮২৪

★তৃতীয় সৌদি রাষ্ট্র ঘোষিত: ৮ই জানুয়ারী, ১৯২৬

★স্বীকৃত: ২০শে মে, ১৯২৭

★রাজতন্ত্র একীভূত:২৩শে সেপ্টেম্বর, ১৯৩২

★আয়তন★

সৌদি আরবের ম্যাপ

★মোট: ২১,৪৯,৬৯০ কিমি২ (৮,৩০,০০০ মা২) (১৪ই)

★পানি/জল (%): অতি সামান্য

★জনসংখ্যা★

★২০১৭ আনুমানিক:৩৩,০০০,০০০ (৪০তম)

★ঘনত্ব: ১৫ /কিমি২ (৩৮.৮ /বর্গমাইল) (২১৬তম)

জিডিপি (পিপিপি)

২০১৭ আনুমানিক

★মোট: $১.৮০৩ ট্রিলিয়ন (১৪তম)

★ মাথাপিছু: $৫৫,২২৯ (১২তম)

জিডিপি (মনোনীত)

২০১৭ আনুমানিক

★মোট :$৬৮৯.০০৪ বিলিয়ন(২০তম)

★মাথাপিছু: $২১,১০০ (৩৬তম)

★মানব উন্নয়ন সূচক (২০১৪): বৃদ্ধি ০.৮৩৭। অতি উচ্চ · ৩৯তম

★মুদ্রা: রিয়াল (SR) (SAR)

★সময় অঞ্চল: ইউটিসি+৩ (AST)

★গ্রীষ্মকালীন (ডিএসটি): ইউটিসি+৩ (নিরীক্ষিত না)

★গাড়ী চালনার দিক: ডান

★কলিং কোড:+৯৬৬

★আইএসও ৩১৬৬ কোড: SA

★ইন্টারনেট টিএলডি: sa, السعودية.

সৌদি আরবের নামকরণ:

আরবি সৌউদ এর অর্থ একত্রিত করা। সৌদি আরবের আরবি নাম আল মামলাকাহ আল আরাবিহা সাউদিহা।

আল-সৌউদ রাজবংশের নামেই সৌদি আরবের নামকরণ হয়। সৌদি আরবই একমাত্র দেশ, যার নাম কোনো পরিবার থেকে এসেছে। সদ্য প্রয়াত বাদশাহ আবদুল্লাহ এ বংশেরই উত্তরাধিকারী। আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সউদের ছেলেরাই পর্যায়ক্রমে দেশটির সিংহাসনে অধিষ্ঠিত হয়ে আসছেন।

১৭০০-এর দশকে যখন স্থানীয় শেখ হিসেবে সৌউদ বিন মোহাম্মদ মধ্য আরব উপদ্বীপ শাসন করা শুরু করেন, তখন থেকেই এ রাজবংশের উৎপত্তি।

সৌদি আরবের অর্থনীতি:

সৌদি আরব মুরুভূমির দেশ হওয়ার কার‍নে কোনো নদী নেই।এটি পৃথিবীর নদীবিহীন দেশ হিসাবে বিবেচিত। এখানে বেশিরভাগ মিঠাপানি আসে ভূ-গর্ভাস্থ থেকে। তবে পানি না থাকলেও রয়েছে তেল। পৃথিবীর ২য় বৃহত্তম মজুদ তেল আছে এই দেশে।

সৌদি আরবের মূল অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক; বাজেটে রাজস্ব মোটামুটি ৭৫% এবং রপ্তানি আয়ের ৯০% তেল শিল্প থেকে আসে।সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূ-ভাগের ২০% খনিজ তেলের মজুদ রয়েছে।পরিমাণে এটা ২৬ হাজার কোটি ব্যারেল।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়ার ফলে ২০২১ সালে তৃতীয় প্রান্তিকে বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশ ফুলে ফেপে উঠেছে রেকর্ড পরিমানে।

সৌদি পরিসংখ্যান কর্তকপক্ষের তথামতে ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে তাদের মোট জিডিপি বেড়েছে ৬.৮ শতাংশ হারে। অথচ গত বছরে একই সময়ে এই দেশটির প্রবিদ্ধ ছিলো -৪.৫ শতাংশ হারে।

সৌদি আরবের আরেকটি বড় উৎস হচ্ছে খেজুর। খেজুর, তেল গ্যাস ছাড়াও বিপুল পরিমানে অর্থ উপার্জন হয় হজের সময়।

সৌদি আরবের ইতিহাস:

১৯৩২ সালে আবদুল আজিজ ইবনে সৌউদ সোদি আরব দেশিটি প্রতিষ্ঠিত করেন এবং নিজেকে রাষ্ট্রের বাদশা দাবি করেন।

প্রাচীন আরব বলতে মেসোপটেমিয়ার পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলকে বুঝায়। আরবরা, বিশেষতঃ মক্কাবাসীরা মদ্যপান, জুয়া ও সঙ্গীতের প্রতি গভীরভাবে আসক্ত ছিল। যে সকল দাসী-রমনী নৃত্যগীত করত তাদেরকে কীয়ান বলা হত। তারা ছিল চরম নীতিহীন।

তথাপি তারা সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত ছিল এবং বড় বড় দলপতিরা তাদের প্রতি প্রণয় নিবেদন করত। বহুবিবাহ অবাধে অনুশীলিত হত। ৯৬৬ খৃঃ থেকে ১৯১৬ খৃঃ পর্যন্ত বিভিন্ন সাম্রাজ্যের অধীনে মক্কা শরীফ ও মদিনা উপ শরিফের দ্বারা শাসিত হয়ে আসছিল। অটোম্যান সাম্রাজ্যের পতনের পর আল হেজাজে আবার নিজদের ২য় রাষ্ট্র কায়েম হয়।

প্রাচীন কাল থেকে জজিরাতুল আরব জজিরাতুল আল হেজাজ, জজিরাতুল ইয়েমেন, জজিরাতুল নজফ নামক বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। প্রাচীন নগরের মধ্যে হেজাজে জেদ্দা, মক্কা, মদিনা, ইয়েমেনে সানা, নজফে রিয়াদ প্রভৃতি ছিল। সে সময় যেমন মক্কাকে বাক্কা মদিনাকেও ইয়াতরিব নামে পরিচিত ছিল। ।

ইসলামের আবির্ভাবের পর থেকে মক্কাকে মক্কা আল মোক্কারম এবং ইয়াতরিবকে মদিনা-তুন -নবী বা মদিনা আল মনওয়ারা বলে পরিচিতি লাভ করে।

আইন:

প্রথম থেকেই সৌদি আরব পুরোপুরি রাষ্ট্রাংটিক পদ্ধদিতে পরিচালিত হয়।এখানে কোনো নির্বাচন, দল সংসদ এবং কোনো ভিন্ন মতের অস্তিত্ব নেই। রাজতন্ত্রের সামান্য সমলচনা করলে কঠিন শাস্তি ভোগ করতে হয়। আইন কড়া হলেও সবার জন্য আইন প্রযোজ্য নয়। আইন কে কেবল রাজ পরিবারের স্বার্থে ব্যবহার করা হয়।

সৌদি আরবের দ্বিয়া আইন বা রক্তের মুল্য পরিষদ আইন প্রচলিত রয়েছে। যদি কেউ কাউকে খুন করে আর বিচারক মৃত্যুদন্ড রায় দেয় তবে যাকে হত্যা করেছে তার উত্তরাধিকার কে নির্ধারিত পরিমান অর্থ প্রদান করলে মৃত্যুদন্ড থেকে রেহাই দেওয়া হয়। এখানে জন্ম নিয়ন্ত্রণ অবৈধ। তবে এখানে মদ ও বিয়ারের ছোট খাট কারখানা রয়েছে।

২০১২ সালে সরকারি অফিস ও অধিকাংশ প্রকাশ্য স্থাএ ধুমপান নিষিদ্ধ করা হয়। মেয়েদের বেপারেও সৌদি আরবের কঠোর আইন রয়েছে। মেয়েদের বাড়ির বাইরে কাজ করা নিষিদ্ধ ছিলো। ২০১২ সালে কিং আব্দুল্লাহ এই আইন পরিবর্তন করেন। সৌদি আরবের দীর্ঘদিন গাড়ি চালানো নিষিদ্ধ ছিল।পরে ২০১৮ সালে বাদশাহ সালমান মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেন।

সৌদি আরবের পুরুষের অনুমতি ছাড়া বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভ্রমণ, চাকরি পেতে বা সার্জারি করতে পারবে না। ২০১২ সালে সৌদি মেয়েরা অলিম্পিক গেমে অংশ নেওয়ার অনুমতি পান।এছাড়াও ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবহার, ব্যাবিচার, জাদুকারি, ইসলাম ও রাজ পরিবারের অবমাননা করলে শাস্তি মৃত্যুদন্ড হতে পারে।

ধর্ম:

ইসলাম সৌদিআরবের রাষ্ট্রীয় ধর্ম।(আঠারো শতকে, ইসলামী প্রচারক মুহাম্মদ ইবনে আবদ-ওহহাব এবং আঞ্চলিক আমির, মুহাম্মদ বিন সৌদের মধ্যে একটি চুক্তি প্রথমে নাজদ অঞ্চলে এবং তারপরে আরব উপদ্বীপে সুন্নি ইসলামের এক চূড়ান্ত পবিত্রতাবাদী চাপ নিয়ে আসে।)

সৌদি আরবের সকল নাগরিক মুসলিম। মুসলিম ছাড়া দেশটির নাগরিক হওয়া যায় না। এখানে ধর্মীয় পুলিশ ফোর্স ও রয়েছে।নামাজের সময় সকল কাজ বন্ধ থাকে।সৌদি আরবের আইনের ক্ষেত্রে ইসলামের আইন অনুসারন করা হয়। সৌদিআরবের বিখ্যাত রাজ্য হিজাজ, যাকে ইসলামের বাড়ি বলা হয়। কারন ইসলামের পবিত্র দুই নগরি মক্কা ও মদিনা এই রাজ্যে অবস্থিত।

কাবা শরিফ বিশ্বের বিখ্যাত ধর্মীয় কেন্দ্র। বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম পুরুষ বা নবি হজরত আদম (আঃ) এটি নির্মাণ করেন। পরে এটি ধ্বংস হওয়ার ফলে ইবারাহিম (আঃ) ও তার পুত্র ইসমাইল (আঃ) পুনরায় নির্মাণ করেন। প্রতি বছর ২ মিলিয়ন বিদেশি আসে এই দেশে।

Al abrar mecca

পোশাক:

সৌদি আরবে ‘শালীনতা’ লঙ্ঘন করে প্রকাশ্যে আঁটসাঁট পোশাক পরলে জরিমানা দিতে হবে। এ ছাড়া প্রকাশ্যে ঘনিষ্ঠ হলেও নির্দিষ্ট অঙ্কের জরিমানা গুনতে হবে।

নারীদের পোশাক কেমন হতে হবে, সে বিষয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির পর্যটন কর্তৃপক্ষও। বিবৃতিতে নারীদের কাঁধ ও হাঁটু ঢাকা পোশাক পরে জনসমক্ষে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পর্যটন কর্তৃপক্ষের প্রধান আহমেদ আল-খতিব জানিয়েছেন, বাইরের দেশ থেকে ঘুরতে আসা নারী পর্যটকদের এই নির্দেশ মানা বাধ্যতামূলক নয়।

সৌদি নারীরা আবায়া, বোরকা, হিজাবসহ অন্যান্য শরিয়া সমর্থিত পোশাক পরেন। পুরুষেরা আলখাল্লা, জুব্বা, গুত্রা (মাথায় পরার আরব্য পোশাক) এবং টুপি পরিধান করেন।

সৌদি আরবের কোম্পানির নাম:

১.সৌদি আরবের নির্মাণ কোম্পানি

২.সৌদি আরবের মেডিকেল কোম্পানি

৩.সৌদি আরবের স্টিল ও ফেব্রিক্স কোম্পানি

৪.সৌদি আরবের আর্কিটেকচার কোম্পানি

৫.সৌদি আরবের নিয়োগ কোম্পানি

৬.সৌদি আরবের বিজ্ঞাপন কোম্পানি

৭.সৌদি আরবের আইটি কোম্পানি

৮.সৌদি আরবের ভোগ্য পণ্য কোম্পানি

৯.সৌদি আরবের রিয়েল এস্টেট কোম্পানি

১০.সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং কোম্পানি

১১.সৌদি আরবের ফার্মাসিউটিক্যালস কোম্পানি

১২.সৌদি আরবের ট্রেডিং কোম্পানি

১৩.সৌদি আরবের রিটেইল কোম্পানি

১৪.সৌদি আরবের শিক্ষা বিষয়ক কোম্পানি

১৫.আল খায়ের ক্যাপিটাল – Al Khair capital

১৬.সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন – Saudi Basic Industries Corp (SABIC)

১৭.সৌদি আরবের ব্যাংকিং ও ইন্সুরেন্স কোম্পানি

১৮.আল বারাকা কনস্ট্রাকশন কোম্পানি – Al Baraka Construction Company

১৯.আল তুইক কোম্পানি – Twaik company ltd

২০.আল বদর কোম্পানি – Al Bader Company (ABDULRAHMAN AL BADER SONS COMPANY)

সৌদি আরবের শীর্ষ ১০০টি কোম্পানির নাম নিচে উল্লেখ করা হলো:

1. Saudi Basic Industries Corp ( SABIC )

2. Dallah Al – baraka

3. Saudi Arabian Airlines ( SAUDIA )

4. Saudi Aramco Mobil Refinery Co.

5. Arabian Oil Company

6. Consolidated Contractors Int’l , Co. SAL á s

7. National Commercial Bank

8. Saudi American Bank

9. Riyadh Bank

10. Saudi Consolidated Electric Co. ( East )

11. Alsuwaiket Trade & Contr Group

12. Arab National Bank

13. Saudi Consolidated Electric Co.

14. Saudi Consolidated Electric Co. ( West )

15. Al – Rajhi Banking & Investment Corp.

16. AlFaisalia Group

17. Al Bank Al Saudi Al Fransi

18. Saudi Cable Company

19. A.A. Turki Group ( ATCO )

20. Al Seif Group

21. The Saudi British Bank .

22. Riyadh Cable

23. Jeraisy Group of Establishments

24. National Shipping Co. Saudi Arabia 

25. Suleiman A. AlRajhi & Sons Co.

26. Saudi Hollandi Bank .

27. Savola

28. Jamjoom Corp for Commerce & In .

29. Aggad Investment Group

30. Alhamrani & Alsuleiman United Co.

31. Almarai

32. Saudi Cement Co.

33. Saudi Cairo Bank

34. Mahmood Saeed Collective Co.

35. Al Bayan Group Holding Co. Ltd.

36. National Co. for Cooperative Insurance

37. Al – Subei for Money Exchange & Trade

38. United Saudi Commercial Bank

39. Arab Supply & Trading Corp ( ASTRA )

40. Isam Khairi Kabbani Group

41. Saudi Research & Marketing Group

42. Alhamrani Group of Companies

43. Saudi Catering & Contracting

44. Yamama Saudi Cement Co.

45. Saddik & Muhammad Attar Co.

46. Eastern Province Cement Co.

47. Haji Hussein Alireza & Co. Ltd.

48. Alpha Trading & Shipping Agencies Ltd.

49. Ali Zaid al Quraishi & Bros.

50. Mohamad Al Mojil Group

51 . Petromin Lubricating Oil Company

52. Southern Province Cement Co.

53. Trading & Industrial Group Ltd.

54. Belieli Saudi Heavy Industrie

55. Rolaco

56. Bin Zehefa Est .

57. Taher Group

58. National Titanium Dioxide Co. Ltd

59. National Pipe Co. Ltd.

60. SAPTICO

61. National Gas and Industrialization Co.

62. Aluminum Products Co. , Ltd. ( ALUPCO )

63. Al Tayyar Travel Group

64. Abdullah A.M. Al Khodari Sons

65. A.W. Aujan and Bros.

66. National Agricultural Development

67. The Saudi Investment Bank

68. Abdullah Mohd . Bahlas Est .

69. Abdulrahman Algosaibi G.T.B.

70. Abdul Ghani El – Ajou Group

71. Yanbu Cement Co.

72. Alshamrany Industrial Group

73. Arabic Computer Systems , Itd

74. Al Azizia Panda United Inc.

75. Arabian Cement Company , Ltd.

76. National Factory for Air Conditioners c .

77. Tihama for Ad . Public Relations & Mar.

78. Al Babtain Group

79. Hoshanco

80. Saudi Tourist & Travel Bureau , Ltd.

81. SPIMACO

82. Saudi Consolidated Electric Co. ( South )

83. Al Huseini & Al Yahya Trading Co.

84. Sumama Co .

85. Arabian Agricultural Services Co.

86. M.S. Suwaidi Est . for Contracting

87. ABB Electrical Industries Co. , Ltd.

88. Hussein Al Ali Est .

89. Saudi Fisheries Company 90. Carrier Saudi Arabia

91. Arabian Gulf Oil Co. , Ltd.

92. Arabian Gulf Oil Co. , Ltd. For Plastic In .

93. Al Ruwaite Contracting Est .

94. Muhammad Assad Aldrees & Sons Co.

95. Golden Grass Inc.

96. Hail Agriculture Development Co.

97. Arabian Auto Agency

98. Saudi Gold Co.

99. Al Jazira Bank

100. Arabian Drilling Co.

অবশ্যই পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *